Audio Test-48
প্রশ্ন: ১। পুলিশী ডায়েরী কি?
ক) পুলিশের তদন্তের রিপোর্ট সম্পর্কিত ডায়েরী
খ) থানাতে রাখা ডায়েরী
গ) কোনটিই নয়
ঘ) পুলিশের তদন্তের অগ্রগতি লিপিবদ্ধকৃত ডায়েরী
উত্তর: পুলিশের তদন্তের অগ্রগতি লিপিবদ্ধকৃত ডায়েরী
প্রশ্ন: ২। কোন প্রতিকারটি আদালতের Discretionary Power?
ক) নিষেধাজ্ঞা
খ) সবগুলি
গ) সুনিদির্ষ্ট কার্য সম্পাদন
ঘ) ঘোষণামূলক প্রতিকার
উত্তর: সবগুলি
প্রশ্ন: ৩। কোন আইনে অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করা হইয়াছে?
ক) S.R এ্যাক্টের ৫৩
খ) দেওয়ানী কার্যবিধির অর্ডার ৩৮ এবং S.R এ্যাক্টের ৫৪
গ) দেওয়ানী কার্যবিধির অর্ডার ৩৯ এবং S.R এ্যাক্টের ৫৩
ঘ) দেওয়ানী কার্যবিধির অর্ডার ৩৯
উত্তর: দেওয়ানী কার্যবিধির অর্ডার ৩৯ এবং S.R এ্যাক্টের ৫৩
প্রশ্ন: ৪। ক্রোক প্রত্যহারের আদেশ কোন বিধান অনুযায়ী প্রদান করা যায়?
ক) অর্ডার ৩৭ রুল ৯
খ) অর্ডার ৩৮ রুল ১০
গ) অর্ডার ৩৮ রুল ৯
ঘ) অর্ডার ৩৮ রুল ৫
উত্তর: অর্ডার ৩৮ রুল ৯
প্রশ্ন: ৫। ফৌজদারী কার্যবিধির কত ধারায় রায় ঘোষনার পদ্ধতি বর্ণিত আছে?
ক) ৩৬৬ ধারায়
খ) ৩৪০ ধারায়
গ) ৩৬৭ ধারায়
ঘ) ৩৫০ ধারায়
উত্তর: ৩৬৬ ধারায়
প্রশ্ন: ৬। সাক্ষ্য আইনের ২৭ ধারায় কোন বিষয় বর্ণিত আছে?
ক) স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে সাক্ষ্য হিসাবে গ্রহণীয়
খ) চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর
গ) মৃত্যুদন্ড হ্রাস করণ
ঘ) এডভোকেট হিসাবে অন্তর্ভূক্তির যোগ্যতা
উত্তর: স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে সাক্ষ্য হিসাবে গ্রহণীয়
প্রশ্ন: ৭। অন্তবর্তী নিষেধাজ্ঞার প্রতিকার কি?
ক) সবকটি
খ) রিভিশন করতে হবে
গ) রিভিউ করতে হবে
ঘ) নিষেধাজ্ঞাদানকারী আদালতে রদের আবেদন করতে হবে
উত্তর: নিষেধাজ্ঞাদানকারী আদালতে রদের আবেদন করতে হবে
প্রশ্ন: ৮। কোন বিধান বলে মামলার আপোষ নিষ্পত্তি করা যায়?
ক) অর্ডার ২৩ রুল ৩
খ) অর্ডার ২০ রুল ২
গ) অর্ডার ২২ রুল ২
ঘ) অর্ডার ১৫ রুল ১
উত্তর: অর্ডার ২৩ রুল ৩
প্রশ্ন: ৯। কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না?
ক) কোনটিই নয়
খ) আপীল
গ) রিভিশন
ঘ) স্বত্ব ঘোষণা
উত্তর: স্বত্ব ঘোষণা
প্রশ্ন: ১০। কখন আদালত রিসিভার নিয়োগের আদেশ দিতে পারেন?
ক) ডিক্রির পূর্বে বা ডিক্রির পরে
খ) ডিক্রির পরে
গ) কোনটিই নয়
ঘ) ডিক্রির পূর্বে
উত্তর: ডিক্রির পূর্বে বা ডিক্রির পরে
প্রশ্ন: ১১। দন্ডবিধিতে কোন ধরনের শাস্তি বিলুপ্ত করা হয়েছে?
