Audio Test-40

প্রশ্ন: ১। দন্ডবিধির ৩৮১ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
ক) ৭ বছর কারাদন্ড
খ) ৩ বছর কারাদন্ড
গ) ৫ বছর কারাদন্ড
ঘ) ১০ বছর কারাদন্ড

উত্তর: ৭ বছর কারাদন্ড

প্রশ্ন: ২। গৃহে, তাবুতে বা জাহাজে চুরি করলে শাস্তি কোন ধারায়?
ক) ৩৮২ ধারায়
খ) ৩৮০ ধারায়
গ) ৩৮১ ধারায়
ঘ) ৩৭৯ ধারায়

উত্তর: ৩৮০ ধারায়

প্রশ্ন: ৩। আরজী খারিজ হইলে নতুন আরজী দাখিল করিয়া মামলা করা যায় ইহা কোন আইনের বিধান?
ক) অর্ডার-৭ রুল ১৫
খ) অর্ডার-৭ রুল ১৩
গ) অর্ডার-৭ রুল ১১
ঘ) অর্ডার-৭ রুল ১২

উত্তর: অর্ডার-৭ রুল ১৩

প্রশ্ন: ৪। আমলের অযোগ্য মামলার সংবাদ পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করিবেন-
ক) সংবাদ দাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট যাইতে বলিবেন
খ) কোন পরামর্শ দিবেন না
গ) সংবাধটি গ্রহন করিবেন না
ঘ) কোনটিই নয়

উত্তর: সংবাদ দাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট যাইতে বলিবেন

প্রশ্ন: ৫। দায়রা আদালত আসামির মানসিক অসুস্থতার পরীক্ষার জন্য কার নিকট প্রেরণ করবেন?
ক) দায়রা আদালত নিজে পরীক্ষা করে দেখবেন
খ) মানসিক হাসপাতালে
গ) কোনটিই না
ঘ) সিভিল সার্জন

উত্তর: দায়রা আদালত নিজে পরীক্ষা করে দেখবেন

প্রশ্ন: ৬। সমন জারিকরন বা অন্যবিধ ব্যবস্থা এড়ানোর উদ্দেশ্য কোন ব্যক্তি আত্মগোপন করলে তার কত টাকা জরিমানা করা যাবে?
ক) ১০০০ টাকা
খ) ৫০০ টাকা
গ) ৩০০ টাকা
ঘ) ২০০ টাকা

উত্তর: ৫০০ টাকা

প্রশ্ন: ৭। প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে-
ক) ক্রোকাদেশ দ্বারা
খ) নিষেধাজ্ঞার দ্বারা
গ) সবগুলো
ঘ) ঘোষণামূলক আদেশ দ্বারা

উত্তর: নিষেধাজ্ঞার দ্বারা

প্রশ্ন: ৮। ক’ ‘খ’ সাথে চুক্তি করলো একটি বাড়ি ক্রয় করার জন্য যার মূল্য ২ লক্ষ টাকা। কিন্তু ‘ক’ পরবর্তীতে বাড়ি বিক্রি করতে অস্বীকৃতি জানালো, এখানে ‘খ’ কোন ধারায় প্রতিকার পাবে?
ক) ১৩ ধারায়
খ) ১০ ধারায়
গ) ২১ ধারায়
ঘ) ১২ ধারায়

উত্তর: ১২ ধারায়

প্রশ্ন: ৯। আমলযোগ্য অপরাধের খবর কোথায় দিতে হয়?
ক) চেয়ারম্যানের কাছে
খ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে
গ) ম্যাজিস্ট্রেটের কাছে
ঘ) জেলা প্রশাসকের কাছে

উত্তর: থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে

প্রশ্ন: ১০। নারী ধর্ষণের শাস্তি কোন ধারায়?
ক) ৩৭৫ ধারা
খ) ৩৭৪ ধারা
গ) ৩৭৭ ধারা
ঘ) ৩৭৬ ধারায়

উত্তর: ৩৭৬ ধারায়

প্রশ্ন: ১১। ঘটনার অনুমানের অন্য নাম-
ক) ধরে নিতে পারে
খ) কোনটিই নয়
গ) ধরে নিতে হবেই
ঘ) খন্ডযোগ্য অনুমান

উত্তর: ধরে নিতে পারে

প্রশ্ন: ১২। কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য না?
ক) মূল ফৌজদারী মামলায়
খ) দেওয়ানী মামলায়
গ) যে কোন ফৌজদারী মামলায়
ঘ) কোনটিই নয়

উত্তর: মূল ফৌজদারী মামলায়

প্রশ্ন: ১৩। কয়টি কারনে আপিল বিভাগ মামলা বা আপিল স্থানান্তর করার আদেশ দিতে পারেন?
ক) ৪টি
খ) ৬টি
গ) ১টি
ঘ) ২টি

