Audio Test-23

প্রশ্ন: ১। প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল না করলে চুড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপীলে উক্ত প্রাথমিক ডিক্রী সম্পর্কে প্রশ্ন তুলা যাইবে না ইহা কোন ধারার বিধান?
ক) ৯৯ ধারার
খ) ৯৭ ধারার
গ) ৯৫ ধারার
ঘ) ৯৬ ধারার

উত্তর: ৯৭ ধারার

প্রশ্ন: ২। সম্পত্তি চিহ্ন বা Property mark এর সংজ্ঞা কত ধারায়?
ক) ৪৭৮ ধারায়
খ) ৪৮১ ধারায়
গ) ৪৭৯ ধারায়
ঘ) ৪৮২ ধারায়

উত্তর: ৪৭৯ ধারায়

প্রশ্ন: ৩। যাবজ্জীবন কারাদন্ডের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপীল করতে হইবে?
ক) ৬০ দিন
খ) ৩০ দিন
গ) ১৫ দিন
ঘ) ৯০ দিন

উত্তর: ৬০ দিন

প্রশ্ন: ৪। কোন নিদির্ষ্ট ঘটনা প্রমানের দায়িত্ব ঐ পক্ষের যে কামনা করে যে আদালত ঐ ঘটনার অস্তিত্বের বিশ্বাস করবে এটা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
ক) ১০২ ধারায়
খ) ১০৬ ধারায়
গ) ১০৩ ধারায়
ঘ) ১০৫ ধারায়

উত্তর: ১০৩ ধারায়

প্রশ্ন: ৫। কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারণে পুন:পরীক্ষা (Reexamination) করিতে পারে?
ক) পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ
খ) প্রাকৃতিক নিয়মসিদ্ধ
গ) সাক্ষ্যদ্বারা প্রমানিত
ঘ) পূর্বের বক্তব্যে ভুল শোধরানো

উত্তর: পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ

প্রশ্ন: ৬। সাক্ষ্য আইনে কয়টি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় বলে উল্লেখ করা হয়েছে?
ক) ৩টি বিষয়ে
খ) ২টি বিষয়ে
গ) ৫টি বিষয়ে
ঘ) ৪টি বিষয়ে

উত্তর: ২টি বিষয়ে

প্রশ্ন: ৭। বাদী ঘোষণামূলক মামলা কত ধারা অনুসারে রজু করতে পারে?
ক) ৩০ ধারা
খ) ৪০ ধারা
গ) ৪২ ধারা
ঘ) ৪১ ধারা

উত্তর: ৪২ ধারা

প্রশ্ন: ৮। যতবার চুক্তিভঙ্গ করবে ততবার নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?
ক) ২৪ ধারা
খ) ২০ ধারা
গ) ২৫ ধারা
ঘ) ২৩ ধারা

উত্তর: ২৩ ধারা

প্রশ্ন: ৯। সুনিদির্ষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদানে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারা মোতাবেক প্রয়োগ করিতে পারেন?
ক) ২৩ ধারা
খ) ১৯ ধারা
গ) ২১ ধারা
ঘ) ২২ ধারা

উত্তর: ২২ ধারা

প্রশ্ন: ১০। নিম্নলিখিত কোন ডিক্রীর বিরুদ্ধে আপীল চলে না?
ক) প্রাথমিক ডিক্রি ও চুড়ান্ত ডিক্রি
খ) চুড়ান্ত ডিক্রি
গ) সম্মতিমূলক ডিক্রি
ঘ) একতরফা মূলক ডিক্রি

উত্তর: সম্মতিমূলক ডিক্রি

প্রশ্ন: ১১। দেওয়ানী কার্যবিধির কোন ধারায় ডিক্রিজারী দেবার শেষ সময়সীমা সম্পর্কে উল্লেখ করা হইয়াছে?
ক) ৫১ ধারায়
খ) ৫৩ ধারায়
গ) ৪৮ ধারায়
ঘ) ৪৭ ধারায়

উত্তর: ৪৮ ধারায়

প্রশ্ন: ১২। সাক্ষ্য আইনে Private Document বা ব্যক্তিগত দলিল বলা হয় –
ক) সর্বসাধারণের জন্য রক্ষিত দলিল
খ) সবগুলো
গ) পাবলিক ডকুমেন্ট ছাড়া সকল ব্যক্তিগত দলিল
ঘ) সার্বভৌম কর্তৃপক্ষের দলিল

উত্তর: পাবলিক ডকুমেন্ট ছাড়া সকল ব্যক্তিগত দলিল

প্রশ্ন: ১৩। সাক্ষ্য গ্রহন করতে হয়-
ক) ফরিয়াদী উপস্থিতিতে
খ) সবগুলি
গ) আসামির উপস্থিতিতে
ঘ) উকিলের উপস্থিতিতে

