Audio Test-55

প্রশ্ন: ১। এডভোকেটগণের সঙ্গে মক্কেলের আচরণ সম্পর্কে Canons of professional conduct and Etiquette এর কোন অধ্যায়ে বর্ণনা করা আছে?
ক) অধ্যায়-২
খ) অধ্যায়-৪
গ) অধ্যায়-৩
ঘ) অধ্যায়-৫

উত্তর: অধ্যায়-২

প্রশ্ন: ২। সাক্ষ্য আইন প্রযোজ্য হবে-
ক) সবগুলো
খ) ১৯৫৩ সালের বিমান বাহিনী আইনে
গ) ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধি আইনে
ঘ) ১৯৫২ সালের সেনাবাহিনী আইনে

উত্তর: ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধি আইনে

প্রশ্ন: ৩। নিম্নলিখিত কোন ক্ষেত্রে আদালত। Injunction প্রদানে অস্বীকার করিবেন?
ক) উৎপাত নহে এমন কাজ নিরোধের ক্ষেত্রে
খ) সবগুলো
গ) ফৌজদারী কার্যধারা স্থগিত রাখার ক্ষেত্রে
ঘ) সরকারী কাজে হস্তক্ষেপের ক্ষেত্রে

উত্তর: সবগুলো

প্রশ্ন: ৪। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৮ ধারার বিষয়বস্তু কি?
ক) সুনিদির্ষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার
খ) দখল পুনরুদ্ধার
গ) সবগুলি
ঘ) স্বত্ব ঘোষণা

উত্তর: সুনিদির্ষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার

প্রশ্ন: ৫। ক্রোক কৃত সম্পত্তি কত দিন অতিক্রান্ত না হওয়ার পূর্বে বিক্রয় করা যাবে না?
ক) ৪ মাস
খ) ২ মাস
গ) ৬ মাস
ঘ) ১ মাস

উত্তর: ৬ মাস

প্রশ্ন: ৬। কয়টি কারনের উপর ভিক্তি করে পুলিশ বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার করতে পারে?
ক) ৮ টি
খ) ৯ টি
গ) ৭ টি
ঘ) ৬ টি

উত্তর: ৯ টি

প্রশ্ন: ৭। আপীলকারী হাজির কিন্তু রেসপনডেন্ট গর হাজরি আদালতে কি পদক্ষেপ নিবে?
ক) রায় ঘোষনা করতে পারে
খ) সবগুলো
গ) আপীল খারিজ করতে পারে
ঘ) একতরফা ভাবে আপীল শুনানী করতে পারে

উত্তর: একতরফা ভাবে আপীল শুনানী করতে পারে

প্রশ্ন: ৮। অপরাধী অপরাধ সংঘঠিত করার সময় তাহার মনের মধ্যে যে প্রবণতা লুকিয়ে রাখে তাহা হচ্ছে-
ক) ইচ্ছা
খ) সবগুলি
গ) দুষ্টমন
ঘ) অভিপ্রায়

উত্তর: দুষ্টমন

প্রশ্ন: ৯। প্রত্যাখাত আরজি কিভাবে পুনরুজ্জীবিত করা যেতে পারে?
ক) বারের সভাপতির হস্তক্ষেপে
খ) সংশোধনের মাধ্যমে
গ) সবক্ষেত্রেই
ঘ) আদেশের শুনানী করে

উত্তর: সংশোধনের মাধ্যমে

প্রশ্ন: ১০। কোন সম্পত্তি ক্রোক করা হলে ঐ সম্পত্তির সাথে স্বার্থ জড়িত কোন ব্যক্তি আদালতে আপত্তি উত্থাপন করতে হবে কত দিনের মধ্যে?
ক) ৪ মাসের মধ্যে
খ) ৬ মাসের মধ্যে
গ) ৩ মাসের মধ্যে
ঘ) ২ মাসের মধ্যে

উত্তর: ৬ মাসের মধ্যে

প্রশ্ন: ১১। ‘রফিক’ এর আইনগত অপারগতার সময়, দখল পুনরুদ্ধারের মামলা করার অধিকার জন্মে ‘রফিক’ এর আইনগত অপারগতা শেষ হওয়ার ১ বছর পর মামলা করতে চাইলে কত সময় পাবে?
ক) ১ বছর পাবে
খ) ৩ বছর পাবে
গ) ৬ মাস পাবে
ঘ) ২ বছর পাবে

উত্তর: ২ বছর পাবে

প্রশ্ন: ১২। যে ব্যক্তির উদ্দেশ্যে সমন জারি করা হয়, তাকে যদি না পাওয়া যায় তখন কার বরাবর সমন জারি করতে হয়?
ক) সমন লটকিয়ে রাখতে হবে
খ) সবকটি
গ) পরিবারের পূর্ন বয়স্ক পুরুষ সদস্য বরাবরে
ঘ) সমন ফেরত আসবে

উত্তর: পরিবারের পূর্ন বয়স্ক পুরুষ সদস্য বরাবরে

প্রশ্ন: ১৩। দলিল বাতিলের জন্য মোকদ্দমা করার তামাদি সময় কত?
ক) ১২ বৎসর
খ) ৩ বৎসর
গ) ১ বৎসর
ঘ) ৩ মাস

উত্তর: ৩ বৎসর

প্রশ্ন: ১৪। স্বীকৃতি কত প্রকার হতে পারে?
ক) ৫ প্রকার
খ) ১ প্রকার
গ) ৩ প্রকার
ঘ) ২ প্রকার

উত্তর: ২ প্রকার

প্রশ্ন: ১৫। দোষী সাবস্ত হওয়ার পর শান্তি রক্ষার্থে কোন ব্যক্তি মুচলেকা দিলে তা সর্বোচ্চ কত দিন পর্যন্ত কার্যকর থাকবে?
ক) ১ বছর
খ) ৪ বছর
গ) ৩ বছর
ঘ) ২ বছর

উত্তর: ৩ বছর

প্রশ্ন: ১৬। চুক্তি প্রবলের মামলা দায়ের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর?
ক) ৫ বছর
খ) ৩ বছর
গ) ১ বছর
ঘ) ২ বছর

উত্তর: ১ বছর

প্রশ্ন: ১৭। সহকারী জজের রায়ের বিরুদ্ধে কোন আদালতে রিভিউ দায়ের করা যায়?
ক) জেলা জজ আদালত
খ) রায় প্রদানকারী সহকারী জজ আদালত
গ) কোনটিই নয়
ঘ) হাইকোর্ট বিভাগ

উত্তর: রায় প্রদানকারী সহকারী জজ আদালত

প্রশ্ন: ১৮। ১৮৭১ সালে ব্রিটিশ পার্লামেন্ট কাহাকে সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুতের দায়িত্ব দেয়?
ক) স্যার বারনেস
খ) জন ম্যাকলে
গ) স্যার জেমস স্টিফেন
ঘ) স্যার হেনরী সামার মেইন

উত্তর: স্যার জেমস স্টিফেন

প্রশ্ন: ১৯। দেওয়ানী কার্যবিধি অনুযায়ী আরজিতে বাদীকে উল্লেখ করিতে হইবে?
ক) কোনটিই নয়
খ) বিবাদী আপস চাইলে বাদী আপস করবে
গ) বাদী কি ধরনের প্রতিকার চায় না
ঘ) বাদী কি ধরনের প্রতিকার চায় তাহা

উত্তর: বাদী কি ধরনের প্রতিকার চায় তাহা

প্রশ্ন: ২০। হাইকোর্ট বিভাগকে কত ধারায় রিভিশন ক্ষমতা প্রদান করা হয়েছে?
ক) ৪৩৯ ধারয়
খ) ৪৪১ ধারায়
গ) ৪৫০ ধারায়
ঘ) ৪৩৮ ধারায়

উত্তর: ৪৩৯ ধারয়

প্রশ্ন: ২১। ‘X’ একটি অংশীদারী ফার্মের বিরুদ্ধে মানি স্যুট করার অধিকারী। উক্ত ফার্মের ২ জন অংশীদার A এবং B ব্যাবসায়িক কারণে উভয়ে উম্মাদ হয়ে পড়ে, এই ক্ষেত্রে তামাদী মেয়াদ শুরু হবে-
ক) B এর অপারগতার অবসান হলে
খ) A এবং B এর অপারগতার অবসান হলে
গ) কোনটই নয়
ঘ) A এর অপারগতার অবসান হলে

উত্তর: A এবং B এর অপারগতার অবসান হলে

প্রশ্ন: ২২। আদালতের প্রতি কর্তব্য Canons of professional conduct and Etiquette এর কোন অধ্যায়ে আছে?
ক) ২ অধ্যায়ে
খ) ৪ অধ্যায়ে
গ) ১ অধ্যায়ে
ঘ) ৩ অধ্যায়ে

উত্তর: ৩ অধ্যায়ে

প্রশ্ন: ২৩। দন্ডবিধি হলো একটি-
ক) Substantive law
খ) Preventive law
গ) Procedural Law
ঘ) Adjective Law

উত্তর: Substantive law

প্রশ্ন: ২৪। কোন মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর সাক্ষ্যের প্রয়োজন?
ক) অনুন্য ৪ জন
খ) অনুন্য ২ জন
গ) কোন নিদির্ষ্ট সংখ্যক নয়
ঘ) অনুন্য ৩ জন

উত্তর: কোন নিদির্ষ্ট সংখ্যক নয়

প্রশ্ন: ২৫। দন্ডবিধির ১৪১ ধারায় কয়টি উদ্দেশ্যের কথা বর্ণিত আছে?
ক) ৪টি
খ) ৩টি
গ) ৫টি
ঘ) ২টি

উত্তর: ৫টি

নিউজঃ