Audio Test-32
প্রশ্ন: ১। দেওয়ানী কার্যবিধির কোন ধারার বিধান অনুয়ায়ী রিভিশনের আবেদন দায়ের করা যায়?
ক) ১১৪ ধারায়
খ) ১১৮ ধারায়
গ) ১০৪ ধারায়
ঘ) ১১৫ ধারায়
উত্তর: ১১৫ ধারায়
প্রশ্ন: ২। ফৌজদারী কার্যবিধির কত ধারায় আমলযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া আছে?
ক) ৪ (১)(ট)
খ) ৫ (১)(ঠ)
গ) ৪ (১)(ঙ)
ঘ) ৪ (১)(চ)
উত্তর: ৪ (১)(চ)
প্রশ্ন: ৩। একজন সাক্ষীর আচরণ সংক্রান্ত মন্তব্য প্রাসঙ্গিক হলে তা লিপিবদ্ধ করবে –
ক) পুলিশ কর্মকর্তা
খ) তদ্ন্তকারী
গ) আইনজীবী
ঘ) বিচারক
উত্তর: বিচারক
প্রশ্ন: ৪। দেওয়ানী কার্যবিধির কোন ধারার বিধান বলে প্রত্যাপনের দরখাস্ত দেওয়া যায়?
ক) ১৪৪ ধারায়
খ) ১৪২ ধারায়
গ) ১০৪ ধারায়
ঘ) ১৫১ ধারায়
উত্তর: ১৪৪ ধারায়
প্রশ্ন: ৫। X’ ‘Y’ কে খুন করার জন্য ‘Z’ কে প্ররোচিত করে কিন্তু ‘Z’ তা করতে অস্বীকার করে। এর ফলে ‘X’ কি অপরাধ করেছে?
ক) কোনটি নয়
খ) কোন অপরাধ হয়নি
গ) খুন কারার জন্য প্ররোচিত করার অপরাধে দোষী
ঘ) আংশিক অপরাধে দোষী
উত্তর: খুন কারার জন্য প্ররোচিত করার অপরাধে দোষী
প্রশ্ন: ৬। রুলের সংজ্ঞা কত ধারায়?
ক) ২(১০) ধারায়
খ) ২(১) ধারায়
গ) ২(২) ধারায়
ঘ) ২(১৮) ধারায়
উত্তর: ২(১৮) ধারায়
প্রশ্ন: ৭। ফাইনাল রিপোর্ট দিলে ফরিয়াদী কি পিটিশন দিতে পারেন?
ক) আপিল
খ) রিভিউ
গ) রিভিশন
ঘ) নারাজি পিটিশন
উত্তর: নারাজি পিটিশন
প্রশ্ন: ৮। ঘটনা তদন্তকালে পুলিশ অফিসার কোন ধারা মতে আসামির সাক্ষ গ্রহন করেন?
ক) ১৬৫ ধারা
খ) ১৬৪ ধারা
গ) ১৬১ ধারা
ঘ) ১৬০ ধারা
উত্তর: ১৬১ ধারা
প্রশ্ন: ৯। ফৌজদারী মামলায় চরিত্র সম্পর্কে কোনটি প্রাসঙ্গিক?
ক) পূর্ববর্তী সৎচরিত্র
খ) অনৈতিক সম্পর্ক
গ) সবকটি
ঘ) খারাপ চরিত্র
উত্তর: পূর্ববর্তী সৎচরিত্র
প্রশ্ন: ১০। সুনিদির্ষ্ট প্রতিকার আইন অনুযায়ী বিচার বিভাগের জটিলতা নিবারনের জন্য আদালত কোন ধরনের নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে-
ক) অস্থায়ী নিষেধাজ্ঞা
খ) অন্তবর্তীকালিন নিষেধাজ্ঞা
গ) বাধ্যতামূলক নিষেধাজ্ঞা
ঘ) স্থায়ী নিষেধাজ্ঞা
উত্তর: স্থায়ী নিষেধাজ্ঞা
প্রশ্ন: ১১। কোন ধরনের সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য কমিশন গঠন করা হয়?
ক) অর্থ ভাগের জন্য
খ) অস্থাবর সম্পত্তি
গ) স্থাবর সম্পত্তি
ঘ) কোনটিই নয়
উত্তর: স্থাবর সম্পত্তি
প্রশ্ন: ১২। অর্থদন্ডে দন্ডিত হলে তা কত দিনের মধ্যে আদায় করতে হবে?
