Audio Test-17
প্রশ্ন: ১। ট্রাইব্যুনালের কোন আদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি আপীল করতে পারে-
ক) হাইকোর্ট বিভাগে
খ) বার কাউন্সিল আপীল বোর্ডে
গ) জেলা জজ আদালতে
ঘ) আপীল বিভাগে
উত্তর: হাইকোর্ট বিভাগে
প্রশ্ন: ২। যে আদালত ডিক্রি প্রদান করছে সেই আদালত কিংবা যে আদালতে জারীর জন্য প্রেরণ করা হইয়াছে সেই আদালত ডিক্রিজারী করিবে ইহা কোন ধারার বর্ণনা?
ক) ৪২ ধারা
খ) ৫১ ধারা
গ) ৩৮ ধারা
ঘ) ৩৭ ধারা
উত্তর: ৩৮ ধারা
প্রশ্ন: ৩। সুনিদির্ষ্ট কার্যসম্পাদনের জন্য আদালতের ডিক্রি প্রদানের ক্ষমতা হচ্ছে-
ক) আইনগত
খ) সবগুলো
গ) স্বেচ্ছাধীন
ঘ) বাধ্যকর
উত্তর: স্বেচ্ছাধীন
প্রশ্ন: ৪। নিম্নের কোন আদালত ফৌজদারী আদালত নহে?
ক) ম্যাজিস্ট্রেট আদালত
খ) জেলা জজ আদালত
গ) দায়রা জজ আদালত
ঘ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
উত্তর: জেলা জজ আদালত
প্রশ্ন: ৫। ফৌজদারী মামলার আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে তাহা প্রমাণের দায়িত্ব কার?
ক) ক্ষতিগ্রস্থ ব্যক্তির
খ) রাষ্ট্রের
গ) অভিযোগকারীর
ঘ) উক্ত দাবি উপস্থাপনকারীর
উত্তর: উক্ত দাবি উপস্থাপনকারীর
প্রশ্ন: ৬। দন্ডবিধির কোন ধারায় একমাত্র শাস্তি মৃত্যুদন্ড?
ক) ৩০২ ধারা
খ) ৩০৩ ধারা
গ) ৩০৪ এ ধারা
ঘ) ৩০৪ ধারা
উত্তর: ৩০৩ ধারা
প্রশ্ন: ৭। জালিয়াতির সর্বোচ্চ শাস্তি কি?
ক) ২ বছর কারাদন্ড বা অর্থদন্ড
খ) ২ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড
গ) ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
ঘ) ৭ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
উত্তর: ২ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড
প্রশ্ন: ৮। সাক্ষ্য আইন অনুযায়ী নিম্নের কোন ব্যক্তি আদালত বলে গণ্য হবে না?
ক) এটর্নি যেনারেল
খ) ম্যাজিস্ট্রেট
গ) বিচারক
ঘ) স্বেচ্ছায় মীমাংসাকারী বা Arbitrator
উত্তর: স্বেচ্ছায় মীমাংসাকারী বা Arbitrator
প্রশ্ন: ৯। রাষ্টদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হইতে সদাচরনের মুচলেকা কোন ধারায়?
ক) ১১১ ধারা
খ) ১০৮ ধারা
গ) ১০৭ ধারা
ঘ) ১১৮ ধারা
উত্তর: ১০৮ ধারা
প্রশ্ন: ১০। কোন কার্যের সাহায্যে মৃত্যু ঘটানোর সম্ভাবনা রহিয়াছে জানিয়া ঐ কার্যের সাহায্যে মৃত্যু ঘটাইলে সেটা হবে-
ক) সবগুলি
খ) খুনের সহায়তাকারী
গ) খুন
ঘ) অপরাধমূলক নরহত্যা
উত্তর: খুন
প্রশ্ন: ১১। এখতিয়ারবিহীন আদালতে সরল উদ্দেশ্যে মূল মামলা দায়েরের ফলে যে সময় ব্যয় হয় তা বাদ যাবে, ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?
ক) ১১ ধারা
খ) ১৭ ধারা
গ) ১৪ ধারা
ঘ) ১৩ ধারা
উত্তর: ১৪ ধারা
প্রশ্ন: ১২। প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া আছে সাক্ষ্য আইনের কত ধারায়?
ক) ৬৩ ধারায়
খ) ৬২ ধারায়
গ) ৬০ ধারায়
ঘ) ৬১ ধারায়
উত্তর: ৬২ ধারায়
প্রশ্ন: ১৩। দন্ডবিধির কোন ধারায় আদালতের নথিপত্র বা সরকারী রেজিষ্টার ইত্যাদি জাল করণ এর শাস্তির কথা বলা হয়েছে –
ক) ৪৬৭ ধারায়
খ) ৪৬৬ ধারায়
গ) ৪৬৪ ধারায়
ঘ) ৪৬৮ ধারায়
উত্তর: ৪৬৬ ধারায়
প্রশ্ন: ১৪। জারীর দরখাস্ত ডিক্রির কত দিন পর দায়ের করা হলে দায়িকের উপর অবশ্যই নোটিশ জারী করতে হবে?
