Audio Test-41

প্রশ্ন: ১। কোন প্রতিকারটি সুনিদির্ষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না?
ক) নিষেধাজ্ঞা
খ) চুক্তি বাস্তবায়ন
গ) আর্থিক ক্ষতিপূরণ
ঘ) কোনটিই নয়

উত্তর: আর্থিক ক্ষতিপূরণ

প্রশ্ন: ২। অর্ডার ৭ রুল ১১ অনুুযায়ী আরজি নাকোচ করিতে কয়টি কারণ উল্লেখ করা আছে?
ক) ৫টি
খ) ৩টি
গ) ১টি
ঘ) ৪টি

উত্তর: ৪টি

প্রশ্ন: ৩। কোন নারীকে বিবাহ ইত্যাদিতে বাধ্য করার জন্য অপহরণ বা হরণ বা প্রলুব্ধকরণের শাস্তি কত বৎসর?
ক) ৭ বৎসর কারাদন্ড
খ) ১০ বৎসর কারাদন্ড
গ) ৩ বৎসর কারাদন্ড
ঘ) যাবজ্জীবন কারাদন্ড

উত্তর: ১০ বৎসর কারাদন্ড

প্রশ্ন: ৪। চার্জ পরিবর্তন হলে আদালত কত ধারায় সাক্ষীকে পুনরায় ডাকতে পারে?
ক) ২২৯ ধারায়
খ) ২৩১ ধারায়
গ) ২২৭ ধারায়
ঘ) ২২৮ ধারায়

উত্তর: ২৩১ ধারায়

প্রশ্ন: ৫। মধ্যস্থতাকারীদের ফি নির্ধারণ কে করবে?
ক) আদালত ও আইনজীবি
খ) পক্ষগণ নিজেরা
গ) কোনটিই নয়
ঘ) আইনজীবি ও পক্ষগন

উত্তর: পক্ষগণ নিজেরা

প্রশ্ন: ৬। আরজি নাকোচ ডিক্রি বলিয়া গন্য হইবে ইহা দেওয়ানী কার্যবিধির কোন ধারার বিধান?
ক) ২(৪) ধারা
খ) ১০৫ ধারা
গ) ২(২) ধারা
ঘ) ৯৭ ধারা

উত্তর: ২(২) ধারা

প্রশ্ন: ৭। সাক্ষ্য আইনের কোন ধারায় প্রমাণের দায়িত্ব সংক্রান্ত বিধানের উল্লেখ আছে?
ক) ৯৩ ধারায়
খ) ১০১ ধারায়
গ) ৯৮ ধারায়
ঘ) ৯৬ ধারায়

উত্তর: ১০১ ধারায়

প্রশ্ন: ৮। অব্যহতি বা চার্জ গঠনের পূর্বে ম্যাজিস্ট্রেট প্রয়োজনে আসামীর জবানবন্দী গ্রহন করিবেন ইহা কোন ধারার বিধান?
ক) ২৪১ ধারা
খ) ২৪১(ক)
গ) ২৪২ ধারা
ঘ) ২৪৩ ধারার

উত্তর: ২৪১(ক)

প্রশ্ন: ৯। অর্ডার ৮ রুল ১ এর বিধান অনুুযায়ী লিখিত বিবৃতি কত দিনের মধ্যে দাখিল করা আবশ্যক?
ক) ১ মাসের মধ্যে
খ) ২ মাসের মধ্যে
গ) ৫ মাসের মধ্যে
ঘ) ৩ মাসের মধ্যে

উত্তর: ২ মাসের মধ্যে

প্রশ্ন: ১০। দস্যুতার সংজ্ঞা কোন ধারায়?
ক) ৩৯০ ধারা
খ) ৩৯১ ধারা
গ) ৩৯২ ধারা
ঘ) ৩৯৫ ধারা

উত্তর: ৩৯০ ধারা

প্রশ্ন: ১১। সাক্ষ্য আইনের কোন ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিচারক কোন সাক্ষীকে কোন প্রশ্ন করতে পারেন?
ক) ১৬৫ ধারা
খ) ১৫৭ ধারা
গ) ১৬৭ ধারা
ঘ) ১৫১ ধারা

উত্তর: ১৬৫ ধারা

প্রশ্ন: ১২। পুলিশ কোন ধারার বিধান মোতাবেক তদন্তের বিবরন সম্বলিত ডাইরী লিপিবদ্ধ করেন?
ক) ১৭৫ ধারা
খ) ১৭২ ধারা
গ) ১৭০ ধারা
ঘ) ১৭৩ ধারা

উত্তর: ১৭২ ধারা

প্রশ্ন: ১৩। ১৬৪ ধারার বিধান মতে স্বীকারোক্তি কে লিপিবদ্ধ করিতে পারেন?
ক) পুলিশ অফিসার
খ) ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
গ) অতিরিক্ত দায়রা জজ
ঘ) সবগুলো

উত্তর: ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট

প্রশ্ন: ১৪। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারার আলোচ্য বিষয় কী?
ক) দলিল বাতিল
খ) দলিল সংশোধন
গ) দলিল সংশোধন ও দলিল পরিবর্তন
ঘ) দলিল পরিবর্তন

