Audio Test-31

প্রশ্ন: ১। আব্দুর রহিম’ একটি নতুন দালান তৈরী করার পরে ‘রফিক’ পর্যাপ্ত পরিমান আলো ও বাতাস থেকে বঞ্চিত হয়। ‘রফিক’ কিসের মামলা দায়ের করতে পারবে?
ক) কোনটিই নয়
খ) অস্থায়ী নিষেধাজ্ঞার
গ) বাধ্যতামূলক নিষেধাজ্ঞার
ঘ) স্থায়ী নিষেধাজ্ঞার

উত্তর: বাধ্যতামূলক নিষেধাজ্ঞার

প্রশ্ন: ২। জাহানারা খাতুন জনাব আবদুল জলিলের ঔরষজাত বৈধ কন্যা কিন্তু আবদুল জলিলের মৃত্যুর পর তাহার প্রথম স্ত্রীর গর্ভজাত পুত্রগন তাহা অস্বীকার করে এ অবস্থায় জাহানারা বেগম SR Act এর কোন ধারায় প্রতিকার পাইতে পারে?
ক) ৯ ধারায়
খ) ৪২ ধারায়
গ) ৮ ধারায়
ঘ) ৪০ ধারায়

উত্তর: ৪২ ধারায়

প্রশ্ন: ৩। ঘোষনামূলক মোকদ্দমার তামাদি কাল ৬ বছর তাহা বলা হইয়াছে-
ক) ১২০ অনুচ্ছেদে
খ) ১৪৪ অনুচ্ছেদে
গ) ১৪২ অনুচ্ছেদে
ঘ) ১৪৮ অনুচ্ছেদে

উত্তর: ১২০ অনুচ্ছেদে

প্রশ্ন: ৪। সোলে ডিক্রি সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোন অর্ডার ও রুলে বলা হয়েছে?
ক) অর্ডার ২৩ রুল ১
খ) অর্ডার ২৩ রুল ৫
গ) অর্ডার ২৩ রুল ৪
ঘ) অর্ডার ২৩ রুল ৩

উত্তর: অর্ডার ২৩ রুল ৩

প্রশ্ন: ৫। বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের জেল দিতে পারেন
ক) ৫ বছর
খ) ৭ বছর
গ) ১০ বছর
ঘ) ১২ বছর

উত্তর: ৭ বছর

প্রশ্ন: ৬। কবর থেকে লাশ উদ্ধার করতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট কত ধারা বলে?
ক) ১৭৫ ধারা
খ) ১৭৬ ধারা
গ) ১৭৪ ধারা
ঘ) ১৬৯ ধারা

উত্তর: ১৭৬ ধারা

প্রশ্ন: ৭। বন্ধকী সম্পত্তি পুনঃরুদ্ধারের মামলার মেয়াদ ৬০ বছর তাহা তামাদি আইনের কত অনুচ্ছেদে উল্লেখ আছে?
ক) ১৫০ অনুচ্ছেদে
খ) ১৭০ অনুচ্ছেদে
গ) ১৪০ অনুচ্ছেদে
ঘ) ১৪৮ অনুচ্ছেদে

উত্তর: ১৪৮ অনুচ্ছেদে

প্রশ্ন: ৮। Cross Examination বা জেরার সংজ্ঞা সাক্ষ্য আইনের কোন ধারায় দেওয়া আছে?
ক) ১৩৫ ধারায়
খ) ১৩৭ ধারায়
গ) ১৩৯ ধারায়
ঘ) ১৩৬ ধারায়

উত্তর: ১৩৭ ধারায়

প্রশ্ন: ৯। সরকার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কোন ধারা বলে নিয়োগ করিতে পারে?
ক) ১০ ধারা
খ) ৯ ধারা
গ) ১২ ধারা
ঘ) ৮ ধারা

উত্তর: ১২ ধারা

প্রশ্ন: ১০। রফিক একটি হোটেল কক্ষে অবস্থান করিতেছে এই সময় হোটেল ম্যানেজার আব্দুর রহিম কক্ষে তালা দিয়ে তাকে আটকিয়ে রাখে। ম্যানেজার দন্ডবিধির কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করিল?
ক) ৩৪২ ধারায়
খ) ৩৪০ ধারায়
গ) ৩৪৬ ধারায়
ঘ) ৩৪১ ধারায়

উত্তর: ৩৪২ ধারায়

প্রশ্ন: ১১। ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার মামলা কত দিন পর্যন্ত বলপূর্বক বেদখল হওয়া ব্যক্তি দখলদার বলিয়া গন্য করা হইবে?
ক) ৮ মাস
খ) ৪ মাস
গ) ২ মাস
ঘ) ৩ মাস

উত্তর: ২ মাস

প্রশ্ন: ১২। একবার তামাদির মেয়াদ অতিবাহিত হতে আরম্ভ হলে পরবর্তী কোন অপারগতা বা অক্ষমতার দ্বারা তা আর বন্ধ হবে না, ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?
ক) ৬ ধারা
খ) ৯ ধারা
গ) ৮ ধারা
ঘ) ১১ ধারা

