প্রশ্ন: ১। সরকার বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারে-
ক) মহানগর এলাকার বাইরে
খ) কোনটিই নয়
গ) যে কোন এলাকায় নিয়োগ দিতে পারে
ঘ) মহানগর এলাকায়

উত্তর: মহানগর এলাকার বাইরে

প্রশ্ন: ২। খাদ্য ও পানীয় দ্রব্যে ভেজাল মেশানোর সাজা কি?
ক) ৩ মাস কারাদন্ড ও অর্থদন্ড
খ) ৬ মাস কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়ই দন্ড হতে পারে
গ) ৬ মাস কারাদন্ড
ঘ) ১ বছর কারাদন্ড বা অর্থদন্ড

উত্তর: ৬ মাস কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়ই দন্ড হতে পারে

প্রশ্ন: ৩। এক জেলার আদালতে বিচারাধীন দেওয়ানী মামলা অন্য জেলার আদালতে স্থানান্তর করতে পারে কোন কর্তৃপক্ষ?
ক) সবগুলি
খ) সংশ্লিষ্ট বিচারিক আদালত
গ) সংশ্লিষ্ট জেলা জজ
ঘ) হাইকোর্ট বিভাগ

উত্তর: হাইকোর্ট বিভাগ

প্রশ্ন: ৪। নিন্দানীয় নরহত্যার সংজ্ঞা দন্ডবিধির কত ধারায়?
ক) ৩০২ ধারায়
খ) ৩০০ ধারায়
গ) ৩০৪ ধারায়
ঘ) ২৯৯ ধারায়

উত্তর: ২৯৯ ধারায়

প্রশ্ন: ৫। ক’ এর প্ররোচনায় ‘খ’ খুন করার উদ্দেশ্যে ‘গ’ কে ছুরিকাঘাত করে। ‘গ’ চিকিৎসান্তে সুস্থ হয়ে উঠে। ‘ক’ নিম্নের কোন অপরাধ করেছে?
ক) গুরুতর আঘাতের প্ররোচনা
খ) গ সুস্থ হওয়ায় কোন অপরাধ হয়নি
গ) খুন করার প্ররোচনা
ঘ) নরহত্যার প্ররোচনা

উত্তর: খুন করার প্ররোচনা

প্রশ্ন: ৬। কখন দেওয়ানী মামলা দায়ের করা করা যাবে না?
ক) মামলাটি দোবরা দোষে দুষ্ট হলে
খ) সবগুলো
গ) মামলাটি দেওয়ানী প্রকৃতির হলে
ঘ) মামলাটি পদের অধিকার সংক্রান্ত হলে

উত্তর: মামলাটি দোবরা দোষে দুষ্ট হলে

প্রশ্ন: ৭। তামাদি আইনের কোন কিছু প্রযোজ্য হবে না-
ক) সুনিদিষ্ট প্রতিকার আইনের ক্ষেত্রে
খ) ফৌজদারী মূল মামলার ক্ষেত্রে
গ) সিভিল প্রসিডিউর কোডের ১০৭ ধারার ক্ষেত্রে
ঘ) সিভিল প্রসিডিউর কোডের ১১৫(১) ধারার ক্ষেত্রে

উত্তর: ফৌজদারী মূল মামলার ক্ষেত্রে

প্রশ্ন: ৮। ১৭,০০,০০০ (সতের লক্ষ টাকার) মূল্যমানের দেওয়ানী মামলা দায়ের করতে হবে-
ক) সহকারী জজ আদালতে
খ) জেলা জজ আদালতে
গ) যুগ্ন জজ আদালতে
ঘ) সিনিয়র সহকারী জজ আদালতে

উত্তর: সিনিয়র সহকারী জজ আদালতে

প্রশ্ন: ৯। ডাকাতি সংঘটনের জন্য কমপক্ষে কয় জন সদস্যের প্রয়োজন?
ক) ৩ জন
খ) ১০ জন
গ) ৭ জন
ঘ) ৫ জন

উত্তর: ৫ জন

প্রশ্ন: ১০। ১৮৭২ সালের সাক্ষ্য আইন অনুসারে ৩০ বছরের পুরানো একটি দলিলের সম্পাদন ও বিষয় বস্তুকে আদালত সঠিক মনে করবে, যদি দলিলটি-
ক) রেজিস্ট্রিকৃত হয়
খ) স্ট্যামযুক্ত হয়
গ) সঠিক ব্যক্তির দখল থেকে আসে
ঘ) সবগুলো

উত্তর: সঠিক ব্যক্তির দখল থেকে আসে

প্রশ্ন: ১১। সিভিল কোর্ট অ্যাক্ট সংশোধনীর পর দেওয়ানী মামলায় সহকারী জজের আর্থিক এখতিয়ার কত-
ক) সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা
খ) সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা
গ) সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা
ঘ) সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা

উত্তর: সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা

প্রশ্ন: ১২। সাক্ষ্য আইনের কোন ধারাবলে একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করা যেতে পারে?
ক) ১৫৫
খ) ১৫৬
গ) ১৫৪
ঘ) ১৬০

উত্তর: ১৫৪

প্রশ্ন: ১৩। কোন ধরণের পক্ষের উপস্থিতি ছাড়া মোকদ্দমা গঠন ও ডিক্রি জারি সম্ভব নয়?
ক) অপসংযোগ পক্ষ
খ) সবগুলি পক্ষ
গ) যথাপোযুক্ত পক্ষ
ঘ) আবশ্যকীয় পক্ষ

