প্রশ্ন: ১। কাকে দেওয়ানী কারাদন্ড দেওয়া হয় না?
ক) বৃদ্ধ
খ) পুরুষ
গ) মহিলা
ঘ) কিশোর
উত্তর: মহিলা
প্রশ্ন: ২। দেওয়ানী আদালতে মূল মোকদ্দমা দায়েরের এখতিয়ার আছে?
ক) আপীল আদালতে
খ) জেলা জজ আদালতে ও আপিল আদালতে
গ) আদি এখতিয়ার সম্পন্ন আদালতে
ঘ) জেলা জজ আদালতে
উত্তর: আদি এখতিয়ার সম্পন্ন আদালতে
প্রশ্ন: ৩। বিক্রয়যোগ্য জমি দু’টি সাব রেজিস্ট্রী এলাকাধীন হলে, কোন সাব-রেজিস্ট্রী অফিসে বিক্রয় দলিল রেজিস্ট্রী করতে হবে?
ক) দলিল দাতার বাড়ী যে এলাকা সে এলাকার অফিসে
খ) যে কোন একটিতে
গ) উভয় পক্ষের সম্মত অফিসে
ঘ) যে এলাকায় বিক্রির জমির পরিমাণ বেশি
উত্তর: যে এলাকায় বিক্রির জমির পরিমাণ বেশি
প্রশ্ন: ৪। যে দলিল দ্বারা কোন ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা বা বিলুপ্ত হয় তাকে কি বলা হয়?
ক) দলিল
খ) কোনটিই নয়
গ) মূল্যবান জামানত
ঘ) চুক্তিপত্র
উত্তর: মূল্যবান জামানত
প্রশ্ন: ৫। যে কোন ম্যাজিস্ট্রেট আদালতের খালাস আদেশের বিরুদ্ধে আপীল হবে-
ক) সবকটি
খ) আপীল বিভাগে
গ) হাইকোর্ট বিভাগ
ঘ) দায়রা জজ কোর্ট
উত্তর: দায়রা জজ কোর্ট
প্রশ্ন: ৬। নিম্নের কোন মোকদ্দমাটি দেওয়ানী প্রকৃতির না?
ক) সম্পত্তির স্বত্ত্ব সংক্রান্ত মোকদ্দমা
খ) পদের অধিকার সংক্রান্ত মোকদ্দমা
গ) কোনটিই নয়
ঘ) রাজনৈতিক অধিকার বিষয়ক মোকদ্দমা
উত্তর: রাজনৈতিক অধিকার বিষয়ক মোকদ্দমা
প্রশ্ন: ৭। আদি এখতিয়ার সম্পন্ন আদালত বলতে আমরা বুঝি-
ক) যে দেওয়ানী আদালতে মুল মামলা দায়ের করা যায়
খ) যে দেওয়ানী আদালতে রিভিশন দায়ের করা যায়
গ) যে দেওয়ানী আদালতে আপীল দায়ের করা যায়
ঘ) হাইকোর্ট বিভাগ
উত্তর: যে দেওয়ানী আদালতে মুল মামলা দায়ের করা যায়
প্রশ্ন: ৮। কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য?
ক) পরিচয়
খ) সম্পত্তি দান
গ) সবগুলো
ঘ) মৃত্যুর কারণ
উত্তর: মৃত্যুর কারণ
প্রশ্ন: ৯। দন্ডবিধির কত ধারায় সরকারী কর্মচারী কর্তৃক ঘুষ বা পরিতোষিক গ্রহন করা দন্ডনীয় অপরাধ?
ক) ১৬১ ধারা
খ) ১৭০ ধারা
গ) ১৬২ ধারা
ঘ) ১৭১ ধারা
উত্তর: ১৬১ ধারা
প্রশ্ন: ১০। নির্জন কারাবাস সর্বোচ্চ কত মাসের বেশি হবে না?
ক) ২ মাস
খ) ৩ মাস
গ) ১ মাস
ঘ) ৭ মাস
উত্তর: ৩ মাস
প্রশ্ন: ১১। ৩ মাস নির্জন কারাদন্ডে দন্ডিত আসামির ক্ষেত্রে মাসে কয়দিন নির্জন কারাবাস প্রদান করতে হবে?
ক) ১৪ দিন
খ) ৫ দিন
গ) ২১ দিন
ঘ) ৭ দিন
উত্তর: ৭ দিন
প্রশ্ন: ১২। কাহারও বিরুদ্ধে জাল দলিল সৃষ্টি হলে তাকে কি ধরনের মোকদ্দমা করার পরামর্শ দিবেন?
ক) ক্ষতিপূরনের মোকদ্দমা করার
খ) দলিল সংশোধনের মোকদ্দমা করার
গ) দলিল বাতিলের মোকদ্দমা করার
ঘ) কোনটিই নয়
উত্তর: দলিল বাতিলের মোকদ্দমা করার
প্রশ্ন: ১৩। দেওয়ানী কার্যবিধির ৩৫ক এর অধীন কোন আদেশ দেয়া হলে তার বিরুদ্ধে কোন ধারায় আপীল করতে হবে?
