Audio Test-22
প্রশ্ন: ১। মানহানির সংজ্ঞা দন্ডবিধির কত ধারায়?
ক) ৪৯৯ ধারায়
খ) ৫০০ ধারায়
গ) ৪৯৮ ধারায়
ঘ) ৫০১ ধারায়
উত্তর: ৪৯৯ ধারায়
প্রশ্ন: ২। দলিল সংশোধনের মামলা দায়ের করতে হয় কত দিনের মধ্যে?
ক) ৩ বছর
খ) ৩ মাস
গ) ১২ বছর
৬ বছর
উত্তর: ৩ বছর
প্রশ্ন: ৩। এডভোকেট ব্যতীত অন্য কোন ব্যক্তি যদি আইন ব্যবসা করেন তাহলে তাকে কারাদন্ডে দন্ডিত করা যেতে পারে-
ক) ৬ মাস পর্যন্ত
খ) ২ মাস পর্যন্ত
গ) ৪ মাস পর্যন্ত
ঘ) ৩ মাস পর্যন্ত
উত্তর: ৬ মাস পর্যন্ত
প্রশ্ন: ৪। আপিল চলাকালীন সময় আপীলকারী মারা গেলে কি হবে?
ক) চলতে থাকবে
খ) কোনটিই নয়
গ) খারিজ হবে
ঘ) অ্যাবেট হবে
উত্তর: অ্যাবেট হবে
প্রশ্ন: ৫। প্রকাশনা বাজেয়াপ্তির ঘোষণা বাতিলের দরখাস্ত হাইকোর্ট বিভাগে কত দিনের মধ্যে দায়ের করতে হবে?
ক) ৬ মাস
খ) ২ মাস
গ) ৩ মাস
ঘ) ৪ মাস
উত্তর: ২ মাস
প্রশ্ন: ৬। কোন অনুষ্ঠানের গান গাওয়ার জন্য ‘X’ চুক্তিবদ্ধ হয় কিন্তু পরবর্তীতে চুক্তি সম্পাদনে অস্বীকৃতি জানায় এই চুক্তি সুনিদির্ষ্ট কার্যকর করা যায় না, ইহা ২১ ধারার কোন উপধারার ভাষ্য?
ক) উপধারা গ
খ) উপধারা ক
গ) উপধারা ঙ
ঘ) উপধারা খ
উত্তর: উপধারা খ
প্রশ্ন: ৭। দেওয়ানী আদালতের অর্থ ডিক্রি জারীর মামলায় নিম্নের কোন ব্যক্তিকে দেওয়ানী জেলে আটক রাখার আদেশ দেয়া যাবে না?
ক) একজন পুরুষ
খ) একজন ব্যবসায়ী
গ) একজন সরকারী কর্মচারী
ঘ) একজন মহিলা
উত্তর: একজন মহিলা
প্রশ্ন: ৮। X’ Y কে চারদেয়ালের মধ্যে তালা মেরে রাখে, X এর অপরাধ কি?
ক) অন্যায় নিয়ন্ত্রণ
খ) অন্যায় বাধা
গ) অন্যায় অর্পন
ঘ) অন্যায় আটক
উত্তর: অন্যায় আটক
প্রশ্ন: ৯। ডিক্রিজারীর আবেদন কোথায় করতে হয়?
ক) ডিক্রিজারীর জন্য নিয়োগকৃত অফিসারের নিকট
খ) ডিক্রি জারীর জন্য যে আদালতে প্রেরণ করা হয়েছে সেই আদালতে
গ) সবগুলোতে
ঘ) ডিক্রি দানকারী আদালতে
উত্তর: সবগুলোতে
প্রশ্ন: ১০। মেট্রোপলিটন এলাকাতে কে সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনী সমাবেশ ভঙ্গ করতে পারে?
ক) জেলা জজ
খ) পুলিশ কমিশনার
গ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
ঘ) সবকটি
উত্তর: পুলিশ কমিশনার
প্রশ্ন: ১১। ডিক্রি কার্যকর করতে বাধা প্রদানের শাস্তি কি?
ক) ১ বছর দেওয়ানী কারাগারে আটক
খ) ৪ মাস দেওয়ানী কারাগারে আটক
গ) ৩ মাস দেওয়ানী কারাগারে আটক
ঘ) ৩০ দিন দেওয়ানী কারাগারে আটক
উত্তর: ৩০ দিন দেওয়ানী কারাগারে আটক
প্রশ্ন: ১২। মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের মেয়াদকাল কত?
