প্রশ্ন: ১। ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিন না-মন্জুরের আদেশের বিরুদ্ধে কোন আদালতে জামিনের আবেদন করা যাবে-
ক) জেলা জজ আদালত
খ) হাইকোর্ট বিভাগ
গ) বিশেষ জজ আদালত
ঘ) দায়রা জজ আদালত
উত্তর: দায়রা জজ আদালত
প্রশ্ন: ২। দেওয়ানী মামলা স্থানান্তরের জন্য আবেদন করতে হয়-
ক) মামলার যে কোন পর্যায়ে
খ) বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা পূর্বে
গ) সবগুলো
ঘ) আপিলের সময়
উত্তর: বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা পূর্বে
প্রশ্ন: ৩।কোন জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য কোন জেলায় অবস্থিত ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করার দরখাস্ত কোন আদালতে করতে হবে-
ক) দায়রা আদালত
খ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
গ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
ঘ) হাইকোর্ট বিভাগ
উত্তর: হাইকোর্ট বিভাগ
প্রশ্ন: ৪। আদালতের জারীকরণ ব্যতিত বর্তমানে কোন পদ্ধতিতে সমন জারী করা যাবে?
ক) কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে
খ) সবগুলি
গ) Fax অথবা ই-মেইল এর মাধ্যমে
ঘ) পোষ্ট অফিসের মাধ্যমে
উত্তর: সবগুলি
প্রশ্ন: ৫। করিম’ গত ৩৫ বছর যাবৎ জীবিত আছে বলে কোন খবর নাই। ‘রহিম’ দাবি করে যে’করিম’ জীবিত আছে। ‘করিম’ যে জীবিত আছে তা প্রমাণের দায়িত্বকার?
ক) ‘করিম’ এর
খ) ‘রহিম’ এর
গ) রাষ্ট্রের
ঘ) ‘করিম’ এর আত্মীয়দের
উত্তর: ‘রহিম’ এর
প্রশ্ন: ৬। ১৮৭২ সালের সাক্ষ্য আইন অনুুযায়ী বিবাহ বিচ্ছেদের কত দিনের মধ্য সন্তান জন্ম গ্রহণ করলে উক্ত সন্তান বৈধ হবে?
ক) ১২০ দিন
খ) ৯০ দিন
গ) ৪৫ দিন
ঘ) ২৮০ দিন
উত্তর: ২৮০ দিন
প্রশ্ন: ৭। দন্ডবিধির ৩০৪ ধারায় বর্ণনা করা হইয়াছে-
ক) নর হত্যার শাস্তি
খ) সবগুলো
গ) অবহেলার ফলে মৃত্যু ঘটানোর শাস্তি
ঘ) খুনের শাস্তি
উত্তর: নর হত্যার শাস্তি
প্রশ্ন: ৮। দন্ডবিধি অনুসারে অপহরণ (Kidnapping) কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৪ প্রকার
গ) ৫ প্রকার
ঘ) ৩ প্রকার
উত্তর: ২ প্রকার
প্রশ্ন: ৯। সমন ইস্যুকারী কর্মকর্তার ৫ কার্য দিবসের মধ্যে সমন জারীর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে তাহার বিরুদ্ধে আদালত কি ব্যবস্থা নিবে?
ক) ৩ মাসের জন্য সাময়িক বরখাস্ত
খ) তিরস্কার করবে
গ) সবগুলি
ঘ) অসাদচরনের জন্য দায়ী হবে
উত্তর: অসাদচরনের জন্য দায়ী হবে
প্রশ্ন: ১০। নতুন করে বিবাদী সংযোজিত হলে সংশোধন করতে হবে?
ক) লিখিত জবাব
খ) আরজি
গ) সবগুলি
ঘ) প্লিডিংস
উত্তর: আরজি
প্রশ্ন: ১১। প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে-
ক) ঘোষণামূলক আদেশ দ্বারা
খ) নিষেধাজ্ঞার দ্বারা
গ) নিলাম বিক্রির আদেশ দ্বারা
ঘ) ক্রোকাদেশ দ্বারা
উত্তর: নিষেধাজ্ঞার দ্বারা
প্রশ্ন: ১২। সাক্ষ্য আইন অনুযায়ী নিম্নের কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়?
ক) প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে
খ) বিচার্য বিষয় সম্পর্কে
গ) বিচার্য ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে উভয়
ঘ) যে কোন বিষয়ে
উত্তর: বিচার্য ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে উভয়
প্রশ্ন: ১৩। মালিকের অনুমতি নিয়ে ‘করিম’ একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবী করে। এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
ক) স্ব-কার্যজনিত বাধা
খ) কোনটিই নয়
গ) মৌনসম্মতি
ঘ) স্বীকৃতি
উত্তর: স্ব-কার্যজনিত বাধা
প্রশ্ন: ১৪। দন্ডবিধির কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যুদন্ড হবে না?
