Audio Test-51
প্রশ্ন: ১। দখল পুরুদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারায় মোকদ্দমা দায়ের করা যায়?
ক) ৮ ধারায়
খ) ১২ ধারায়
গ) ৫৪ ধারায়
ঘ) ৯ ধারায়
উত্তর: ৮ ধারায়
প্রশ্ন: ২। মারাত্মক অস্ত্রে সজ্জিত করে দাঙ্গা অনুষ্ঠান করলে কী ধরনের অপরাধ হবে-
ক) জামিন অযোগ্য
খ) জামিন যোগ্য
গ) কোনটিই নয়
ঘ) উভয়
উত্তর: জামিন যোগ্য
প্রশ্ন: ৩। ‘X’ গুরুতর আহত হয় ‘Y’ নামক আদালতের এখতিয়ারাধীন সীমায় আর মারা যায় ‘Z’ নামক আদালতের এখতিয়ারাধীন সীমার মধ্যে। এক্ষেত্রে ‘X’ এর প্রাননাশের বিচার কোথায় হবে?
ক) ‘Y’ ও ‘Z’ নামক আদালতের যেকোন একটিতে
খ) যেখানে সে মারা যায়
গ) যেখানে সে বসবাস করে
ঘ) ‘Y’ ও ‘Z’ নামক উভয় আদালতে
উত্তর: Y’ ও ‘Z’ নামক আদালতের যেকোন একটিতে
প্রশ্ন: ৪। নিজ সাক্ষীকে বৈরী ঘোষণা ও জেরা করা যায় ইহা কোন ধারার বিধান?
ক) ১৫৪ ধারা
খ) ১৫২ ধারা
গ) ১৪৫ ধারা
ঘ) ১৫৭ ধারা
উত্তর: ১৫৪ ধারা
প্রশ্ন: ৫। সরকার কর্তৃক কোন ব্যক্তি তাহার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে?
ক) স্বত্ত্ব ঘোষণা ও দখল উদ্ধারের
খ) দখল উদ্ধারের
গ) কোনটিই নয়
ঘ) কেবল সত্ত্ব ঘোষণার
উত্তর: স্বত্ত্ব ঘোষণা ও দখল উদ্ধারের
প্রশ্ন: ৬। চুড়ান্ত ডিক্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারবে?
ক) প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল
খ) কোনটিই নয়
গ) চুড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপীল
ঘ) প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপীল
উত্তর: চুড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপীল
প্রশ্ন: ৭। একই ধরনের ৩টি অপরাধ সর্বোচ্চ কয় বছরের মধ্যে সংঘটিত করলে একটি মামলায় বিচার করা যায়-
ক) ১ বছর
খ) ৬ বছর
গ) ৫ বছর
ঘ) ৪ বছর
উত্তর: ১ বছর
প্রশ্ন: ৮। সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রতক্ষ্য সাক্ষ্য?
ক) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা অন্যের মতামত
খ) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে
গ) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা শোনেনি
ঘ) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে দেখেনি
উত্তর: সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে
প্রশ্ন: ৯। অর্ডার ৩৯ রুল ২(৪) অনুসারে কোন সম্পত্তি ক্রোক করা হইলে তাহা কত পরে আর কার্যকর থাকবে না?
ক) ১ বছর পরে
খ) ২ বছর পরে
গ) ৯ মাসের পরে
ঘ) ৫ মাসের পরে
উত্তর: ১ বছর পরে
প্রশ্ন: ১০। অনিষ্টের শাস্তি কোন ধারায়?
ক) ৪২৮ ধারায়
খ) ৪২২ ধারায়
গ) ৪২৭ ধারায়
ঘ) ৪২৬ ধারায়
উত্তর: ৪২৬ ধারায়
প্রশ্ন: ১১। Canons of professional conduct and Etiquette কোন সালে বার কাউন্সিল প্রবর্তন করে?
ক) ১৯৭৩ সালে
খ) ১৯৭২ সালে
গ) ১৯৭০ সালে
ঘ) ১৯৬৫ সালে
উত্তর: ১৯৭২ সালে
প্রশ্ন: ১২। আদালত কখন রিসিভার নিয়োগ করতে পারে?
ক) ডিক্রি প্রদানের পূর্বে বা পরে
খ) শুনানীর সময়
গ) সবক্ষেত্রে
ঘ) রায় প্রদানের সময়
উত্তর: ডিক্রি প্রদানের পূর্বে বা পরে
প্রশ্ন: ১৩। যদি বার কাউন্সিল ট্রাইব্যুনাল মনে করেন যে কোন এডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা, সে ক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারেন?
