Audio Test-20

প্রশ্ন: ১। দন্ডার্হ নরহত্যার সংজ্ঞা কোন ধারায়?
ক) ২৯৯ ধারায়
খ) ৩০১ ধারায়
গ) ২৯৮ ধারায়
ঘ) ৩০৪ ধারায়

উত্তর: ২৯৯ ধারায়

প্রশ্ন: ২। ফৌজদারী কার্যবিধির সর্বশেষ ধারাটি কত?
ক) ৫৬৩
খ) ৫৬১
গ) ৫৬৫
ঘ) ৫১১

উত্তর: ৫৬৫

প্রশ্ন: ৩। দন্ডার্হ নরহত্যার শাস্তি কোন ধারায়?
ক) ৩০৪ এ ধারা
খ) ৩০২ ধারা
গ) ৩০৪ ধারা
ঘ) ৩০৩ ধারা

উত্তর: ৩০৪ ধারা

প্রশ্ন: ৪। দন্ডবিধির কোন ধারায় জালিয়াতির সংজ্ঞা প্রদান করা হয়েছে?
ক) ৪৬৬ ধারায়
খ) ৪৬৫ ধারায়
গ) ৪৬৭ ধারায়
ঘ) ৪৬৩ ধারায়

উত্তর: ৪৬৩ ধারায়

প্রশ্ন: ৫। মহানগর এলাকার স্বাক্ষীর জন্য কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে ফৌজদারী কার্যবিধির কোন ধারায় উল্লেখ আছে?
ক) ৫০৩ ধারায়
খ) ৫০২ ধারায়
গ) ৫০৫ ধারায়
ঘ) ৫০৪ ধারায়

উত্তর: ৫০৪ ধারায়

প্রশ্ন: ৬। কোন দেওয়ানী মামলায় ডিক্রি প্রচারের পর কত দিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করতে হবে?
ক) ৬০ দিনের
খ) ৭ দিনের
গ) ১৫ দিনের
ঘ) ২১ দিনের

উত্তর: ৭ দিনের

প্রশ্ন: ৭। কোন জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য কোন জেলায় অবস্থিত ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করার দরখাস্ত কোন আদালতে করতে হয়?
ক) দায়রা আদালতে
খ) সংশ্লিষ্ট দায়রা আদালতে
গ) হাইকোর্ট বিভাগে
ঘ) জেলা জজ আদালতে

উত্তর: হাইকোর্ট বিভাগে

প্রশ্ন: ৮। হাইকোর্ট বিভাগকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে ফৌজদারী কার্যবিধির কোন ধারায়?
ক) ৫৬০ ধারায়
খ) ৫৬২ ধারায়
গ) ৫৬১(ক) ধারায়
ঘ) ৫৫৫ ধারায়

উত্তর: ৫৬১(ক) ধারায়

প্রশ্ন: ৯। দালিলিক সাক্ষ্যের বিষয়বস্তু প্রমাণ করা যায়, প্রাথমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্যের মাধ্যমে ইহা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
ক) ৬১ ধারায়
খ) ৫৯ ধারায়
গ) ৬০ ধারায়
ঘ) ৬৩ ধারায়

উত্তর: ৬১ ধারায়

প্রশ্ন: ১০। তামাদি আইনের ১৭ ধারার বিষয়বস্তু কি?
ক) মূল মামলা এবং দরখাস্ত
খ) দরখাস্ত
গ) আপিল
ঘ) মূল মামলা

উত্তর: মূল মামলা এবং দরখাস্ত

প্রশ্ন: ১১। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ২২ ধারার অধীনে কয়টি ক্ষেত্রে আদালত ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে?
ক) ২টি
খ) ৫টি
গ) ৪টি
ঘ) ৩টি

উত্তর: ৩টি

প্রশ্ন: ১২। প্রতারণার ফলাফল সম্পর্কিত বিধানটি উল্লেখ আছে তামাদি আইনের কোন ধারায়?
ক) ২০ ধারায়
খ) ১৭ ধারায়
গ) ১৯ ধারায়
ঘ) ১৮ ধারায়

উত্তর: ১৮ ধারায়

প্রশ্ন: ১৩। X ২০ বিঘা জমি Y এর নিকট বিক্রয়ের জন্য চুক্তি বদ্ধ হইল পরে দেখা যায় চুক্তি ভুক্ত জমির মধ্যে ২ বিঘার মালিকানা স্বত্ব অন্য ব্যক্তির যিনি বিক্রয় চুক্তিতে অংশ নিতে অস্বীকার করেন এক্ষেত্রে ১৮ বিঘা জমি বিক্রয় করিতে ও অবশিষ্ট ২ বিঘা ক্ষতিপূরণ দিতে X বাধ্য ইহা কোন ধারার বিধান?
ক) ১৪ ধারার
খ) ১০ ধারার
গ) ১২ ধারার
ঘ) ১৫ ধারার

