Audio Test-75
প্রশ্ন: ১। নালিশ মামলা খারিজ হলে কি করতে হবে?
ক) আপীল
খ) রিভিউ
গ) সবগুলো
ঘ) রিভিশন
উত্তর: রিভিশন
প্রশ্ন: ২। কোন কোন ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা করা হয়?
ক) কোনটিই নয়
খ) দেওয়ানী মূল মোকদ্দমার ক্ষেত্রে
গ) আপিল দায়েরের ক্ষেত্রে
ঘ) দেওয়ানী মূল মোকদ্দমার ক্ষেত্রে ও আপিল দায়েরের ক্ষেত্রে
উত্তর: দেওয়ানী মূল মোকদ্দমার ক্ষেত্রে ও আপিল দায়েরের ক্ষেত্রে
প্রশ্ন: ৩। ঘোষণামূলক মামলায় কত টাকার কোর্ট ফি দিতে হয়?
ক) ৫০০ টাকা
খ) ২০০ টাকা
গ) ৩০০ টাকা
ঘ) ১০০ টাকা
উত্তর: ৩০০ টাকা
প্রশ্ন: ৫। আসামী খালাসের সুপারিশ করে যে প্রতিবেদন দেয়া হয় তাকে কি বলে?
ক) চার্জশিট
খ) ফাইনাল রিপোর্ট
গ) পুলিশ রিপোর্ট
ঘ) তদন্ত রিপোর্ট
উত্তর: ফাইনাল রিপোর্ট
প্রশ্ন: ৫। আসামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে যে প্রতিবেদন দেয়া হয় তাকে কি বলে?
ক) তদন্ত রিপোর্ট
খ) পুলিশ রিপোর্ট
গ) চার্জশীট
ঘ) ফাইনাল রিপোর্ট
উত্তর: চার্জশীট
প্রশ্ন: ৬। প্রতিপক্ষ্য কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর জন্য একই বিষয় এবং পক্ষদ্বয়ের মধ্যে পরবর্তী যে কোন বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে, যখন উক্ত সাক্ষী হন-
ক) জীবিত ব্যক্তি
খ) মৃত ব্যক্তি
গ) সেনাবাহিনীর সদস্য
ঘ) সরকারী কর্মচারী
উত্তর: ত ব্যক্তি
প্রশ্ন: ৭। কোন আপীল, আপীলের অনুমতি দরখাস্ত অথবা রায় পুনরীক্ষণের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে-
ক) নকল গ্রহণ করতে যে সময় আবশ্যক হবে
খ) যেইদিন উক্ত রায় ঘোষণা করা হয়েছে সেদিনটি এবং নকল গ্রহণ করতে যে সময় ব্যয় হবে
গ) যেইদিন উক্ত রায় ঘোষণা করা হয়েছে সেইদিনটি
ঘ) কোনটিই নয়
উত্তর: যেইদিন উক্ত রায় ঘোষণা করা হয়েছে সেদিনটি এবং নকল গ্রহণ করতে যে সময় ব্যয় হবে
প্রশ্ন: ৮। নিম্নের কোনটি গৌণ সাক্ষ্য নহে?
ক) মূল দলিলে প্রতিলিপি
খ) দলিল দেখেছেন এমন ব্যক্তি কর্তৃক উক্ত দলিল সম্পর্কিত মৌখিক সাক্ষ্য
গ) সাব-রেজিষ্টার কর্তৃক স্বাক্ষরিত বিক্রয় দলিলের অবিকল নকল
ঘ) মূল দলিলের সার্টিফাইড কপি
উত্তর: সাব-রেজিষ্টার কর্তৃক স্বাক্ষরিত বিক্রয় দলিলের অবিকল নকল
প্রশ্ন: ৯। ডাইং ডিক্লারেশন কি ধরনের ঘোষণা?
ক) মৃত্যুকালে মৃত্যুর কারণ সম্বলিত বিবৃতি
খ) মৃত ব্যক্তির সম্পদের ব্যবস্থাপণা সংক্রান্ত বিবৃতি
গ) মৃত্যুকালে প্রদত্ত ঘোষণা
ঘ) মৃত ব্যক্তির ওসিয়ত
উত্তর: মৃত্যুকালে মৃত্যুর কারণ সম্বলিত বিবৃতি
প্রশ্ন: ১০। এডভোকেট এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান-
ক) বার কাউন্সিলের চেয়ারম্যান
খ) হাইকোর্ট বিভাগের বিচারক
গ) অ্যাটর্নী জেনারেল
ঘ) আপীল বিভাগের বিচারক
উত্তর: আপীল বিভাগের বিচারক
প্রশ্ন: ১১। অসাধু বা অবৈধ উপায়ে সরকারী কর্মচারীকে প্রভাবিত করিবার উদ্দেশ্য পারিতোষিক গ্রহন সম্পর্কে দন্ড বিধির কোন ধারায় দন্ডের কথা বলা হইয়াছে?