ক) ৩০২ ধারা
খ) ৩০৩ ধারা
গ) ৩৯৬ ধারা
ঘ) ৩০৪ ধারা
উত্তর: ৩০৪ ধারা
প্রশ্ন: ১৫। একই ধরনের ৩টি অপরাধ ১ বছরের মধ্যে হলে একটি মামলার বিচার করা যায় ফৌজদারী কার্যবিধির কোন ধারার বিধান অনুযায়ী?
ক) ২৩৩ ধারা
খ) ২৪০ ধারা
গ) ২৩৪ ধারা
ঘ) ২৩৮ ধারা
উত্তর: ২৩৪ ধারা
প্রশ্ন: ১৬। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় দায়রা জজ অপরাধ আমলে নিতে পারেন?
ক) ১৯৩ ধারায়
খ) ১৯০ ধারায়
গ) ১৯৬ ধারায়
ঘ) ১৯৫ ধারায়
উত্তর: ১৯৩ ধারায়
প্রশ্ন: ১৭। আপিল আবেদনের সাথে যে গুলি জমা দিতে হয়?
ক) আপিলের দরখাস্ত
খ) আদেশ বা রায়ের অনুলিপি
গ) সবগুলি
ঘ) আসামির জবানবন্ধি
উত্তর: আদেশ বা রায়ের অনুলিপি
প্রশ্ন: ১৮। জেলা জজ থেকে মামলা বা আপিল প্রত্যাহার করতে পারে-
ক) হাইকোর্ট বিভাগ
খ) এ্যার্টনী জেনারেল
গ) আপিল বিভাগ
ঘ) সবগুলি
উত্তর: হাইকোর্ট বিভাগ
প্রশ্ন: ১৯। কোন স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনিদির্ষ্ট ভাবে বলবৎ করা যাবে না, যদি না চুক্তিটি হয়-
ক) লিখিত
খ) সত্যায়িত
গ) লিখিত ও নিবন্ধিত
ঘ) প্রত্যায়িত ও সত্যায়িত
উত্তর: লিখিত ও নিবন্ধিত
প্রশ্ন: ২০। ১৫ বছরের একটি ছেলের সম্মতিতে তাহার পড়াশোনার জন্য তাহাকে ‘ক’ বিদেশে নিয়ে যায়, দন্ডবিধি অনুসারে ‘ক’ কোন অপরাধ করিয়াছে?
ক) বেআইনী আটক
খ) অপহরণ
গ) শিশু পাচার
ঘ) মানব পাচার
উত্তর: অপহরণ
প্রশ্ন: ২১। Code of Criminal Procedure এর ১৪৫ ধারার ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য কোনটি?
ক) শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ
খ) ভুমি বিরোধ জনিত শান্তি ভঙ্গের আশাঙ্কা রোধ
গ) হরতাল জনিত শান্তি ভঙ্গের আশঙ্কা
ঘ) ভুমি বিরোধজনিত দাঙ্গা শায়েস্তা
উত্তর: ভুমি বিরোধ জনিত শান্তি ভঙ্গের আশাঙ্কা রোধ
প্রশ্ন: ২২। কোন ব্যক্তির মৌখিক সাক্ষ্য মৌখিক প্রতক্ষ্য না হলেও প্রাসঙ্গিক হবে-
ক) মহিলার ও শিশুর সাক্ষ্য
খ) খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তির
গ) শিশুর সাক্ষ্য
ঘ) সাক্ষী হাজির না হলে
উত্তর: খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তির
প্রশ্ন: ২৩। দলিল বাতিলের মোকদ্দমায় আদালত মনে করলে দলিল বাতিলের আদেশ ছাড়া আরও কি আদেশ দিতে পারে?
ক) দলিলটি সংরক্ষণ করার আদেশ দিতে পারে
খ) দলিলের শর্ত পালনের আদেশ দিতে পারে
গ) অন্য পক্ষকে আর্থিক ক্ষতিপূরণ আদেশ দিতে পারে
ঘ) সবকটি
উত্তর: সবকটি
প্রশ্ন: ২৪। দন্ডাদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপীলের তামাদি মেয়াদ কত?
ক) ৯০ দিন
খ) ৩০ দিন
গ) কোনটিই না
ঘ) ৬০ দিন
উত্তর: ৩০ দিন
প্রশ্ন: ২৫। কোন অপরাধের বিচারের এখতিয়ার দায়রা আদালতের নেই?
ক) হত্যা
খ) রাষ্ট্রদ্রোহিতা
গ) শিশু পাচার
ঘ) ডাকাতির
উত্তর: শিশু পাচার