Audio Test-56

প্রশ্ন: ১। প্রাথমিক ডিক্রি প্রাপ্তির পর কোনপক্ষ চূড়ান্ত ডিক্রির জন্য দরখাস্ত দাখিল করতে পারে-
ক) যে কোন সময়
খ) ৩ বছরের মধ্যে
গ) ১২ বছরের মধ্যে
ঘ) ৬ বছরের মধ্যে

উত্তর: যে কোন সময়

প্রশ্ন: ২। বিনা জারিতে সমন ফেরত আসার কত সময়ের মধ্যে বাদী নতুন সমন দিবার আবেদন করতে ব্যর্থ হলে মোকদ্দমা খারিজ হয়?
ক) ৫ মাস
খ) ১ মাস
গ) ৩ মাস
ঘ) ৪ মাস

উত্তর: ১ মাস

প্রশ্ন: ৩। দন্ডবিধির ৫০০ ধারায় অপরাধ কোন ধরনের?
ক) উভয়
খ) কোনটিই নয়
গ) জামিন অযোগ্য
ঘ) জামিন যোগ্য

উত্তর: জামিন যোগ্য

প্রশ্ন: ৪। SR Act এর ৮ ধারার বিধান অনুযায়ী মোকদ্দমা দায়ের করতে হলে কত টাকার এডভেলোরেম কোর্ট ফি প্রদান করিতে হয়?
ক) মোকদ্দমার মুল্যমানের উপর ২.৫% হারে
খ) ৪২,৫০০/=
গ) ৪০,০০০/=
ঘ) মোকদ্দমার মুল্যমানের উপর ২% হারে

উত্তর: মোকদ্দমার মুল্যমানের উপর ২% হারে

প্রশ্ন: ৫। রিভিও দেওয়ানী কার্যবিধির কত ধারায়?
ক) ১১৬ ধারায়
খ) ৯৬ ধারায়
গ) ১১৫ ধারায়
ঘ) ১১৪ ধারায়

উত্তর: ১১৪ ধারায়

প্রশ্ন: ৬। প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতির শাস্তি কত?
ক) ৭ বছর কারাদন্ড
খ) যাবজ্জীবন কারাদন্ড
গ) ৩ বছর কারাদন্ড
ঘ) ১০ বছর কারাদন্ড

উত্তর: ৭ বছর কারাদন্ড

প্রশ্ন: ৭। দন্ডবিধির কত ধারায় বলা হয়েছে বাংলাদেশ সরকারের অধীনে নিযুক্ত বা নিয়োজিত প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারীকে রাষ্ট্রের কর্মচারী-
ক) ১৭ ধারায়
খ) ১৪ ধারায়
গ) ১০ ধারায়
ঘ) ১৯ ধারায়

উত্তর: ১৪ ধারায়

প্রশ্ন: ৮। জালিয়াতির সংজ্ঞা কোন ধারায়?
ক) ৪৬৮ ধারায়
খ) ৪৬৩ ধারায়
গ) ৪৬৪ ধারায়
ঘ) ৪৬৫ ধারায়

উত্তর: ৪৬৩ ধারায়

প্রশ্ন: ৯। গুরুতর আঘাত কত প্রকার?
ক) ৭ প্রকার
খ) ১০ প্রকার
গ) ৬ প্রকার
ঘ) ৮ প্রকার

উত্তর: ৮ প্রকার

প্রশ্ন: ১০। ফৌজদারী মামলায় প্রসিকিউসন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিউর কোড এর ৩৪২ ধারা অনুসারে-
ক) পুণরায় তদন্ত কর্মকর্তাকে পরীক্ষা করবে
খ) আসামিদের আইনজীবিকে পরীক্ষা করবে
গ) আসামীদের পরীক্ষা করবে
ঘ) পুনরায় সাক্ষীদের পরীক্ষা করবে

উত্তর: আসামীদের পরীক্ষা করবে

প্রশ্ন: ১১। একজন গ্রেফতারকৃত মহিলাকে কে তল্লাশী করবে?
ক) মহিলা ও পুলিশ
খ) মহিলা
গ) ইন্সপেক্টর
ঘ) পুলিশ

উত্তর: মহিলা

প্রশ্ন: ১২। তদন্ত কে করতে পারে?
ক) সবকয়টি
খ) ম্যাজিস্ট্রেট
গ) আদালত
ঘ) পুলিশ অফিসার

উত্তর: পুলিশ অফিসার

প্রশ্ন: ১৩। অপরাধ সংঘটনের স্তর কয়টি?
ক) ৩টি
খ) ২টি
গ) ৫টি
ঘ) ৪টি

উত্তর: ৪টি

প্রশ্ন: ১৪। কোন জলপথে বর্তস্বত্ব (Easement) অধিকার অর্জনের ক্ষেত্রে নিম্নের কোনটি প্রযোজ্য?
ক) নিরবিচ্ছিন্নভাবে ও শান্তিপূর্ণভাবে ২০ বছর ব্যবহার
খ) নিরবিচ্ছিন্নভাবে ২০ বছর ব্যবহার
গ) শুধুমাত্র ২০ বছর ব্যবহার
ঘ) নিরবিচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে ২০ বছর ব্যবহার