ক) ১৬৪ ধারায়
খ) ১৬৩ ধারায়
গ) ১৬৫ক ধারায়
ঘ) ১৬২ ধারায়
উত্তর: ১৬২ ধারায়
প্রশ্ন: ১২। প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদয়ের মধ্যে পরবর্তী যে কোন বিচারিক কার্যক্রমের প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন-
ক) সশস্ত্র বাহিনীর সদস্য
খ) জীবিত ব্যক্তি
গ) মৃত ব্যক্তি
ঘ) সরকারি কর্মচারী
উত্তর: মৃত ব্যক্তি
প্রশ্ন: ১৩। সরকারী কর্মচারী বেআইনী ভাবে ব্যবসায় নিয়োজিত হইলে কারাদন্ডে দন্ডিত হবে ইহা দন্ডবিধির কোন ধারায় বলা হয়েছে?
ক) ১৬৪ ধারায়
খ) ১৬৮ ধারায়
গ) ১৬৫ ধারায়
ঘ) ১৬৭ ধারায়
উত্তর: ১৬৮ ধারায়
প্রশ্ন: ১৪। সরকারী কর্মচারী নয় জেনেও সরকারী কর্মচারীর ছদ্মবেশে কোন কাজ করলে বা করার চেষ্টা করলে তা দন্ডবিধির কত ধারামতে দন্ডনীয় অপরাধ হবে?
ক) ১৭১ ধারা
খ) ১৭১ ক ধারা
গ) ১৬৯ ধারা
ঘ) ১৭০ ধারা
উত্তর: ১৭০ ধারা
প্রশ্ন: ১৫। নিম্নের কোন ব্যক্তি বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য হওয়ার যোগ্য নহেন-
ক) এটর্নী যেনারেল
খ) পাবলিক প্রসিকিউটার
গ) ৪ বছরের কম আইন পেশায় নিয়েজিত
ঘ) সরকারী উকিল
উত্তর: এটর্নী যেনারেল
প্রশ্ন: ১৬। আক্রমণের অপরিহার্য উপাদান কোনটি?
ক) অঙ্গভঙ্গি
খ) মুখের ধমক
গ) কোনটিই নয়
ঘ) অস্ত্রের ব্যবহার
উত্তর: অঙ্গভঙ্গি
প্রশ্ন: ১৭। আরজি খারিজ হলে কী করতে হবে?
ক) সবগুলি
খ) আপীল
গ) রিভিউ
ঘ) রিভিশন
উত্তর: আপীল
প্রশ্ন: ১৮। নিম্নের কোন আদালতগুলি আদি এখতিয়ার সম্পন্ন আদালত?
ক) সহকারী জজ আদালত
খ) সবকয়টি আদালত
গ) সিনিয়র সহকারী জজ
ঘ) যুগ্ন জেলা জজ
উত্তর: সবকয়টি আদালত
প্রশ্ন: ১৯। অবিরাম চুক্তি ভঙ্গের বিষয়ে তামাদির বিধান কোন ধারায়?
ক) ১৯ ধারা
খ) ২০ ধারা
গ) ২৩ ধারা
ঘ) ১৭ ধারা
উত্তর: ২৩ ধারা
প্রশ্ন: ২০। অপর্যাপ্ত দন্ডের বিরুদ্ধে কোথায় আপীল করা যায়?
ক) দায়রা আদালতে
খ) আপীল করা যাবে না
গ) অতিরিক্ত দায়রা জজ আদালতে
ঘ) হাইকোর্টে
উত্তর: হাইকোর্টে
প্রশ্ন: ২১। নিম্নের কোন কারণে বার কাউন্সিলের একজন সদস্য তাহার সদস্যপদ হারাইবেন?
ক) ৩ মাসের মধ্যে তিন মিটিংয়ে অনুপস্থত থাকিলে
খ) মন্ত্রী হিসাবে শপথ লইলে
গ) কোনটিই নয়
ঘ) সুপ্রীমকোর্টের বিচারপতি হিসাবে শপথ নিলে
উত্তর: সুপ্রীমকোর্টের বিচারপতি হিসাবে শপথ নিলে
প্রশ্ন: ২২। দন্ডবিধিতে কত বছরের অপরিণত বোধ শক্তিসম্পন্ন শিশুর কাজ অপরাধ নয়?
ক) ১৫ থেকে ১৮ বছর
খ) ৯ থেকে ১২ বছর
গ) ৮ থেকে ১১ বছর
ঘ) ১৮ থেকে ২১ বছর
উত্তর: ৯ থেকে ১২ বছর
প্রশ্ন: ২৩। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় দলিল বাতিলের বিধান আছে?
ক) ৫০ ধারায়
খ) ১৫ ধারায়
গ) ৩৫ ধারায়
ঘ) ৩৯ ধারায়
উত্তর: ৩৯ ধারায়
প্রশ্ন: ২৪। কোন ধারা মতে Complint এর জবানবন্দি নেয়া হবে?
ক) ২০০ ধারা মতে
খ) ২০৩ ধারা মতে
গ) ২০২ ধারা মতে
২০৪ ধারা মতে
উত্তর: ২০০ ধারা মতে
প্রশ্ন: ২৫। আদালত কখন চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠন করতে পারেন?
ক) তদন্তের পরে
খ) রায় দেওয়ার পূর্বে যে কোন সময়ে
গ) রায় দেওয়ার পর
ঘ) চার্জ গঠনের পর
উত্তর: রায় দেওয়ার পূর্বে যে কোন সময়ে