Audio Test-42

প্রশ্ন: ১। দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে রায়ের পূর্বে ক্রোক সম্পর্কে বলা হইয়াছে?
ক) অর্ডার-৩৭
খ) অর্ডার-৩৫
গ) অর্ডার-৩৮
ঘ) অর্ডার-৩০

উত্তর: অর্ডার-৩৮

প্রশ্ন: ২। প্রশ্ন: ১। নিম্ন বর্ণিত কোন মামলায় এডভেলোরেম কোর্ট ফী দিতে হবে না?
ক) দখল পুনরুদ্ধারেরর মামলায়
খ) স্থাবর সম্পত্তি বন্টনের মামলা
গ) দলিল বাতিলের মামলায়
ঘ) সবগুলো

উত্তর: দখল পুনরুদ্ধারেরর মামলায়

প্রশ্ন: ৩। দন্ডবিধির ৩৮৪ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
ক) ৩ বছর কারাদন্ড
খ) ৭ বছর কারাদন্ড
গ) ৫ বছর কারাদন্ড
ঘ) ১০ বছর কারাদন্ড

উত্তর: ৩ বছর কারাদন্ড

প্রশ্ন: ৪। কোন ধরনের ম্যাজিস্ট্রেট ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন?
ক) জেলা জজ
খ) বিচারিক ম্যাজিস্ট্রেট
গ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
ঘ) ২য় শেণীর ম্যাজিস্ট্রেট

উত্তর: বিচারিক ম্যাজিস্ট্রেট

প্রশ্ন: ৫। কোন ধারার বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে লইবার পর পরোয়ানা প্রদান স্থগিত রাখিয়া নিজেই ঘটনা সম্পর্কে অনুসন্ধান করিতে পারেন?
ক) ২০৩ ধারা
খ) ২০২ ধারা
গ) ২০৪ ধারা
ঘ) ২০১ ধারা

উত্তর: ২০২ ধারা

প্রশ্ন: ৬। পুলিশ অফিসার বা অন্য কোন ব্যক্তি বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায় করার বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত করলে তার শাস্তি কত বৎসর?
ক) ১০ বছর কারাদন্ড
খ) ৭ বছর কারাদন্ড
গ) ৫ বছর কারাদন্ড
ঘ) ১৪ বছর কারাদন্ড

উত্তর: ৭ বছর কারাদন্ড

প্রশ্ন: ৭। কয়টি ঘটনার উপর নির্ভর করে সাক্ষ্য দেয়া যায়?
ক) ১টি
খ) ৩টি
গ) ২টি
ঘ) ৪টি

উত্তর: ২টি

প্রশ্ন: ৮। বার কাউন্সিলের ট্রাইব্যুনাল কর্তৃক শাস্তি প্রাপ্ত একজন এডভোকেট বার কাউন্সিল আদেশের কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে?
ক) ৩৮ অনুচ্ছেদ
খ) ৩৬ অনুচ্ছেদ
গ) ৩৭ অনুচ্ছেদ
ঘ) ৩৫ অনুচ্ছেদ

উত্তর: ৩৬ অনুচ্ছেদ

প্রশ্ন: ৯। আমলে লইবার ক্ষমতা না থাকিলে ম্যাজিস্ট্রেট মন্তব্য লিপিবদ্ধ করিয়া নালিশটি বাদীকে ফেরত দিবেন ইহা কোন ধারার বিধান?
ক) ২০৩ ধারা
খ) ২০১ ধারা
গ) ২০৪ ধারা
ঘ) ২০২ ধারা

উত্তর: ২০১ ধারা

প্রশ্ন: ১০। জামানত দাখিলে ব্যর্থ হইলে বিবাদীকে আদালত সর্বাধিক কত সময় দেওয়ানী কারাগারে আটক রাখতে পারে?
ক) ৩ মাস
খ) ৬ মাস
গ) ৬০ দিন
ঘ) ১ বছর

উত্তর: ৬ মাস

প্রশ্ন: ১১। তামাদির মেয়াদের পরে দেওয়ানী মামলা দায়ের করার ফল কি?
ক) আরজি নাকচ
খ) মামলা খারিজ
গ) সবগুলো
ঘ) আরজি ফেরত

উত্তর: মামলা খারিজ

প্রশ্ন: ১২। বাদীর আয়ত্তাধীন দলিল না থাকিলে তাহা কোথায় আছে আরজিতে তাহা উল্লেখ করিতে হইবে, ইহা কোন আইনের বিধান?
ক) অর্ডার ৭ রুল ১৫
খ) অর্ডার ৭ রুল ১১
গ) অর্ডার ৭ রুল ১০
ঘ) অর্ডার ৭ রুল ১২

