Audio Test-38
প্রশ্ন: ১। টাকা আদায়ের মামলার ক্ষেত্রে দাবীকৃত টাকার সঠিক পরিমান আরজীতে উল্লেখ করিতে হইবে ইহা কোন আইনের বিধান?
ক) অর্ডার ৭ রুল ৩
খ) অর্ডার ৭ রুল ৬
গ) অর্ডার ৭ রুল ৪
ঘ) অর্ডার ৭ রুল ২
উত্তর: অর্ডার ৭ রুল ২
প্রশ্ন: ২। দন্ডবিধির ৩৭৯ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
ক) ২ বছর কারাদন্ড
খ) ৫ বছর কারাদন্ড
গ) ৩ বছর কারাদন্ড
ঘ) ১ বছর কারাদন্ড
উত্তর: ৩ বছর কারাদন্ড
প্রশ্ন: ৩। ইন্টার প্লিডার মামলা বলিতে কি বুঝায়?
ক) বিবাদিগণের অবৈধ দাবী জনিত সম্পত্তি বিষয়ে বাদীর মামলা
খ) কোনটিই নয়
গ) অনেকের একই স্বার্থ লইয়া তাহাদের একজন কর্তৃক
ঘ) বাদী বিবাদির পারষ্পরিক দায় শোধের মামলা
উত্তর: বিবাদিগণের অবৈধ দাবী জনিত সম্পত্তি বিষয়ে বাদীর মামলা
প্রশ্ন: ৪। তামাদী আইন হইতে অব্যহতির অজুহাত থাকিলে তাহা আরজীতে উল্লেখ করতে হইবে ইহা কোন আইনের বিধান?
ক) অর্ডার ৭ রুল ৩
খ) অর্ডার ৭ রুল ৭
গ) অর্ডার ৭ রুল ৬
ঘ) অর্ডার ৭ রুল ২
উত্তর: অর্ডার ৭ রুল ৬
প্রশ্ন: ৫। কোন ধারার অধীন অপরাধ সংঘটিত হলে কোন অপরাধ হয় না কিন্তু সংঘটিত না হলে অপরাধ হিসেবে গণ্য হয়?
ক) ৩০৭ ধারা
খ) ৩০৯ ধারা
গ) ৩০৮ ধারা
ঘ) ৩১০ ধারা
উত্তর: অর্ডার ৭ রুল ৬
প্রশ্ন: ৬। খুনের সংজ্ঞা দন্ডবিধির কত ধারায় বলা হয়েছে?
ক) ২৯৯ ধারা
খ) ৩০০ ধারা
গ) ৩০১ ধারা
ঘ) ৩০২ ধারা
উত্তর: ৩০০ ধারা
প্রশ্ন: ৭। ফৌজদারী আদালতের ভাষা কে নির্ধারণ করবে?
ক) সরকার
খ) রাষ্টপতি
গ) আপিল বিভাগ
ঘ) হাইকোর্ট বিভাগ
উত্তর: সরকার
প্রশ্ন: ৮। নারী ধর্ষণের সংজ্ঞায় অপরাধের জন্য কয়টি ক্ষেত্র বর্ণনা করা হইয়াছে?
ক) ৫টি
খ) ৩টি
গ) ২টি
ঘ) ৪টি
উত্তর: ৫টি
প্রশ্ন: ৯। চুরির সংজ্ঞা কোন ধারায়?
ক) ৩৮১ ধারায়
খ) ৩৭৯ ধারায়
গ) ৩৭৮ ধারায়
ঘ) ৩৭৭ ধারায়
উত্তর: ৩৭৮ ধারায়
প্রশ্ন: ১০। আরজীর সহিত দলিল দাখিল করিলে তাহা আরজীর উপর লিখিয়া বা সংযুক্ত করে দিতে তাহা কোন আইনের বিধান?
ক) অর্ডার ৭ রুল ৫
খ) অর্ডার ৭ রুল ৮
গ) অর্ডার ৭ রুল ৩
ঘ) অর্ডার ৭ রুল ৯
উত্তর: অর্ডার ৭ রুল ৯
প্রশ্ন: ১১। ইন্টার প্লিডার মামলার বাদী উক্ত মামলায় নিজের জন্য কি দাবী করতে পারেন?
ক) সবগুলো
খ) পক্ষে রায় ও ডিক্রি
গ) আনুসাঙ্গিক প্রতিকার নহে
ঘ) মামলা দায়ের ও পরিচালনা সংক্রান্ত খরচের ডিক্রি
উত্তর: মামলা দায়ের ও পরিচালনা সংক্রান্ত খরচের ডিক্রি
প্রশ্ন: ১২। দন্ডবিধির ৩৮০ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
ক) ২ বছর কারাদন্ড
খ) ৭ বছর কারাদন্ড
গ) ৩ বছর কারাদন্ড
ঘ) ৫ বছর কারাদন্ড
উত্তর: ৭ বছর কারাদন্ড
প্রশ্ন: ১৩। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের মোট কয়টি ধারা আছে?
ক) ৬১টি
খ) ৫৭টি
গ) ৬৭টি
ঘ) ৬৫টি
উত্তর: ৫৭টি
প্রশ্ন: ১৪। সাধারন উদ্দেশ্য বাস্তবায়নে অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনীভাবে সমাবেশের প্রত্যেক সদস্য দোষী, এটি দন্ডবিধির কোন ধারায় বলা হয়েছে?