উত্তর: ১৪ ধারার

প্রশ্ন: ১৪। স্বত্ব ঘোষণা ও দখল পুনঃরুদ্ধারের মামলায় তামাদিকাল কত?
ক) ৬ মাস
খ) ৬ বছর
গ) ২ মাস
ঘ) ১২ বছর

উত্তর: ১২ বছর

প্রশ্ন: ১৫। আপীলযোগ্য ডিক্রির বিরুদ্ধে আপীল দায়েরের পূর্বেই উক্ত ডিক্রি স্থগিতের দরখাস্ত কোন আদালতে দাখিল করা যাবে?
ক) আপীল আদালতে
খ) উক্ত ডিক্রি প্রচারকারী আদালতে
গ) রিভিশন আদালতে
ঘ) কোনটিই নয়

উত্তর: উক্ত ডিক্রি প্রচারকারী আদালতে

প্রশ্ন: ১৬। ৩০৪ ধারা সর্বোচ্চ শাস্তি কত?
ক) যাবজ্জীবন কারাদন্ড
খ) ৭ বছর পর্যন্ত কারাদন্ড
গ) দশ বছর পর্যন্ত কারাদন্ড
ঘ) মৃত্যুদন্ড

উত্তর: যাবজ্জীবন কারাদন্ড

প্রশ্ন: ১৭। কোন ধরনের মৌখিক সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়?
ক) সবগুলি
খ) মৃত্যুকালীন জবানবন্দি
গ) জবানবন্দি
ঘ) জনসম্মতিমূলক সাক্ষ্য

উত্তর: জনসম্মতিমূলক সাক্ষ্য

প্রশ্ন: ১৮। বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল হয়-
ক) ৭ ব্যক্তির সমন্বয়ে
খ) ৩ ব্যক্তির সমন্বয়ে
গ) ৫ ব্যক্তির সমন্বয়ে
ঘ) ১ ব্যক্তির সমন্বয়ে

উত্তর: ৩ ব্যক্তির সমন্বয়ে

প্রশ্ন: ১৯। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হইলে নতুন করিয়া বিচার হইবে না ইহা কোন ধারার ভাষ্য?
ক) ১৬৬ ধারা
খ) ১৬৫ ধারা
গ) ১৬৩ ধারা
ঘ) ১৬৭ ধারা

উত্তর: ১৬৭ ধারা

প্রশ্ন: ২০। দেওয়ানী কার্যবিধি অনুযায়ী স্থাবর সম্পত্তি ব্যতীত অন্যান্য ক্ষেত্রে বিবাদী যেখানে বসবাস করে কিংবা নালিশের কারন যেখানে উদ্ভব হয় সেখানে মামলা দায়ের করিতে হইবে ইহা কোন ধারার বিধান?
ক) ১৫ ধারার
খ) ১৯ ধারার
গ) ২০ ধারার
ঘ) ১৭ ধারার

উত্তর: ২০ ধারার

প্রশ্ন: ২১। সাক্ষ্য আইনের ৩ ধারায় সাক্ষ্যকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক) ৩ ভাগে
খ) ৫ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ২ ভাগে

উত্তর: ২ ভাগে

প্রশ্ন: ২২। চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় আদালতকে প্রদান করা হয়েছে?
ক) ১৬ ধারায়
খ) ১৮ ধারায়
গ) ১৯ ধারায়
ঘ) ১৭ ধারায়

উত্তর: ১৯ ধারায়

প্রশ্ন: ২৩। বার এসোসিয়েশনের নির্বাহী কমিটির নির্বাচন সাধারণত কতকাল পর অনুষ্ঠিত হয়?
ক) ২ বছর
খ) ৩ বছর
গ) ৪ বছর
ঘ) ১ বছর

উত্তর: ১ বছর

প্রশ্ন: ২৪। ইনকেয়ারী (অনুসন্ধান) এর সংজ্ঞা ফৌজদারী কার্যবিধির ৪ ধারার কোন উপধারায় বর্নিত আছে?
ক) উপধারা (ক)
খ) উপধারা (খ)
গ) উপধারা (ঢ)
ঘ) উপধারা (ট)

উত্তর: উপধারা (ট)

প্রশ্ন: ২৫। ফৌজদারী কার্যবিধি মোতাবেক দায়রা আদালত স্থাপিত হইবে-
ক) মহানগর এলাকায়
খ) প্রত্যেক দায়রা বিভাগে
গ) আইন মন্ত্রণালয়ের নির্দেশিত যে কোন স্থানে
ঘ) প্রত্যেক জেলা শহরে

উত্তর: প্রত্যেক দায়রা বিভাগে

নিউজঃ