প্রশ্ন: ১। আহুত কোন ব্যক্তিকে জেরা করা যায় না?
ক) সবকয়টি
খ) দলিল প্রমানের জন্য ডাকা ব্যক্তিকে
গ) সাক্ষী হিসাবে ডাকা ব্যক্তিকে
ঘ) দলিল দাখিলের জন্য ডাকা ব্যক্তিকে
উত্তর: দলিল দাখিলের জন্য ডাকা ব্যক্তিকে
প্রশ্ন: ২। দন্ড বিধি অনুয়ায়ী খুন বলে গণ্য হবে-
ক) দৈহিক যখমের ফলে মৃত্যু হলে এবং যখমের ফলে মৃত্যু হতে পারে জানা না থাকলে
খ) যে কাজের মাধ্যমে মৃত্যু ঘটানো হয় তা মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে করা হলে
গ) সবগুলি
ঘ) ‘X’ ভীষণ অসুস্থ এক আঘাতে মৃত্যু হতে পারে তাহা জেনে আঘাত করলে এবং মৃত্যু হলে
উত্তর: যে কাজের মাধ্যমে মৃত্যু ঘটানো হয় তা মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে করা হলে
প্রশ্ন: ৩। Penal code এর কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যুদন্ড হবে না?
ক) ৩০৪ ধারা
খ) ৩০২ ধারা
গ) ৩৯৬ ধারা
ঘ) ৩০৩ ধারা
উত্তর: ৩০৪ ধারা
প্রশ্ন: ৪। ট্রাইব্যুনালে ৩ জন সদস্যর মধ্যে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সংখ্যা কয়জন?
ক) কোনটি না
খ) ৩ জন
গ) ২ জন
ঘ) ১ জন
উত্তর: ২ জন
প্রশ্ন: ৫। ট্রাইব্যুনালে অসদাচরনের অভিযোগ প্রমানিত হলে এডভোকেটকে সর্বোচ্চ কি শাস্তি দিতে পারে?
ক) ১০০০ টাকা জরিমানা
খ) ৫০০ টাকা জরিমানা
গ) আইন পেশা থেকে অব্যহতি
ঘ) ৬ মাসের জেল ও জরিমানা
উত্তর: আইন পেশা থেকে অব্যহতি
প্রশ্ন: ৬। সুনিদিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীন দায়েরযোগ্য মামলার তামাদির মেয়াদ হবে বেদখল হওয়ার তারিখ হইতে-
ক) ৬ মাস
খ) ৬ বছর
গ) ২ মাস
ঘ) ৪ মাস
উত্তর: ৬ মাস
প্রশ্ন: ৭। ১০৯ ধারায় প্রদত্ত চুড়ান্ত আদেশের বিরুদ্ধে আপীল করা যাবে-
ক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
খ) চীফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট
গ) দায়রা আদালতে
ঘ) জেলা ম্যাজিস্ট্রেটের নিকট
উত্তর: দায়রা আদালতে
প্রশ্ন: ৮। দেওয়ানী আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রচারের ক্ষমতা –
ক) বাধ্যতামূলক
খ) বিবেচনামূলক
গ) নিরোধমূলক
ঘ) নির্দেশনামূলক
উত্তর: বিবেচনামূলক
প্রশ্ন: ৯। পেনাল কোড -এ কত প্রকার শাস্তির বিধান আছে?
ক) ৫ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৬ প্রকার
ঘ) ৪ প্রকার
উত্তর: ৫ প্রকার
প্রশ্ন: ১০। দন্ডবধি অনুযায়ী খুন বলে গণ্য হবে না-
ক) আঘাতকারী যে লোককে সে অাঘাত করচ্ছে সে অসুস্থ জেনেও আঘাত করে মৃত্যু ঘটানো
খ) সবগুলো
গ) X’ অসুস্থ ‘Y’ জানতো না কথা কাটাকাটির এক পর্যায়ে ‘Y’ আঘাত করে এবং ঘ) ‘X’ মারা যায়
উত্তর: X’ অসুস্থ ‘Y’ জানতো না কথা কাটাকাটির এক পর্যায়ে ‘Y’ আঘাত করে এবং মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে মৃত্যু ঘটানো
প্রশ্ন: ১১। বিরোধীয় বিষয় বস্তু ক্রোক করার ক্ষমতা ম্যাজিস্ট্রেটকে প্রদান করা হয়েছে-
ক) ১৪৭ ধারায়
খ) ১৪৫ ধারায়
গ) ১৪৬ ধারায়
ঘ) ১৪৮ ধারায়
উত্তর: ১৪৬ ধারায়
প্রশ্ন: ১২। কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে না-
ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
খ) ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
গ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
ঘ) ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
উত্তর: ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ১৩। সীমাহীন আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালত কোনটি-
ক) যুগ্ন জেলা জজ আদালত
খ) সহকারী জজ আদালত
গ) জেলা জজ আদালত
ঘ) সিনিয়র সহকারী জজ আদালত
উত্তর: যুগ্ন জেলা জজ আদালত
প্রশ্ন: ১৪। পক্ষ সমূহের অভাব হইলে কি করিতে হয়?
