Audio Test-72
প্রশ্ন: ১। দন্ডবিধির কোন ধারায় রাষ্ট্রদ্রোহিতা একটি অপরাধ?
ক) ১২৫ ধারা
খ) ১২৪ক ধারা
গ) ১২৪ ধারা
ঘ) ১২১ক ধারা
উত্তর: ১২৪ক ধারা
প্রশ্ন: ২। কোন সৈন্য বা নাবিক বা বৈমানিকের মাধ্যমে বিদ্রোহ অনুষ্ঠানে সাহায্য বা প্ররোচনা দিলে সর্বোচ্চ শাস্তি কি?
ক) ১০ বছর কারাদন্ড
খ) মৃত্যুদন্ড
গ) ১৪ বছর কারাদন্ড
ঘ) যাবজ্জীবন কারাদন্ড
উত্তর: যাবজ্জীবন কারাদন্ড
প্রশ্ন: ৩। অপরাধের সহায়তা এর জন্য কয়টি উপাদন থাকবে?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৭টি
ঘ) ৩টি
উত্তর: ৩টি
প্রশ্ন: ৪। মিথ্যা সাক্ষ্য কতভাবে দেওয়া যায়?
ক) ৪ ভাবে
খ) ৫ ভাবে
গ) ৩ ভাবে
ঘ) ২ ভাবে
উত্তর: ২ ভাবে
প্রশ্ন: ৫। ব্যায়িত সময়কাল আপীল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে। ইহার কারণ কি?
ক) রায়ের নকল সংগ্রহ
খ) আইনজীবী নিয়োগ
গ) অসুস্থতা
ঘ) কোনটিই নয়
উত্তর: রায়ের নকল সংগ্রহ
প্রশ্ন: ৬। দেওয়ানী কার্যবিধির ৯ ধারায় নিম্নের কোন বিষয় সম্পর্কে বলা হইয়াছে?
ক) একই বিষয়ে দুই আদালতে বিচার চলিতে পারে না সে সম্পর্কে
খ) দেওয়ানী মামলা বিচার বিষয়ে দেওয়ানী আদালতগুলিকে সাধারন এখতিয়ার প্রদান সম্পর্কে
গ) দেওয়ানী মামলা কোন দেওয়ানী আদালত বিচার করবে সে সম্পর্কে
ঘ) কোনটিই নয়
উত্তর: দেওয়ানী মামলা বিচার বিষয়ে দেওয়ানী আদালতগুলিকে সাধারন এখতিয়ার প্রদান সম্পর্কে
প্রশ্ন: ৭। এডভোকেট সনদের জন্য আবেদনকারী Pupilage Diary তে অন্তত কয়টি দেওয়ানী মামলার নোট থাকিতে হইবে-
ক) ৫টি
খ) ১০টি
গ) ১২টি
ঘ) ৬টি
উত্তর: ৫টি
প্রশ্ন: ৮। বেআইনী সমাবেশের সদস্য হলে সর্বোচ্চ শাস্তি কি?
ক) ৪ মাস কারাদন্ড
খ) ৩ মাস কারাদন্ড
গ) ৬ মাস কারাদন্ড
ঘ) ১২ মাস কারাদন্ড
উত্তর: ৬ মাস কারাদন্ড
প্রশ্ন: ৯। দেওয়ানী আদালত কয় প্রকার?
ক) ৬ প্রকার
খ) ২ প্রকার
গ) ৫ প্রকার
ঘ) ৩ প্রকার
উত্তর: ৫ প্রকার
প্রশ্ন: ১০। Complaint Register Case এর ক্ষেত্রে খালাস আদেশের বিরুদ্ধে আপীল করতে পারে?
ক) Public Prosecutor
খ) অভিযোগকারী
গ) পুলিশ
ঘ) এফআইআর দায়েরকারী
উত্তর: অভিযোগকারী
প্রশ্ন: ১১। Confession স্বাক্ষ্য হিসাবে কার বিরুদ্ধে ব্যবহার করা যায়?
ক) পুলিশের নিকট দোষ স্বীকারকারী ব্যক্তির বিরুদ্ধে
খ) সবগুলো
গ) যে কোন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে
ঘ) দোষ স্বীকারকারী ব্যক্তির বিরুদ্ধে
উত্তর: দোষ স্বীকারকারী ব্যক্তির বিরুদ্ধে
প্রশ্ন: ১২। ১৪৪ ধারা অনুুযায়ী মারাত্মক অস্ত্রের সজ্জিত হয়ে বেআইনী সমাবেশে যোগদান করলে কত বছর কারাদন্ড হতে পারে?