উত্তর: অর্ডার ৭ রুল ১৫

প্রশ্ন: ১৩। একটি দলিলের সত্যায়িত কপিকে কোন ধরনের অনুমান বলা হয়?
ক) এই তিনটির কোনটিই নয়
খ) অখন্ডনযোগ্য অনুমান
গ) খন্ডনযোগ্য অনুমান
ঘ) ঘটনার অনুমান

উত্তর: খন্ডনযোগ্য অনুমান

প্রশ্ন: ১৪। ৪৮ ধারার বিধান মোতাবেক ডিক্রি কার্যকর করার জন্য সর্বোচ্চ কত বছরের মধ্যে আবেদন করতে হবে?
ক) ১৪ বছর
খ) ১২ বছর
গ) ২০ বছর
ঘ) ১০ বছর

উত্তর: ১২ বছর

প্রশ্ন: ১৫। প্রাথমিক সাক্ষ্যের বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক) ৬২ ধারায়
খ) ৫৯ ধারায়
গ) ৫৩ ধারায়
ঘ) ৫৫ ধারায়

উত্তর: ৬২ ধারায়

প্রশ্ন: ১৬। সুনিদির্ষ্ট প্রতিকার আইনে কোন ধরনের নিষেধাজ্ঞার কথা বলা হয়নি?
ক) অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা
খ) অস্থায়ী নিষেধাজ্ঞা
গ) অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞা
ঘ) বাধ্যতামূলক নিষেধাজ্ঞা

উত্তর: অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা

প্রশ্ন: ১৭। কোন আইনের বিধানসমূহ সুনিদির্ষ্ট প্রতিকার আইনে বিধিবদ্ধ করা হয়?
ক) সবগুলো
খ) Law of Equity
গ) Common Law
ঘ) Law of Tort

উত্তর: Law of Equity

প্রশ্ন: ১৮। রাতে দস্যুতা করিলে সর্বোচ্চ শাস্তি কত?
ক) ১৫ বছর কারাদন্ড
খ) ১২ বছর কারাদান্ড
গ) ১৪ বছর কারাদন্ড
ঘ) ১০ বছর কারাদন্ড

উত্তর: ১৪ বছর কারাদন্ড

প্রশ্ন: ১৯। দস্যুতার শাস্তি কোন ধারায়?
ক) ৪০০ ধারায়
খ) ৩৯৫ ধারায়
গ) ৩৯২ ধারায়
ঘ) ৩৯৬ ধারায়

উত্তর: ৩৯২ ধারায়

প্রশ্ন: ২০। দন্ডবিধির ৩৯৫ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
ক) ১০ বছর কারাদন্ড
খ) ১২ বছর কারাদন্ড
গ) যাবজ্জীবন কারাদন্ড
ঘ) মৃত্যুদন্ড

উত্তর: যাবজ্জীবন কারাদন্ড

প্রশ্ন: ২১। বার কাউন্সিলের আদেশের কোন অনুচ্ছেদে পেশাগত অসদাচর শাস্তিযোগ্য বলা হইয়াছে?
ক) ৩২ অনুচ্ছেদে
খ) ৩৩ অনুচ্ছেদে
গ) ৩৪ অনুচ্ছেদে
ঘ) ৩৫ অনুচ্ছেদে

উত্তর: ৩২ অনুচ্ছেদে

প্রশ্ন: ২২। আরজিতে বাদী তাহার দাবীর সমর্থনে তাহার আয়ত্তাধীনে দলিল থাকিলে তাহা দাখিল করিতে হইবে ইহা কোন আইনের বিধান।
ক) অর্ডার ৭ রুল ১৪
খ) অর্ডার ৭ রুল ১২
গ) অর্ডার ৭ রুল ১৩
ঘ) অর্ডার ৭ রুল ১৫

উত্তর: অর্ডার ৭ রুল ১৪

প্রশ্ন: ২৩। অপরাধ আমলে গ্রহনকারী ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক আসামীকে হাজির হইবার পরোয়ানা বা সমন দিবেন?
ক) ২০২ ধারা
খ) ২০৬ ধারা
গ) ২০৩ ধারা
ঘ) ২০৪ ধারা

উত্তর: ২০৪ ধারা

প্রশ্ন: ২৪। বলপূর্বক গ্রহণের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৩৮১ ধারায়
খ) ৩৮৩ ধারায়
গ) ৩৮৪ ধারায়
ঘ) ৩৮৫ ধারায়

উত্তর: ৩৮৩ ধারায়

প্রশ্ন: ২৫। চার্জ গঠনের পর আসামী উক্ত অপরাধ স্বীকার করেন কি না তাহা কোন ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করেন?
ক) ২৪৪ ধারা
খ) ২৪২ ধারা
গ) ২৪১ ধারা
ঘ) ২৪১(খ)

উত্তর: ২৪২ ধারা

নিউজঃ