Audio Test-68
প্রশ্ন: ১। নিম্নের কোন বার এসোসিয়েশন লোকাল বার এসোসিয়েশন বলিয়া গণ্য হইবে না?
ক) ঢাকা বার এসোসিয়েশন
খ) রাজশাহী বার এসেসিয়েশন
গ) সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশন
ঘ) ঢাকা মেট্রোপলিটন বার এসোসিয়েশন
উত্তর: সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশন
প্রশ্ন: ২। নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানী আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা ( Discretionary Power) প্রয়োগ করতে পারে না?
ক) ঘোষণামূলক মোকদ্দমামোকদ্দমা
খ) স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা
গ) দলিল সংশোধনের মোকদ্দমা
ঘ) অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা
উত্তর: অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা
প্রশ্ন: ৩। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় মামলার কার্যক্রম স্থগিত বা মূলতবী করিবার ক্ষমতা আদালতকে প্রদান করেছে?
ক) ৩৪৭ ধারা
খ) ৩৪৪ ধারা
গ) ৩৪২ ধারা
ঘ) ৩৪৫ ধারা
উত্তর: ৩৪৪ ধারা
প্রশ্ন: ৪। ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকিলে একজন এডভোকেট কোন সনদ প্রার্থীকে শিক্ষানবীশ (Pupil) হিসাবে গ্রহণ করতে পারেন?
ক) ১০ বছর
খ) ১২ বছর
গ) ৫ বছর
ঘ) ৮ বছর
উত্তর: ১০ বছর
প্রশ্ন: ৫। পেনাল কোড এর ৩৭৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ কে আপোস করতে পারে?
ক) আসামি
খ) পি.পি
গ) ম্যাজিস্ট্রেট
ঘ) চুরি হওয়া সম্পত্তির মালিক
উত্তর: চুরি হওয়া সম্পত্তির মালিক
প্রশ্ন: ৬। অশ্লীল বই বিক্রয়ের শাস্তির বিধানটি কত ধারায়?
ক) ২৯৪ ধারায়
খ) ২৮৬ ধারায়
গ) ২৯১ ধারায়
ঘ) ২৯২ ধারায়
উত্তর: ২৯২ ধারায়
প্রশ্ন: ৭। একজন দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য সমর্থিত হবে, ইহা সাক্ষ্য আইনের কোন ধারার বিধান-
ক) ১৩৫ ধারা
খ) ১১৪ ধারা
গ) ১৩৩ ধারা
ঘ) ১১০ ধারা
উত্তর: ১৩৩ ধারা
প্রশ্ন: ৮। একজন শৈল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন ‘আপনি আর বাঁচবেন না’ এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়। এই ক্ষেত্রে শৈল্য চিকিৎসক কি ধরণের অপরাধ করেছেন?
ক) খুন
খ) নর হত্যা
গ) হত্যা প্রচেষ্টা
ঘ) কোন অপরাধ করেননি
উত্তর: কোন অপরাধ করেননি
প্রশ্ন: ৯। মৃত্যুদন্ডাদেশ ব্যতীত অন্যান্য আদেশের বিরুদ্ধে হাইকোর্ট আপীল করতে হয় কত দিনে?
ক) ৩০ দিন
খ) ৮০ দিন
গ) ৬০ দিন
ঘ) ৭ দিন
উত্তর: ৬০ দিন
প্রশ্ন: ১০। দন্ডবিধি অনুুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে?
ক) আঘাত
খ) রাতের বেলায় ঘর ভেঙ্গে প্রবেশ
গ) রাষ্ট্রদ্রোহিতা
ঘ) সবগুলি
উত্তর: রাতের বেলায় ঘর ভেঙ্গে প্রবেশ
প্রশ্ন: ১১। সাক্ষ্য আইনের কত ধারা অনুুযায়ী Motive প্রাসঙ্গিক হবে?
ক) ৮ ধারা
খ) ৬ ধারা
গ) ৭ ধারা
ঘ) ৫ ধারা
উত্তর: ৮ ধারা
প্রশ্ন: ১২। খুনের চেষ্টার শাস্তি দন্ডবিধির কত ধারায়?
ক) ৩০৭ ধারায়
খ) ৩০৯ ধারায়
গ) ৩০৪ ধারায়
ঘ) ৩১০ ধারায়
উত্তর: ৩০৭ ধারায়
প্রশ্ন: ১৩। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের রাষ্টদ্রোহিতা ব্যতীত অন্য সকল অপরাধের দন্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপীল করতে হবে?
ক) হাইকোর্ট বিভাগ
খ) কোনটিই নয়
গ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
ঘ) দায়রা আদালতে
উত্তর: দায়রা আদালতে
প্রশ্ন: ১৪। কোন কাজটি বাংলাদেশ বার কাউন্সিলের আওতাভুক্ত নয়?