উত্তর: নিরবিচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে ২০ বছর ব্যবহার

প্রশ্ন: ১৫। ক্ষয়শীল সম্পত্তি কার আদেশে বিক্রয় করা হয়?
ক) জেলা ম্যাজিস্ট্রেট
খ) সবকটি
গ) যে ম্যাজিস্ট্রেটকে আটকের খবর দেওয়া হয়
ঘ) জেলা জজ

উত্তর: যে ম্যাজিস্ট্রেটকে আটকের খবর দেওয়া হয়

প্রশ্ন: ১৬। আসামিকে তথ্য প্রকাশ করার জন্য কোনরুপ প্রলভন বা কোন হুমকি প্রদান করা যাবে না এটা ফৌজদারী কার্যবিধির কোন ধারায় বর্ননা করা হয়েছে?
ক) ৩৩৯ ধারা
খ) ৩৪৫ ধারা
গ) ৩৪৯ ধারা
ঘ) ৩৪৩ ধারা

উত্তর: ৩৪৩ ধারা

প্রশ্ন: ১৭। সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোন পক্ষ নিজের সাক্ষীকে জেরা করাতে পারে?
ক) ১৫৪ ধারা
খ) ১৫৩ ধারা
গ) ১৫৫ ধারা
ঘ) ১৫২ ধারা

উত্তর: ১৫৪ ধারা

প্রশ্ন: ১৮। আদালতের হাজির হওয়ার জন্য পলাতক ব্যক্তিকে কত দিনের বেশি সময় দেয়া হবেনা?
ক) ৮০ দিনের বেশি
খ) ৬০ দিনের বেশি
গ) ৩০ দিনের বেশি
ঘ) ৯০ দিনের বেশি

উত্তর: ৩০ দিনের বেশি

প্রশ্ন: ১৯। সাক্ষ্য আইন কার্যকর হয় –
ক) ১৮৭২ সালের ১ নভেম্বর
খ) ১৮৭২ সালের ১৬ ডিসেম্বর
গ) ১৮৭২ সালের ২৬শে মার্চ
ঘ) ১৮৭২ সালের ১ সেপ্টেম্বর

উত্তর: ১৮৭২ সালের ১ সেপ্টেম্বর

প্রশ্ন: ২০। সুনিদির্ষ্ট প্রতিকার আইনে ৫৪ ধারার উদ্দেশ্য অনুযায়ী ট্রেডমার্ক কি বলিয়া গণ্য হইবে?
ক) প্রতীক
খ) ট্রেডমার্ক
গ) সম্পত্তি
ঘ) পণ্যচিহ্ন

উত্তর: সম্পত্তি

প্রশ্ন: ২১। মিথ্যা বা ভূয়া দলিল প্রস্তুতের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৪৭০ ধারায়
খ) ৪৬৩ ধারায়
গ) ৪৬৪ ধারায়
ঘ) ৪৬৫ ধারায়

উত্তর: ৪৬৪ ধারায়

প্রশ্ন: ২২। মোকদ্দমার দায়ের করার পর –
ক) সবকয়টি
খ) বিবাদীকে লিখিত যুক্তিতর্ক প্রদান করতে বলা হয়
গ) বিবাদীর প্রতি সমন জারী হয়
ঘ) বাদী ও বিবাদী উভয়ের প্রতি সমন জারী হয়

উত্তর: বিবাদীর প্রতি সমন জারী হয়

প্রশ্ন: ২৩। তামাদি মওকুফের আবেদন করা যায় কোন ধারা মতে?
ক) ৩ ধারা
খ) ৪ ধারা
গ) ৫ ধারা
ঘ) ৭ ধারা

উত্তর: ৫ ধারা

প্রশ্ন: ২৪। দেওয়ানী কার্যবিধির কোন বিধানে আপীলযোগ্য আদেশ গুলির তালিকা আছে?
ক) আদেশ- ৪১ বিধি ১
খ) আদেশ- ৪৩ বিধি ১
গ) আদেশ- ৪২ বিধি ১
ঘ) আদেশ- ৪০ বিধি ১

উত্তর: আদেশ- ৪৩ বিধি ১

প্রশ্ন: ২৫। দন্ডবিধির ৪৪৮ ধারার সর্বোচ্চ শাস্তি কত?
ক) ৩ মাস কারাদন্ড
খ) ৬ মাস কারাদন্ড
গ) ২ বছর কারাদন্ড
ঘ) ১ বছর কারাদন্ড

উত্তর: ১ বছর কারাদন্ড

নিউজঃ