ক) ১০৭ ধারায়
খ) ৯৬ ধারায়
গ) ১০৫ ধারায়
ঘ) ১০৪ ধারায়
উত্তর: ১০৪ ধারায়
প্রশ্ন: ১৪। যখন প্রয়োজন অপেক্ষা কম মূল্যের স্ট্যামে আরজি লেখা হয় তখন কি হবে?
ক) আরজি খারিজ
খ) সবকটি
গ) আরজি সংশোধন
ঘ) আরজি ফেরত
উত্তর: আরজি খারিজ
প্রশ্ন: ১৫। একজন এডভোকেটকে হাইকোর্ট বিভাগে আইন ব্যবসা করার অনুমতি প্রাপ্তির জন্য অধঃস্তন আদালতে অন্যূন কত বৎসর আইন ব্যবসা করতে হবে?
ক) ২ বৎসর
খ) ৩ বৎসর
গ) ৬ মাস
ঘ) ১ বৎসর
উত্তর: ২ বৎসর
প্রশ্ন: ১৬। আদালত কর্তৃক ডিক্রি পরিবর্তনের কারণে প্রাপ্য সুবিধাকে কী বলে?
ক) রিভিশন
খ) প্রত্যর্পণ
গ) আপীল
ঘ) রেফারেন্স
উত্তর: প্রত্যর্পণ
প্রশ্ন: ১৭। জনসাধারণ বা দশ জনের অধিক ব্যক্তি দ্বারা অপরাধ অনুষ্ঠানে সহায়তাকরণে শাস্তি কি?
ক) ১০ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড
খ) ৩ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড
গ) ৭ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড
ঘ) যাবজ্জীবন কারাদন্ড
উত্তর: ৩ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড
প্রশ্ন: ১৮। প্রাথমিক সাক্ষ্য বলতে বুঝায় এমন দলিল যাহা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে-
ক) আইনজীবীর নিকট
খ) সরকারি কর্মকর্তার নিকট
গ) আদালতের নিকট
ঘ) তদন্তকারী কর্মকর্তার নিকট
উত্তর: আদালতের নিকট
প্রশ্ন: ১৯। আপীল আদালতের ক্ষমতা বিষয়ে কোন ধারায় আলোচনা করা হয়েছে?
ক) ১০৮ ধারা
খ) ১০৬ ধারা
গ) ১০৭ ধারা
ঘ) ১০৫ ধারা
উত্তর: ১০৭ ধারা
প্রশ্ন: ২০। একজন ব্যক্তির অন্য সকল যোগ্যতা থাকা সত্ত্বেও এডভোকেট হিসেবে তালিকা ভুক্তির জন্য তার অন্যূন বয়স হতে হবে-
ক) ২৭ বৎসর
খ) ২৫ বৎসর
গ) ৩০ বৎসর
ঘ) ২১ বৎসর
উত্তর: ২১ বৎসর
প্রশ্ন: ২১। কখন ১২ বছর পরও ডিক্রি জারির আবেদন করা যায়?
ক) আদালত মনে করলে
খ) দেনাদর প্রতারণা বা বলপ্রয়োগ দ্বারা ডিক্রি জারিতে বাধা প্রদান করিলে
গ) আদালত ডিক্রি জারি করতে ক্ষমতাপ্রাপ্ত না হলে
ঘ) আদালত ডিক্রি জারির আবেদন গ্রহণ না করলে
উত্তর: দেনাদর প্রতারণা বা বলপ্রয়োগ দ্বারা ডিক্রি জারিতে বাধা প্রদান করিলে
প্রশ্ন: ২২। নিরোধক প্রতিকার বর্ণিত কত ধারায়?
ক) ৬ ধারায়
খ) ৮ ধারায়
গ) ৫ ধারায়
ঘ) ৭ ধারায়
উত্তর: ৬ ধারায়
প্রশ্ন: ২৩। অসাধু বা অবৈধ উপায়ে সরকারী কর্মচারীকে প্রভাবিত করার উদ্দেশ্যে পারিতোষিক গ্রহন করালে অপরাধে সহায়তা করার জন্য শাস্তি হবে-
ক) ৫ বছর কারাদন্ড
খ) ২ বছর কারাদন্ড
গ) ৭ বছরে কারাদন্ড
ঘ) ৩ বছর কারাদন্ড
উত্তর: ৩ বছর কারাদন্ড
প্রশ্ন: ২৪। ছানী মোকদ্দমা খারিজ হলে কী করবেন?
ক) আপীল
খ) সবগুলি
গ) রিভিউ
ঘ) রিভিশন
উত্তর: আপীল
প্রশ্ন: ২৫। তামাদি আইনের ধারা ১৭ এর ১ এবং ২ উপ ধারা প্রযোজ্য হবে না কোন ধরণের মামলায়?
ক) স্থাবর সম্পত্তি দখল
খ) অগ্রক্রয়ের অধিকার
গ) বংশগত পদ লাভ
ঘ) সবকটি
উত্তর: সবকটি