Audio Test-43

প্রশ্ন: ১। সাক্ষীকে কখন প্রশ্ন করতে হবে এবং কখন সাক্ষী উত্তর দিতে বাধ্য হবে তা কে নির্ধারণ করে দিবেন?
ক) আদালত
খ) আসামী পক্ষ
গ) এ্যাডভোকেট বা আসামী পক্ষ
ঘ) পাবলিক প্রসিকিউটর

উত্তর: আদালত

প্রশ্ন: ২। কোন ব্যক্তি বিচার বিভাগীয় মামলার কোন পর্যায়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান করলে তার বিরুদ্ধে কত বছরের দন্ডারোপ করা যায়?
ক) ৩ বছরের কারাদন্ড
খ) ৫ বছরের কারাদন্ড
গ) ২ বছরের কারাদন্ড
ঘ) ৭ বছরের কারাদন্ড

উত্তর: ৭ বছরের কারাদন্ড

প্রশ্ন: ৩। সাক্ষ্য আইনে Power of attorney এর দলিলের যথার্থতা কোন ধরনের অনুমাণ?
ক) অখন্ডনযোগ্য অনুমান
খ) খন্ডনযোগ্য অনুমান
গ) চূড়ান্ত অনুমান
ঘ) ঘটনার অনুমান

উত্তর: খন্ডনযোগ্য অনুমান

প্রশ্ন: ৪। কোন এডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপর্যুপরি-
ক) ৫ বারের বেশি
খ) ৩ বারের বেশি
গ) ৪ বারের বেশি
ঘ) ২ বারের বেশি

উত্তর: ২ বারের বেশি

প্রশ্ন: ৫। আদালত কৃষি পণ্য আটকের আদেশ দিতে পারে না যদি উক্ত কৃষি পণ্য-
ক) পচনশীল হয়
খ) স্টকে থাকে
গ) কোনটই নয়
ঘ) কৃষকের দখলে থাকে

উত্তর: কৃষকের দখলে থাকে

প্রশ্ন: ৬। ম্যাজিস্ট্রেট আসামীর ব্যক্তিগত উপস্থিতি মাফ করতে পারেন কোন ধারা অনুযায়ী?
ক) ২০৬ ধারা
খ) ২০৫(১) ধারা
গ) ২০৫(৩) ধারা
ঘ) ২০৫(২) ধারা

উত্তর: ২০৫(১) ধারা

প্রশ্ন: ৭। অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ কোন ধরণের প্রতিকার?
ক) নিরোধমূলক প্রতিকার
খ) আদেশাত্নক প্রতিকার ও নিরোধমূলক প্রতিকার
গ) প্রতিরোধমূলক প্রতিকার
ঘ) নিরোধমূলক প্রতিকার ও প্রতিরোধমূলক প্রতিকার

উত্তর: নিরোধমূলক প্রতিকার ও প্রতিরোধমূলক প্রতিকার

প্রশ্ন: ৮। সাক্ষ্য এর সংজ্ঞা দেওয়া আছে সাক্ষ্য আইনের কত ধারায়?
ক) ৬ ধারা
খ) ৪ ধারা
গ) ৩ ধারা
ঘ) ২ ধারা

উত্তর: ৩ ধারা

প্রশ্ন: ৯। সাক্ষ্য আইনের বিধান মতে নিম্নের কোন বিষয়ে প্রশ্ন দেখা দিলে বিশেজ্ঞদের অভিমত নেওয়া যায়?
ক) সবগুলি
খ) বিজ্ঞান বা কলা বিষয়ক
গ) বিদেশী আইন
ঘ) হাতের লেখা

উত্তর: সবগুলি

প্রশ্ন: ১০। কোন ধারার বিধান মোতাবেক অপরাধ আমলে লইবার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট পরোয়ানাদান স্থগিত রাখতে পারেন?
ক) ২০৫ ধারা
খ) ২০২ ধারা
গ) ২০৩ ধারা
ঘ) ২০০ ধারা

উত্তর: ২০২ ধারা

প্রশ্ন: ১১। একটি সহকারী জজ আদালত নিম্নের কোন সম্পত্তি রায় প্রদানের পূর্বে অগ্রিম ক্রোকের আদেশ দিতে পারে না?
ক) কৃষকের জমি
খ) কৃষকের স্থাবর সম্পত্তি
গ) কৃষকের ফসল
ঘ) কৃষকের ব্যাংকে রক্ষিত টাকা

উত্তর: কৃষকের ফসল

প্রশ্ন: ১২। ইনকোয়রী কত ধারায়?
ক) ৪(১) (জ) ধারায়
খ) ৪(১) (গ) ধারায়
গ) ৪(১) (ট) ধারায়
ঘ) ৪(১) (ক) ধারায়

উত্তর: ৪(১) (ট) ধারায়

প্রশ্ন: ১৩। Z নাবালক থাকাবস্থায় তার মামলা করার অধিকার জন্মে। তামাদির গণনা শুরু হবে যখন-
ক) Z নাবালক থাকবে
খ) Z এর সাবালকত্বের অবসান হবে
গ) Z এর নাবালকত্বের অবসান হবে
ঘ) কোনটাই না

উত্তর: Z এর নাবালকত্বের অবসান হবে

প্রশ্ন: ১৪। আদালত রায়ের পূর্বে আটকের অর্ডার কখন দিতে পারে?
ক) কোনটই নয়
খ) বিচার্য বিষয় নির্ধারণের পূর্বে
গ) ডিক্রি প্রদানের পূর্বে
ঘ) মোকদ্দমার যে কোন পর্যায়ে

উত্তর: মোকদ্দমার যে কোন পর্যায়ে

প্রশ্ন: ১৫। অর্ডার ৭ রুল ১১ মোতাবেক আরজি খারিজ হইলে উহার বিরুদ্ধে প্রতিকার কি?
ক) রিভিউ
খ) রীট
গ) আপিল অথবা নতুন মামলা দায়ের
ঘ) রিভিশন

উত্তর: আপিল অথবা নতুন মামলা দায়ের

প্রশ্ন: ১৬। রাত্রি বেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশের শাস্তি কত বছর?
ক) ২ বছর
খ) ১ বছর
গ) ৫ বছর
ঘ) ৩ বছর

উত্তর: ৩ বছর

প্রশ্ন: ১৭। তল্লাশী পরোয়ানার আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
ক) দায়রা আদালতে রিভিশন
খ) দায়রা আদালতে আপিল
গ) হাইকোট বিভাগে আপিল
ঘ) হাইকোর্টে বিভাগে রিভিশন

উত্তর: দায়রা আদালতে রিভিশন

প্রশ্ন: ১৮। তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয়-
ক) ১৯০৮ সালে
খ) ১৮৬২ সালে
গ) ১৮৫৯ সালে
ঘ) ১৮৭১ সালে

উত্তর: ১৮৫৯ সালে

প্রশ্ন: ১৯। লিমিটেশন এ্যাক্ট, ১৯০৮ এর ধারা ১৪ প্রযোজ্য হয়?
ক) রেফারেন্সের ক্ষেত্রে
খ) স্যুটের ক্ষেত্রে
গ) রিভিশনের ক্ষেত্রে
ঘ) রিভিউর ক্ষেত্রে

উত্তর: স্যুটের ক্ষেত্রে

প্রশ্ন: ২০। ডাকাতির শাস্তি কোন ধারায়?
ক) ৩৯৫ ধারায়
খ) ৩৯২ ধারায়
গ) ৩৯৩ ধারায়
ঘ) ৩৯৪ ধারায়

উত্তর: ৩৯৫ ধারায়

প্রশ্ন: ২১। আদালত রায়ের পূর্বে আটক আদেশ দিলে তার বিরুদ্ধে কি প্রতিকার আছে?
ক) সবগুলো
খ) আপীল
গ) রিভিশন
ঘ) রিভিও

উত্তর: আপীল

প্রশ্ন: ২২। ডাকাতির সংজ্ঞা কোন ধারায়?
ক) ৩৯৫ ধারা
খ) ৩৯২ ধারা
গ) ৩৯১ ধারা
ঘ) ৩৯০ ধারা

উত্তর: ৩৯১ ধারা

প্রশ্ন: ২৩। বলপূর্বক গ্রহণের শাস্তি কোন ধারায়?
ক) ৩৮৪ ধারায়
খ) ৩৮৫ ধারায়
গ) ৩৮৩ ধারায়
৩৮৬ ধারায়

উত্তর: ৩৮৪ ধারায়

প্রশ্ন: ২৪। কোনটি রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয়?
ক) কোম্পানির শেয়ার
খ) জমির ফসল
গ) কৃষকের জমি
ঘ) কৃষকের ব্যাংকে রক্ষিত টাকা

উত্তর: জমির ফসল

প্রশ্ন: ২৫। জমির স্বত্ত্ব ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলার তামাদির মেয়াদ কত?
ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৬ মাস
ঘ) ১২ বছর

উত্তর: ৬ মাস

নিউজঃ