Audio Test-85
প্রশ্ন: ১। ১৫ বছরের নিচের কোন শিশু মৃত্যুদন্ড অথবা যাবজ্জীবন কারাদন্ড যোগ্য অপরাধ ব্যতিত অন্য কোন অপরাধ, সেই অপরাধের বিচার করতে পারে-
ক) মহানগর ম্যাজিস্ট্রেট
খ) দায়রা জজ
গ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
ঘ) জেলা ম্যাজিস্ট্রেট
উত্তর: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ২। কোন মহাসড়কে রাতের বেলায় দুস্যুতার অপরাধ করলে সর্বোচ্চ কত বছরের কারাদন্ড হতে পারে?
ক) ৭ বছর
খ) ১০ বছর
গ) ১৪ বছর
ঘ) যাবজ্জীবন
উত্তর: ১৪ বছর
প্রশ্ন: ৩। রাজপথে বেপরোয়া ভাবে গাড়ি চালান বা ঘোড়া দৌড়ানোকে দন্ডবিধির কোন ধারায়, অপরাধ বলা হইয়াছে?
ক) ২৮২ ধারায়
খ) ২৮০ ধারায়
গ) ২৮১ ধারায়
ঘ) ২৭৯ ধারায়
উত্তর: ২৭৯ ধারায়
প্রশ্ন: ৪। কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ২৪৮ ধারা অনুসারে Complaint প্রত্যাহত হলে অভিযুক্ত ব্যক্তি –
ক) খালাস পাবে
খ) মুক্তি পাবে
গ) অব্যহতি পাবে
ঘ) ডিসচার্জ হবে
উত্তর: খালাস পাবে
প্রশ্ন: ৫। নিম্নের কোনটি পাবলিক ডকুমেন্ট?
ক) দানপত্র
খ) সবকটি
গ) ডিক্রি
ঘ) বিক্রয় দলিল
উত্তর: ডিক্রি
প্রশ্ন: ৬। তামাদি আইনের বিধানসমূহ ফৌজদারী মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই নিয়মের ব্যতিক্রম হলো-
ক) আপীল দায়েরের ক্ষেত্রে
খ) মূল মামলা দায়েরের এবং আপীল দায়েরের ক্ষেত্রে
গ) মূল মামলা দায়েরের ক্ষেত্রে
ঘ) রিভিউ দায়েরের ক্ষেত্রে
উত্তর: আপীল দায়েরের ক্ষেত্রে
প্রশ্ন: ৭। জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়?
ক) অতিরিক্ত ম্যাজিস্ট্রেটদের মধ্যে হইতে
খ) নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে হতে
গ) মহানগর ম্যাজিস্ট্রেটদের মধ্যে হইতে
ঘ) বিচারিক ম্যাজিস্ট্রেটদের মধ্যে হতে
উত্তর: নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে হতে
প্রশ্ন: ৮। ‘জ’ মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে ‘ঝ’ কে ১ লক্ষ টাকা দিতে বাধ্য করে ‘জ’ নিম্নের কোন অপরাধ করেছে?
ক) দস্যুতা
খ) প্রতারণা
গ) চুরি
ঘ) বলপূর্বক গ্রহণ
উত্তর: বলপূর্বক গ্রহণ
প্রশ্ন: ৯। দেওয়ানী কার্যবিধির ২৪ ধারায় মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা প্রদান করা হইয়াছে-
ক) অতিরিক্ত জেলা জজ আদালত
খ) হাইকোর্ট বিভাগ ও জেলা জজ আদালতকে
গ) জেলা জেজ আদালত
ঘ) হাইকোর্ট বিভাগে
উত্তর: হাইকোর্ট বিভাগ ও জেলা জজ আদালতকে
প্রশ্ন: ১০। কত দিন বিরুদ্ধ দখলে থাকলে প্রকৃত মালিকের মালিকানা স্বত্ব নষ্ট হয়ে যায়?
ক) ১২ বছর
খ) ১৫ মাস
গ) ৬ বছর
ঘ) ২০ বছর
উত্তর: ১২ বছর
প্রশ্ন: ১১। পর্চার শুদ্ধতা সম্পর্কে অনুমান করা যায়-
ক) ৮২ ধারায়
খ) ৮৩ ধারায়
গ) ৭৯ ধারায়
ঘ) ৮৪ ধারায়
উত্তর: ৮৩ ধারায়
প্রশ্ন: ১২। ট্রেডমার্ক আইন সম্পর্কিত মামলা দায়ের করতে হয়-
ক) অতিরিক্ত জেলা জজ আদালতে
খ) জেলা জজ আদালতে
গ) যুগ্ন জেলা জজ আদালতে
ঘ) কোনটিই নয়
উত্তর: জেলা জজ আদালতে
প্রশ্ন: ১৩। সুনিদির্ষ্ট প্রতিকার আইন ১৮৭৭ সর্বশেষ কত সালে সংশোধন হয় এবং কোন তারিখ হতে কার্যকর হয়?
