Audio Test-54

প্রশ্ন: ১। দন্ডবিধির ৪৬৭ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
ক) ৩ বছর কারাদন্ড
খ) যাবজ্জীবন কারাদন্ড
গ) ১০ বছর কারাদন্ড
ঘ) ৭ বছর কারাদন্ড

উত্তর: যাবজ্জীবন কারাদন্ড

প্রশ্ন: ২। ইভটিজিং- এর অপরাধ দন্ডবিধির কত ধারায়?
ক) ৫০৭ ধারায়
খ) ৫০৯ ধারায়
গ) ৫০৮ ধারায়
ঘ) ৫১০ ধারায়

উত্তর: ৫০৯ ধারায়

প্রশ্ন: ৩। একজন মক্কেল তার নিযুক্তীয় আইনজীবীর পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে সে একটি দলিল জাল করেছে। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
ক) উক্ত আইনজীবী সাক্ষ্য দিয়ে স্বীকারোক্তিটি প্রমাণ করতে পারে
খ) উক্ত স্বীকারোক্তি প্রমাণে অন্য সাক্ষীর সমর্থন প্রয়োজন
গ) উক্ত স্বীকারোক্তি আইনতঃ অগ্রহণযোগ্য
ঘ) উক্ত স্বীকারোক্তি সাক্ষ্যে গ্রহণযোগ্য

উত্তর: উক্ত আইনজীবী সাক্ষ্য দিয়ে স্বীকারোক্তিটি প্রমাণ করতে পারে

প্রশ্ন: ৪। সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণকারীদের কোন কাজ প্রাসঙ্গিক?
ক) ১২ ধারা
খ) ৯ ধারা
গ) ৮ ধারা
ঘ) ১০ ধারা

উত্তর: ১০ ধারা

প্রশ্ন: ৫। জোরপূর্বক ও বেআইনীভাবে বেদখল হলে এস আর এ্যাক্টের কত ধারায় দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করা যায়?
ক) ১০ ধারা
খ) ৪২ ধারা
গ) ৮ ধারা
ঘ) ৯ ধারা

উত্তর: ৯ ধারা

প্রশ্ন: ৬। কার আদেশ অনুসারে বেআইনি সমাবেশ ভেঙ্গে দেয়া হয়?
ক) সরকার
খ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
গ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ইনচার্জ
ঘ) পুলিশ ইনচার্জ

উত্তর: নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ইনচার্জ

প্রশ্ন: ৭। বৈধ অপারগতার প্রশ্নে তামাদীর মেয়াদ গননা স্থগিত থাকবে সেই অপারগতা গুলো কি?
ক) জড়বুদ্ধি এবং দারিদ্রতা
খ) নাবালকত্ব
গ) নাবালকত্ব, উম্মাদ এবং জড়বুদ্ধি
ঘ) সবগুলো

উত্তর: নাবালকত্ব, উম্মাদ এবং জড়বুদ্ধি

প্রশ্ন: ৮। জেলা জজ আদালতে আপীল কত ধারায়?
ক) ১১৪ ধারায়
খ) ১০৫ ধারায়
গ) ১২১ ধারায়
ঘ) ৯৬ ধারায়

উত্তর: ৯৬ ধারায়

প্রশ্ন: ৯। পুলিশ কোন ডাকাতকে গ্রেফতার করতে গেলে যদি কেউ গ্রেফতারে বাধা দেয়, তাহলে কি পুলিশ গ্রেফতার সম্পন্ন করতে ঐ ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবে?
ক) পরিস্থিতি উপর নির্ভর করবে
খ) পারবে
গ) পারবে না
ঘ) মাঝে মধ্যে করা যাবে

উত্তর: পারবে না

প্রশ্ন: ১০। বেআইনী সমাবেশ ভঙ্গের নির্দেশ দানের পরও জেনেশুনে তাতে যোগদান করলে অনধিক কত বছরের কারাদন্ড হতে পারে?
ক) ৫ বছরের কারাদন্ড
খ) ৩ বছরের কারাদন্ড
গ) ২ বছরের কারাদন্ড
ঘ) ৭ বছরের কারাদন্ড

উত্তর: ২ বছরের কারাদন্ড

প্রশ্ন: ১১। যিনি দখলে আছেন, তিনি দখলে থাকিবেন- এস আর এ্যাক্টের কত ধারার নীতি?
ক) ৯ ধারা
খ) ১০ ধারা
গ) ৪২ ধারা
ঘ) ৮ ধারা

উত্তর: ৯ ধারা

প্রশ্ন: ১২। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় Local Inspection এর বর্ণনা করা হয়েছে?
ক) ৫৩৯(ক) ধারা
খ) ৫৩৯(খ) ধারা
গ) ৫৪২ ধারা
ঘ) ৫৪১ ধারা

উত্তর: ৫৩৯(খ) ধারা

প্রশ্ন: ১৩। উপদ্রব বা বিপদাংশকর জরুরী ক্ষেত্রসমুহে কত দিন পযর্ন্ত জরুরী অবস্থা বহাল রাখা যায়?
ক) ৫ মাস
খ) ২ মাস
গ) ৩ মাস
ঘ) ৪ মাস