উত্তর: ২টি

প্রশ্ন: ১৪। বাদীকে অন্যান্যদের প্রতিনিধি হিসেবে মামলা করার ব্যাপারে আইনের কোন বিধান অনুমতি দেয়?
ক) অর্ডার ৭ রুল ৬
খ) অর্ডার ৭ রুল ৩
গ) অর্ডার ৭ রুল ১
ঘ) অর্ডার-৭ রুল ৪

উত্তর: অর্ডার-৭ রুল ৪

প্রশ্ন: ১৫। স্বত্ব ও দখল উদ্ধারের তামাদিকাল কত?
ক) ১২ বছর
খ) ৬ বছর
গ) ৬ মাস
ঘ) ২ বছর

উত্তর: ১২ বছর

প্রশ্ন: ১৬। ১৪৬ ধারার বিধান মোতাবেক বিরোধীয় বস্তু ক্রোক করা হইলে ম্যাজিস্ট্রেট সেই ক্ষেত্রে বিষয়বস্তুর ব্যবস্থাপনা করার জন্য কি করিবেন?
ক) রিসিভার নিয়োগ করিবেন
খ) ম্যাজিস্ট্রেট ব্যবস্থাপনার দায়িত্ব নিজে গ্রহন করিবেন
গ) কোনটিই নয়
ঘ) বিক্রয় করিবেন

উত্তর: রিসিভার নিয়োগ করিবেন

প্রশ্ন: ১৭। লিমিটেশন এ্যাক্ট, ১৯০৮ এর ৫ ধারা প্রযোজ্য হবে না-
ক) আপীলের ক্ষেত্রে
খ) স্যুটের ক্ষেত্রে
গ) রিভিউর ক্ষেত্রে
ঘ) রিভিশের ক্ষেত্রে

উত্তর: স্যুটের ক্ষেত্রে

প্রশ্ন: ১৮। ১৪৫ ধারার বিরোধীয় বিষয়বস্তু ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক ক্রোক করিবেন?
ক) ১৪৭ ধারা
খ) ১৪৬ ধারা
গ) ১৪৫ ধারা
ঘ) ১৪৩ ধারা

উত্তর: ১৪৬ ধারা

প্রশ্ন: ১৯। নিন্দানীয় নরহত্যা অনুষ্ঠানের উদ্যোগের শাস্তি কত বৎসর?
ক) ২ বছর কারাদন্ড
খ) ৩ বছর কারাদন্ড
গ) ৭ বছর কারাদন্ড
ঘ) ৫ বছর কারাদন্ড

উত্তর: ৩ বছর কারাদন্ড

প্রশ্ন: ২০। চোরাইমাল সম্পত্তি আটকের পদ্ধতি কত ধারায় বর্ণিত আছে?
ক) ৫২০ ধারা
খ) ৫২২ ধারা
গ) ৫২৩ ধারা
ঘ) ৫২৪ ধারা

উত্তর: ৫২৩ ধারা

প্রশ্ন: ২১। উৎপাত বা আশঙ্কার জন্য জরুরী ক্ষেত্রে তৎক্ষনাৎভাবে বলবত হওয়ার আদেশ জারীর ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট কোন ধারা অনুসারে প্রয়োগ করতে পারে?
ক) ১৪৪ ধারা
খ) ১৪৭ ধারা
গ) ১৪৫ ধারা
ঘ) ১৪৩ ধারা

উত্তর: ১৪৪ ধারা

প্রশ্ন: ২২। নেগেটিভ বা নেতিবাচক নিষেধাজ্ঞা সুনিদির্ষ্ট প্রতিকার প্রতিকার আইনের কত ধারায়?
ক) ৫৭ ধারা
খ) ৫৪ ধারা
গ) ৫০ ধারা
ঘ) ৫৫ ধারা

উত্তর: ৫৭ ধারা

প্রশ্ন: ২৩। বৈধ বিবাহ বলবৎ থাকাকালে বা বিবাহ বিচ্ছেদের ২৮০ দিনের মধ্যে জন্মগ্রহণ কোন ব্যক্তির জন্য তার বাবা-মার বৈধ সন্তানরূপে জন্মগ্রহণের চুড়ান্ত প্রমাণ ইহা সাক্ষ্য আইনের কত ধারায় আছে?
ক) ১১১ ধারায়
খ) ১১২ ধারায়
গ) ১১৫ ধারায়
ঘ) ১১০ ধারায়

উত্তর: ১১২ ধারায়

প্রশ্ন: ২৪। কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না তাহা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বর্ণনা করা আছে?
ক) ৫৪ ধারায়
খ) ৫৩ ধারায়
গ) খ) ৫৬ ধারায়
ঘ) ৫৭ ধারায়

উত্তর: ৫৬ ধারায়

প্রশ্ন: ২৫। দেওয়ানী আদালতের এখতিয়ারকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে?
ক) ৪ ভাগে
খ) ৫ ভাগে
গ) ৩ ভাগে
ঘ) ২ ভাগে

উত্তর: ৩ ভাগে

নিউজঃ