Audio Test-60
প্রশ্ন: ১। নিম্নের কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা যায় না?
ক) আপীলযোগ্য নহে এমন ডিক্রির বিরুদ্ধে
খ) আপীলযোগ্য কিন্তু আপীল করা হয় না এমন ডিক্রির বিরুদ্ধে
গ) সবগুলো ক্ষেত্রে
ঘ) *কোন ডিক্রি রিভিউ এর আদেশ এর বিরুদ্ধে
উত্তর: কোন ডিক্রি রিভিউ এর আদেশ এর বিরুদ্ধে
প্রশ্ন: ২। পেনাল কোডের ৩৪ ধারার অধীন সাধারণ উদ্দেশ্যে অপরাধ সংঘটনের জন্য নূন্যতম আসামী হতে হবে?
ক) ৩ জন
খ) ৭ জন
গ) ৫ জন
ঘ) ২ জন
উত্তর: ২ জন
প্রশ্ন: ৩। ‘X’ নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার লাভ করে। এই অধিকার অর্জনের পর নাবালক থাকা অবস্থায় সে উম্মাদ হয়ে যায়। ‘X’ এর মামলা দায়েরের তামাদির মেয়াদ গণনা শুরু কখন হবে?
ক) X এর নাবালকত্ব অবসানের দিন থেকে
খ) X এর নাবলকত্ব এবং উম্মাদনা অবসানের দিন থেকে
গ) সবগুলো
ঘ) X এর উম্মাদনা অবসানের দিন থেকে
উত্তর: X এর নাবলকত্ব এবং উম্মাদনা অবসানের দিন থেকে
প্রশ্ন: ৪। মিথ্যা সার্টিফিকেট প্রদান বা সাক্ষর করলে তার শাস্তি দন্ডবিধির কত ধারায় আছে?
ক) ১৯৭ ধারায়
খ) ১৯৮ ধারায়
গ) ২০৩ ধারায়
ঘ) ১৯৯ ধারায়
উত্তর: ১৯৭ ধারায়
প্রশ্ন: ৫। সাক্ষ্য আইনের কোন ধারায় (Res Judicata) নীতির প্রতিফলন ঘটেছে?
ক) ৪৬ ধারা
খ) ৩৯ ধারা
গ) ৪৭ ধারা
ঘ) ৪০ ধারা
উত্তর: ৪০ ধারা
প্রশ্ন: ৬। সরকারী কর্মচারী কর্তৃক কোন সরকারী কাজে বৈধ পারিশ্রমিক ছাড়া অন্য কোন বকশিশ বা ঘুষ গ্রহণের শাস্তি কত ধারায়?
ক) ১৬৩ ধারায়
খ) ১৬১ ধারায়
গ) ১৭১ ধারায়
ঘ) ১৭০ ধারায়
উত্তর: ১৬১ ধারায়
প্রশ্ন: ৭। দেওয়ানী আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদ-
ক) ৩ বছর
খ) ৬ বছর
গ) ১২ বছর
ঘ) ১ বছর
উত্তর: ১২ বছর
প্রশ্ন: ৮। ম্যাজিস্ট্রেট আসামীকে অব্যহতি দেয়-
ক) ২৪৪ ধারায়
খ) ২৪২ ধারায়
গ) ২৪১ ধারায়
ঘ) ২৪১(ক) ধারায়
উত্তর: ২৪১(ক) ধারায়
প্রশ্ন: ৯। যাবজ্জীবন কারাদন্ড বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে?
ক) ১৪ বৎসরের সশ্রম কারাদন্ড
খ) কোনটই নয়
গ) ৩০ বছরের সশ্রম কারাদন্ড
ঘ) দন্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী
উত্তর: দন্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী
প্রশ্ন: ১০। Confession Statement দেওয়ার জন্য অপরাধিকে কতক্ষন সময় দেয়া হয়?
ক) ৪ ঘন্টা
খ) ৩ ঘন্টা
গ) ২ ঘন্টা
ঘ) ৫ ঘন্টা
উত্তর: ৩ ঘন্টা
প্রশ্ন: ১১। তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হয় যেখানে কোন –
ক) দেওয়ানি কার্যক্রম আছে
খ) সুনিদির্ষ্ট আইন আছে
গ) ফৌজদারী কার্যক্রম আছে
ঘ) বিভাগীয় কার্যক্রম আছে
উত্তর: সুনিদির্ষ্ট আইন আছে
প্রশ্ন: ১২। প্রমাণিত, অপ্রমাণিত এবং প্রমাণিত নয় এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কোন ধারায়?
ক) ৬ ধারায়
খ) ৫ ধারায়
গ) ২ ধারায়
ঘ) ৩ ধারায়
উত্তর: ৩ ধারায়
প্রশ্ন: ১৩। নিম্নের কোনটি প্রতক্ষ্য সাক্ষ্য (Direct Evidenc) হিসেবে গণ্য করা যায়?
