Audio Test-16
প্রশ্ন: ১। মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক কোন আসামী দন্ডবিধির ১২৪ক ধারায় দন্ডিত হইলে আপিল করতে হবে-
ক) দায়রা জজ আদালতে
খ) জেলা ম্যাজিস্ট্রেট আদালতে
গ) চীফ মেট্রাপলিটন আদালত
ঘ) হাইকোর্ট বিভাগে
উত্তর: হাইকোর্ট বিভাগে
প্রশ্ন: ২। স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা সেই আদালতে দায়ের করিতে হইবে যাহার এখতিয়ারের সীমা রেখার মধ্যে সম্পত্তিটি অবস্থিত ইহা দেওয়ানী কার্যবিধির কোন ধারার বিধান?
ক) ১৫ ধারায়
খ) ১৪ ধারায়
গ) ১৭ ধারায়
ঘ) ১৬ ধারায়
উত্তর: ১৬ ধারায়
প্রশ্ন: ৩। হেবিয়াস কর্পাস সম্পর্কে সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে?
ক) ১০৩
খ) ১০২(২) বি(i)
গ) ১০১
ঘ) ১০২
উত্তর: ১০২(২) বি(i)
প্রশ্ন: ৪। একজন এডভোকেটকে আইন পেশা হইতে বহিস্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় কার নিকট?
ক) এ্যাটর্নী জেনারেল
খ) আপিল বিভাগ
গ) আইনমন্ত্রী
ঘ) হাইকোর্ট বিভাগ
উত্তর: হাইকোর্ট বিভাগ
প্রশ্ন: ৫। তামাদি আইনের ১৪ ধারার বিষয়বস্তু কয়টি?
ক) ১টি
খ) ৪টি
গ) ২টি
ঘ) ৩টি
উত্তর: ২টি
প্রশ্ন: ৬। অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কোন ধারায়?
ক) ১০৯ ধারায়
খ) ১২০ক ধারা
গ) ১২০খ ধারা
ঘ) ১১৯ ধারায়
উত্তর: ১২০খ ধারা
প্রশ্ন: ৭। পাবলিক প্রসিউটর মামলা প্রত্যাহারের ফল সম্পর্কে ফৌজদারী কার্যবিধির কোন ধারায় বর্ননা করা হয়েছে-
ক) ৪৯৭
খ) ৪৯৪
গ) ৪৯৮
ঘ) ৪৯৬
উত্তর: ৪৯৪
প্রশ্ন: ৮। কার্যধারা স্থগিত থাকাকালীন সময় তামাদি মেয়াদ থেকে বাদ যাবে, ইহা কোন ধারার ভাষ্য?
ক) ১২ ধারা
খ) ১৪ ধারা
২০ ধারা
ঘ) ১৫ ধারা
উত্তর: ১৫ ধারা
প্রশ্ন: ৯। বে-আইনী সমাবেশে ইচ্ছাকৃতভাবে যোগ দিলে বা অবস্থান করিলে বেআইনী সমাবেশের সদস্য বলিয়া গণ্য হইবে ইহা কোন ধারার বিধান?
ক) ১৪৩ ধারার
খ) ১৪২ ধারার
গ) ১৪৪ ধরার
ঘ) ১৪৫ ধারার
উত্তর: ১৪২ ধারার
প্রশ্ন: ১০। দাঙ্গার দায়ে দোষী ব্যক্তির শাস্তি কোন ধারায়?
ক) ১৪৭ ধারা
খ) ১৪৬ ধারা
গ) ১৪৩ ধারা
ঘ) ১৪৫ ধারা
উত্তর: ১৪৭ ধারা
প্রশ্ন: ১১। দুষ্কর্মের সহযোগীকে ফৌজদারী কার্যবিধির ৩৩৭ ধারা মতে ক্ষমা মঞ্জুর করতে পারেন-
ক) চীফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট
খ) মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
গ) কোনটিই নয়
ঘ) জেলা ম্যাজিস্ট্রেট
উত্তর: মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ১২। তামাদি আইন, চুক্তি আইনের (১৮৭২ সালের ৯ নং আইন) ২৫ ধারাকে প্রভাবিত করে না ইহা কোন ধারার বিধান?
ক) ২৭ ধারা
খ) ২৯ ধারা
গ) ২৮ ধারা
ঘ) ৩০ ধারা
উত্তর: ২৯ ধারা
প্রশ্ন: ১৩। মামলার শুনানী এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহন দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে বর্ণনা করা হইয়াছে?
ক) অর্ডার ১৫
খ) অর্ডার ২০
গ) অর্ডার ১৮
ঘ) অর্ডার ১৬
উত্তর: অর্ডার ১৮
প্রশ্ন: ১৪। ম্যাজিস্ট্রেট আসামীর ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিতে পারেন কত ধারায়?
