Audio Test-29
প্রশ্ন: ১। বৈধ অক্ষমতা সম্পর্কে তামাদি আইনের কোন ধারায় বলা হয়েছে?
ক) ৮ ধারায়
খ) ৫ ধারায়
গ) ৬ ধারায়
ঘ) ৯ ধারায়
উত্তর: ৬ ধারায়
প্রশ্ন: ২। যেইক্ষেত্রে বাদীর অধিকার লঙ্ঘনের ফলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায় না, সেখানে আদালত আদেশ দিতে পারে-
ক) স্থায়ী নিষেধাজ্ঞার
খ) বাধ্যতামূলক নিষেধাজ্ঞার
গ) অন্তবর্তীকালিন নিষেধাজ্ঞা
ঘ) অস্থায়ী নিষেধাজ্ঞার
উত্তর: স্থায়ী নিষেধাজ্ঞার
প্রশ্ন: ৩। রফিক সাহেব’ সরকারী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এ সময় ‘আব্দুর রহিম’ বেআইনীভাবে তাহার যাতায়াতে বাধা দেয় ‘আব্দুর রহিম’ দন্ডবিধির কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন?
ক) ৩৪০ ধারায়
খ) ৩৪১ ধারায়
গ) ৩৪৩ ধারায়
ঘ) ৩৩৯ ধারায়
উত্তর: ৩৪১ ধারায়
প্রশ্ন: ৪। সাক্ষ্য আইনের কোন ধারায় Principle of Estoppel বা প্রতিবন্ধ মতবাদের সংজ্ঞা ও বাখ্যা প্রদান করা হইয়াছে?
ক) ১১৪ ধারায়
খ) ১০৬ ধারায়
গ) ১২০ ধারায়
ঘ) ১১৫ ধারায়
উত্তর: ১১৫ ধারায়
প্রশ্ন: ৫। অস্থায়ী নিষেধাজ্ঞা কোন আইনের বিধান দ্বারা নিয়ন্ত্রিত?
ক) সম্পত্তি হস্তান্তর আইন
খ) দেওয়ানী কার্যবিধি
গ) SR Act
ঘ) সাক্ষ্য আইন
উত্তর: দেওয়ানী কার্যবিধি
প্রশ্ন: ৬। একজন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের কারাদন্ড দিতে পারেন?
ক) ১০ বছর
খ) ১২ বছর
গ) ৫ বছর
ঘ) ৭ বছর
উত্তর: ৭ বছর
প্রশ্ন: ৭। কোন মামলায় যে কোন পক্ষে একের অধিক এডভোকেট নিযুক্ত থাকলে, মামলা পরিচালনায় অধিকার থাকবে-
ক) নিযুক্তীয় এডভোকেটদের মধ্যে যিনি সিনিয়র
খ) নিযুক্তীয় এডভোকেটদের মধ্যে যে কোন একজন
গ) এডভোকেট যিনি সর্বপ্রথম নিযুক্ত
ঘ) এডভোকেট যিনি পক্ষ কর্তৃক মনোনীত
উত্তর: নিযুক্তীয় এডভোকেটদের মধ্যে যিনি সিনিয়র
প্রশ্ন: ৮। ১৪৫ ধারার বিধান মোতাবেক অন্যায় ভাবে দখলচুত ব্যক্তি বেদখল হওয়ার কতদিনের মধ্যে মামলা করিলে দখলে আছেন বলিয়া গন্য হবে?
ক) ৬ মাস
খ) ১ মাস
গ) ২ মাস
ঘ) ১ বছর
উত্তর: ২ মাস
প্রশ্ন: ৯। দন্ডবিধিতে Solitary Confinement অর্থ কি?
ক) নির্বাসন
খ) দীপান্তর
গ) নির্জন কারাবাস
ঘ) কারাবাস
উত্তর: নির্জন কারাবাস
প্রশ্ন: ১০। বাদীকে বিপক্ষ জেরা করার পর, বাদী পক্ষের আইনজীবী যদি পুনরায় বাদীর জবানবন্দি নেয় তবে ইহাকে বলে –
ক) পুনঃপরীক্ষা /পুনঃ জবানবন্দি
খ) জবানবন্দি
গ) জেরা
ঘ) পুনঃপরীক্ষা ও জবানবন্দি
উত্তর: পুনঃপরীক্ষা /পুনঃ জবানবন্দি
দপ্রশ্ন: ১১। ন্ডবিধির ৩৪১ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
ক) ৬ মাস কারাদন্ড
খ) ২ মাস কারাদন্ড
গ) ১ মাস কারাদন্ড
ঘ) ১ বছর কারাদন্ড
উত্তর: ১ মাস কারাদন্ড
প্রশ্ন: ১২। বিনা টিকিটে ট্রেন ভ্রমনের অভিযোগে X অভিযুত্ত হয়। X এর টিকেট ছিল এ বিষয়টি প্রমাণের দায়িত্ব- [B.C.Exam-2013]
ক) ট্রেনের গার্ডের
খ) ট্রেন টিকেট চেকারের
গ) X এর
ঘ) স্টেশন মাস্টারের
উত্তর: X এর
প্রশ্ন: ১৩। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের বিধান ফৌজদারী কার্যবিধির কোন ধারায় বর্নিত আছে?
