Audio Test-44
প্রশ্ন: ১। বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত এডভোকেট হবার সকল আবেদন এর যে কমিটিতে উপস্থাপন করতে হয় তা হলো-
ক) Executive Committee
খ) Enforcement Committee
গ) Admission Committee
ঘ) Enrolment Committee
উত্তর: Enrolment Committee
প্রশ্ন: ২। পুলিশ অফিসারের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করিতে হবে না ইহা কোন ধারার বিধান?
ক) ১৬২ ধারা
খ) ১৬১ ধারা
গ) ১৬৫ ধারা
ঘ) ১৬৩ ধারা
উত্তর: ১৬২ ধারা
প্রশ্ন: ৩। আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্য হরণ বোঝাতে কত বৎসরের কম বয়স্ক নারীকে বোঝাবে?
ক) ১৩ বছরের কম
খ) ১৬ বছরের কম
গ) ১৪ বছরের কম
ঘ) ১২ বছরের কম
উত্তর: ১৬ বছরের কম
প্রশ্ন: ৪। দিনে দস্যুতা করিলে সর্বোচ্চ শাস্তি কত?
ক) ১৫ বছর
খ) ১৪ বছর
গ) ৭ বছর
ঘ) ১০ বছর
উত্তর: ১০ বছর
প্রশ্ন: ৫। লিখিত বিবৃতিতে সেট অফ দাবী কোন বিধান অনুুযায়ী করা যায়?
ক) অর্ডার ৮ রুল ২
খ) অর্ডার ৮ রুল ৪
গ) অর্ডার ৭ রুল ২
ঘ) অর্ডার ৮ রুল ৬
উত্তর: অর্ডার ৮ রুল ৬
প্রশ্ন: ৬। জেলা ম্যাজিস্ট্রেটের ১৪৪ ধারার আদেশের বিরুদ্ধে নিম্ন লিখিত কোন পদক্ষেপ নেওয়া যায়?
ক) হাইকোর্টে রীট
খ) জেলা ম্যাজিস্ট্রেটের নিকট রিভিউ
গ) দায়রা আদালতে আপীল
ঘ) দায়রা আদালতে রিভিশন
উত্তর: দায়রা আদালতে রিভিশন
প্রশ্ন: ৭। দন্ডিত হবার পর শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারেন-
ক) যে আদালত শাস্তি দিয়েছে সেই আদালত
খ) পুলিশ কমিশনার
গ) ম্যাজিস্ট্রেট
ঘ) সবকটি
উত্তর: যে আদালত শাস্তি দিয়েছে সেই আদালত
প্রশ্ন: ৮। অভ্যাসগত অপরাধীদের সদাচরনের মুচলেকা বিধান-
ক) ১০৭ ধারায়
খ) ১১০ ধারায়
গ) ১০৮ ধারায়
ঘ) ১০৬ ধারায়
উত্তর: ১১০ ধারায়
প্রশ্ন: ৯। যে ব্যক্তি, কোন ব্যক্তির যে দিকে যাওয়ার অধিকার রয়েছে সেদিকে যাওয়া হতে ইচ্ছাকৃতভাবে বাধা দান করে, তাকে কি বলে?
ক) অবৈধ আটক
খ) অধিকার হরণ
গ) সবগুলি
ঘ) অবৈধ বাধা
উত্তর: অবৈধ বাধা
প্রশ্ন: ১০। বাদী দুই হাজার টাকা আদায়ের মামলা করে জবাবে বিবাদী বলে যে, বাদীর নিকট তাহার ২৫০০/ টাকা পাওনা আছে বিবাদীর এই দাবীকে কি বলা হয়?
ক) লিগ্যাল সেট অফ
খ) কোনটিই নয়
গ) সেট অফ
ঘ) কাউন্টার ক্লেইম
উত্তর: কাউন্টার ক্লেইম
প্রশ্ন: ১১। অর্ডার ৭ রুল ১১ অনুুযায়ী আরজী নাকোচ হইলে নতুন আরজি দাখিল করিবার অধিকার কোন আইনে দেওয়া আছে?
ক) অর্ডার ৭ রুল ২২
খ) অর্ডার ৭ রুল ১৩
গ) অর্ডার ৭ রুল ১০
ঘ) অর্ডার ৭ রুল ১৫
উত্তর: অর্ডার ৭ রুল ১৩
প্রশ্ন: ১২। যে বিষয়ের উপর নির্ভর করে কোন মামলায় দাবিকৃত বা অস্বীকৃত কোন অধিকার দায় নির্ধারণ করে তাকে কি বলে?
ক) বিচার্য বিষয়
খ) সবগুলো
গ) প্রাসঙ্গিক বিষয়ী
ঘ) বিষয়
উত্তর: বিচার্য বিষয়
প্রশ্ন: ১৩। সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা আছে?
ক) ১১ ধারায়
খ) ১২ ধারায়
গ) ৯ ধারায়
ঘ) ১০ ধারায়
উত্তর: ১০ ধারায়
প্রশ্ন: ১৪। C.R কেইসের পূর্ন রূপ কি?
