Audio Test-21
প্রশ্ন: ১। মিথ্যা পন্য-প্রতীক বা সম্পত্তি চিহ্ন ব্যবহারের শাস্তি কি?
ক) ৫ বছর কারাদন্ড হতে পারে বা অর্থদন্ড
খ) ২ বছর কারাদন্ড হতে পারে বা অর্থদন্ড
গ) ১ বছর কারাদন্ড হতে পারে বা অর্থদন্ড বা উভয় দন্ড হইতে পারে
ঘ) ৭ বছর কারাদন্ড হতে পারে বা অর্থদন্ড বা উভয় দন্ড
উত্তর: ১ বছর কারাদন্ড হতে পারে বা অর্থদন্ড বা উভয় দন্ড হইতে পারে
প্রশ্ন: ২। মানহানির শাস্তি কত ধারায়?
ক) ৫০০ ধারায়
খ) ৪৯৯ ধারায়
গ) ৫০২ ধারায়
ঘ) ৫০১ ধারায়
উত্তর: ৫০০ ধারায়
প্রশ্ন: ৩। এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হইবে না, যদি তা হয়-
ক) কোন কিছুর মিথ্যা প্রমাণ
খ) ঐতিহাসিক সত্য
গ) বিশেষজ্ঞ মতামত বিষয়ে
ঘ) অপর পক্ষ্য কর্তৃক স্বীকৃত
উত্তর: অপর পক্ষ্য কর্তৃক স্বীকৃত
প্রশ্ন: ৪। প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদয়ের মধ্যে পরবর্তী যে কোন বিচারিক কার্যক্রমের প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন-
ক) সরকারি কর্মচারী
খ) সশস্ত্র বাহিনীর সদস্য
গ) মৃত ব্যক্তি
ঘ) জীবিত ব্যক্তি
উত্তর: মৃত ব্যক্তি
প্রশ্ন: ৫। যে ক্ষেত্রে চুক্তির সুনিদির্ষ্ট কার্যসম্পাদন সম্ভব নয়, সেক্ষেত্রে বাদী বিকল্প কি প্রার্থনা করতে পারে?
ক) চুক্তি বাতিল
খ) চুক্তি সংশোধন
গ) কোনটিই নয়
ঘ) চুক্তি রদ
উত্তর: চুক্তি রদ
প্রশ্ন: ৬। দন্ডবিধির ৩০৪বি ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
ক) ৩ বছর কারাদন্ড
খ) ৫ বছর কারাদন্ড
গ) ২ বছর কারাদন্ড
ঘ) ৭ বছর কারাদন্ড
উত্তর: ৩ বছর কারাদন্ড
প্রশ্ন: ৭। ফৌজদারী কার্যবিধির কত ধারায় আসামির জবানবন্দি গ্রহনের ক্ষমতা বর্ণিত আছে?
ক) ৩৪২ ধারায়
খ) ৩৪১ ধারায়
গ) ৩৪০ ধারায়
ঘ) ৩৪৩ ধারায়
উত্তর: ৩৪২ ধারায়
প্রশ্ন: ৮। এক তরফা মূল ডিক্রির বিরুদ্ধে আপীল কত ধারায়?
ক) ৯৬(২) ধারায়
খ) ৯৬(১) ধারায়
গ) ৯৫ ধারায়
ঘ) ৯৩ ধারায়
উত্তর: ৯৬(২) ধারায়
প্রশ্ন: ৯। দালিলিক সাক্ষ্যকে কত ভাগে ভাগ করা যায়?
ক) ৩টি ভাগে
খ) ৫টি ভাগে
গ) ২টি ভাগে
ঘ) ৪টি ভাগে
উত্তর: ২টি ভাগে
প্রশ্ন: ১০। পেনাল কোড এর ১৪৭ ধারার শাস্তিযোগ্য অপরাধ কে আপোষ করতে পারে?
ক) যার উপর বলপ্রয়োগ করা হয়েছে
খ) এ্যর্টনী জেনারেল
গ) ম্যাজিস্ট্রেট
পাবলিক প্রসিডিউটর
উত্তর: যার উপর বলপ্রয়োগ করা হয়েছে
প্রশ্ন: ১১। ডিক্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল দায়ের তামাদির সময়সীমা কত?
ক) ৩০ দিন
খ) ৯০ দিন
গ) ৬০ দিন
ঘ) ১৫ দিন
উত্তর: ৩০ দিন
প্রশ্ন: ১২। ডিক্রি কত প্রকার?
ক) ৩ প্রকার
খ) ৪ প্রকার
গ) ৬ প্রকার
ঘ) ২ প্রকার
উত্তর: ২ প্রকার
প্রশ্ন: ১৩। অবহেলার ফলে মৃত্যু ঘটাইলে শাস্তি কোন ধারায়?