ক) ১১ ধারায়
খ) ১২ ধারায়
গ) ১০ ধারায়
ঘ) ৯ ধারায়
উত্তর: ১১ ধারায়
প্রশ্ন: ১৪। দন্ডের মেয়াদসমূহে ভগ্নাংশসমূহ হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে কত বছর মেয়াদের কারা বাস হিসেবে গন্য করা হবে?
ক) ৩০ বছর মেয়াদের কারাবাস
খ) ২০ বছর মেয়াদের কারাবাস
গ) ২৫ বছর মেয়াদের কারাবাস
ঘ) ১৪ বছর মেয়াদের কারাবাস
উত্তর: ৩০ বছর মেয়াদের কারাবাস
প্রশ্ন: ১৫। Re Examination বা পুনঃজবানবন্দি বা পুনঃপরীক্ষা এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় আছে?
ক) ১৪৩ এ ধারায়
খ) ১৩৬ ধারায়
গ) ১৩৭ ধারায়
ঘ) ১৩৯ ধারায়
উত্তর: ১৩৭ ধারায়
প্রশ্ন: ১৬। যদি কোন প্রার্থী তালিকাভুক্তির দরখাস্তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করে, তিনি তালিকাভুক্তির অযোগ্য হবেন-
ক) ১ বৎসরের জন্য
খ) ৩ বৎসরের জন্য
গ) ৬ বৎসরের জন্য
ঘ) ৫ বৎসরের জন্য
উত্তর: ৫ বৎসরের জন্য
প্রশ্ন: ১৭। পুনরায় মামলা করার বাধা প্রদান করা হয়েছে কোন ধারানুসারে?
ক) ১২ ধারার
খ) ১১ ধারার
গ) ১০ ধারার
৮ ধারার
উত্তর: ১১ ধারার
প্রশ্ন: ১৮। নির্ধারিত বিশেষ যোগ্যতার জন্য অব্যহতি প্রাপ্ত না হইলে একজন এডভোকেট কত বছর প্রাকটিসের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি পাইতে পারে?
ক) ৩ বছর
খ) ১ বছর
গ) ৪ বছর
ঘ) ২ বছর
উত্তর: ২ বছর
প্রশ্ন: ১৯। আদালত কোন কোন ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারবে?
ক) কোন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য
খ) সবগুলি
গ) সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য
ঘ) স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য
উত্তর: সবগুলি
প্রশ্ন: ২০। আদালতের কর্ম-সময়ের পর যে কোন জরুরী বিরোধীয় বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে একজন নিযুক্তীয় এডভোকেটের যোগাযোগ করার উপযুক্ত পন্থা হলো-
ক) প্রতিপক্ষের এডভোকেটকে সাথে নিয়ে বিচারকের সাথে দেখা করা
খ) এ ধরনের যোগাযোগ করা হতে বিরত থাকা
গ) স্থানীয় বারের সভাপতিকে সাথে নিয়ে বিচারকের সাথে দেখা করা
ঘ) বিচারকের সরকারী খাস কামরায় দেখা করা
উত্তর: এ ধরনের যোগাযোগ করা হতে বিরত থাকা
প্রশ্ন: ২১। তামাদী আইনের তফসিলের ১৪৪ অনুচ্ছেদে বলা আছে-
ক) কোনটিই নয়
খ) জবর দখল সম্পর্কে
গ) বৈধ অপারগতা সম্পর্কে
ঘ) বিলম্ব মওকুফ সম্পর্কে
উত্তর: জবর দখল সম্পর্কে
প্রশ্ন: ২২। সমগ্র বাংলাদেশের জাস্টিস অব দা পিস হলো-
ক) আইনমন্ত্রী
খ) সুপ্রিম কোর্টের বিচার পতিগন
গ) প্রধান মন্ত্রী
ঘ) বিচারপতি
উত্তর: সুপ্রিম কোর্টের বিচার পতিগন
প্রশ্ন: ২৩। এডভোকেট তালিকা ভুক্তির জন্য প্রার্থীর যোগ্যতা বার কাউন্সিল আদেশের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
ক) ২১ অনুচ্ছেদ
খ) ২৫ অনুচ্ছেদ
গ) ২০ অনুচ্ছেদ
ঘ) ২৭ অনুচ্ছেদ
উত্তর: ২৭ অনুচ্ছেদ
প্রশ্ন: ২৪। ১৪৪ ধারায় কয়টি উপধারা আছে?
ক) ৮ টি
খ) ৬ টি
গ) ৯ টি
ঘ) ৭ টি
উত্তর: ৭ টি
প্রশ্ন: ২৫। অবৈধ বাধার সংজ্ঞা কোন ধারায়?
ক) ৩৪০ ধারায়
খ) ৩৪১ ধারায়
গ) ৩৩৯ ধারায়
ঘ) ৩৪২ ধারায়
উত্তর: ৩৩৯ ধারায়