ক) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন
খ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা দেখেন নাই বা শুনেন নাই
গ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা অন্যের অভিমতের ভিত্তিতে প্রাপ্ত
ঘ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা দেখেন নাই
উত্তর: যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন
প্রশ্ন: ১৪। বিবাদী যদি সৈনিক, নাবিক বা বৈমানিক হয় তবে সমন প্রদানের জন্য কার নিকট পাঠানো হবে?
ক) বিবাদীর কমান্ডিং অফিসারের নিকট
খ) বিবাদীর পিতার নিকট
গ) বিবাদীর প্রতিনিধির নিকট
ঘ) কোনটই নয়
উত্তর: বিবাদীর কমান্ডিং অফিসারের নিকট
প্রশ্ন: ১৫। পেনাল কোড-এ বর্ণিত অপরাধগুলির মধ্যে সর্বনিম্ন সাজা হইল?
ক) ১ দিনের বিনাশ্রম কারাদন্ড বা ১০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
খ) ২৪ ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
গ) ১ মাসের বিনাশ্রম কারাদন্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
ঘ) ২৪ ঘন্টার বিনাশ্রম কারাদন্ড বা ৫০ টাকা জরিমানা
উত্তর: ২৪ ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
প্রশ্ন: ১৬। নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন (Leading Question) করা যায়?
ক) বিশেষজ্ঞ মতামত বিষয়
খ) যে কোন বিষয়
গ) তর্কিত বিষয়
ঘ) স্বীকৃত বিষয়
উত্তর: স্বীকৃত বিষয়
প্রশ্ন: ১৭। বাংলাদেশ বার কাউন্সিল একটি –
ক) সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা
খ) সাংবিধানিক সংস্থা
গ) স্বায়ত্ত্বশাসিত সংস্থা
ঘ) বেসরকারি সংস্থা
উত্তর: স্বায়ত্ত্বশাসিত সংস্থা
প্রশ্ন: ১৮। চুক্তির বৃহৎ অংশ সুনিদির্ষ্টভাবে সম্পাদনের এবং বাকি অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণের বিধান এস. আর. এ্যাক্টের কোন ধারায় বর্ণিত আছে?
ক) ১৫ ধারায়
খ) ১৪ ধারায়
গ) ১২ ধারায়
ঘ) ১৬ ধারায়
উত্তর: ১৪ ধারায়
প্রশ্ন: ১৯। দেওয়ানী কার্যবিধির রিভিশন সেকশন ১১৫ এর কয়টি সাব সেকশন আছে?
ক) ৬টি
খ) ২টি
গ) ৫টি
ঘ) ৪টি
উত্তর: ৫টি
প্রশ্ন: ২০। দেওয়ানী আদালতের সিদ্ধান্তের বিষয়ে রিভিশন মামলা দায়েরের প্রধান কারণ কি?
ক) আইনগত ভুল
খ) সিদ্ধান্তের ভুল
গ) আইনগত ভুল ও ন্যায় বিচারের বিঘ্ন ঘটা
ঘ) ঘটনার ভূল
উত্তর: আইনগত ভুল ও ন্যায় বিচারের বিঘ্ন ঘটা
প্রশ্ন: ২১। দন্ডবিধিতে কত প্রকার শাস্তির বিধান আছে?
ক) ৩ প্রকার
খ) ৫ প্রকার
গ) ২ প্রকার
ঘ) ৪ প্রকার
উত্তর: ৫ প্রকার
প্রশ্ন: ২২। একজন এডভোকেট বিজ্ঞপ্তি দ্বারা বা অন্য কোনভাবে পেশাগত কাজ আহবান করতে পারে না ইহা অধ্যায়-১ এর কোন বিধিতে বর্ণিত আছে?
ক) ১ বিধি
খ) ৩ বিধি
গ) ২ বিধি
ঘ) ৪ বিধি
উত্তর: ২ বিধি
প্রশ্ন: ২৩। ক্রিমিনাল প্রসিডিউর কোডের ১৫৪ ধারায় কোন বিষয়ে আলোকপাত করা হয়েছে?
ক) সাধারন ডায়েরী
খ) আমল যোগ্য অপরাধ
গ) আমলঅযোগ্য অপরাধ
ঘ) প্রাথমিক তথ্য বিবরণী FIR
উত্তর: প্রাথমিক তথ্য বিবরণী FIR
প্রশ্ন: ২৪। দলিল বাতিলের আদেশ দিতে আদালত কি বাধ্য?
ক) আদালত অবশ্যই দলিল বাতিলের আদেশ দিবেন
খ) আদালতের বিবেচনামূলক ক্ষমতা
গ) বাধ্য নহে
ঘ) বাধ্য
উত্তর: আদালতের বিবেচনামূলক ক্ষমতা
প্রশ্ন: ২৫। ম্যাজিস্ট্রেট চার্জ গঠন করে কত ধারায়?
ক) ২৪০ ধারায়
খ) ২৪৩ ধারায়
গ) ২৪৬ ধারায়
ঘ) ২৪২ ধারায়
উত্তর: ২৪২ ধারায়