ক) পেশাগত অসাদাচারণ
খ) আইনগত সহায়তা
গ) আইন শিক্ষার উন্নয়ন
ঘ) সনদ প্রদান
উত্তর: আইনগত সহায়তা
প্রশ্ন: ১৫। তামাদি আইনের কোন অনুচ্ছেদে স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের নালিশ দায়েরের মেয়াদ উল্লেখ আছে?
ক) ১১২ অনুচ্ছেদে
খ) ১১৪ অনুচ্ছেদে
গ) ১৪২ অনুচ্ছেদে
ঘ) ১৪৫ অনুচ্ছেদে
উত্তর: ১৪২ অনুচ্ছেদে
প্রশ্ন: ১৬। সেচ্ছাকৃতভাবে মারত্মক অস্ত্র দিয়ে আঘাত করলে শাস্তি কি?
ক) ৫ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড
খ) ২ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড
গ) কোনটিই নয়
ঘ) ৩ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড
উত্তর: ৩ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড
প্রশ্ন: ১৭। অভিযোগ মিথ্যা ও তুচ্ছ বা বিরক্তিকর প্রমাণিত হওয়ায় ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরনের আদেশ প্রদান করেন তা অমান্য করলে শাস্তি কি?
ক) ৬০ দিনের বিনাশ্রম কারাদন্ড
খ) ২০ দিনের সশ্রম কারাদন্ড
গ) ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড
ঘ) ৩০ দিনের সশ্রম কারাদন্ড
উত্তর: ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড
প্রশ্ন: ১৮। নিম্নের কোন চুক্তি সুনিদির্ষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যায়?
ক) যে চুক্তি পালন না হলে সাধিত ক্ষতি অর্থ দ্বারা পূরণ যোগ্য
খ) *যখন কোন স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করা হয়
গ) যখন ট্রাস্টি কোন সংশ্লিষ্ট ট্রাস্টের পরিপন্থি চুক্তি করে
ঘ) যে চুক্তি বাতিল যোগ্য প্রকৃতির
উত্তর:
প্রশ্ন: ১৯। কোন দলিলটি পাবলিক দলিল?
ক) মামলার আরজী
খ) প্রকাশিত কবিতা
গ) প্রকাশিত পত্র
ঘ) উইল
উত্তর: মামলার আরজী
প্রশ্ন: ২০। ‘ক’ ১০০ মন গম ‘খ’ এর নিকট বিক্রয় করার চুক্তি করে। কোন কারণ ব্যতিরেকেই উক্ত গম ‘খ’ কে সরবরাহ করা হয় নাই। ‘খ’ এর প্রতিকার কি?
ক) খ সুনিদির্ষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারবে
খ) খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে
গ) খ ক্ষতিপূরণ পাবে না
ঘ) খ শুধুমাত্র চুক্তির ক্রয়মূল্য ফেরত পাবে
উত্তর: খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে
প্রশ্ন: ২১। যখন এখতিয়ারসম্পন্ন একাধিক আদালত বিভিন্ন আপীল আদালতের আওতাধীন হয়, তখন ২২ ধারা অনুুযায়ী কোন আদালতে মামলা করতে হবে?
ক) সুপ্রীম কোর্ট
খ) হাইকোর্ট বিভাগে
গ) আপীল বিভাগে
ঘ) কোনটিই নয়
উত্তর: হাইকোর্ট বিভাগে
প্রশ্ন: ২২। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় তফসিল সম্পর্কে বলা হয়েছে?
ক) ৭ ধারা
খ) ৪ ধারা
গ) ৬ ধারা
ঘ) ২ ধারা
উত্তর: ২ ধারা
প্রশ্ন: ২৩। দন্ডবিধির কত ধারায় ঠগ এর সংজ্ঞা দেওয়া আছে?
ক) ৩১০ ধারায়
খ) ৩১১ ধারায়
গ) ৩০৯ ধারায়
ঘ) ৩০৭ ধারায়
উত্তর: ৩১০ ধারায়
প্রশ্ন: ২৪। সাক্ষ্য আইন অনুসারে ৩০ বছরের পুরোনো একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুুকে আদালত সঠিক মনে করবে,যদি দলিলটি- [B.C.Exam-2012]
ক) সঠিক ব্যক্তির দখল থেকে আসে
খ) গণস্বার্থ সংশ্লিষ্ট হয়
গ) স্ট্যাম্পযুক্ত হয়
ঘ) রেজিষ্ট্রিকৃত হয়
উত্তর: সঠিক ব্যক্তির দখল থেকে আসে
প্রশ্ন: ২৫। যখন উপস্থিত সব বিষয় বিবেচনা করে আদালত বিশ্বাস করেন কোন ঘটনার অস্বিত্ব নেই, তখন সেই ঘটনা হয় সাক্ষ্য আইন অনুযায়ী-
ক) প্রমাণিত
খ) মিথ্যা প্রমানিত
গ) প্রমাণিত নয়
ঘ) কোনটি না
উত্তর: মিথ্যা প্রমানিত