ক) ২ বছর
খ) ৩ মাস
গ) ১ বছর
ঘ) ৫ বছর
উত্তর: ২ বছর
প্রশ্ন: ১৫। দেওয়ানী আদালতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রি জারী মামলা দায়ের করতে হয়?
ক) ৩ বছর
খ) ১০ বছর
গ) ২ বছর
ঘ) ১ বছর
উত্তর: ৩ বছর
প্রশ্ন: ১৬। তামাদি গণনা কার বিরুদ্ধে গণনা করা হয়?
ক) বাদীর বিরুদ্ধে
খ) বাদীর বিরুদ্ধে এবং দরখাস্তকারীর বিরুদ্ধে
গ) দরখাস্তকারীর বিরুদ্ধে
ঘ) বিবাদীর বিরুদ্ধে
উত্তর: বাদীর বিরুদ্ধে এবং দরখাস্তকারীর বিরুদ্ধে
প্রশ্ন: ১৭। খুনের শাস্তি কত প্রকার?
ক) কোন প্রকার নাই
খ) ২ প্রকার
গ) ৩ প্রকার
ঘ) ৪ প্রকার
উত্তর: ২ প্রকার
প্রশ্ন: ১৮। কোন ব্যক্তি সুর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে সিঁধ কেটে বা দরজা – জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ করলে সে ব্যক্তির অপরাধ হবে-
ক) রাত্রিকালে গৃহে সিঁধকেটে বা দরজা – জানালা ভেঙ্গে অনধিকার প্রবেশ
খ) সঙ্গোপনে গৃহে প্রবেশ
গ) সবগুলো
ঘ) গৃহে অনধিকার প্রবেশ
উত্তর: রাত্রিকালে গৃহে সিঁধকেটে বা দরজা – জানালা ভেঙ্গে অনধিকার প্রবেশ
প্রশ্ন: ১৯। এক দায়রা বিভাগ হতে অন্য দায়রা বিভাগে মামলা স্থানান্তর করতে আবেদন করতে হবে?
ক) দায়রা আদালতে
খ) হাইকোর্ট বিভাগে
গ) জেলা জজের নিকট
ঘ) সংশ্লিষ্ট দায়রা আদালতে
উত্তর: হাইকোর্ট বিভাগে
প্রশ্ন: ২০। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হতে মামলা প্রত্যাহার করিতে পারে সংশ্লিষ্ট-
ক) দায়রা জজ
খ) চীফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট
গ) কোনটিই নয়
ঘ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
উত্তর: চীফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ২১। আপিল দরখাস্তের সঙ্গে দাখিল করতে হয়-
ক) আদেশের নকল
খ) রায়ের নকল এবং আদেশের নকল
গ) বেলবন্ড
ঘ) রায়ের নকল
উত্তর: রায়ের নকল এবং আদেশের নকল
প্রশ্ন: ২২। মামলা স্থানান্তরের জন্য সাধারন ক্ষমতা বা হাইকোর্ট বিভাগ ও জেলা জজ কোটের ক্ষমতা দেওয়ানী কার্যবিধির কোন ধারায় বর্ণনা করা হয়েছে?
ক) ২৩ ধারায়
খ) ২৪ ধারায়
গ) ১৯ ধারায়
ঘ) ২২ ধারায়
উত্তর: ২৪ ধারায়
প্রশ্ন: ২৩। বার কাউন্সিলের সদস্য নির্বাচিত কতকাল পরপর অনুষ্ঠিত হয়?
ক) ৫ বছর
খ) ৭ বছর
গ) ১ বছর
ঘ) ৩ বছর
উত্তর: ৩ বছর
প্রশ্ন: ২৪। দন্ডবিধিতে অপথে গৃহে প্রবেশ হবে যদি –
ক) সবগুলি
খ) অনধিকার গৃহ প্রবেশের পর তালা খুলে বাহির
গ) অনধিকার গৃহ প্রবেশের উদ্দেশ্যে তালা খুলে প্রবেশ
ঘ) অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমনের ভয় দেখাইয়া প্রবেশ বা প্রস্থান
উত্তর: সবগুলি
প্রশ্ন: ২৫। প্রত্যেক জেলায় ও মহানগর এলাকায় সরকার কতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করিতে পারিবেন?
ক) ৫ জন
খ) সরকার যাহা উপযুক্ত মনে করেন
গ) ৩ জন
ঘ) ৭ জন
উত্তর: সরকার যাহা উপযুক্ত মনে করেন