ক) ৩ বছর কারাদন্ড
খ) ৫ বছর কারাদন্ড
গ) ৬ মাস কারাদন্ড
ঘ) ২ বছর কারাদন্ড
উত্তর: ২ বছর কারাদন্ড
প্রশ্ন: ১৩। হাইকোর্ট বিভাগ মৃত্যুদন্ডাদেশ বহাল বা বাতিল করতে পারে কত ধারানুসারে-
ক) ৩৭৩ ধারা
খ) ৩৭৫ ধারা
গ) ৩৭২ ধারায়
ঘ) ৩৭৬ ধারা
উত্তর: ৩৭৬ ধারা
প্রশ্ন: ১৪। ম্যাজিস্ট্রেট আসামীকে অব্যহতি দিলে কি করবেন?
ক) রিভিশন
খ) রেফারেন্স
গ) রিভিও
ঘ) আপীল
উত্তর: রিভিশন
প্রশ্ন: ১৫। Confession কখন গ্রহণযোগ্য নয়?
ক) প্রদত্ত স্বীকারোক্তি ভয়, ভীতির মাধ্যমে প্রদত্ব স্বীকারোক্তি
খ) পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি
গ) ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ব স্বীকারোক্তি
ঘ) পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি ও ভয় ভীতির মাধ্যমে প্রদত্ব স্বীকারোক্তি
উত্তর: পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি ও ভয় ভীতির মাধ্যমে প্রদত্ব স্বীকারোক্তি
প্রশ্ন: ১৬। আদালতে মামলা একটি পক্ষ নিজের স্বাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিত পূর্ণ প্রশ্ন (Leading question) করিতে পারে?
ক) তর্কিত বিষয়ে
খ) স্বীকৃতি বিষয়ে
গ) বিশেষজ্ঞ মতামত বিষয়ে
ঘ) যে কোন বিষয়ে
উত্তর: স্বীকৃতি বিষয়ে
প্রশ্ন: ১৭। এফিডেভিট দ্বারা সাক্ষীর কোন বিষয়টি গ্রহণীয়-
ক) জেরা
খ) জবানবন্দি
গ) পূনঃজেরা
ঘ) কোনটিই নয়
উত্তর: জবানবন্দি
প্রশ্ন: ১৮। দেওয়ানী কার্যবিধির রেশ- জুডিকাটা নীতির প্রতিফলন ফৌজদারী কার্যবিধির কত ধারায়?
ক) ৪০৪ ধারায়
খ) ৪০৬ ধারায়
গ) ৪০২ ধারায়
ঘ) ৪০৩ ধারায়
উত্তর: ৪০৩ ধারায়
প্রশ্ন: ১৯। দেওয়ানী কার্যবিধির কোন ধারা সুপ্রিম কোর্টকে বিধি প্রণয়নের ক্ষমতা দিয়েছে?
ক) ১২২ ধারা
খ) ১২৪ ধারা
গ) ১২০ ধারা
ঘ) ১২৫ ধারা
উত্তর: ১২২ ধারা
প্রশ্ন: ২০। বেআইনী সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হলে তা হবে-
ক) মারামারি
খ) সবগুলি
গ) দাঙ্গা
ঘ) অবৈধ শক্তি প্রয়োগ
উত্তর: দাঙ্গা
প্রশ্ন: ২১। দেওয়ানী কার্যবিধিতে আদেশ এর সংজ্ঞা কত ধারায়?
ক) ২(১৪) ধারায়
খ) ২(৮) ধারায়
গ) ২(৯) ধারায়
ঘ) ২(১২) ধারায়
উত্তর: ২(১৪) ধারায়
প্রশ্ন: ২২। G.R মামলার ক্ষেত্রে খালাস আদেশের বিরুদ্ধে কে আপীল করতে পারে?
ক) যে কোন একজন
খ) অভিযোগকারী
গ) Public Prosecutor
ঘ) পুলিশ
উত্তর: Public Prosecutor
প্রশ্ন: ২৩। দেওয়ানী কার্যবিধির কত ধারায় দেওয়ানী মামলা বিষয়ে দেওয়ানী আদালতগুলিকে সাধারন এখতিয়ার দেওয়া হয়েছে?
ক) ২ ধারা
খ) ১৫১ ধারা
গ) ৯ ধারা
ঘ) ১০ ধারা
উত্তর: ৯ ধারা
প্রশ্ন: ২৪। যে সকল ঘটনা বা বিষয় বিচার্য বিষয়ের উপলক্ষ্য, কারন বা ফলাফল সেগুলি সাক্ষ্য আইনের কোন ধারা অনুসারে প্রাসঙ্গিক?
ক) ৭ ধারা
খ) ১২ ধারা
গ) ৫ ধারা
ঘ) ১৩ ধারা
উত্তর: ৭ ধারা
প্রশ্ন: ২৫। সরকারি সম্পত্তি ছাড়া অন্য কোনো স্থাবর সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত সম্পত্তি একনাগাড়ে কত বছের ধরে ভোগ দখল করতে হবে?
ক) ২০ বছর
খ) ৪০ বছর
গ) ২৫ বছর
ঘ) ৬০ বছর
উত্তর: ২০ বছর