ক) ৩০৪ ধারা
খ) ৩০৪ক ধারা
গ) ৩০০ ধারা
ঘ) ৩০৪খ ধারা
উত্তর: ৩০৪ক ধারা
প্রশ্ন: ১৪। ফৌজদারী কার্যবিধির কত ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করা যায়?
ক) ৫২৮ ধারা
খ) ৫২২ ধারা
গ) ৫২৬ ধারা
ঘ) ৫২০ ধারা
উত্তর: ৫২২ ধারা
প্রশ্ন: ১৫। ডিক্রিদারের আবেদনক্রমে ডিক্রি দানকারী আদালত এখতিয়ার সম্পন্ন অন্য আদালতে ডিক্রি জারী করতে এবং দেনাদারের সম্পত্তি ক্রোক করতে পারেন ইহা কোন ধারায়?
ক) ৪৭ ধারা
খ) ৪৫ ধারা
গ) ৫১ ধারা
ঘ) ৪৬ ধারা
উত্তর: ৪৬ ধারা
প্রশ্ন: ১৬। নিম্নবর্ণিত কোন চুক্তি সুনিদির্ষ্টভাবে কার্যকর করা যাইবে না?
ক) চিত্র কর্ম বিক্রয়ের চুক্তি
খ) ক্লাবে খেলার চুক্তি
গ) জিম্মা চুক্তি
ঘ) গাড়ি বিক্রয়ের চুক্তি
উত্তর: ক্লাবে খেলার চুক্তি
প্রশ্ন: ১৭। দন্ডবিধিতে আঘাতের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৩১৬ ধারা
খ) ৩১৮ ধারা
গ) ৩১৯ ধারা
ঘ) ৩২০ ধারা
উত্তর: ৩১৯ ধারা
প্রশ্ন: ১৮। পণ্য-প্রতীক বা Trade mark এর সংজ্ঞা কত ধারায়?
ক) ৪৭৮ ধারায়
খ) ৪৬৯ ধারায়
গ) ৪৮১ ধারায়
ঘ) ৪৮০ ধারায়
উত্তর: ৪৭৮ ধারায়
প্রশ্ন: ১৯। ডিক্রি দানকারী আদালত অন্য আদালতকে ডিক্রিজারী সংক্রান্ত সম্পত্তি ক্রোক করার অনুরোধ করলে উক্ত ক্রোকাদেশ কতদিন বলবৎ থাকবে?
ক) ৩ মাস
খ) ২ বছর
গ) ২ মাস
ঘ) ১২০ দিন
উত্তর: ২ মাস
প্রশ্ন: ২০। কোন দুইটি বিষয়ে ঘোষণা চেয়ে বাদী আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে?
ক) আইনগত পরিচয়
খ) মানবাধিকার
গ) আইনগত পরিচয় এবং সম্পত্তিতে স্বত্তের অধিকার
ঘ) সম্পত্তিতে স্বত্তের অধিকার
উত্তর: আইনগত পরিচয় এবং সম্পত্তিতে স্বত্তের অধিকার
প্রশ্ন: ২১। ডিক্রিজারীর প্রথম আবেদনটি ডিক্রি প্রদানের তারিখ হইতে কত সময়ের মধ্যে করিতে হইবে?
ক) ২ বৎসর
খ) ১২ বৎসর
গ) ৩ বৎসর
ঘ) ১ বৎসর
উত্তর: ৩ বৎসর
প্রশ্ন: ২২। আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হইলে সুনিদির্ষ্টভাবে চুক্তি কার্যকর করা যায় না, ইহা ২১ ধারার কোন উপধারার ভাষ্য?
ক) উপধারা খ
খ) উপধারা গ
গ) উপধারা ক
ঘ) উপধারা ঙ
উত্তর: উপধারা ক
প্রশ্ন: ২৩। গুরুতর আঘাতের সংজ্ঞায় আঘাতকে কত শ্রেণিতে ভাগ করা হইয়াছে?
ক) ৮ শ্রেণি
খ) ৩ শ্রেণী
গ) ৫ শ্রেণি
ঘ) ৭ শ্রেণি
উত্তর: ৮ শ্রেণি
প্রশ্ন: ২৪। কোন ডিক্রি জারীর উদ্দেশ্যে গ্রেফতার বা আটকের আদেশ প্রদত্ত হইলে তাহার বিরুদ্ধে আপীল চলে না বিধানটি কোথায় বর্নিত আছে?
ক) ১০৩ ধারা
খ) ১০৪(১) ধারা
গ) ১০৬ ধারা
ঘ) ১০৪(২) ধারা
উত্তর: ১০৪(১) ধারা
প্রশ্ন: ২৫। দন্ডবিধির ৩০৪এ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
ক) ৫ বছর
খ) ১৪ বছর
গ) ১০ বছর
ঘ) ৭ বছর
উত্তর: ৫ বছর