উত্তর: আসামির উপস্থিতিতে

প্রশ্ন: ১৪। সরকারের পক্ষে কে মামলা পরিচালনা করতে পারে?
ক) এ্যর্টনি জেনারেল
খ) পাবলিক প্রসিকিউটর
গ) সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত কোন ব্যক্তি
ঘ) সবকয়টি

উত্তর: সবকয়টি

প্রশ্ন: ১৫। দন্ডবিধির ৩০৪ ধারায় সর্বনিম্ন শাস্তি কত?
ক) ৭ বছর কারাদন্ড
খ) ১২ বছর কারাদন্ড
গ) ১০ বছর কারাদন্ড
ঘ) ৫ বছর কারাদন্ড

উত্তর: ১০ বছর কারাদন্ড

প্রশ্ন: ১৬। বেপরোয়া গাড়ি চালাইয়া মৃত্যু ঘটাইলে শাস্তি কোন ধারায়?
ক) ৩০৪বি ধারা
খ) ৩০৫ ধারা
গ) ৩০৪এ ধারা
ঘ) ৩০২ ধারা

উত্তর: ৩০৪বি ধারা

প্রশ্ন: ১৭। সাক্ষ্য আইনে কিছু ব্যতিক্রম ছাড়া, সকল ক্ষেত্রে দলিল প্রমাণ করতে হবে?
ক) মাধ্যমিক সাক্ষ্য দ্বারা
খ) শোনা সাক্ষ্য দ্বারা
গ) প্রাথমিক সাক্ষ্য দ্বারা
ঘ) গৌণ সাক্ষ্য দ্বারা

উত্তর: প্রাথমিক সাক্ষ্য দ্বারা

প্রশ্ন: ১৮। ক্রিমিনাল প্রসিডিউর কোডের অধীনে অপরাধ সংঘটিত হবার আগেই কে তা দমনের আদেশ দিতে পারেন?
ক) বিচারিক ম্যাজিস্ট্রেট
খ) জেলা ম্যাজিস্ট্রেট ও বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট
গ) বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট
ঘ) জেলা ম্যাজিস্ট্রেট

উত্তর: জেলা ম্যাজিস্ট্রেট ও বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রশ্ন: ১৯। আদালতের নথিপত্র বা সরকারী রেজিষ্টার ইত্যাদি জাল করণের সর্বোচ্চ শাস্তি কি?
ক) ১০ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
খ) ১২ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
গ) ৭ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
ঘ) ৫ বছর কারাদন্ড এবং অর্থদন্ড

উত্তর: ৭ বছর কারাদন্ড এবং অর্থদন্ড

প্রশ্ন: ২০। দেওয়ানী কার্যবিধি অনুযায়ী অর্থ আদায়ের মামলায় ডিক্রির টাকা পরিশোধ করা যায় কাহার নিকট?
ক) আদালতের বাহিরে ডিক্রিদারকে
খ) সবগুলো
গ) যে আদালতের ডিক্রি জারির কর্তব্য আছে
ঘ) ডিক্রি প্রদানকারী আদালত যেমন মনে করে

উত্তর: সবগুলো

প্রশ্ন: ২১। বর্তস্বত্ব অধিকারের সংজ্ঞা তামাদি আইনের কত ধারায়?
ক) ২ ধারায়
খ) ২৬ ধারায়
গ) ২৫ ধারায়
ঘ) ৫ ধারায়

উত্তর: ২৬ ধারায়

প্রশ্ন: ২২। বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়নের ক্ষেত্রে পূর্ব-অনুমোদন লাগবে-
ক) সরকারের
খ) প্রধান বিচারপতির
গ) রাষ্ট্রপতির
ঘ) বার কাউন্সিলের চেয়ারম্যানের

উত্তর: সরকারের

প্রশ্ন: ২৩। কত ধারাবলে চিকিৎসক সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহন যোগ্য?
ক) ৫০৯ ধারা
খ) ৫০৬ ধারা
গ) ৫০৯(ক) ধারা
ঘ) ৫০৮ ধারা

উত্তর: ৫০৯ ধারা

প্রশ্ন: ২৪। বার কাউন্সিল ১৫ জন সদস্য সমন্বয়ে গঠিত হইতে হইবে এই বিধান বার কাউন্সিল আদেশের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
ক) অনুচ্ছেদ-৫
খ) অনুচ্ছেদ-১১
গ) অনুচ্ছেদ-৯
ঘ) অনুচ্ছেদ-১০

উত্তর: অনুচ্ছেদ-৫

প্রশ্ন: ২৫। ফৌজদারী কার্যবিধির ৩৪৪ ধারায় প্রদত্ব রিমান্ডের লিখিত আদেশে কার স্বাক্ষর থাকবে?
ক) আসামির ও ফরিয়াদির
খ) আদালতের
গ) ফরিয়াদির
ঘ) পুলিশের

উত্তর: আদালতের

নিউজঃ