প্রশ্ন: ১। ঘোষণামূলক মামলা কে করতে পারে?
ক) আইন সম্মত বৈশিষ্টের অধিকারী ব্যক্তি
খ) কোন সম্পত্তিতে অধিকার আছে এমন ব্যক্তি
গ) মৌলিক অধিকার বলবৎ করতে অধিকারী ব্যক্তি
ঘ) ক ও খ উভয়

উত্তর: ক ও খ উভয়

প্রশ্ন: ২। আর্থিক এখতিয়ারের বিধানটি দেওয়ানী কার্যবিধির কত ধারায় আছে?
ক) ৩ ধারায়
খ) ৬ ধারায়
গ) ১২ ধারায়
ঘ) ৫ ধারায়

উত্তর: ৬ ধারায়

প্রশ্ন: ৩। নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি দেওয়ানী আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না?
ক) প্রতিরোধমূলক প্রতিকারের ক্ষেত্রে
খ) দলিল সংশোধনের ক্ষেত্রে
গ) বাধ্যতামূলক নিষেধাজ্ঞার ক্ষেত্রে
ঘ) দলিল বাতিলের ক্ষেত্রে

উত্তর: দলিল বাতিলের ক্ষেত্রে

প্রশ্ন: ৪। দেওয়ানী কার্যবিধির কত ধারায় একাধিক আদালতের এখতিয়ার অনিদির্ষ্ট হলে যে কোন একটিতে মামলা দায়ের করা যায়?
ক) ১৮ ধারায়
খ) ১৯ ধারায়
গ) ১৭ ধারায়
ঘ) ১৫ ধারায়

উত্তর: ১৮ ধারায়

প্রশ্ন: ৫। কোন আম-মোক্তারনামাকে আদালত সঠিক বলে অনুমান করবে যদি আম-মোক্তারনামাটি-
ক) কোন আদালতের সম্পাদিত হয়
খ) কনসাল এর সম্মুখে সম্পাদিত হলে
গ) সবকটি
ঘ) নোটারী পাবলিকের সম্মুখে সম্পাদিত হয়

উত্তর: সবকটি

প্রশ্ন: ৬। ঘোষণামূলক মোকদ্দমায় তামাদি মেয়াদ কত?
ক) ১২ বছর
খ) ৬ বছর
৬ মাস
ঘ) ৩ বছর

উত্তর: ৬ বছর

প্রশ্ন: ৭। দেওয়ানী কার্যবিধির কত ধারায় স্বল্প এখতিয়ার আদালত সম্পর্কে বলা হয়েছে?
ক) ৮ ধারায়
খ) ৯ ধারায়
গ) ৭ ধারায়
৬ ধারায়

উত্তর: ৭ ধারায়

প্রশ্ন: ৮। সহকারী জজ আদালত প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপীল দায়ের করতে হয়?
ক) ৬০ দিনের মধ্যে
খ) ৯০ দিনের মধ্যে
গ) ৩০ দিনের মধ্যে
৪৫ দিনের মধ্যে

উত্তর: ৩০ দিনের মধ্যে

প্রশ্ন: ৯। দন্ডবিধিতে কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে যখন নিন্দানীয় নর হত্যা খুন হবে না-
ক) ৩টি
খ) ৬টি
গ) ৫টি
ঘ) ৪টি

উত্তর: ৫টি

প্রশ্ন: ১০। দন্ডবিধির কোন ধারায় অপরাধমূলক নরহত্যার সংজ্ঞা দেওয়া আছে?
ক) ৩০২ ধারায়
খ) ৩০০ ধারায়
গ) ২৯৯ ধারায়
ঘ) ৩০১ ধারায়

উত্তর: ২৯৯ ধারায়

প্রশ্ন: ১১। দন্ডবাধি কোন ধরণের আইন?
ক) সংস্কারমূলক আইন
খ) সামাজিক শৃঙ্খলা রক্ষাকারী আইন
গ) Substantive Law
ঘ) পদ্ধতি বিষয়ক আইন

উত্তর: Substantive Law

প্রশ্ন: ১২। কত বছর বয়সের শিশু কোন অপরাধ করলে তা অপরাধ গণ্য হয় না?
ক) ১২ বছর
খ) ১০ বছর
গ) ৭ বছর
ঘ) ৯ বছর

উত্তর: ৭ বছর

প্রশ্ন: ১৩। ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তিদের সদাচরনের মুচলেকা কারন দর্শাইতে বলিবেন?
ক) জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট
খ) ১ম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
গ) ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
ঘ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

