Audio Test-25

প্রশ্ন: ১। জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা ওয়ারেন্টে গ্রেফতার হইলে বা আদালতে হাজির করা হইলে কোন ধারার বিধান অনুযায়ী জামিন দেওয়া যেতে পারে?
ক) ৪৯৮ ধারা
খ) ৪৯৭ ধারা
গ) ৪৯৫ ধারা
ঘ) ৪৯৯ ধারা

উত্তর: ৪৯৭ ধারা

প্রশ্ন: ২। সম্পত্তির অধিকার বিলুপ্তির বিধানটি তামাদি আইনের কত ধারায়?
ক) ২৫ ধারায়
খ) ২৭ ধারায়
গ) ২৬ ধারায়
ঘ) ২৮ ধারায়

উত্তর: ২৮ ধারায়

প্রশ্ন: ৩। অস্থায়ী নিষধাজ্ঞা মঞ্জুর করা য়ায়-
ক) সবগুলো
খ) মামলার যে কোন পর্যায়ে
গ) আপিল পর্যায়ে
ঘ) রিভিশন পর্যায়ে

উত্তর: মামলার যে কোন পর্যায়ে

প্রশ্ন: ৪। স্বেচ্ছাকৃতভাবে মারত্মক অস্ত্রের দ্বারা আঘাতের সর্বোচ্চ শাস্তি কত ?
ক) ৭ বছর
খ) ৩ বছর
গ) ৫ বছর
ঘ) ৪ বছর

উত্তর: ৩ বছর

প্রশ্ন: ৫। আপীল আদালতের ক্ষমতা কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?
ক) ১০৯ ধারায়
খ) ১০৭ ধারায়
গ) ১০৬ ধারায়
ঘ) ১০৫ ধারায়

উত্তর: ১০৭ ধারায়

প্রশ্ন: ৬। স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি কোন ধারায়?
ক) ৩২৫ ধারা
খ) ৩২২ ধারা
গ) ৩২৩ ধারা
ঘ) ৩২৪ ধারা

উত্তর: ৩২৫ ধারা

প্রশ্ন: ৭। বাংলাদেশের এটর্নী জেনারেল পদাধীকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান হইবেন। ইহা বার কাউন্সিল আদেশের কোন অনুচ্ছেদে বলা আছে?
ক) অনুচ্ছেদ-৫
খ) অনুচ্ছেদ-৭
গ) অনুচ্ছেদ-১০
ঘ) অনুচ্ছেদ-৬

উত্তর: অনুচ্ছেদ-৬

প্রশ্ন: ৮। ফৌজদারী মামলা দন্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপীল দায়েরের সময়সীমা কত?
ক) ৯০ দিন
খ) ৩০ দিন
গ) ৬০ দিন
ঘ) ১৫ দিন

উত্তর: ৬০ দিন

প্রশ্ন: ৯। অর্থ আদায়ের মামলায় ডিক্রি বলে টাকা আদায়ের লক্ষে ডিক্রি জারীর জন্য কোন মহিলাকে দেওয়ানী কারাগারে গ্রেফতার বা আটক রাখা যাবে না কোন ধারা মতে?
ক) ৫৯ ধারা মতে
খ) ৫৬ ধারা মতে
গ) ৫৮ ধারা মতে
ঘ) ৫৫ ধারা মতে

উত্তর: ৫৬ ধারা মতে

প্রশ্ন: ১০। দায়রা আদালত গঠন কোন ধারায় দেওয়া আছে?
ক) ৭ ধারায়
খ) ৮ ধারায়
গ) ৬ ধারায়
ঘ) ৯ ধারায়

উত্তর: ৯ ধারায়

প্রশ্ন: ১১। অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি কি?
ক) ৫ বছর পর্যন্ত কারাদন্ড ও অর্থদন্ড
খ) ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড
গ) ৭ বছর কারাদন্ড ও অর্থদন্ড
ঘ) ২ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড

উত্তর: ২ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড

প্রশ্ন: ১২। যে ব্যক্তি কোন তথ্যের অস্তিত্বের দাবী করে সেই তথ্যের উপর নির্ভরশীল কোন আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করে সেই ব্যক্তিই তথ্যের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করবেন – ইহা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
ক) ১০৪ ধারায়
খ) ১০১ ধারায়
গ) ১০৬ ধারায়
ঘ) ১০৩ ধারায়

উত্তর: ১০১ ধারায়

প্রশ্ন: ১৩। ডিক্রির বিরুদ্ধে আপীলে আপত্তির কারণসমূহ উল্লেখ করিতে হইবে ইহা কোন আইনের বিধান?
ক) অর্ডার ৪১ রুল ১(৩)
খ) অর্ডার ৪১ রুল ১(২)
গ) অর্ডার ৪১ রুল ৪
ঘ) অর্ডার ৪১ রুল ২

উত্তর: অর্ডার ৪১ রুল ১(২)

