Audio Test-57

প্রশ্ন: ১। পেশাগত কাজ সংগ্রহের জন্য কোন এডভোকেট কোন ব্যক্তিকে নিয়োগ করিবেন না বা এইরূপ ব্যক্তির সাথে ফি ভাগাভাগি করিবেন না ইহা অধ্যায়-১ এর কোন বিধিতে বর্ণিত আছে?
ক) ১ বিধি
খ) ২ বিধি
গ) ৪ বিধি
ঘ) ৩ বিধি

উত্তর: ৩ বিধি

প্রশ্ন: ২। কোন আদালত দেওয়ানী মোকদ্দমা স্থানান্তর করতে পারে না?
ক) জেলা জজ আদালত
খ) হাইকোর্ট বিভাগ
গ) যুগ্ন জেলা জজ আদালত
ঘ) সবকটি

উত্তর: যুগ্ন জেলা জজ আদালত

প্রশ্ন: ৩। কুরিয়ার সার্ভিস ৩০ দিনের মধ্যে সমন পাঠাতে ব্যর্থ হলে আদালত-
ক) ১০০০/= টাকা জরিমানা করবে
খ) কোনটিই নয়
গ) তালিকা থেকে নাম বাদ দিতে পারে
ঘ) ৫০০/= টাকা জরিমানা করবে

উত্তর: তালিকা থেকে নাম বাদ দিতে পারে

প্রশ্ন: ৪। সম্পত্তি ক্রয়ের দলিল পাওয়ার জন্য কোন ধরণের মোকদ্দমা করার বিধান সুনিদির্ষ্ট প্রতিকার আইনে আছে-
ক) রেকর্ড সংশোধনের মোকদ্দমা
খ) ঘোষণা মূলক মোকদ্দমা
গ) সবগুলো
ঘ) চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা

উত্তর: চুক্তি বাস্তবায়নের মোকদ্দমা

প্রশ্ন: ৫। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে?
ক) মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট
খ) সবকয়টি
গ) বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত এবং প্রথম শ্রেণীর ক্ষমতা সম্পন্ন কোন ম্যাজিস্ট্রেট বেঞ্চ
ঘ) ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট

উত্তর: সবকয়টি

প্রশ্ন: ৬। কাদের প্রতি সমন জারি করা যায়?
ক) বাদী
খ) বিবাদী
গ) সবগুলির প্রতি
ঘ) স্বাক্ষী

উত্তর: সবগুলির প্রতি

প্রশ্ন: ৭। সাক্ষ্য আইনের ৩ ধারার সংজ্ঞা প্রদান করা হয়েছে-
ক) ডিক্রির
খ) আদেশের
গ) রায়ের
ঘ) দলিলের

উত্তর: দলিলের

প্রশ্ন: ৮। চুক্তির সুনিদির্ষ্ট কার্যসম্পাদনের কোন মামলায় যে ক্ষেত্রে কোন সময়কাল নির্ধারিত নেই সেক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে-
ক) চুক্তি নিবন্ধনের তারিখ হতে
খ) আইন জানার তারিখ হতে
গ) চুক্তির বিষয়ে জানার তারিখ হতে
ঘ) অস্বীকৃতির বিষয় জানার তারিখ হতে

উত্তর: অস্বীকৃতির বিষয় জানার তারিখ হতে

প্রশ্ন: ৯। ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading question) বলতে নিম্নের কোনটিকে বুঝাবে?
ক) যে প্রশ্নের পরে উত্তর বলা থাকে
খ) যে প্রশ্নের হ্যাঁ বা না সূচক উত্তর করে থাকে
গ) যে প্রশ্নের পূর্বে উত্তর বলা থাকে
ঘ) যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে

উত্তর: যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে

প্রশ্ন: ১০। রিভিউ আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
ক) আপীল
খ) রিভিশন
গ) রেফারেন্স
ঘ) রিভিউ

উত্তর: আপীল

প্রশ্ন: ১১। যে সম্পতির দখল চুরির ফলে হয়েছে সে সম্পত্তিকে বলে-
ক) সবগুলো
খ) ডাকাতির মাল
গ) দস্যুতার মাল
ঘ) চোরাইমাল

উত্তর: চোরাইমাল

প্রশ্ন: ১২। বাংলাদেশ বার কাউন্সিল একটি-
ক) নির্বাচিত সংস্থা
খ) সমবায় সমিতি
গ) সংবিধিবদ্ধ সংস্থা
ঘ) সাংবাদিক সংস্থা

উত্তর: সংবিধিবদ্ধ সংস্থা

প্রশ্ন: ১৩। সাক্ষ্য আইনের কোন ধারায় দোষ স্বীকারোক্তি সংজ্ঞা প্রদান করা হয়েছে?
ক) ২৫ ধারা
খ) ১৭ ধারা
গ) কোনটিই নয়
ঘ) ২৪ ধারা