উত্তর: আবশ্যকীয় পক্ষ

প্রশ্ন: ১৪। কোন সরকারী দলিলের সহিমোহরী নকলের উপর লেখা থাকে-
ক) নকল বা জাবেদা
খ) কোনটিই নয়
গ) অনুলিপি বা প্রতিলিপি
ঘ) সহিমোহরী নকল

উত্তর: অনুলিপি বা প্রতিলিপি

প্রশ্ন: ১৫। আটকের ২৪ ঘন্টার মধ্যে তদন্ত শেষ না করতে পারলে, পুলিশ কি করবে তা কত ধারায় বলা আছে?
ক) ১৬৮ ধারায়
খ) ১৫৪ ধারায়
গ) ১৬৭ ধারায়
ঘ) ১৬৯ ধারায়

উত্তর: ১৬৭ ধারায়

প্রশ্ন: ১৬। ১০ লক্ষ টাকা মূল্যমানের মামলা দায়ের করতে হবে-
ক) সহকারি জজ আদালতে
খ) সিনিয়র জেলা জজ আদালতে
গ) জেলা জজ আদালতে
ঘ) যুগ্ম জেলা জজ আদালতে

উত্তর: যুগ্ম জেলা জজ আদালতে

প্রশ্ন: ১৭। সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী আদালত সইমোহর নকলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান করবে?
ক) ৮০ ধারা
খ) ৮৬ ধারা
গ) ৭৯ ধারা
ঘ) ৭৮ ধারা

উত্তর: ৭৯ ধারা

প্রশ্ন: ১৮। হত্যার দায়ে অভিযুক্ত ‘x’ অভিযোগ করে যে, গুরুতর ও আকস্মিক উস্কানির জন্য সে আত্ম-নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলেছে। ইহা প্রমাণের দায়িত্ব –
ক) পাবলিক প্রসিকিউটার-এর উপর ন্যস্ত
খ) বাদী রাষ্ট্রপক্ষের উপর ন্যস্ত
গ) তৃতীয় ব্যক্তির উপর ন্যস্ত
ঘ) ‘x’-এর উপর ন্যস্ত

উত্তর: ‘x’-এর উপর ন্যস্ত

প্রশ্ন: ১৯। জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, শোভনতা এবং নৈতিকতা বিরোধী অপরাধ এর সংজ্ঞা কোন ধারায়?
ক) ২৭০ ধারায়
খ) ২৬৭ ধারায়
গ) ২৬৮ ধারায়
ঘ) ২৬৯ ধারায়

উত্তর: ২৬৮ ধারায়

প্রশ্ন: ২০। আত্মরক্ষার জন্য আক্রমনকারীকে হত্যা বা গুরুতর যখম করার জন্য নিম্নের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না।
ক) আক্রমণকারীকে হত্যা না করলে তা মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত
খ) আক্রমন কারীকে গুরুতর যখম না করলে নিজেই গুরুতর জখম হতো
গ) আক্রমণকারীকে গুরুতর যখম না করলে তাকে অপহরণ করা হতো
ঘ) আক্রমনকারীকে হত্যা না করলে নিজেই নিহিত হতো

উত্তর: আক্রমণকারীকে হত্যা না করলে তা মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত

প্রশ্ন: ২১। X একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে চায়?
ক) X-কে প্রমান করতে হবে
খ) বিবাদীকে প্রমান করতে হবে
গ) তৃতীয় ব্যক্তিকে প্রমান করতে হবে
ঘ) বাদীকে প্রমান করতে হবে

উত্তর: X-কে প্রমান করতে হবে

প্রশ্ন: ২২। দন্ডবিধির কোন কোন ধারায় জীবন বিপন্নকারী মারাত্মক সংক্রমণ রোগ বিস্তারকারী কার্যক্রম অপরাধ বলিয়া বর্ণনা করা হইয়াছে-
ক) ২৬৯ ধারা থেকে ২৭০ ধারা পর্যন্ত
খ) ২৭০ ধারা থেকে ২৭১ ধারা পর্যন্ত
গ) ২৬৯ ধারা থেকে ২৭১ ধারা পর্যন্ত
ঘ) ২৬৮ ধারা থেকে ২৭১ ধারা পর্যন্ত

উত্তর: ২৬৯ ধারা থেকে ২৭১ ধারা পর্যন্ত

প্রশ্ন: ২৩। তামাদি আইনের কত ধারায় বিরুদ্ধ দখলের কথা বলা হয়েছে
ক) ২৭ ধারায়
খ) ২৬ ধারায়
গ) ২৮ ধারায়
ঘ) ২৯ ধারায়

উত্তর: ২৮ ধারায়

প্রশ্ন: ২৪। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম শ্রেণী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কি পরিমান কারাদন্ড দিতে পারেন?
ক) সবগুলো
খ) আইনে অনুমোদিত ১২ বছর অনুধিক কারাদন্ড
গ) আইনে অনুমোদিত ৫ বছর অনুধিক কারাদন্ড
ঘ) আইনে অনুমোদিত ৭ বছর অনুধিক কারাদন্ড

উত্তর: আইনে অনুমোদিত ৫ বছর অনুধিক কারাদন্ড

প্রশ্ন: ২৫। খুনের সংজ্ঞা দন্ডবিধিতে প্রদান করা হয়েছে-
ক) ২৯৯ ধারায়
খ) ৩০৪ক ধারায়
গ) ৩০০ ধারায়
ঘ) ৩০২ ধারায়

উত্তর: ৩০০ ধারায়

নিউজঃ