ক) ১০০০ টাকা
খ) ৫০০ টাকা
গ) ৩০০ টাকা
ঘ) ১০০ টাকা
উত্তর: ৫০০ টাকা
প্রশ্ন: ১৪। অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৪৪৫ ধারায়
খ) ৪৪১ ধারায়
গ) ৪৪৭ ধারায়
ঘ) ৪৪২ ধারায়
উত্তর: ৪৪২ ধারায়
প্রশ্ন: ১৫। আদালত কিসের ভিক্তিতে ডিক্রি মুন্জুর করিবেন?
ক) রায়ের ভিক্ততে
খ) আরজির ভিক্ততে
গ) কোনটিই নয়
ঘ) জবাবের ভিক্তিতে
উত্তর: রায়ের ভিক্ততে
প্রশ্ন: ১৬। কোন মামলা দায়েরের সময়কাল বিষয়ে তামাদি আইনের সুনিদির্ষ্ট বিধান না থাকলে তামাদি মেয়াদ হলো-
ক) ১২ বছর
খ) ০৬ বছর
গ) ০৩ বছর
ঘ) ৩০ বছর
উত্তর: ০৬ বছর
প্রশ্ন: ১৭। প্রতিপক্ষের জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদয়ের মধ্যে পরবর্তী যে কোন বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে, যখন উক্ত সাক্ষী হন-
ক) সরকারী কর্মচারী
খ) মৃত ব্যক্তি
গ) জীবিত ব্যক্তি
ঘ) সশত্র বাহিনীর সদস্য
উত্তর: মৃত ব্যক্তি
প্রশ্ন: ১৮। দন্ডবিধির ৩২৬ ধারার অপরাধ কোন ধরণের?
ক) জামিনযোগ্য
খ) উভয়
গ) কোনটিই নয়
ঘ) জামিন অযোগ্য
উত্তর: জামিন অযোগ্য
প্রশ্ন: ১৯অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের বিধানাবলী কোন আইনে দেওয়া আছে?
ক) S.R এ্যাক্টের ৫১ ধারায়
খ) দেওয়ানী কার্যবিধির অর্ডার ৩৯ রুল ১ ও ২
গ) S.R এ্যাক্টের ৫৫ ধারায়
S.R এ্যাক্টের ৫৪ ধারায়
উত্তর: দেওয়ানী কার্যবিধির অর্ডার ৩৯ রুল ১ ও ২
প্রশ্ন: ২০। অনিষ্টের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৪২৭ ধারায়
খ) ৪২৫ ধারায়
গ) ৪২০ ধারায়
ঘ) ৪২৬ ধারায়
উত্তর: ৪২৫ ধারায়
প্রশ্ন: ২১। মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেনির ম্যাজিস্ট্রেট নিম্নক্ত কোন দন্ড দিতে পারে?
ক) ১৫০০০ টাকা
খ) ৭ বছরের কারাদন্ড
গ) বেত্রাঘাত
ঘ) সবগুলো
উত্তর: বেত্রাঘাত
প্রশ্ন: ২২। সাক্ষী স্মৃতি পুনঃরুজ্জীবিত করার জন্য দলিলের নকল ব্যবহার করিতে পারে ইহা কোন ধারায়?
ক) ১৫২ ধারা
খ) ১৫৭ ধারা
গ) ১৪৬ ধারা
ঘ) ১৫৯ ধারা
উত্তর: ১৫৯ ধারা
প্রশ্ন: ২৩। কোন ধরনের দোষ স্বীকারোক্তি শাস্তি প্রদানের অন্যতম প্রধান ভিক্তি হতে পারে?
ক) সবগুলি
খ) জুডিশিয়াল স্বীকারোক্তি
গ) প্রত্যহারকৃত স্বীকারোক্তি
ঘ) এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তি
উত্তর: জুডিশিয়াল স্বীকারোক্তি
প্রশ্ন: ২৪। অপরাধমূলক অনাধিকার প্রবেশের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৪৪১ ধারায়
খ) ৪৪৩ ধারায়
গ) ৪৪৫ ধারায়
ঘ) ৪৪২ ধারায়
উত্তর: ৪৪১ ধারায়
প্রশ্ন: ২৫। কখন আদালত অভিযোগ পরিবর্তন করতে পারে?
ক) শুনানীর সময়
খ) রায় প্রকাশের আগে
গ) রায় প্রকাশের পরে
ঘ) চার্জ গঠনের আগে
উত্তর: রায় প্রকাশের আগে