ক) ৬ বছরের মধ্যে
খ) ৭ বছরের মধ্যে
গ) ১২ বছরের মধ্যে
ঘ) ৩ বছরের মধ্যে
উত্তর: ৬ বছরের মধ্যে
প্রশ্ন: ১৩। ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান বলে কোন ব্যক্তিকে শান্তি রক্ষার মুচলিকা সম্পাদনের নির্দেশ দিতে পারেন?
ক) ১১২ ধারায়
খ) ১১০ ধারায়
গ) ১১৮ ধারায়
ঘ) ১০৭ ধারায়
উত্তর: ১১৮ ধারায়
প্রশ্ন: ১৪। এসিড জাতীয় পদার্থ দ্বারা চোখের দৃষ্টি নষ্ট করা বা মুখ মন্ডল বিকৃত করার শাস্তি কোন ধারায়?
ক) ৩২৬ এ ধারায়
খ) ৩২৭ ধারায়
গ) ৩২৫ ধারায়
ঘ) ৩২৩ ধারায়
উত্তর: ৩২৬ এ ধারায়
প্রশ্ন: ১৫। অবৈধ বাধাদানের শাস্তি কোন ধারায়?
ক) ৩৪০ ধারা
খ) ৩৩৯ ধারা
গ) ৩৪১ ধারা
ঘ) ৩৪২ ধারা
উত্তর: ৩৪১ ধারা
প্রশ্ন: ১৬। খরচের জন্য জামানত সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোন অর্ডার উল্লেখ করা হইয়াছে?
ক) অর্ডার ২৬
খ) অর্ডার ২৫
গ) অর্ডার ২৩
ঘ) অর্ডার ২৪
উত্তর: অর্ডার ২৫
প্রশ্ন: ১৭। সাক্ষ্য আইন অনুযায়ী কত ধরনের বিষয় প্রমান করার প্রয়োজন নেই?
ক) ৪ ধরনের
খ) ৩ ধরনের
গ) ২ ধরনের
ঘ) ১ ধরনের
উত্তর: ৩ ধরনের
প্রশ্ন: ১৮। বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি এলাকা হতে বিবাদী অনুপস্থিতকালীন সময় বাদ দিতে হবে তামাদি আইনের কোন ধারার ভাষ্য?
ক) ১০ ধারা
খ) ১৪ ধারা
গ) ১৩ ধারা
ঘ) ১৫ ধারা
উত্তর: ১৩ ধারা
প্রশ্ন: ১৯। অবৈধ অবরোধের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৩৪২ ধারা
খ) ৩৪১ ধারা
গ) ৩৩৯ ধারা
ঘ) ৩৪০ ধারা
উত্তর: ৩৪০ ধারা
প্রশ্ন: ২০। যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কত বছরের কারাদন্ড দিতে পারে?
ক) ১২ বছর
খ) ৭ বছর
গ) ১০ বছর
ঘ) আইনে অনুমোদিত যে কোন দন্ড
উত্তর: ১০ বছর
প্রশ্ন: ২১। অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে চাওয়া হয়?
ক) দরখাস্তের মাধ্যমে
খ) কোনটিই নয়
গ) আরজির মাধ্যমে
ঘ) লিখিত জবাবের মাধ্যমে
উত্তর: দরখাস্তের মাধ্যমে
প্রশ্ন: ২২। সরকার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত কোন ব্যক্তির দন্ড অনুর্ধ কত বছর পর্যন্ত কমাতে পারবেন?
ক) ১০ বৎসর
খ) ২০ বৎসর
গ) ১৫ বৎসর
ঘ) ১৪ বৎসর
উত্তর: ২০ বৎসর
প্রশ্ন: ২৩। দুষ্কর্মে সহায়তা ( Abetment) এর উপাদন কয়টি?
ক) ৩টি
খ) ৪ টি
গ) ২টি
ঘ) ৫ টি
উত্তর: ৩টি
প্রশ্ন: ২৪। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের জেল দিতে পারে?
ক) ৪ বছর
খ) ৩ বছর
গ) ৫ বছর
ঘ) ১২ বছর
উত্তর: ৫ বছর
প্রশ্ন: ২৫। মৃত্যুদন্ডের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে হয় তাহা কত অনুচ্ছেদে আছে?
ক) ১৪৮ অনুচ্ছেদে
খ) ১৮৩ অনুচ্ছেদে
গ) ১৫০ অনুচ্ছেদে
ঘ) ১৪৪ অনুচ্ছেদে
উত্তর: ১৫০ অনুচ্ছেদে