ক) মৃত্যুদন্ড
খ) সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড
গ) সম্পত্তি বাজেয়াপ্তকরণ
ঘ) দীপান্তর দন্ড
উত্তর: দীপান্তর দন্ড
প্রশ্ন: ১২। সাক্ষ্য আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি খারাপ চরিত্রের অধিকারী ইহা ফৌজদারী মামলায় প্রাসঙ্গিক হবে যদি-
ক) তার খারাপ চরিত্র নিজেই মূল ঘটনা হয়
খ) সে ভাল চরিত্রের অধিকারী এই মর্মে পূর্বেই সাক্ষ্য দেওয়া হয়ে থাকে
গ) জরিমানা নির্ণয়ের জন্য তা প্রয়োজন হয়
ঘ) ক ও খ
উত্তর: ঘ) ক ও খ
প্রশ্ন: ১৩। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলার বাদীকে নিম্নের কোন বিষয়টি প্রমাণ করতে হবে না-
ক) *সম্পত্তিতে তাহার মালিকানা স্বত্ব আছে
খ) তিনি সম্পত্তিটি দখল করে আসিতে ছিলেন
গ) বেদখল হওয়ার ৬ মাসের মধ্যে তিনি মামলা করিয়াছেন
ঘ) বিবাদী তাহাকে অাইনানুগ পন্থা ছাড়াই বেদখল করিয়াছে
উত্তর: সম্পত্তিতে তাহার মালিকানা স্বত্ব আছে
প্রশ্ন: ১৪। অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৪০৪ ধারায়
খ) ৪০৫ ধারায়
গ) ৪০৭ ধারায়
ঘ) ৪০৬ ধারায়
উত্তর: ৪০৫ ধারায়
প্রশ্ন: ১৫। সাক্ষ্য আইনের কোন ধারামতে মামলার কোন পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে?
ক) ১১৭ ধারা
খ) ১৫৪ ধারা
গ) ১৩৬ ধারা
ঘ) ১০৮ ধারা
উত্তর ১৫৪ ধারা
প্রশ্ন: ১৬। কত বছরের কম বয়সী নারীর সাথে তাহার সম্মতি সহকারে সহবাস করলেও তা ধর্ষণ বলে গণ্য হবে?
ক) ১৬ বছরের কম
খ) ১৯ বছরের কম
গ) ১৪ বছরের কম
ঘ) ১৮ বছরের কম
উত্তর ১৪ বছরের কম
প্রশ্ন: ১৭। দন্ডবিধির ৩৯৬ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
ক) ৭ বছর কারাদন্ড
খ) মৃত্যুদন্ড
গ) যাবজ্জীবন কারাদন্ড
ঘ) ১০ বছর কারাদন্ড
উত্তর: মৃত্যুদন্ড
প্রশ্ন: ১৮। সাক্ষ্য আইন অনুযায়ী কোনটি আদালত নয়-
ক) ম্যাজিস্ট্রেট
খ) জজ
গ) সাক্ষ্যগ্রহণকারী আদালত
ঘ) সালিশকারী
উত্তর: সালিশকারী
প্রশ্ন: ১৯। ক্রিমিনাল প্রসিডিউর কোডের অধীনে কে ১৪৪ ধারা জারি করতে পারে?
ক) জেলা ম্যাজিস্ট্রেট ও ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্টেট উভয়
খ) ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট
গ) জেলা ম্যাজিস্ট্রেট
ঘ) জেলা জজ
উত্তর: জেলা ম্যাজিস্ট্রেট ও ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্টেট উভয়
প্রশ্ন: ২০। দন্ডবিধির ৪০৬ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
ক) ২ বছর কারাদন্ড
খ) ৩ বছর কারাদন্ড
গ) ৭ বছর কারাদন্ড
ঘ) ৫ বছর কারাদন্ড
উত্তর: ৩ বছর কারাদন্ড
প্রশ্ন: ২১। স্বীকৃত বিষয় প্রমাণের আবশ্যকতা নেই এ বিধান সাক্ষ্য আইনের কোথায় আছে?
ক) ৫৬ ধারায়
খ) ৫৮ ধারায়
গ) ৫২ ধারায়
ঘ) ৫৪ ধারায়
উত্তর ৫৮ ধারায়
প্রশ্ন: ২২। অবহেলার ফলে ঘটিত মৃত্যুর শাস্তি কত বৎসর?
ক) ১০ বছর কারাদন্ড
খ) ৭ বছর কারাদন্ড
গ) ৫ বছর কারাদন্ড
ঘ) ৩ বছর কারাদন্ড
উত্তর: ৫ বছর কারাদন্ড
প্রশ্ন: ২৩। অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি কোন ধারায়?
ক) ৪০৫ ধারায়
খ) ৪০৮ ধারায়
গ) ৪০৭ ধারায়
ঘ) ৪০৬ ধারায়
উত্তর: ৪০৬ ধারায়
প্রশ্ন: ২৪। দন্ডবিধির কত ধারায় ব্যাভিচার সম্বন্ধে বর্ণিত হয়েছে?
ক) ৪৯৭ ধারায়
খ) ৪৯৬ ধারায়
গ) ৪৯৮ ধারায়
ঘ) ৪৯৫ ধারায়
উত্তর: ৪৯৭ ধারায়
প্রশ্ন: ২৫। কে রিমান্ড মঞ্জুর করতে পারে না?
ক) বিশেষ ক্ষমতা প্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
খ) প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
গ) তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
ঘ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
উত্তর: তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট