Audio Test-39
প্রশ্ন: ১। নারী ধর্ষনের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৩৭৮ ধারায়
খ) ৩৭৬ ধারায়
গ) ৩৭৪ ধারায়
ঘ) ৩৭৫ ধারায়
উত্তর: ৩৭৫ ধারায়
প্রশ্ন: ২। Mediation এর আদেশ হওয়ার পরে সর্বোচ্চ কত দিনের মধ্যে উক্তরুপ Mediation এর কাজ শেষ করতে হবে?
ক) ১৮০ দিন
খ) ৪৫ দিন
গ) ৯০ দিন
ঘ) ৬০ দিন
উত্তর: ৯০ দিন
প্রশ্ন: ৩। একটি দেওয়ানী মামলায় কোন ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন যে ক’জন সাক্ষীর প্রয়োজন হয় তা-
ক) ১ জন
খ) নিদির্ষ্ট সংখ্যক নহে
গ) ৩ জন
ঘ) ৪ জন
উত্তর: ১ জন
প্রশ্ন: ৪। চুরির শাস্তি কোন ধারায়?
ক) ৩৮০ ধারায়
খ) ৩৮২ ধারায়
গ) ৩৭৯ ধারায়
ঘ) ৩৮১ ধারায়
উত্তর: ৩৭৯ ধারায়
প্রশ্ন: ৫। লিমিটেশন এ্যাক্ট ১৯০৮ এর কোন কিছুই প্রযোজ্য হবে না –
ক) সিভিল প্রসিডিউর কোডের ১১৪ ধারার ক্ষেত্রে
খ) সিভিল প্রসিডিউর কোডের ১১৫(২) ধারার ক্ষেত্রে
গ) চুক্তি আইন ১৮৭২ এর ২৫ ধারার ক্ষেত্রে
ঘ) সিভিল প্রসিডিউর কোডের ১০৭ ধারার ক্ষেত্রে
উত্তর: চুক্তি আইন ১৮৭২ এর ২৫ ধারার ক্ষেত্রে
প্রশ্ন: ৬। ১৪৫ ধারার মামলায় স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যদি প্রমান করতে পারেন যে, উপযুক্ত বিরোধের অস্তিত্ব নাই বা ছিল না তাহা হইলে ম্যাজিস্ট্রেট কি করিবেন?
ক) পূর্বের প্রদত্ত আদেশ বাতিল করিবেন এবং পরবর্তী সকল কার্যক্রম স্থগিত করিবেন
খ) মামলাটি খারিজ করিবেন
গ) পক্ষদ্বয়েরর মধ্যে বিরোধের মিমাংসা করিয়া দিবেন
ঘ) দরখাস্তকারী পক্ষে জরিমানার আদেশ দিবেন
উত্তর: পূর্বের প্রদত্ত আদেশ বাতিল করিবেন এবং পরবর্তী সকল কার্যক্রম স্থগিত করিবেন
প্রশ্ন: ৭। নিম্নের কোন ব্যক্তি সাক্ষী দিতে পারে?
ক) বোবা সাক্ষী
খ) সবগুলো ব্যক্তি
গ) সম্পূর্ণ জ্ঞানহীন ব্যক্তি
ঘ) পাগল ব্যক্তি
উত্তর: বোবা সাক্ষী
প্রশ্ন: ৮। বোবা ব্যক্তির সাক্ষ্য কোন ধরনের সাক্ষ্য বলা হয়?
ক) দলিলী সাক্ষ্য
খ) লিখিত সাক্ষ্য
গ) জনশ্রম্নতিমূলক সাক্ষ্য
ঘ) মৌখিক সাক্ষ্য
উত্তর: মৌখিক সাক্ষ্য
প্রশ্ন: ৯। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ২১ ধারার বিধান কি?
ক) যেসব চুক্তির আংশিক সুনিদির্ষ্ট কার্য সম্পাদন হয়
খ) কোনটিই নয়
গ) যে সব চুক্তির সুনিদির্ষ্ট কার্য সম্পাদন আদালত বিবেচনা করে না।
ঘ) যেসব চুক্তির সুনিদির্ষ্ট কার্য সম্পাদন হয়
উত্তর: যে সব চুক্তির সুনিদির্ষ্ট কার্য সম্পাদন আদালত বিবেচনা করে না।
প্রশ্ন: ১০। একজন দুষ্কর্মে সহযোগী যোগ্য সাক্ষী হবে-
ক) পরিচিত ব্যক্তির বিরুদ্ধে
খ) ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে
গ) সহযোগী আসামীর বিরুদ্ধে
ঘ) খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে
উত্তর: সহযোগী আসামীর বিরুদ্ধে
প্রশ্ন: ১১। আসামি মানসিকভাবে অসুস্থ ও আত্মপক্ষ সমর্থনে অপরাগ হলে আদালত তাকে –
ক) খালাস দিবে
খ) দন্ড দিবে
গ) মুক্তি দিবে
ঘ) মামলা হইতে অব্যাহতি দিবে
উত্তর: মুক্তি দিবে
প্রশ্ন: ১২। সাক্ষীর চরিত্র সম্পর্কে কোন ধরনের পরীক্ষা করা যায়?
ক) জবানবন্দি
খ) পুন:জবানবন্দি
গ) জেরা ও পুন:জবানবন্দি
ঘ) জেরা বা জবানবন্দি
উত্তর: জেরা ও পুন:জবানবন্দি
প্রশ্ন: ১৩। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয়-
ক) চেয়ারম্যান কর্তৃক
খ) প্রধান বিচারপ্রতি কর্তৃক
গ) প্রেসিডেন্ট কর্তৃক
ঘ) সরকার কর্তৃক
উত্তর: সরকার কর্তৃক
প্রশ্ন: ১৪। সরকারী কর্মচারী কর্তৃক কোন সরকারী কাজ সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোন প্রকার বকশিশ গ্রহন করলে তার শাস্তি কত বছর?
ক) ৫ বছর কারাদন্ড
খ) ২ বছর কারাদন্ড
গ) ৩ বছর কারাদন্ড
ঘ) ৭ বছর কারাদন্ড
উত্তর: ৩ বছর কারাদন্ড
প্রশ্ন: ১৫। সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার-
ক) ধর্মের উপর
খ) লিঙ্গের উপর
গ) বোধ শক্তির উপর
ঘ) জাতীয়তার উপর
উত্তর: বোধ শক্তির উপর
প্রশ্ন: ১৬। তামাদি আইন কার্যকর হয় কোন সালের কত তারিখ হতে?
ক) ১৯০৯ সালের ১ লা জানুয়ারী
খ) ১৯০৮ সালের ১লা জানুয়ারী
গ) ১৮৭২ সালের ১লা জানুয়ারী
ঘ) ১৯৬২ সালের ১লা জানুয়ারী
উত্তর: ১৯০৯ সালের ১ লা জানুয়ারী
প্রশ্ন: ১৭। তামাদী আইনের ১৯ ধারার বিষয়বস্তু কি?
ক) রিভিশন
খ) মূল মামলা ও দরখাস্ত
গ) মূল মামলা
ঘ) রিভিউ
উত্তর: মূল মামলা ও দরখাস্ত
প্রশ্ন: ১৮। আরজীতে স্থাবর সম্পত্তির উপযুক্ত বর্ণানা থাকা আবশ্যক তাহা কোন আইনে বলা আছে?
ক) অর্ডার ৭ রুল ৬
খ) অর্ডার-৭ রুল ২
গ) অর্ডার-৭ রুল ১
ঘ) অর্ডার-৭ রুল ৩
উত্তর: অর্ডার-৭ রুল ৩
প্রশ্ন: ১৯। বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা কত?
ক) ৫ জন
খ) ২ জন
গ) ৩ জন
ঘ) ৪ জন
উত্তর: ৩ জন
প্রশ্ন: ২০। ‘B’ এর হত্যার জন্য A অভিযুক্ত। বিচারকালে নিম্নের কোন ঘটানাটি বিচার্য বিষয় হবে না-
ক) A, B এর মৃত্যু ঘটিয়েছিল
খ) A, B এর মৃত্যু ঘটানোর অভিপায় করেছিল
গ) A, B এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় করেছিল
ঘ) A এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল
উত্তর: A এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল
প্রশ্ন: ২১। দাঙ্গা সংঘটনের জন্য কত জন লোকের প্রয়োজন?
ক) ৫ জন
খ) ৬ জন
গ) ৩ জন
ঘ) নিদির্ষ্ট নয়
উত্তর: ৫ জন
প্রশ্ন: ২২। চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের জন্য সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারায় কয়টি ক্ষেত্রের উল্লেখ আছে?
ক) ৫টি
খ) ৩টি
গ) ২টি
ঘ) ১টি
উত্তর: ৫টি
প্রশ্ন: ২৩। আরজী প্রত্যাখান বা নাকোচ কোন আইনের বিধান বলে করা যায়?
ক) অর্ডার-৭ রুল ১১
খ) অর্ডার-৭ রুল ১৭
গ) অর্ডার-৭ রুল ১৪
ঘ) অর্ডার-৭ রুল ১২
উত্তর: অর্ডার-৭ রুল ১১
প্রশ্ন: ২৪। মামলার বিষয়বস্তুতে বিবাদীর স্বার্থ রহিয়াছে বা অনুরুপ স্বার্থের দাবী করে এবং বাদীর দাবীর জবাব বিবাদী দিতে বাধ্য তাহা আরজীতে উল্লোখ থাকিতে হইবে তাহা কোন আইনের বিধান?
ক) অর্ডার ৭ রুল ৫
খ) অর্ডার ৭ রুল ৭
গ) অর্ডার ৭ রুল ২
ঘ) অর্ডার ৭ রুল ৩
উত্তর: অর্ডার ৭ রুল ৫
প্রশ্ন: ২৫। কোন ব্যক্তি গনশৃঙ্খলা নষ্ট বা খর্ব করার লক্ষে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহনের জন্য ছাত্র প্রভৃতিকে প্ররোচিত করলে, তার কত বৎসর মেয়াদের কারাদন্ড হতে পারে?
ক) ১ বছর কারাদন্ড
খ) ২ মাস কারাদন্ড
গ) ২ বছর কারাদন্ড
ঘ) ৩ বছর কারাদন্ড
উত্তর: ২ বছর কারাদন্ড