Audio Test-19
প্রশ্ন: ১। মিথ্যা দলিল প্রস্তুত করণের ৩টি পন্থা আছে তাহা দন্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে?
ক) ৪৬৪ ধারায়
খ) ৪৬৫ ধারায়
গ) ৪৬৩ ধারায়
ঘ) ৪৬৬ ধারায়
উত্তর: ৪৬৪ ধারায়
প্রশ্ন: ২। শুধুমাত্র স্বত্ত ঘোষণার মামলা দায়েরের সময় সীমা কত?
ক) ৭ বছর
খ) ৩ বছর
গ) ১২ বছর
ঘ) ৬ বছর
উত্তর: ৬ বছর
প্রশ্ন: ৩। হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা আছে কত ধারায়?
ক) ৫৬১(ক) ধারায়
খ) ৫৬০ ধারায়
গ) ৫৬৩ ধারায়
ঘ) ৫৬৫ ধারায়
উত্তর: ৫৬১(ক) ধারায়
প্রশ্ন: ৪। আঃ রহিম’ থানায় অভিযোগ করে যে, তার ভাই ‘রফিক’ একটি সাদা কাগজে তাদের পিতার সই নকল করেছে। দন্ডবিধি অনুসারে এটা কোন অপরাধ?
ক) অপরাধজনক বিশ্বাস ভঙ্গ
খ) কোনটিই নয়
গ) জালিয়াতি
ঘ) প্রতারণা
উত্তর: জালিয়াতি
প্রশ্ন: ৫। আদালতে মামলা একটি পক্ষ নিজের স্বাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিত পূর্ণ প্রশ্ন (Leading question) করিতে পারে? [B.C.Exam-2012]
ক) স্বীকৃতি বিষয়ে
খ) বিশেষজ্ঞ মতামত বিষয়ে
গ) যে কোন বিষয়ে
ঘ) তর্কিত বিষয়ে
উত্তর: স্বীকৃতি বিষয়ে
প্রশ্ন: ৬। দাঙ্গার জন্য অনধিক কত বছরের কারাদন্ড হতে পারে-
ক) ৩ বছর কারাদন্ড
খ) ৬ মাস কারাদন্ড
গ) ২ বছর কারাদন্ড
ঘ) ৫ বছর কারাদন্ড
উত্তর: ২ বছর কারাদন্ড
প্রশ্ন: ৭। মালিকের অনুমতি নিয়ে ‘ক’ একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে। এই ক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
ক) স্বীকৃতি ( Admission)
খ) মৌণসম্মতি (Acquiescence)
গ) স্ব-কার্যজনিত বাধা (Estoppel)
ঘ) দাবি ত্যাগ (Waiver)
উত্তর: স্ব-কার্যজনিত বাধা (Estoppel)
প্রশ্ন: ৮। মামলার কারণ উদ্ভব হওয়ার সাথে সাথে তামাদি মেয়াদ গণনা শুরু না হওয়ার বিধান রয়েছে তামাদি আইনের কোন ধারায়?
ক) ১৮ এবং ৬ ধারায়
খ) ৬ ধারায়
গ) ১৮ ধারায়
ঘ) ৯ ধারায়
উত্তর: ১৮ এবং ৬ ধারায়
প্রশ্ন: ৯। যেই মামলা দুই বা ততোধিক আদালতে দায়ের করা যায় তাহা বিবাদী তাহার সুবিধার্থে উহাদের যেকোন একটিতে স্থান্তরের আবেদন করতে পারে, ইহা দোওয়ানী কার্যবিধির কোন ধারার বিধান-
ক) ২০ ধারা
খ) ১৬ ধারা
গ) ২২ ধারা
ঘ) ১৭ ধারা
উত্তর: ২২ ধারা
প্রশ্ন: ১০। জারীর জন্য ডিক্রি স্থানান্তরের বিধান কোন ধারায় বর্ণনা করা হয়েছে?
ক) ৩৯ ধারায়
খ) ৪০ ধারায়
গ) ৪২ ধারায়
ঘ) ৩৮ ধারায়
উত্তর: ৩৯ ধারায়
প্রশ্ন: ১১। কোন স্বাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে-
ক) তার মর্যদা পরীক্ষা
খ) তর্কিত বিষয়ে সত্য উদঘাটন
গ) তাহার ব্যক্তিত্বের ধরণ পরীক্ষা
ঘ) ভিন্ন দাবি প্রতিষ্ঠা করা
উত্তর: তর্কিত বিষয়ে সত্য উদঘাটন
প্রশ্ন: ১২। ডিক্রিদানকারী আদালত ডিক্রিদারের আবেদনক্রমে উহা জারীর জন্য অন্য আদাতে প্রেরণ করতে পারে ইহা কোন ধারায় উল্লেখ আছে?