উত্তর: ৯ ধারা

প্রশ্ন: ১৩। জেলা জজের রিভিশন আদেশের সংক্ষুব্ধ ব্যক্তি কি পদক্ষেপ গ্রহন করিবেন?
ক) হাইকোর্ট বিভাগে আপিল
খ) হাইকোর্ট বিভাগে রিভিশন
গ) হাইকোর্ট বিভাগে রিভিও
ঘ) কোনটিই নয়

উত্তর: হাইকোর্ট বিভাগে রিভিশন

প্রশ্ন: ১৪। দাঙ্গা বা মারপিটের আশস্কা ২ মাসের অধিককাল স্থায়ীত্ব হইলে সেই ক্ষেত্রে ১৪৪ ধারার কোন উপধারা মতে মেয়াদকাল বৃদ্ধি করা যায়?
ক) ১৪৪(৬) ধারা
খ) ১৪৪(৪)ধারা
গ) ১৪৪(৭) ধারা
ঘ) ১৪৪(৩)ধারা

উত্তর: ১৪৪(৬) ধারা

প্রশ্ন: ১৫। দেওয়ানী কার্যবিধির কোন আদেশের বিধান অনুুযায়ী রিভিও আবেদন করা যায়?
ক) আদেশ ৪৪
খ) আদেশ ৪৭
গ) আদেশ ৪৬
ঘ) আদেশ ৪৮

উত্তর: আদেশ ৪৭

প্রশ্ন: ১৬। নিরোধক প্রতিকার মঞ্জুরের ক্ষমতা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা ইহা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বলা হইয়াছে?
ক) ৫২ ধারায়
খ) ৫৭ ধারায়
গ) ৪২ ধারায়
ঘ) ৫৪ ধারায়

উত্তর: ৫২ ধারায়

প্রশ্ন: ১৭। দ্বিতীয় মোকদ্দমার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। কত ধারায় বলা হয়েছে-
ক) ৪৬ ধারায়
খ) ৪০ ধারায়
গ) ৪৭ ধারায়
ঘ) ৩৯ ধারায়

উত্তর: ৪০ ধারায়

প্রশ্ন: ১৮। দেওয়ানী কার্যবিধি অনুযায়ী নিম্নের কোন আদালতে রিভিশন শুনানীর এখতিয়ার আছে?
ক) হাইকোর্ট বিভাগ
খ) আপিল বিভাগের
গ) জেলা জজ ও হাইকোর্ট বিভাগ উভয়ের
ঘ) জেলা জজ আদালত

উত্তর: জেলা জজ ও হাইকোর্ট বিভাগ উভয়ের

প্রশ্ন: ১৯। সোলে ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি?
ক) রিভিউ ও আপীল
খ) রিভিশন
গ) রিভিউ
ঘ) কোনটিই না

উত্তর: রিভিশন

প্রশ্ন: ২০। যেক্ষেত্রে সহায়তাকারী এবং সহায়তাকৃত ব্যক্তির অভিপ্রায় এক ও অভিন্ন, সেক্ষেত্রে কোন ধারা প্রযোজ্য?
ক) ১০৯ ধারা
খ) ১০৮ ধারা
গ) ১১০ ধারা
ঘ) ১১৫ ধারা

উত্তর: ১০৯ ধারা

প্রশ্ন: ২১। দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে কমিশন নিয়োগ সংক্রান্ত বিষয়ে বর্ণনা করা হইয়াছে?
ক) অর্ডার ২৩
খ) অর্ডার ২৪
গ) অর্ডার ২৭
ঘ) অর্ডার ২৬

উত্তর: অর্ডার ২৬

প্রশ্ন: ২২। সর্ব প্রথম ফৌজদারী কার্যবিধি পাস হয় কত সালে?
ক) ১৮৭৩ সালে
খ) ১৮৬১ সালে
গ) ১৮৫৯ সালে
ঘ) ১৮৯৮ সালে

উত্তর: ১৮৬১ সালে

প্রশ্ন: ২৩। দন্ডবিধির ৩২৬এ ধারায় অপরাধের সর্বোচ্চ শাস্তি কত?
ক) মৃত্যুদন্ড
খ) ৭ বছর কারাদন্ড
গ) যাবজ্জীবন কারাদন্ড
ঘ) ৫ বছর কারাদন্ড

উত্তর: মৃত্যুদন্ড

প্রশ্ন: ২৪। কাউকে মাত্র ৫০ টাকার অর্থ দন্ডে দন্ডিত করা হলে সে যদি পরিশোধ না করে, তাহলে আদালত তাকে কত দিনের বিনাশ্রম কারাদন্ড দিবে?
ক) ২ মাসের
খ) ৩ মাসের
গ) ৫ মাসের
ঘ) ১ মাসের

উত্তর: ২ মাসের

প্রশ্ন: ২৫। Examination in Chief বা জবানবন্দী এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হইয়াছে?
ক) ১৪০ ধারায়
খ) ১৩৭ ধারায়
গ) ১৩৮ ধারায়
ঘ) ১৩৬ ধারায়

উত্তর: ১৩৭ ধারায়

নিউজঃ