প্রশ্ন: ১৪। স্বেচ্ছাকৃতভাবে আঘাতদানের শাস্তি কোন ধারায়?
ক) ৩২২ ধারা
খ) ৩২৬ ধারা
গ) ৩২৫ ধারা
ঘ) ৩২৩ ধারা

উত্তর: ৩২৩ ধারা

প্রশ্ন: ১৫। কয়টি ক্ষেত্রে দেওয়ানী মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক নয়?
ক) ৪টি ক্ষেত্রে
খ) ২টি ক্ষেত্রে
গ) ৩টি ক্ষেত্রে
ঘ) ৫টি ক্ষেত্রে

উত্তর: ২টি ক্ষেত্রে

প্রশ্ন: ১৬। স্বেচ্ছাকৃতভাবে মারত্মক অস্ত্রের দ্বারা গুরুতর আঘাতের শাস্তি কোন ধারায়?
ক) ৩২৬ ধারা
খ) ৩২৪ ধারা
গ) ৩২৩ ধারা
ঘ) ৩২৫ ধারা

উত্তর: ৩২৬ ধারা

প্রশ্ন: ১৭। যেক্ষেত্রে কোন আসামীর মামলা দন্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে সেক্ষেত্রে তাহা প্রমাণের দায়িত্ব ঐ আসামীর উপর বর্তায় এটি সাক্ষ্য আইনে কত ধারায় বলা হয়েছে?
ক) ১০৪ ধারায়
খ) ১০৬ ধারায়
গ) ১০৫ ধারায়
ঘ) ১০৭ ধারায়

উত্তর: ১০৫ ধারায়

প্রশ্ন: ১৮। ঘোষণামূলক মামলা খারিজ হলে প্রতিকার কি?
ক) আপিল
খ) রিভিউ
গ) রেফারেন্স
ঘ) রিভিশন

উত্তর: আপিল

প্রশ্ন: ১৯। বর্তস্বত্ব অধিকারের মামলাতে বিবাদী প্রমাণ করতে পারে যে ২০ বছরের মধ্যে সে বাধা দিয়েছিল তাহলে মামলার ফলাফল কি হবে?
ক) ডিক্রি হবে
খ) খারিজ হবে
গ) কোনটিই নয়
ঘ) স্থগিত হবে

উত্তর: খারিজ হবে

প্রশ্ন: ২০। ২০ বছর অতিবাহিত হবার কত বছরের মধ্যে বর্তস্বত্ব ঘোষণার মামলা দায়ের করতে হয়-
ক) ৪ বছর
খ) ৩ বছর
গ) ১ বছর
ঘ) ২ বছর

উত্তর: ২ বছর

প্রশ্ন: ২১। ঘোষনণামূলক মামলা কোন ব্যক্তি করিতে পারেন?
ক) কোন সম্পত্তি থেকে যিনি বেদখল হইয়াছেন
খ) যে ব্যক্তির আইনানুগ পরিচয় বা কোন সম্পত্তিতে স্বত্বের অধিকার অস্বীকার করা হইয়াছে
গ) সবগুলো
ঘ) কোন সম্পত্তিতে তাহার অংশ বুঝিয়া পাওয়ার জন্য

উত্তর: যে ব্যক্তির আইনানুগ পরিচয় বা কোন সম্পত্তিতে স্বত্বের অধিকার অস্বীকার করা হইয়াছে

প্রশ্ন: ২২। মামলার বিচারাধীন রিসিভার নিয়োগের ক্ষমতাটি আদালতের –
ক) স্বেচ্ছাধীন
খ) নির্দেশমূলক
গ) বাধ্যবাধকতা
ঘ) কোনটিই নয়

উত্তর: স্বেচ্ছাধীন

প্রশ্ন: ২৩। ১০৪ ধারার নিয়মানুসারে কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল চলিবে, তাহা কোন আইনে বর্ণনা করা হইয়াছে?
ক) আদেশ ৪১
খ) আদেশ ৪৪
গ) আদেশ ৪৩
ঘ) আদেশ ৪২

উত্তর: আদেশ ৪৩

প্রশ্ন: ২৪। যে কোন বিষয় বিশেষভাবে কোন ব্যক্তির অবগতির মধ্যে থাকে, তখন সেই বিষয় প্রমাণ করার দায়িত্ব তার উপর ন্যস্ত ‘ ইহা সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?
ক) ১০৬ ধারায়
খ) ১০৫ ধারায়
গ) ১০৭ ধারায়
ঘ) ১০৪ ধারায়

উত্তর: ১০৬ ধারায়

প্রশ্ন: ২৫। দেনাদারকে গ্রেফতার করার উদ্দেশ্য বাসগৃহে প্রবেশ করা যাবে না?
ক) সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের পূর্বে
খ) সবগুলি
গ) সকালে
ঘ) দুপুরে

উত্তর: সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের পূর্বে

নিউজঃ