উত্তর: ২ মাস

প্রশ্ন: ১৪। মূল্যবান জামানত উইল ইত্যাদী জাল করিলে শাস্তি কোন ধারায়?
ক) ৪৭০ ধারায়
খ) ৪৬৭ ধারায়
গ) ৪৬৫ ধারায়
ঘ) ৪৬৬ ধারায়

উত্তর: ৪৬৭ ধারায়

প্রশ্ন: ১৫। প্রত্যেকটি আপীল মেমোতে স্বাক্ষর করবে-
ক) আপীলকারী বা তার উকিল
খ) আপীলকারী এবং রেসপডেন্ট
গ) উকিল এবং রেসপন্ডেট
ঘ) কোনটিই নয়

উত্তর: আপীলকারী বা তার উকিল

প্রশ্ন: ১৬। নিষেধাজ্ঞার ডিক্রি প্রদান করিতে পারে শুধুমাত্র-
ক) বিচারিক আদালত
খ) বিবাদীপক্ষ
গ) জেলা জজ আদালত
ঘ) বাদীপক্ষ

উত্তর: বিচারিক আদালত

প্রশ্ন: ১৭। জারীকৃত সমন গ্রহন করতে অস্বীকার করবে বা সরবরাহ করার জন্য কাউকে না পাওয়া গেলে সমনটি –
ক) ফেরত আনা হবে
খ) বিবাদীর এলাকার জনপ্রতিনিধির হাতে দিতে হবে
গ) পাসের বাসার লোককে দিকে হবে
ঘ) বিবাদীর বাড়ির দরজায় বা বাহিরে ঝুলিয়ে দেওয়া হবে

উত্তর: বিবাদীর বাড়ির দরজায় বা বাহিরে ঝুলিয়ে দেওয়া হবে

প্রশ্ন: ১৮। একটি বৈধ কাজ যদি দুই বা ততোধিক ব্যক্তি অবৈধভাবে করতে সম্মত হয় তাকে কি বলে?
ক) অবৈধ কাজ
খ) সবগুলো
গ) অপরাধের সহায়তা
ঘ) অপরাধমূলক ষড়যন্ত্র

উত্তর: অপরাধমূলক ষড়যন্ত্র

প্রশ্ন: ১৯। এডভোকেটগণের পরস্পরের সঙ্গে আচরণ সম্পর্কে বিধান Canons of professional conduct and Etiquette এর কোন অধ্যায়ে বর্ণনা করা আছে?
ক) অধ্যায় ২
খ) অধ্যায় ১
গ) অধ্যায় ৪
ঘ) অধ্যায় ৩

উত্তর: অধ্যায় ১

প্রশ্ন: ২০। সাক্ষ্য আইন ১৮৭২ সালের –
ক) ২ নম্বর আইন
খ) ৫ নম্বর আইন
গ) ১ নম্বর আইন
ঘ) ৩ নম্বর আইন

উত্তর: ১ নম্বর আইন

বাপ্রশ্ন: ২১। র কাউন্সিল ট্রাইব্যুনাল কোন এডভোকেটকে অসাদাচারণের জন্য নিবন্ধন বাতিলের আদেশ দিলে এডভোকেট কী পদক্ষেপ নিতে পারে?
ক) প্রথমে আপিল পরে রিভিউ করতে পারে
খ) আপিল এবং রিভিউ উভয় করতে পারে
গ) রিভিউ করতে পারে
ঘ) আপিল করতে পারে

উত্তর: আপিল এবং রিভিউ উভয় করতে পারে

প্রশ্ন: ২২। বিবাদী জেলে থাকলে সমন দিতে হবে-
ক) জেলের দায়িত্বে থাকা কর্মকর্তাকে
খ) বিবাদীর প্রতিনিধিকে
গ) বিবাদীর পরিবারকে
ঘ) বিবাদীর বাড়ির গেটে ঝুলিয়ে

উত্তর: জেলের দায়িত্বে থাকা কর্মকর্তাকে

প্রশ্ন: ২৩। একটি মূল দেওয়ানী মামলা শুরু হয়-
ক) লিখিত যুক্তি তর্কের ভিক্তিতে
খ) আরজির মাধ্যমে
গ) লিখিত জবাব দেওয়ার মাধ্যমে
ঘ) রিট প্রিটিশনের মাধ্যমে

উত্তর: আরজির মাধ্যমে

প্রশ্ন: ২৪। আপীলকারী শুনানীর নির্ধারিত দিনে অনুপস্থিত থাকলে, আদালতে কি পদক্ষেপ নিতে পারে?
ক) আপীলকারীকে কারণ দর্শাতে বলতে পারে
খ) আপীল খারিজ
গ) সবগুলি
ঘ) রায় ঘোষণা করতে পারে

উত্তর: আপীল খারিজ

প্রশ্ন: ২৫। কোন আইনের মাধ্যমে দ্যা এ্যভিডেন্স এ্যাক্ট, ১৮৭২ কে চট্রগ্রামের পার্বত্য জেলাসমূহে বলবৎ করা হয়েছে?
ক) উক্ত স্বীকারোক্তি প্রমাণে অন্য সাক্ষীর সমর্থন প্রয়োজন
খ) পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৮৯৮
গ) চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন, ১৯০০
ঘ) পার্বত্য জেলা সমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯

উত্তর: চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন, ১৯০০

নিউজঃ