ক) ২০৭ ধারায়
খ) ২০৩ ধারায়
গ) ২০৫ ধারায়
ঘ) ২০৬ ধারায়
উত্তর: ২০৫ ধারায়
প্রশ্ন: ১৫। মারত্বক অস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী সমাবেশে যোগদান করিলে শাস্তি কোন ধানায়?
ক) ১৪২ ধারা
খ) ১৪৪ ধারা
গ) ১৪৩ ধারা
ঘ) ১৪৬ ধারা
উত্তর: ১৪৪ ধারা
প্রশ্ন: ১৬। সাক্ষীর স্মৃতি পুনঃরুজ্জীবিত করিবার উদ্দ্যেশ্যে ব্যবহত কোন লিখন বা দলিল সম্পর্কে বিরুদ্ধে পক্ষের অধিকার আছে-
ক) চাহিলে আদালত উহা দাখিল করতে হবে
খ) বিরুদ্ধ পক্ষ চাইলে দেখাইতে হইবে
গ) সবগুলি
ঘ) ইচ্ছা করিলে উহা সম্পর্কে সাক্ষীকে জেরা করতে পারবে
উত্তর: সবগুলি
প্রশ্ন: ১৭। অস্থাবর সম্পত্তি কয়টি কারণে তার প্রকৃত মালিকের কাছে অর্পণের জন্য সুনিদির্ষ্টভাবে বাধ্য করা যেতে পারে?
ক) ৮টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৩টি
উত্তর: ৪টি
প্রশ্ন: ১৮। খালাস আদেশের তারিখ হইতে ৬০ দিন অতিক্রান্ত হইবার পর ফরিয়াদি খালাসের আদেশের বিরুদ্ধে কোন আপিল দায়ের করিলে হাইকোর্ট বিভাগে তাহা খারিজ হইবে ইহা ফৌজদারী কার্যবিধির কোন ধারায় বলা হয়েছে-
ক) ৪১৭ (৫) ধারা
খ) ৪১৭ ধারা
গ) ৪১৭ (২) ধারা
ঘ) ৪১৭ (৩) ধারা
উত্তর: ৪১৭ (৩) ধারা
প্রশ্ন: ১৯। অনিষ্টের সর্বোচ্চ শাস্তি কি?
ক) ৩ মাস কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
খ) ২ মাস কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
গ) ১ মাস কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
ঘ) ৭ মাস কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
উত্তর: ৩ মাস কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
প্রশ্ন: ২০। মূলতবী খরচাদি পরিশোধ না করলে আদালত মামলাটি খারিজ করবেন বা একতরফা নিষ্পত্তি করবেন এর প্রতিকার কি?
ক) রেফারেন্স
খ) মামলাটি পূর্নবহালের আবেদন বা দোতরফা শুনানীর আবেদন
গ) রিভিশন
ঘ) আপিল
উত্তর: মামলাটি পূর্নবহালের আবেদন বা দোতরফা শুনানীর আবেদন
প্রশ্ন: ২১। মৃত্যুদন্ড বা যাবজ্জীবন দন্ডের ক্ষেত্রে আদালত অভিযুক্তদের জামিন দিতে পারবে যদি সে-
ক) ১৬ বছর বয়সের নিচে হলে
খ) পীড়িত বা অক্ষম লোক হয়
গ) সবগুলো
ঘ) স্ত্রী লোক হয়
উত্তর: সবগুলো
প্রশ্ন: ২২। একজন মৃত চিত্রকারের একটি চিত্রকর্ম ‘x’ এর মালিকানায় আসে। সে উহা ‘Y’ এর নিকট বিক্রয়ের চুক্তিবদ্ধ হয়। পরবর্তীতে ‘x’ চুক্তিটি বাস্তবায়নে অস্বীকৃতি জানায়। ‘Y’ সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারা মোতাবেক চুক্তি বাস্তবায়নের দাবি করিতে পারে।
ক) ১৪ ধারা
খ) ৯ ধারা
গ) ১২ ধারা
ঘ) ১৫ ধারা
উত্তর: ১২ ধারা
প্রশ্ন: ২৩। দাঙ্গার সংজ্ঞা দন্ডবিধির কোন ধারায় দেওয়া হইয়াছে?
ক) ১৪৩ ধারায়
খ) ১৪১ ধারায়
গ) ১৪৬ ধারায়
ঘ) ১৪৪ ধারায়
উত্তর: ১৪৬ ধারায়
প্রশ্ন: ২৪। হাইকোর্ট মৃত্যুদন্ডদেশ বহাল রাখে কত ধারা অনুযায়ী?
ক) ৩৭৬ ধারা
খ) ৩৭৫ ধারা
গ) ৩৭৪ ধারা
ঘ) ৩৭৮ ধারা
উত্তর: ৩৭৬ ধারা
প্রশ্ন: ২৫। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের অস্থাবর সম্পত্তি উদ্ধারের মামলা করা যায়-
ক) ৯ ধারায়
খ) ১০ ধারায়
গ) ১০ ও ১১ ধারায়
ঘ) ৮ ও ৯ ধারায়
উত্তর: ১০ ও ১১ ধারায়