ক) কেন নাম যুক্ত করা হয়নি তার ব্যাখ্যা দিতে হইবে
খ) মোকাদ্দমায় উক্ত পক্ষের নাম কর্তন করিতে হইবে
গ) উক্ত পক্ষের নাম মোকদ্দমায় যুক্ত করিতে হইবে
ঘ) সবগুলি
উত্তর: উক্ত পক্ষের নাম মোকদ্দমায় যুক্ত করিতে হইবে
প্রশ্ন: ১৫। যুগ্ন দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপীল দায়ের করতে হয়-
ক) স্পেশাল জজের নিকট
খ) হাইকোর্ট বিভাগে
গ) দায়রা জজের নিকট
ঘ) জেলা জজের নিকট
উত্তর: হাইকোর্ট বিভাগে
প্রশ্ন: ১৬। কোন ব্যক্তি কারো ক্ষতি করার উদ্দেশ্যে ফৌজদারী মামলা দায়ের করলে তা শাস্তির বিধান দন্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে?
ক) ৩০৫ ধারায়
খ) ২১১ ধারায়
গ) ৪১২ ধারায়
ঘ) ২২০ ধারায়
উত্তর: ২১১ ধারায়
প্রশ্ন: ১৭। জমি থেকে বেদখল হওয়ার পর কত দিনের মধ্যে স্বত্ব দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হয়?
ক) ২ বছর
খ) *১২ বছর
গ) ৩ বছর
ঘ) ৫ মাস
উত্তর:
প্রশ্ন: ১৮। B একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করে। A, B এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়। এখানে A কে অবশ্যই প্রমাণ করতে হবে-
ক) B এর হাসপাতালে আসা
খ) B এর মৃত্যু
গ) B এর হাসপাতাল ত্যাগ
ঘ) B এর অসুস্থতা
উত্তর: B এর মৃত্যু
প্রশ্ন: ১৯। করিম’ বলে যে, ‘রহিম’ একটি অপরাধ করেছে এবং সেই অপরাধের জন্য ‘রহিম’ দন্ডিত হবে, এই মর্মে ‘করিম’ আদালতের রায় কামনা করে। ‘রহিম’ যে অপরাধ করেছে তা প্রমাণের দায়িত্বকার?
ক) আসামী পক্ষের
খ) রহিম এর
গ) করিম এর
ঘ) রাষ্ট্রের
উত্তর: করিম এর
প্রশ্ন: ২০। ফৌজদারী মামলায় আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবী উঠলে তা প্রমাণের দায়িত্ব কার?
ক) ক্ষতিগ্রস্ত ব্যক্তির
খ) অভিযোগকারীর
গ) উক্ত দাবী উপস্থাপনকারীর
ঘ) সরকারের
উত্তর: উক্ত দাবী উপস্থাপনকারীর
প্রশ্ন: ২১। একজন এডভোকেটের মামলা পরিচালনার দায়িত্ব অন্য কোন এডভোকেটকে অর্পন করবে, যদি তাঁকে মক্কেলের পক্ষে সাক্ষ্য প্রদান করতে হয়-
ক) মামলায় উক্ত এডভোকেটের নিযুক্তীয় বিষয়ে
খ) কোন দলিল হেফাজত বিষয়ে
গ) অভিযুক্ত প্রকারে কোন প্রতারণামূলক দলিল সৃজন বিষয়ে
ঘ) কোন দলিল সত্যয়ন বিষয়ে
উত্তর: মামলায় উক্ত এডভোকেটের নিযুক্তীয় বিষয়ে
প্রশ্ন: ২২। কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ অনুসারে ১২০ দিনের মধ্যে মামলার তদন্ত কার্য সম্পন্ন করার বিধানটি –
ক) নির্দেশনামূলক
খ) বিচার-বিবেচনামূলক
গ) নিষেধাজ্ঞামূলক
ঘ) বাধ্যতামূলক
উত্তর: নির্দেশনামূলক
প্রশ্ন: ২৩। খুন নহে এমন অপরাধমূলক নরহত্যার সর্বোচ্চ শাস্তি কি?
ক) যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড
খ) ১০ বছরের কারাদন্ড ও অর্থদন্ড
গ) ৭ বছরের কারাদন্ড ও অর্থদন্ড
ঘ) যাবজ্জীবন কারাদন্ড
উত্তর: যাবজ্জীবন কারাদন্ড
প্রশ্ন: ২৪। সহকারী জজের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে-
ক) যুগ্ন জেলা জজ আদালতে
খ) জেলা জজ আদালতে
গ) হাইকোর্ট বিভাগে
ঘ) সিনিয়র সহকারী জজ আদালতে
উত্তর: জেলা জজ আদালতে
প্রশ্ন: ২৫। এক ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, অপর সকলের পক্ষে মামলা দায়ের করতে পারিবে বা জবাব দিতে পারিবে ইহা কোন আইনের বলা হয়েছে?
ক) অর্ডার ১ রুল ৭
খ) অর্ডার ১ রুল ৮
গ) অর্ডার ১ রুল ৪
ঘ) অর্ডার ১ রুল ৩
উত্তর: অর্ডার ১ রুল ৮