উত্তর: জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রশ্ন: ১৪। Negotiable Instruments Act, 1881 এর অধীন ১৩৮ ধারার মামলায় যুগ্ন দায়রা জজের দন্ডাদেশের বিরুদ্ধে আসামী নিম্নের কোন আদালতে আপীল দায়ের করবে?
ক) হাইকোর্ট বিভাগ
খ) আপীল বিভাগ
গ) স্পেশাল জজ আদালত
ঘ) দায়রা জজ আদালত

উত্তর: হাইকোর্ট বিভাগ

প্রশ্ন: ১৫। দেওয়ানী কার্যবিধির কত ধারা মতে যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা করতে হবে?
ক) ১৮ ধারা
খ) ২২ ধারা
গ) ২৪ ধারা
ঘ) ১৬ ধারা

উত্তর: ১৬ ধারা

প্রশ্ন: ১৬। সুনিদিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারার মোকদ্দমার তামাদি মেয়াদ কত?
ক) ৬ বছর
খ) ৩ বছর
গ) ৯ বছর
ঘ) ১২ বছর

উত্তর: ৩ বছর

প্রশ্ন: ১৭। Penal Code এর কোন ধারায় অপরাধমূলক নর হত্যা ( Culpable homicide) এর সংজ্ঞা আছে?
ক) ৩০২
খ) ৩০০
গ) ২৯৯
ঘ) ৩০৪

উত্তর: ২৯৯

প্রশ্ন: ১৮। রিক্সা চালক ‘রফিক’ প্যাসেঞ্জার ‘শফিক’ এর সহিত ভাড়া নিয়ে কথাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে ‘রফিক’ শফিক কে স্বজোরে ধাক্কা দেয় এবং ‘শফিক’ মাটিতে পড়ে গিয়ে মারা যায়। ‘রফিক’ এর শাস্তি হবে কোন ধারায়?
ক) ৩০৪ ধারায়
খ) ৩০৪বি ধারায়
গ) ৩০২ ধারায়
ঘ) ৩০৪এ ধারায়

উত্তর: ৩০৪ ধারায়

প্রশ্ন: ১৯। কত বছরের নিম্নের বয়স্ক লোককে প্ররোচনা করে স্বেচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করালে তা নিন্দানীয় নরহত্যা না হয়ে খুন হবে?
ক) ১৪ বছর
খ) ২১ বছর
গ) ১৮ বছর
ঘ) ১২ বছর

উত্তর: ১৮ বছর

প্রশ্ন: ২০। সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার-
ক) বোধ শক্তির উপর
খ) ধর্মের উপর
গ) লিঙ্গের উপর
ঘ) জাতীয়তার উপর

উত্তর: বোধ শক্তির উপর

প্রশ্ন: ২১। বার কাউন্সিল ট্রাইব্যুনালে ৩ জন সদস্যর মধ্যে এডভোকেট কয়জন?
ক) কোনটি না
খ) ২ জন
গ) ৩ জন
ঘ) ১ জন

উত্তর: ১ জন

প্রশ্ন: ২২। মোকদ্দমা রুজু করণ সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে বলা হয়েছে?
ক) অর্ডার ৫
খ) অর্ডার ৭
গ) অর্ডার ৪
ঘ) অর্ডার ২

উত্তর: অর্ডার ৪

প্রশ্ন: ২৩। একটি Complaint Case এর Cognizance taking stage এ ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে তার কোন এখতিয়ার নেই, তখন নিম্নের কোন আদেশটি সঠিক-
ক) আসামী যদি উপস্থিত থাকে তাকে রিলিজ করা
খ) ২০৩ ধারায় Complaint টি ডিসমিস করা
গ) উপযুক্ত আদালতে পেশের জন্য Complaint টি ফেরত পাঠানো
ঘ) Complaint টি সরাসরি reject

উত্তর: উপযুক্ত আদালতে পেশের জন্য Complaint টি ফেরত পাঠানো

প্রশ্ন: ২৪। মেট্রাপলিটন এলাকার বাইরে পুলিশকে আমল অযোগ্য অপরাধের তদন্ত করার নির্দেশ দিতে পারে?
ক) ক্ষমতাপ্রাপ্ত ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
খ) মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট
গ) ১ম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
ঘ) জেলা ম্যাজিস্ট্রেট

উত্তর: ১ম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

প্রশ্ন: ২৫। আসামী অব্যহতি পাওয়ার দরখাস্ত বিবেচনার সময় নিম্নের কোন দলিল বিবেচনায় নেয়া যায় না?
ক) প্রাথমিক তথ্য বিবরণী
খ) তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত জবানবন্দী
গ) আসামী দাখিলকৃত দলিলপত্র
ঘ) সার্টিফিকেট

উত্তর: আসামী দাখিলকৃত দলিলপত্র

নিউজঃ