ক) ১৪৯ ধারা
খ) ১৫২ ধারা
গ) ১৪৭ ধারা
ঘ) ১৪৮ ধারা
উত্তর: ১৪৯ ধারা
প্রশ্ন: ১৫। তামাদি আইনের ২ অনুচ্ছেদ অনুসারে ক্ষতিপূরণের মামলা দায়ের তামাদিকাল কত?
ক) ৯০ দিন
খ) ২ মাস
গ) ৬ মাস
ঘ) ১ বছর
উত্তর: ৯০ দিন
প্রশ্ন: ১৬। হাইকোর্ট বিভাগকে কত ধারায় মামলা বা আপিল স্থানান্তর বা প্রত্যাহার করার ক্ষমতা প্রদান করা হয়েছে?
ক) ৫২৪ ধারা
খ) ৫২৬ ধারা
গ) ৫২৭ ধারা
ঘ) ৫২০ ধারা
উত্তর: ৫২৬ ধারা
প্রশ্ন: ১৭। একটি সম্পত্তির নিলাম বিক্রয়ের কার্যক্রমে একজন এডভোকেট কোন পক্ষকে প্রতিনিধিত্ব করলে তিনি-
ক) সম্পত্তিটি নিজে ক্রয় করতে পারবেন
খ) পরিতোষিকের পরিবর্তে সম্পত্তিটি বেনামীতে ক্রয় করতে পাবেন
গ) সম্পত্তিটি বা তার কোন অংশ কোন ভাবেই ক্রয় করতে পারবেন না
ঘ) সম্পত্তিটি বেনামীতে ক্রয় করতে পারবেন
উত্তর: সম্পত্তিটি বা তার কোন অংশ কোন ভাবেই ক্রয় করতে পারবেন না
প্রশ্ন: ১৮। আত্মহত্যা করার উদ্যোগ এর শাস্তি কত বছর?
ক) ২ বছর কারাদন্ড
খ) ১ বছর কারাদন্ড
গ) ৬ মাস কারাদন্ড
ঘ) ৩ বছর কারাদন্ড
উত্তর: ১ বছর কারাদন্ড
প্রশ্ন: ১৯। সাক্ষ্য আইনের কোন ধারাবলে একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করা যেতে পারে?
ক) ১৫৬
খ) ১৫৪
গ) ১৬০
ঘ) ১৫৫
উত্তর: ১৫৪
প্রশ্ন: ২০। Inter Pleader সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে বর্ণনা করা হইয়াছে?
ক) অর্ডার ৩৫
খ) অর্ডার ৩৩
গ) অর্ডার ৩৪
ঘ) অর্ডার ৩১
উত্তর: অর্ডার ৩৫
প্রশ্ন: ২১। কোন আদালত ফৌজদারী মামলা স্থানান্তর করতে পারে?
ক) সবগুলি
খ) দায়রা জজ আদালত
গ) হাইকোর্ট বিভাগ
ঘ) আপিল বিভাগ
উত্তর: সবগুলি
প্রশ্ন: ২২। বার কাউন্সিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান কে হইবেন?
ক) ৩ জনের মধ্যে যিনি বয়স্ক ব্যক্তি
খ) ট্রাইব্যুনালের সদস্য ৩ জনের মধ্যে পেশায় যিনি জেষ্ঠ
গ) ৩ জনের মধ্যে যিনি বেশী আইন জানেন
ঘ) বার কাউন্সিল যাহাকে নির্বাচিত করেন তিনিই হবেন
উত্তর: ট্রাইব্যুনালের সদস্য ৩ জনের মধ্যে পেশায় যিনি জেষ্ঠ
প্রশ্ন: ২৩। নিঃস্ব ব্যক্তি বলা হয়-
ক) যাহার মামলা চালাইবার ক্ষমতা নাই
খ) যাহার আরজির কোর্ট ফি দেওয়ার অর্থ নাই
গ) সবগুলো
ঘ) যাহার পরিধেয় বস্ত্রাদি এবং মামলার বিষয়বস্তু ব্যতিত ৫০০০ টাকার সম্পত্তির অধিকারী নহে
উত্তর: যাহার পরিধেয় বস্ত্রাদি এবং মামলার বিষয়বস্তু ব্যতিত ৫০০০ টাকার সম্পত্তির অধিকারী নহে
প্রশ্ন: ২৪। কখন নিঃস্ব ব্যক্তির নিকট হতে কোর্ট ফি আদায়যোগ্য হবে?
ক) মামলায় জয়লাভ করলে
খ) মামলায় রাজিত হইলে
গ) আপীল আদালতে মামলার ডিক্রি পরিবর্তন হইলে
ঘ) সবগুলো
উত্তর: মামলায় জয়লাভ করলে
প্রশ্ন: ২৫। নিদির্ষ্ট সময়সীমার মধ্যেই মামলাটি দায়ের করা হয়েছে ইহা প্রমাণ কে করবে?
ক) আদালত
খ) বিবাদী
গ) বিবাদী ও বাদী উভয়
ঘ) বাদী
উত্তর: বাদী