উত্তর: দলিল বাতিল

প্রশ্ন: ১৫। বার কাউন্সিলের ট্রাইব্যুনাল নিম্নের কোন শাস্তি দোষী এডভোকেটকে প্রদানের ক্ষমতা রাখেন?
ক) যে কোনটি
খ) চিরতরে বহিস্কার
গ) আইন পেশা হইতে সাময়িকভাবে বহিস্কার
ঘ) তিরস্কার

উত্তর: যে কোনটি

প্রশ্ন: ১৬। কাউন্টার ক্লেইম করিলে দাবী শোধের পর অতিরিক্ত টাকার জন্য কোন ধরনের কোট ফি?
ক) এডভ্যালুরাম এর অর্ধেক কোট ফি
খ) নির্ধারিত কোট ফি
গ) এডভ্যালুরাম কোর্ট ফি
ঘ) কোন কোট ফির প্রয়োজন নাই

উত্তর: এডভ্যালুরাম কোর্ট ফি

প্রশ্ন: ১৭। আইনসঙ্গত বিবাহ সম্পাদন ছাড়া প্রতারণামূলকভাবে বিবাহ অনুষ্ঠান উদযাপনের শাস্তি কত বছর?
ক) ৫ বছর কারাদন্ড
খ) ৩ বছর কারাদন্ড
গ) ৭ বছর কারাদন্ড
ঘ) যাবজ্জীবন কারাদন্ড

উত্তর: ৭ বছর কারাদন্ড

প্রশ্ন: ১৮। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারানুসারে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা হয়?
ক) ৫৪ ধারায়
খ) ৫০ ধারায়
গ) ৫২ ধারায়
ঘ) ৫৩ ধারায়

উত্তর: ৫৪ ধারায়

প্রশ্ন: ১৯। কোন আইনের ক্ষেত্রে তামাদী আইন প্রযোজ্য নয়?
ক) অর্থঋণ আদালত আইন-২০০৩
খ) দেওয়ানী ও ফৌজদারী আইন
গ) বিশেষ ক্ষমতা আইন
ঘ) বিশেষ ক্ষমতা আইন ও অর্থঋণ আদালত আইন -২০০৩

উত্তর: বিশেষ ক্ষমতা আইন ও অর্থঋণ আদালত আইন -২০০৩

প্রশ্ন: ২০। একটি আপীল দায়েরে তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে-
ক) প্রতিপক্ষের প্রতি সমন জারীর জন্য ব্যয়িত সময়
খ) আইজীবী নিয়োগের জন্য ব্যয়িত সময়
গ) আপীলের মেমা প্রস্তুতের জন্য ব্যয়িত সময়
ঘ) রায় ও ডিক্রীর জাবেদা নকল পেতে ব্যয়িত সময়

উত্তর: রায় ও ডিক্রীর জাবেদা নকল পেতে ব্যয়িত সময়

প্রশ্ন: ২১। তামাদি আইন অনুযায়ী বিলম্ব মওকুফের জন্য আদালতকে ক্ষমতা দেয়া হইয়াছে-
ক) সবগুলো
খ) বিবেচনা মূলক
গ) স্বেচ্ছাধীন
ঘ) আইনানুগ

উত্তর: বিবেচনা মূলক

প্রশ্ন: ২২। সমঝতা প্রতিবেদন প্রাপ্তির কত দিনের মধ্যে আদালত আদেশ বা সোলে ডিক্রি জারী করবেন?
ক) ৭ দিন
খ) ২১ দিন
গ) ৬০ দিন
ঘ) ১৫ দিন

উত্তর: ৭ দিন

প্রশ্ন: ২৩। তামাদীর অজুহাত কার বিরুদ্ধে উত্থাপন করা হয়ে থাকে?
ক) বিবাদীর
খ) বাদীর
গ) কোনটিই নয়
ঘ) বিবাদী ও বাদীর

উত্তর: বাদীর

প্রশ্ন: ২৪। A বলে যে, B একটি অপরাধ করেছে। এখন A চায় আদালতের রায়ে B এর সাজা হোক। কোন বক্তব্যটি সঠিক?
ক) আদালতকে অবশ্যই প্রমাণ করতে হবে যে, B অপরাধটি করেছে
খ) B কে অবশ্যই প্রমাণ করতে হবে যে, সে অপরাধটি করেনি
গ) A কে অবশ্যই প্রমাণ করতে হবে যে, B অপরাধটি করেছে
ঘ) A কে অবশ্যই প্রমাণ করতে হবে যে, B অপরাধটি করেনি

উত্তর: A কে অবশ্যই প্রমাণ করতে হবে যে, B অপরাধটি করেছে

প্রশ্ন: ২৫। দন্ডবিধির ৩৭৮ ধারায় চুরির বিষয়বস্তু কোন ধরনের সম্পত্তি?
ক) অস্থাবর সম্পত্তি
খ) স্থাবর সম্পত্তি
গ) জমি
ঘ) দালান

উত্তর: অস্থাবর সম্পত্তি

নিউজঃ