ক) ৭ দিন
খ) ১৫ দিন
গ) ৬০ দিন
ঘ) ৯০ দিন
উত্তর: ৭ দিন
প্রশ্ন: ১৩। ডিক্রী জারীর প্রথম আবেদনটি কত সময়ের মধ্যে করিতে হইবে?
ক) ৭ বছরেরর মধ্যে
খ) ১২ বছরেরর মধ্যে
গ) ৩ বছরের মধ্যে
ঘ) ৯ বছরেরর মধ্যে
উত্তর: ৩ বছরের মধ্যে
প্রশ্ন: ১৪। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতার বিধান উল্লেখ আছে?
ক) ২৪ ধারায়
খ) ২২ ধারায়
গ) ২১ ধারায়
ঘ) ২৫ ধারায়
উত্তর: ২৪ ধারায়
প্রশ্ন: ১৫। আগাম জামিনের বিধানটি কোন ধারায় বিদ্যমান?
ক) ৪৯৮ ধারায়
খ) ৪৯৫ ধারায়
গ) ৪৯৭ ধারায়
ঘ) ৪৯৬ ধারায়
উত্তর: ৪৯৮ ধারায়
প্রশ্ন: ১৬। আঘাত কত দিন পর্যন্ত তীব্র যন্তণ্রা প্রদেয় হইলে গুরুতর আঘাত বলিয়া গণ্য হইবে?
ক) ১৫ দিন
খ) ৩০ দিন
গ) ১০ দিন
ঘ) ২০ দিন
উত্তর: ২০ দিন
প্রশ্ন: ১৭। বাংলাদেশের এটর্নী যেনারেল বার কাউন্সিলের ১৫ জন সদস্যের মধ্যে ১জন সদস্য, ইহা বার কাউন্সিল আদেশে কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
ক) অনুচ্ছেদ-৫
খ) অনুচ্ছেদ-১০
গ) অনুচ্ছেদ-৯
ঘ) অনুচ্ছেদ-৭
উত্তর: অনুচ্ছেদ-৫
প্রশ্ন: ১৮। হুলিয়া জারির পর ক্রোককৃত সম্পত্তি কত দিন অতিবাহিত হলে বিক্রয় করা যায়?
ক) ৬ মাস
খ) ২ মাস
গ) ৫ মাস
ঘ) ১ বছর
উত্তর: ৬ মাস
প্রশ্ন: ১৯। সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী Motive প্রাসঙ্গিক হবে?
ক) ৯ ধারা
খ) ৫ ধারা
গ) ৭ ধারা
ঘ) ৮ ধারা
উত্তর: ৮ ধারা
প্রশ্ন: ২০। ডিক্রি জারী দেওয়ার সময়সীমা কত বৎসর?
ক) ১ বৎসর
খ) ৫ বৎসর
গ) ১২ বৎসর
ঘ) ৩ বৎসর
উত্তর: ১২ বৎসর
প্রশ্ন: ২১। গুরুতর আঘাতের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৩২৩ ধারায়
খ) ৩২১ ধারা
গ) ৩১৯ ধারা
ঘ) ৩২০ ধারায়
উত্তর: ৩২০ ধারায়
প্রশ্ন: ২২। ফৌজদারী মামলায় কোন ক্ষেত্রে দ্বিতীয় আপীল করা যায়?
ক) খালাস আদেশের বিরুদ্ধে
খ) দন্ডাদেশের বিরুদ্ধে
গ) সবকয়টি
ঘ) রিভিশনের বিরুদ্ধে
উত্তর: খালাস আদেশের বিরুদ্ধে
প্রশ্ন: ২৩। ফৌজদারী কার্যবিধির কত ধারায় রায় ঘোষনার পদ্ধতি বর্ণিত আছে?
ক) ৩৬৮ ধারা
খ) ৩৬৭ ধারা
গ) ৩৬০ ধারা
ঘ) ৩৬৬ ধারা
উত্তর: ৩৬৬ ধারা
প্রশ্ন: ২৪। তামাদি আইনের ২১ ধারা অনুযায়ী কাহারা অক্ষম ব্যক্তির প্রতিনিধি-
ক) ম্যানেজার
খ) আইন সম্মত অভিবাভক
গ) কমিটি
ঘ) সবকটি
উত্তর: সবকটি
প্রশ্ন: ২৫। মুল্যবান জামানত উইল ইত্যাদি জাল করলে সর্বোচ্চ শাস্তি কি?
ক) ৭ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
খ) যাবজ্জীবন কারাদন্ড এবং অর্থদন্ড
গ) ৫ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
ঘ) ১০ বছর কারাদন্ড ও অর্থদন্ড
উত্তর: যাবজ্জীবন কারাদন্ড এবং অর্থদন্ড