ক) General Register case
খ) Complaint Register case
গ) Court Register case
ঘ) কোনটিই না
উত্তর: Complaint Register case
প্রশ্ন: ১৫। তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হবে না-
ক) স্যুটের ক্ষেত্রে
খ) রিভিশনের ক্ষেত্রে
গ) রিভিউর ক্ষেত্রে
ঘ) আপীলের ক্ষেত্রে
উত্তর: স্যুটের ক্ষেত্রে
প্রশ্ন: ১৬। একটি মামলায় প্রতারণামূলক দলিল সৃজনের অভিযোগ করা হলে। মামলায় তামাদির মেয়াদ গণনা শুরু হবে বাদীর-
ক) মামলা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে
খ) প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে
গ) অধিকার সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে
ঘ) দলিল সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে
উত্তর: প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে
প্রশ্ন: ১৭। সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী সাক্ষীর স্মৃতি পুন:জীবিত করার জন্য প্রশ্ন করা যায়?
ক) ১৫০ ধারা
খ) ১৫৯ ধারা
গ) ১৫৪ ধারা
ঘ) ১৫৫ ধারা
উত্তর: ১৫৯ ধারা
প্রশ্ন: ১৮। চুক্তির সুনিদির্ষ্ট প্রতিপালনের আদেশ কোন ধরনের প্রতিকার?
ক) আদেশাত্নক প্রতিকার
খ) সবগুলো
গ) নিরোধমূলক প্রতিকার
ঘ) বিবেচনামূলক প্রতিকার
উত্তর: আদেশাত্নক প্রতিকার
প্রশ্ন: ১৯। বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্নের বছরে বার কাউন্সিল নির্বাচন যে তারিখে বা তারিখের পূর্বে সম্পন্ন করতে হবে তা হলো-
ক) ৩১ জুলাই
খ) ৩১ মে
৩১ ডিসেম্বর
৩১ জানুয়ারী
উত্তর: ৩১ মে
প্রশ্ন: ২০। তল্লাশী পরোয়ানা (Search Warrant) প্রাপ্তির জন্য আবেদন করা হয় কত ধারায়?
ক) ৯৬ ধারা
খ) ৯৫ ধারা
গ) ৯৪ ধারা
ঘ) ৯৩ ধারা
উত্তর: ৯৬ ধারা
প্রশ্ন: ২১। কোন ব্যক্তি যখন কোন অপরাধ করতে সহায়তা করে তখন তার সে সহায়তাকে দন্ডবিধির ভাষায় কি বলে?
ক) কোনটিই নয়
খ) গিল্টি মাইন্ড
গ) এবেটমেন্ট
ঘ) মেনস রিয়া
উত্তর: এবেটমেন্ট
প্রশ্ন: ২২। ১৮৭৭ সালের সুনিদির্ষ্ট প্রতিকার আইন কোন প্রকৃতির আইন?
ক) দেওয়ানী প্রকৃতির
খ) আন্তর্জাতিক প্রকৃতির
গ) রাজস্ব প্রকৃতির
ঘ) ফৌজদারী প্রকৃতির
উত্তর: দেওয়ানী প্রকৃতির
প্রশ্ন: ২৩। দেওয়ানী মামলার কোন ব্যক্তির চরিত্র প্রাসঙ্গিক হয় যদি –
ক) কোনটিই নয়
খ) সে খারাপ চরিত্রের অধিকারী হয়
গ) তার চরিত্রের ধরণ প্রত্যাশিত ক্ষতি পূরণ নির্ণয়ের জন্য প্রয়োজন হয়
ঘ) সে ভাল চরিত্রের অধিকারী হয়
উত্তর: তার চরিত্রের ধরণ প্রত্যাশিত ক্ষতি পূরণ নির্ণয়ের জন্য প্রয়োজন হয়
প্রশ্ন: ২৪। ফৌজদারী কার্যবিধির ৯৮ ধারায় বলা হয়েছে-
ক) পরোয়ানা নিয়ন্ত্রনের ক্ষমতার কথা
খ) চোরাই মাল, জাল দলিল ইত্যাদী আছে বলিয়া সন্দেহ হইলে সেই বাড়ি তল্লাশীর কথা
গ) সবকটি বিষয়ে
ঘ) অধিক্ষেত্রের বহির্ভূত স্থানে তল্লাসীর সময় প্রাপ্ত জিনিস হস্তান্তর
উত্তর: চোরাই মাল, জাল দলিল ইত্যাদী আছে বলিয়া সন্দেহ হইলে সেই বাড়ি তল্লাশীর কথা
প্রশ্ন: ২৫। কোন ব্যাক্তি কাউকে মৃত্যুদন্ডে দন্ডিত করার অভিপ্রায়ে মিথ্যা সাক্ষ্য প্রদান করলে তাকে কত বৎসরের কারাদন্ডে দন্ডিত করা যেতে পারে?
ক) যাবজ্জীবন কারাদন্ড
খ) ১০ বছরের কারাদন্ড
গ) ৭ বছরের কারাদন্ড
ঘ) ১০ বছরের কারাদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড
উত্তর: ১০ বছরের কারাদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড