প্রশ্ন: ১। Code of Criminal Procedure এর কোন ধারায় ফৌজদারী আদালত সমূহের শ্রেণী বিভাগ করা হয়েছে?
ক) ৬
খ) ৭
গ) ১০
ঘ) ৯

উত্তর: ৬

প্রশ্ন: ২। কলেজের অধ্যক্ষ হিসাবে কোন ব্যক্তির অবস্থান অস্বীকৃত হলে SR Act এর কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব?
ক) ৯ ধারায়
খ) ৪২ ধারায়
গ) ৫৪ ধারায়
ঘ) ৮ ধারায়

উত্তর: ৪২ ধারায়

প্রশ্ন: ৩। Code of Criminal Procedure এর কোন ধারার বিধান অনুযায়ী একজন সাধারন ব্যক্তি Non-bailable /non-cognizable অপরাধ করে তখন তাকে গ্রেফতার করিতে পারে?
ক) ৫৯
খ) ৫৮
গ) ৫৪
ঘ) ৫৬

উত্তর: ৫৯

প্রশ্ন: ৪। যদি সমন জারি অফিসার ৫ কার্য দিবসের মধ্যে সমন জারি করতে ব্যর্থ হয় তাহলে তিনি দায়ি হবেন-
ক) অসদাচরণের জন্য
খ) ৬ মাসের দেওয়ানী জেলের জন্য
গ) ১০০০ টাকা জরিমানার জন্য
ঘ) ৫০০ টাকা জরিমানার জন্য

উত্তর: অসদাচরণের জন্য

প্রশ্ন: ৫। FIR কার নিকট দায়ের করা যায়?
ক) স্থানীয় ম্যাজিস্ট্রেট
খ) স্থানীয় থানায়
গ) বিচারিক আদালতে
ঘ) কোনটাই না

উত্তর: স্থানীয় থানায়

প্রশ্ন: ৬। কোন ব্যক্তি সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে সিঁধ কেটে বা দরজা – জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ করলে সে ব্যক্তির অপরাধ হবে-
ক) গৃহে অনধিকার
খ) সঙ্গোপনে গৃহে অনধিকার প্রবেশ
গ) সিঁধ কেটে বা দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ
ঘ) রাত্রিকালে গৃহে সিঁধ কেটে বা দরজা জানালা ভেঙ্গে অনধিকার প্রবেশ

উত্তর: রাত্রিকালে গৃহে সিঁধ কেটে বা দরজা জানালা ভেঙ্গে অনধিকার প্রবেশ

প্রশ্ন: ৭। মৌখিক সাক্ষ্য সরাসরি হবে এ বিধান সাক্ষ্য আইনের কোথায় উল্লিখিত আছে?
ক) ৬০ ধারায়
খ) ৪৪ ধারায়
গ) ৫১ ধারায়
ঘ) ৪২ ধারায়

উত্তর: ৬০ ধারায়

প্রশ্ন: ৮। খুনের চেষ্টার শাস্তি কত ধারায়?
ক) ৩০৬ ধারায়
খ) ৩০৭ ধারায়
গ) ৩০৮ ধারায়
ঘ) ৩০৫ ধারায়

উত্তর: ৩০৭ ধারায়

প্রশ্ন: ৯। কোন দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ বা সহকারী দায়রা জজ মামলা প্রাপ্তির কত দিনের মধ্যে বিচার কার্য সমাপ্ত করবেন?
ক) ৩৬০ দিন
খ) ৩৬৫ দিন
গ) ১৮০ দিন
ঘ) ২৬০ দিন

উত্তর: ৩৬০ দিন

প্রশ্ন: ১০। সুনিদিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারার মামলায় তামাদী মেয়াদ কত?
ক) ৬ বছর
খ) ২ বছর
গ) ৩ বছর
ঘ) ১২ বছর

উত্তর: ৩ বছর

প্রশ্ন: ১১। প্রতিপক্ষের জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদয়ের মধ্যে পরবর্তী যে কোন বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে, যখন উক্ত সাক্ষী হন-
ক) সরকারী কর্মচারী
খ) মৃত ব্যক্তি
গ) জীবিত ব্যক্তি
ঘ) সশত্র বাহিনীর সদস্য

উত্তর: মৃত ব্যক্তি

প্রশ্ন: ১২। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ২৯ ধারানুযায়ী চুক্তির সুনিদির্ষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বারিত হবে-
ক) ক্ষতিপূরনের মামলা করতে
খ) চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে
গ) ঘোষণামূলক মামলা করতে
ঘ) আদেশমূলক নিষেধাজ্ঞার মামলা করতে