ক) সংশোধন হয় ২০০৪ সালে কার্যকর হয় ১ লা জুলাই ২০০৫ সালে
খ) সংশোধন হয় ২০০৪ সারে কার্যকর হয় ১ লা মে ২০০৫ সালে
গ) সংশোধন হয় ২০০৪ সালে কার্যকর হয় ১ লা জুন ২০০৫ সালে
ঘ) সংশোধন হয় ২০০৪ সালে কার্যকর হয় ২ জুলাই ২০০৫ সালে
উত্তর: সংশোধন হয় ২০০৪ সালে কার্যকর হয় ১ লা জুলাই ২০০৫ সালে
প্রশ্ন: ১৪। এস.আর এ্যাক্ট সেই আইন, যে আইনে-
ক) সুনিদির্ষ্ট ঘোষণা সম্পর্কে বর্ণিত আছে
খ) সুনিদির্ষ্ট ক্ষতিপূরণ বিষয়ে বর্ণিত আছে
গ) সবগুলো
ঘ) সুনিদির্ষ্ট প্রতিকার বিষয়ে বর্ণিত আছে
উত্তর: সুনিদির্ষ্ট প্রতিকার বিষয়ে বর্ণিত আছে
প্রশ্ন: ১৫। আদালত কখন মোকদ্দমার কোন পক্ষকে সংযুক্ত করতে বা বাদ দিতে পারে?
ক) রায় ঘোষনার আগে
খ) বিচার্য বিষয় গঠনের আগে
গ) বিচার্য বিষয় গঠনের সময়
ঘ) মোকদ্দমার যে কোন পর্যায়ে
উত্তর: মোকদ্দমার যে কোন পর্যায়ে
প্রশ্ন: ১৬। নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়?
ক) মূল বিক্রয় দলিলের ফোটোগ্রাফ
খ) মূল বিক্রয় দলিলের খসড়া
গ) মূল বিক্রয় দলিল
ঘ) মূল বন্ধকি দলিল
উত্তর: মূল বিক্রয় দলিলের ফোটোগ্রাফ
প্রশ্ন: ১৭। ক্ষতিকর খাদ্য বা পানীয় বিক্রয়ের অপরাধের শাস্তি কোন ধারায়?
ক) ২৭৩ ধারায়
খ) ২৭৫ ধারায়
গ) ২৭৬ ধারায়
ঘ) ২৭২ ধারায়
উত্তর: ২৭৩ ধারায়
প্রশ্ন: ১৮। পেনাল কোডের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচার যোগ্য তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় উল্লেখ আছে?
ক) ৩য় তফসিল, ৮ কলাম
খ) ৪র্থ তফসিল, ৮ কলাম
গ) ২য় তফসিল, ৮ কলাম
ঘ) ১ম তফসিল, ৮ কলাম
উত্তর: ২য় তফসিল, ৮ কলাম
প্রশ্ন: ১৯। একজন মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট একটি নালিশ মামলায় কারা দন্ড প্রদান করেন। উক্ত দন্ডাদেশ বৃদ্ধির জন্য অভিযোগকারী নিম্নের কোন আদালতে আপীল দায়ের করবে?
ক) দায়রা জজ আদালতে
খ) মহানগর দায়রা জজ আদালতে
গ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে
ঘ) হাইকোর্ট বিভাগে
উত্তর: মহানগর দায়রা জজ আদালতে
প্রশ্ন: ২০। বার কাউন্সিলের সংজ্ঞা বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর কত নং অনুচ্ছেদে রয়েছে?
ক) ২ (ক) অনুচ্ছেদ
খ) ২(খ) অনুচ্ছেদ
গ) ২(গ) অনুচ্ছেদ
ঘ) ২(ঘ) অনুচ্ছেদ
উত্তর: ২(খ) অনুচ্ছেদ
প্রশ্ন: ২১। খ একজন পুলিশ কর্মকর্তা আদালতের নির্দেশে ‘ক’ কে আইনানুগভাবে গ্রেফতার করে। এক্ষেত্রে প্রচন্ডভাবে উত্তেজিত হয়ে ‘খ’ কে হত্যা করে। ক পেনাল কোডের কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে?
ক) ৩০৪ এ ধারা
খ) ৩০৪ ধারা
গ) ৩৯০ ধারা
ঘ) ৩০২ ধারা
উত্তর: ৩০২ ধারা
প্রশ্ন: ২২। বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয় –
ক) তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের মধ্যে হতে
খ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মধ্যে হতে
গ) নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে হতে
ঘ) বিচারিক ম্যাজিস্ট্রেটদের মধ্যে হতে
উত্তর: নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে হতে
প্রশ্ন: ২৩। আদালত তার স্থানীয় সীমার বাইরে কোন ব্যক্তি বরাবর সমন জারি করতে চাইলে সমন ইস্যু করবে উক্ত ব্যক্তি-
ক) উক্ত ব্যক্তিকে সরাসরি
খ) যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারধীন তার নিকট
গ) যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের এখতিয়ারধীন তার নিকটে
ঘ) পুলিশ কমিশনারের নিকট
উত্তর: যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারধীন তার নিকট
প্রশ্ন: ২৪। কোন ধারায় অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায়ের তামাদি মেয়াদ বর্ণিত হয়েছে-
ক) ৩৩ ধারায়
খ) ১৩ ধারায়
গ) ১৯ ধারায়
ঘ) ২৩ ধারায়
উত্তর: ২৩ ধারায়
প্রশ্ন: ২৫। অপ্রকৃত বাটকারা বা মাপকাঠি প্রস্তুত করার শাস্তি কি?
ক) ২ মাস কারাদন্ড
খ) ১ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড
গ) ৬ মাস কারাদন্ড
ঘ) ৬ মাস কারাদন্ড ও অর্থদন্ড
উত্তর: ১ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড