Audio Test-66
প্রশ্ন: ১। কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়?
ক) অবস্থাগত সাক্ষ্য
খ) গৌণ সাক্ষ্য
গ) দেখার ভিক্তিতে প্রদত্ব সাক্ষ্য
ঘ) অন্যের নিকট শোনা সাক্ষ্য
উত্তর: অন্যের নিকট শোনা সাক্ষ্য
প্রশ্ন: ২। অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কী?
ক) চুক্তিভঙ্গের পর তামাদিররমেয়াদ গণনা স্থগিত থাকে
খ) চুক্তিভঙ্গের প্রতিমূর্তেই নতুন করে তামাদির মেয়াদ আরম্ভ হবে
গ) সব কয়টি
ঘ) তামাদির মেয়াদ অপরিবর্তিত থাকবে
উত্তর: চুক্তিভঙ্গের প্রতিমূর্তেই নতুন করে তামাদির মেয়াদ আরম্ভ হবে
প্রশ্ন: ৩। দায়রা আদালত মৃত্যুদন্ড প্রদান করলে তা অনুমোদনের জন্য কত ধারায় হাইকোর্ট বিভাগে পেশ করতে হয়?
ক) ৩৭৬ ধারায়
খ) ৩৭৭ ধারায়
গ) ৩৭২ ধারায়
ঘ) ৩৭৪ ধারায়
উত্তর: ৩৭৪ ধারায়
প্রশ্ন: ৪। মামলায় নতুন বাদী বা বিবাদী পক্ষভুক্ত করার ফলাফল, তামাদি আইনের কোন কত ধারায়?
ক) ২৪ ধারায়
খ) ২৩ ধারায়
গ) ২২ ধারায়
ঘ) ২১ ধারায়
উত্তর: ২২ ধারায়
প্রশ্ন: ৫। অবৈধ বাধা দেওয়ার জন্য আদালত সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারবে?
ক) ১০০০ টাকা
খ) ৩০০ টাকা
গ) ২০০০ টাকা
ঘ) ৫০০ টাকা
উত্তর: ৫০০ টাকা
প্রশ্ন: ৬। যে সকল ঘটনা একই কার্যের অংশ সেই গুলি প্রাসঙ্গিক, কত নং ধারায় বলা হয়েছে?
ক) ১০ ধারা
খ) ৭ ধারা
গ) ৬ ধারা
ঘ) ৯ ধারা
উত্তর: ৬ ধারা
প্রশ্ন: ৭। দেওয়ানী কার্যবিধির কত ধারা মতে যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা করতে হবে?
ক) ১৬ ধারা মতে
খ) ১৫ ধারা মতে
গ) ১৮ ধারা মতে
ঘ) ১৭ ধারা মতে
উত্তর: ১৬ ধারা মতে
প্রশ্ন: ৮। আইনগত অপারগতা শেষ হওয়ার তিন বছর পর, মামলা দায়ের করলে উক্ত মামলার ফলাফল কি হইবে?
ক) বিচারার্থে মামলা গ্রহণ করবে
খ) মামলা খারিজ
গ) আরজি খারিজ
ঘ) সবগুলো
উত্তর: মামলা খারিজ
প্রশ্ন: ৯। জামিনযোগ্য অপরাধের তালিকা ফৌজদারী কার্যবিধির কোন তফসিল কোন কলামে উল্লেখ আছে?
ক) ২য় তফসিলে ৬ষ্ট কলামে
খ) ৩য় তফসিলে ৭ম কলামে
গ) ২য় তফসিলে ৫ম কলামে
ঘ) ৩য় তফসিলে ৫ম কলামে
উত্তর: ২য় তফসিলে ৫ম কলামে
প্রশ্ন: ১০। ‘X’ ১০০ মন চাল ‘Y’ এর নিকট বিক্রয় করার চুক্তি করে। কোন কারণ ব্যতিরেকেই উক্ত চাল ‘Y’ কে সরবরাহ করা হয় নাই। ‘Y’ এর প্রতিকার কি?
ক) Y শুধুমাত্র চুক্তির ক্রয়মূল্য ফেরত পাবে
খ) Y ক্ষতিপূরন পাবে না
গ) কোনটিই নয়
ঘ) Y ক্ষতিপূরণ লাভ করতে পারবে
উত্তর: Y ক্ষতিপূরণ লাভ করতে পারবে
প্রশ্ন: ১১। দেওয়ানী কার্যবিধির কোন ধারায় Res -Judicata এর নীতি বর্ণিত আছে?
ক) ১৪ ধারায়
খ) ১১ ধারায়
গ) ১০ ধারায়
ঘ) ১২ ধারায়
উত্তর: ১১ ধারায়
প্রশ্ন: ১২। নিম্নের কোনটি অপরাধ হিসাবে গণ্য হবে না?
ক) অপরাধমূলক ষড়যন্ত্র করা
খ) কোনটিই নয়
গ) আত্মরক্ষার অধিকার প্রয়োগকৃত কর্ম
ঘ) অপরাধ সংঘটনের পরিকল্পনা করা
উত্তর: আত্মরক্ষার অধিকার প্রয়োগকৃত কর্ম
প্রশ্ন: ১৩। আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণ কখন শুরু হয়?
ক) অভিযোগ গঠনের সময়
খ) চার্জশিট দাখিলের পরে
গ) অভিযোগ গঠনের আগে
ঘ) অভিযোগ গঠনের পরে
উত্তর: অভিযোগ গঠনের পরে
প্রশ্ন: ১৪। কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা ( Dying Declaration) তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য?
ক) মৃত্যুর কারণ
খ) পরিচয়
গ) বিবাহ
ঘ) সম্পত্তিদান
উত্তর: মৃত্যুর কারণ
প্রশ্ন: ১৫। কোন অপরাধ জামিনযোগ্য না জামিন অযোগ্য তা ফৌজদারী কার্যবিধির কোথায় বলা আছে?
ক) চতুর্থ সিডিউলে
খ) দ্বিতীয় সিডিউলে
গ) প্রথম সিডিউলে
ঘ) প্রথম সিডিউলে
উত্তর: দ্বিতীয় সিডিউলে
প্রশ্ন: ১৬। সাক্ষী উপস্থিতকারী পক্ষ সাক্ষীকে প্রশ্ন করলে তাকে বলা হয়?
ক) জবানবন্দি
খ) সবকয়টি
গ) পুনঃজবানবন্দি
ঘ) জেরা
উত্তর: জবানবন্দি
প্রশ্ন: ১৭। একজন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেের দন্ডাদেশের বিরুদ্ধে আপীল হবে-
ক) দায়রা জজ আদালতে
খ) হাইকোর্ট বিভাগে
গ) বিভাগীয় জজ আদালতে
ঘ) জেলা জজ আদালতে
উত্তর: দায়রা জজ আদালতে
প্রশ্ন: ১৮। তামাদি আইনে আইনগত অপারগতা শেষ হওয়ার তিন বছর পর সুনিদির্ষ্ট কার্যসম্পাদন মামলা দায়ের করলে উক্ত মামলার ফলাফল কি হইবে?
ক) আরজি খারিজ
খ) বিচারার্থে মামলা গ্রহণ
গ) মামলা খারিজ
ঘ) সবগুলো
উত্তর: মামলা খারিজ
প্রশ্ন: ১৯। একজন এডভোকেট অন্য কোন পেশায় সক্রিয়ভাবে জড়িত হবেন না কিংবা বেতনভুক্ত কর্মচারী হিসাবে কাজ করিবেন না ইহা অধ্যায়-৪ এর কোন বিধির বিধান?
ক) ৮ বিধি
খ) ৭ বিধি
গ) ৬ বিধি
ঘ) ৫ বিধি
উত্তর: ৮ বিধি
প্রশ্ন: ২০। তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোনো বিধান না থাকলে তখন মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
ক) ৩ বছর
খ) ৬ বছর
গ) ২ বছর
ঘ) ১ বছর
উত্তর: ৬ বছর
প্রশ্ন: ২১। হাইকোর্ট বিভাগ নিম্নলিখিত কোন ব্যক্তির মৃত্যুদন্ড স্থগিতকরনের আদেশ দিতে পারেন?
ক) স্ত্রীলোকের
খ) সবকটি
গ) ৮০ বছরের উপরের কোন ব্যক্তির
ঘ) গর্ভবতী স্ত্রীলোকের
উত্তর: গর্ভবতী স্ত্রীলোকের
প্রশ্ন: ২২। রফিক একটি কুঠার নিয়ে কাজ করছে, কুঠারটির মাথা উঠে যায় এবং কাছে দন্ডায়মান আব্দুর রহিমকে নিহিত করে। এই ক্ষেত্রে রফিকের অপরাধ হবে-
ক) খুন
খ) ভুলবশত খুন
গ) কোন অপরাধ হবে না
ঘ) নর হত্যা
উত্তর: কোন অপরাধ হবে না
প্রশ্ন: ২৩। বৈধ প্রতিনিধির সংজ্ঞা দেওয়ানী কার্যবিধির কোন ধারায়?
ক) ২(৯) ধারায়
খ) ২(১১) ধারায়
গ) ২(১২) ধারায়
ঘ) ২(৮) ধারায়
উত্তর: ২(১১) ধারায়
প্রশ্ন: ২৪। কোনটি আদেশ বলে গণ্য-
ক) কোনটিই নয়
খ) আরজি খারিজ
গ) ১৪৪ ধারার আবেদন মন্জুরের আদেশ
ঘ) দেওয়ানী আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা ডিক্রি নয়
উত্তর: দেওয়ানী আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা ডিক্রি নয়
প্রশ্ন: ২৫। আইনগত অপারগতা অবসান হওয়ার পর, সর্বোচ্চ কত বছরের মধ্যে মামলা দায়ের করা যাবে?
ক) ৫ বছর
খ) ১২ বছর
গ) ২ বছর
ঘ) ৩ বছর
উত্তর: ৩ বছর