Audio Test-24

প্রশ্ন: ১। মিথ্যা পন্য- প্রতীক বা সম্পত্তি চিহ্ন ব্যবহারের শাস্তি কত ধারায়?
ক) ৪৭৮ ধারায়
খ) ৪৮০ ধারায়
গ) ৪৮১ ধারায়
ঘ) ৪৮২ ধারায়

উত্তর: ৪৮২ ধারায়

প্রশ্ন: ২। নির্বাচনের পর হইতে বার কাউন্সিলের মেয়াদ ৩ বছর এই বিধান বার কাউন্সিলের অর্ডারের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
ক) অনুচ্ছেদ-৩
খ) অনুচ্ছেদ-৫
গ) অনুচ্ছেদ-৪
ঘ) অনুচ্ছেদ-১৫

উত্তর: অনুচ্ছেদ-৪

প্রশ্ন: ৩। প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি দন্ডবিধির কত ধারায়?
ক) ৪৬৬ ধারায়
খ) ৪৬৮ ধারায়
গ) ৪৬৭ ধারায়
ঘ) ৪৬৫ ধারায়

উত্তর: ৪৬৮ ধারায়

প্রশ্ন: ৪। কোন ধারায় আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের বিধান বর্ণনা করা হইয়াছে?
ক) ১১০ ধারায়
খ) ১০৪ ধারায়
গ) ১০৮ ধারায়
ঘ) ১০৫ ধারায়

উত্তর: ১০৪ ধারায়

প্রশ্ন: ৫। চেয়ারম্যান কর্তৃক বার কাউন্সিলের নির্বাচনী তফসিল প্রকাশ করতে হবে অনুষ্ঠিতব্য নির্বাচনের কমপক্ষে –
ক) ১৫ দিন পূর্বে
খ) ৬০ দিন পূর্বে
গ) ৩০ দিন পূর্বে
ঘ) ৪৫ দিন পূর্বে

উত্তর: ৪৫ দিন পূর্বে

প্রশ্ন: ৬। সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য হবে-
ক) দালিলিক
খ) প্রত্যক্ষ
গ) লিখিত
ঘ) পরোক্ষ

উত্তর: প্রত্যক্ষ

প্রশ্ন: ৭। লিখিত প্রাপ্তি স্বীকারের তারিখ উল্লেখ না থাকলে কোন ধরনের সাক্ষ্য দেওয়া যায়–
ক) মৌখিক সাক্ষ্য
খ) দালিলিক সাক্ষ্য
গ) কোনটি না
ঘ) মৌখিক সাক্ষ্য ও দালিলিক সাক্ষ্য

উত্তর: মৌখিক সাক্ষ্য

প্রশ্ন: ৮। ত্রিশ বছর বা ততোধিক পুরোনো দলিল যদি সঠিক হেফাজতে হতে সাক্ষ্য হিসাবে, আদালতে পেশ করা হয় তবে-
ক) কোনটিই নয়
খ) চুড়ান্ত প্রমাণ বলে গণ্য হবে
গ) আদালত এর সত্যতা ধরে নিত পারে
ঘ) সেটা অখন্ডযোগ্য অনুমান হবে

উত্তর: আদালত এর সত্যতা ধরে নিত পারে

প্রশ্ন: ৯। সাক্ষ্য আইনের কত ধারায় পাবলিক ডকুমেন্টের সংজ্ঞা দেওয়া আছে?
ক) ৭২ ধারায়
খ) ৭৬ ধারায়
গ) ৭৫ ধারায়
ঘ) ৭৪ ধারায়

উত্তর: ৭৪ ধারায়

প্রশ্ন: ১০। ফৌজদারী মামলায় দন্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে হাইকোর্টের অধঃস্তন আদালতে আপিলের সময়সীমা কত?
ক) ৭ দিন
খ) ৯০ দিন
গ) ৩০ দিন
ঘ) ১৫ দিন

উত্তর: ৩০ দিন

প্রশ্ন: ১১। সাক্ষ্য আইনের কত ধারায় প্রাইভেট ডকুমেন্টের কথা বলা হয়েছে?
ক) ৭৫ ধারায়
খ) ৭৬ ধারায়
গ) ৭৮ ধারায়
ঘ) ৭৭ ধারায়

উত্তর: ৭৫ ধারায়

প্রশ্ন: ১২। সরকার ফৌজদারী কার্যবিধির কত ধারায় শাস্তি হ্রাস করতে পারে?
ক) ৪১১ ধারায়
খ) ৪০৩ ধারায়
গ) ৪০৬ ধারায়
ঘ) ৪০২ ধারায়