ক) ৩৯ ধারা
খ) ৩৭ ধারা
গ) ৫১ ধারা
ঘ) ৪৭ ধারা
উত্তর: ৩৯ ধারা
প্রশ্ন: ১৩। স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি রেজিস্ট্রিকৃত না করা হলে আদালত চুক্তির কার্যসম্পাদনের-
ক) আদেশ প্রদান স্বেচ্ছাধীন
খ) আদেশ দানে বাধ্য করবেন
গ) কোনটিই নয়
ঘ) আদেশ প্রদান করবেন না
উত্তর: আদেশ প্রদান করবেন না
প্রশ্ন: ১৪। সাক্ষ্য আইন অনুসারে ৩০ বছরের পুরোনো একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুুকে আদালত সঠিক মনে করবে,যদি দলিলটি-
ক) সঠিক ব্যক্তির দখল থেকে আসে
খ) রেজিষ্ট্রিকৃত হয়
গ) স্ট্যাম্পযুক্ত হয়
ঘ) গণস্বার্থ সংশ্লিষ্ট হয়
উত্তর: সঠিক ব্যক্তির দখল থেকে আসে
প্রশ্ন: ১৫। দখল পুনঃরুদ্ধারের মামলায় তামাদিকাল কত?
ক) ১২ বছর
খ) ৬ বছর
গ) ৬ মাস
ঘ) ২ মাস
উত্তর: ৬ মাস
প্রশ্ন: ১৬। দন্ডবিধির ১৪৯ ধারায় শাস্তিপ্রাপ্ত আসামীর সংখ্যা হইবে কমপক্ষে –
ক) ৫ জন
খ) ৪ জন
গ) ১০ জন
ঘ) ৩ জন
উত্তর: ৫ জন
প্রশ্ন: ১৭। বন্ধকী স্থাবর সম্পত্তি খালাস করিবার জন্য মামলার তামাদি আইনে মেয়াদ কত?
ক) ১২ বছর
খ) ৭ বছর
গ) ৬০ বছর
ঘ) ৩০ বছর
উত্তর: ৬০ বছর
প্রশ্ন: ১৮। যেইক্ষেত্রে চুক্তির বড় অংশ কার্য সম্পাদনে অযোগ্য হইলে সম্পাদনের অযোগ্য অংশের দাবী পরিত্যাগ করিলে উক্ত চুক্তির অংশ বিশেষ সম্পাদনের আদেশ সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারা অনুযায়ী করা যায়?
ক) ১৫ ধারা
খ) ১৪ ধারা
গ) ১২ ধারা
ঘ) ১০ ধারা
উত্তর: ১৫ ধারা
প্রশ্ন: ১৯। খুনের শাস্তি কোন ধারায়?
ক) ৩০২ ধারায়
খ) ৩০৪ ধারায়
গ) ২৯৯ ধারায়
ঘ) ৩০১ ধারায়
উত্তর: ৩০২ ধারায়
প্রশ্ন: ২০। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন কোন ধারায় চুক্তির অংশবিশেষ সুনিদির্ষ্টভাবে সম্পাদনযোগ্য?
ক) ১৪, ১৫ এবং ১৬ ধারায়
খ) ৮ এবং ৯ ধারায়
গ) ১৩ এবং ১৪ ধারায়
ঘ) ১৮, ১৫ এবং ১৬ ধারায়
উত্তর: ১৪, ১৫ এবং ১৬ ধারায়
প্রশ্ন: ২১। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে ইহা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হইয়াছে?
ক) ৬১ ধারায়
খ) ৬০ ধারায়
গ) ৬৩ ধারায়
ঘ) ৫৯ ধারায়
উত্তর: ৬০ ধারায়
প্রশ্ন: ২২। খুনের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৩০২ ধারায়
খ) ৩০০ ধারায়
গ) ৩০৪ ধারায়
ঘ) ২৯৯ ধারায়
উত্তর: ৩০০ ধারায়
প্রশ্ন: ২৩। ডিক্রি জারীর জন্য প্রথম দরখাস্ত কত দিনের মধ্যে দাখিল করতে হবে?
ক) ১ বছর
খ) ১২ বছর
গ) ৩ বছর
ঘ) ৫ বছর
উত্তর: ৩ বছর
প্রশ্ন: ২৪ সাক্ষ্য আইনের কোন ধারায় দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছে?
ক) ৫ ধারায়
খ) ৬ ধারায়
গ) ৩ ধারায়
ঘ) ২ ধারায়
উত্তর: ৩ ধারায়
প্রশ্ন: ২৫। হাইকোর্ট বিভাগ বা জেলা জজকোর্ট উহার অধিনস্থ কোন আদালত হইতে মামলা বা আপীল প্রত্যাহার করিয়া স্বয়ং বিচার করিতে পারেন অথবা অধিনস্ত এখতিয়ার সম্পন্ন কোন আদালতে বিচারের জন্য স্থানান্তর করতে পারেন ইহা দেওয়ানী কার্যবিধির কোন ধারার বিধান?
ক) ২৩ ধারার
খ) ২৪ ধারার
গ) ২৭ ধারার
ঘ) ৩০ ধারার
উত্তর: ২৪ ধারার