উত্তর: কোনটিই নয়

প্রশ্ন: ১৪। বেআইনী সমাবেশে যোগদানকারী সদস্যদের থাকতে হয়-
ক) সবগুলো
খ) অপরাধমূলক ষড়যন্ত্র
গ) অভিপ্রায়
ঘ) সাধারণ উদ্দেশ্য

উত্তর: সাধারণ উদ্দেশ্য

প্রশ্ন: ১৫। কত বছরের কম বয়সী স্ত্রীর সাথে স্বামী যৌনসহবাস করলে সেটা ধর্ষণ হবে?
ক) ১৮ বছরের কম
খ) ১৬ বছরের কম
গ) ১৩ বছরের কম
ঘ) ১৪ বছরের কম

উত্তর: ৩ বছরের কম

প্রশ্ন: ১৬। কখন একটি চুক্তি সুনিদির্ষ্টভাবে বলবৎ করা যায়?
ক) যখন চুক্তিটি প্রকৃতিগতভাবে প্রত্যাহারযেগ্য
খ) যখন ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়না
গ) যখন ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়
ঘ) যখন চুক্তিটি সম্পাদনের পূর্বেই, চুক্তির বিষয়বস্তুর উল্লেখযোগ্য অংশের অস্তিত্ব বিলীন হয়

উত্তর: যখন ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়না

প্রশ্ন: ১৭। মৃত ব্যক্তির তার মৃত্যুর পূর্বে দায়েরকৃত জিডি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান মতে গ্রহণযোগ্য?
ক) ৩২ ধারা
খ) ৩৮ ধারা
গ) ৩৩ ধারা
ঘ) ৩৫ ধারা

উত্তর: ৩২ ধারা

প্রশ্ন: ১৮। স্বীকৃতি চুড়ান্ত প্রমান না হলেও প্রমানে কি ধরনের বাধা সৃষ্টি করে?
ক) দোবারা দোষ
খ) সবকয়টি
গ) স্বকার্যজনিত
ঘ) মামলা স্থগিত

উত্তর: স্বকার্যজনিত

প্রশ্ন: ১৯। আংশিক দলিল বাতিল সম্পর্কিত বিধান সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারায়?
ক) ৪০ ধারা
খ) ৩৯ ধারা
গ) ৪১ ধারা
ঘ) ৪৪ ধারা

উত্তর: ৪০ ধারা

প্রশ্ন: ২০। Limitation Act এর কোন ধারা সমূহে আইনগত অপারগতার বিধানসমূহ বর্ণনা করা হয়েছে?
ক) ৭, ৮, ৯ ধারায়
খ) ৬, ৭ ধারায়
গ) ৬, ৭, ৮ এবং ৯ ধারায়
ঘ) ৮ এবং ৯ ধারায়

উত্তর: ৬, ৭, ৮ এবং ৯ ধারায়

প্রশ্ন: ২১। কোন রিভিউ দরখাস্ত না-মন্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
ক) রিভিউ
খ) রিভিশন
গ) আপীল
ঘ) রেফারেন্স

উত্তর: রিভিশন

প্রশ্ন: ২২। কত বছরের কম বয়স্ক নারীর সাথে সম্মতিসহ বা সম্মতি ব্যতিত যৌন সহবাস করলে সেটা ধর্ষণ বলে বিবেচিত হবে?
ক) ১৬ বছরের কম
খ) ১৩ বছরের কম
গ) ১৪ বছরের কম
ঘ) ১২ বছরের কম

উত্তর: ১৪ বছরের কম

প্রশ্ন: ২৩। অভিযোগ ভিক্তিহীন হলে ফলাফল কি হবে?
ক) আসামি খালাস পাবে
খ) আসামি অব্যহতি পাবে
গ) আসামি দন্ড পাবে
ঘ) আসামি মুক্তি পাবে

উত্তর: আসামি অব্যহতি পাবে

প্রশ্ন: ২৪। ১৪৫ ধারার অধীন ম্যাজিস্ট্রেট কোন বিষয়টি দেখার এখতিয়ার রয়েছে?
ক) দখলের বিষয়টি
খ) অধিকারের বিষয়টি
গ) দখল ও স্বত্ব
ঘ) সবগুলো

উত্তর: দখলের বিষয়টি

প্রশ্ন: ২৫। Complaint ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারী মামলার কার্যক্রম বন্ধ করা হলে, ম্যাজিস্ট্রেট আসামীকে –
ক) খালাস দিতে পারেন
খ) আসামীকে মুক্তি দিতে পারেন
গ) দন্ড দিতে পারেন
ঘ) অব্যহতি দিতে পারেন

উত্তর: আসামীকে মুক্তি দিতে পারেন

নিউজঃ