উত্তর: ৪০২ ধারায়

প্রশ্ন: ১৩। দলিলে উল্লেখিত সময় গণনা করতে হয় গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?
ক) ২৫ ধারার
খ) ২৪ ধারার
গ) ২০ ধারার
ঘ) ২৬ ধারার

উত্তর: ২৫ ধারার

প্রশ্ন: ১৪। মূল ডিক্রির বিরুদ্ধে আপীল কোন ধারায়?
ক) ৯৬(২) ধারা
খ) ৯৬(১) ধারা
গ) ৯৩ ধারায়
ঘ) ৯৭ ধারা

উত্তর: ৯৬(১) ধারা

প্রশ্ন: ১৫। পেনাল কোড এর ৩৪১ ও ৩৪২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ আপোষ করতে পারে-
ক) পাবলিক প্রসিকিউটর
খ) পুলিশ
গ) ভিকটিম
ঘ) আসামি

উত্তর: ভিকটিম

প্রশ্ন: ১৬। মামলার শুনানী সমাপ্ত হইবার পর রায় ৭ দিনের মধ্যে প্রকাশ্য আদালতে প্রদান করিতে হইবে ইহা কোথায় উল্লেখ আছে?
ক) অর্ডার ২০ রুল ৫
খ) অর্ডার ২০ রুল ১
গ) অর্ডার ২০ রুল ৪
ঘ) অর্ডার ২০ রুল ২

উত্তর অর্ডার ২০ রুল ১

প্রশ্ন: ১৭। পাবলিক প্রসিকিউটর কার অনুমতি নিয়ে মামলা প্রত্যাহার করতে পারেন?
ক) সরকারের
খ) আদালতের
গ) আইন মন্ত্রীর
ঘ) রাষ্টপতির

উত্তর: আদালতের

প্রশ্ন: ১৮। যার উপর ট্রাস্ট সম্পত্তি পরিচালনার ভার ন্যাস্ত থাকে, তিনি তাহা আত্মসাৎ করলে কত দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে?
ক) ৪ বছরের মধ্যে
খ) ১২ বছরের মধ্যে
গ) যে কোন সময়
ঘ) ৬ বছরের মধ্যে

উত্তর: যে কোন সময়

প্রশ্ন: ১৯। সাক্ষীর সাক্ষের সারমর্ম কিভাবে লিপিবদ্ধ করতে হয়?
ক) জবাবকারে
খ) স্মারকলিপিকারে
গ) কোনটিই নয়
ঘ) দরখাস্তকারে

উত্তর: স্মারকলিপিকারে

প্রশ্ন: ২০। সোলে ডিক্রির বিরুদ্ধে আপীল চলে না, বিধানটি কোন ধারায়?
ক) ৯৬(৩) ধারায়
খ) ৯৭ ধারায়
গ) ৯৬(১) ধারায়
ঘ) ৯৮ ধারায়

উত্তর: ৯৬(৩) ধারায়

প্রশ্ন: ২১। ক্রিমিনাল প্রসিডিউর কোডের অধীনে ১৪৫ ধারার আদেশ কে জারি করতে পারে?
ক) বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট
খ) জেলা ম্যাজিস্ট্রেট
গ) জেলা জজ
ঘ) জেলা ম্যাজিস্ট্রেট ও বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট

উত্তর: জেলা ম্যাজিস্ট্রেট ও বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রশ্ন: ২২। ডিক্রিজারী দেওয়ার শেষ সীমা কত বৎসর পযর্ন্ত?
ক) ৭ বৎসর
খ) ১২ বৎসর
গ) ৩ বৎসর
ঘ) ৯ বৎসর

উত্তর: ১২ বৎসর

প্রশ্ন: ২৩। কোনটি মূল দালিলিক সাক্ষ্য (Primary evidence)?
ক) দৈনিক পত্রিকা
খ) সত্যায়িত কপি
গ) ফটোস্ট্যাট কপি
ঘ) কোন বস্তুর ফটোগ্রাফ

উত্তর: দৈনিক পত্রিকা

প্রশ্ন: ২৪। দলিল বাতিলের মামলা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারা মোতাবেক দায়ের করা যায়?
ক) ৩৯ ধারা
খ) ৪২ ধারা
গ) ৩৮ ধারা
ঘ) ৪০ ধারা

উত্তর: ৩৯ ধারা

প্রশ্ন: ২৫। ডাক্তারের গুরুতর অবহেলার কারনে রোগির মৃত্যু ঘটিলে অপরাধটি কোন ধারায় শাস্তিযোগ্য?
ক) ৩০৪ ধারায়
খ) ৩০৫ ধারায়
গ) ৩০৪ এ ধরায়
ঘ) ৩০৪ বি ধারায়

উত্তর: ৩০৪ এ ধরায়

নিউজঃ