উত্তর: ক্ষতিপূরনের মামলা করতে

প্রশ্ন: ১৩। প্রতিটি দস্যুতায় রয়েছে-
ক) চুরি বা জোরপূর্বক সম্পত্তি আদায়
খ) ডাকাতি এবং চুরি
গ) চুরি অথবা জোরপূর্বক সম্পত্তি আদায়
ঘ) জোরপূর্বক সম্পত্তি আদায় এবং চুরি

উত্তর: চুরি অথবা জোরপূর্বক সম্পত্তি আদায়

প্রশ্ন: ১৪। প্রতারণা (Cheating) এর সংজ্ঞা দন্ডবিধি কত ধারায় আছে?
ক) ৪০৬ ধারা
খ) ৪১৫ ধারা
গ) ৪২০ ধারা
ঘ) ৪১৬ ধারা

উত্তর: ৪১৫ ধারা

প্রশ্ন: ১৫। আরজি ফেরতের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
ক) আপিল
খ) নতুন আরজি দাখিল
গ) আপিল এবং রিভিশন উভয়
ঘ) রিভিশন

উত্তর: আপিল

প্রশ্ন: ১৬। আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যেতে পারে। কোন ধরণের সম্পত্তির অধিকারের ঘোষণা চেয়ে?
ক) স্থাবর সম্পত্তি
খ) অস্থাবর সম্পত্তি
গ) পচনশীল সম্পত্তি
ঘ) যে কোন প্রকারের সম্পত্তি

উত্তর: যে কোন প্রকারের সম্পত্তি

প্রশ্ন: ১৭। Pleadings এর অর্থ কি
ক) আরজী ও লিখিত জবাব
খ) এ্যাটনী জেনারেলের বক্তব্য
গ) আরজি
ঘ) লিখিত জবাব

উত্তর: আরজী ও লিখিত জবাব

প্রশ্ন: ১৮। পুলিশ অফিসার কত ধারা মতে Case Dairy সংরক্ষন করবে?
ক) ধারা ১৭৩
খ) ধারা ১৭৪
গ) ধারা ১৭০
ঘ) ধারা ১৭২

উত্তর: ধারা ১৭২

প্রশ্ন: ১৯। ‘X’ গুরুতর আকস্মিক উত্তেজনা বসত ‘Y’ এর প্রতি গুলি ছোড়ে কিন্তু গুলিতে ‘Y’ এর কিছুই হয় নাই। ‘X’ এর সর্বোচ্চ শাস্তি কত হবে?
ক) ৫ বছরের কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ড
খ) ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ড
গ) কোন অপরাধ হয়নি ফলে সাজা হবে না
ঘ) ৭ বছর কারাদন্ড বা অর্থদন্ড

উত্তর: ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ড

প্রশ্ন: ২০। কত বছর জবর দখল থাকলে এবং প্রকৃত মালিক ব্যবস্থা না নিলে জবর দখল কারীর স্বত্ব প্রতিষ্ঠিত হয়?
ক) ৬০ বৎসর
খ) ১২ বৎসর
গ) ৩০ বৎসর
ঘ) ৬ বৎসর

উত্তর: ১২ বৎসর

প্রশ্ন: ২১। দায়রা আদালত কোন অপরাধের বিচার করতে পারে না?
ক) হত্যা
খ) রাষ্টদ্রোহিতা
গ) ডাকাতী
ঘ) অবৈধ অস্ত্র দখল রাখা

উত্তর: অবৈধ অস্ত্র দখল রাখা

প্রশ্ন: ২২। কমপক্ষে কতজন ব্যক্তির অংশগ্রহণে দন্ডবিধি অনুযায়ী ডাকাতি সংঘটিত হয়?
ক) ৭ জন
খ) ৫ জন
গ) ৪ জন
ঘ) ৩ জন

উত্তর: ৫ জন

প্রশ্ন: ২৩। খালাস আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপীলের তামাদি মেয়াদ কত?
ক) ৯০ দিন
খ) ৬০ দিন
গ) ১২০ দিন
ঘ) ৩০ দিন

উত্তর: ৬০ দিন

প্রশ্ন: ২৪। সমন জারি করার পর সমন প্রাপ্তি স্বীকারের জন্য কার স্বাক্ষর লাগবে?
ক) যিনি সমন গ্রহন করবেন
খ) সবগলো
গ) বাদীর প্রতিনিধির
ঘ) বিবাদীর প্রতিনিধির

উত্তর: যিনি সমন গ্রহন করবেন

প্রশ্ন: ২৫। সাক্ষ্য আইনের এর কোন ধারায় একজন সাক্ষীকে Re-Examine করা যায়?
ক) ১৩৭
খ) ১৩৫
গ) ১৩৯
ঘ) ১৩৮

উত্তর: ১৩৮

নিউজঃ