প্রশ্ন: ১। একটি দলিল কোন ব্যক্তির দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে সে সম্পর্কে আদালত কার অভিমত গ্রহণ করতে পারে-
ক) হস্তলিপির সহিত পরিচিত লোকের অভিমত
খ) দলিল উপস্থাপনকারীর
গ) দলিল লেখকের মহুরির
ঘ) যে কোন হস্তলিপি বিশারদের
উত্তর: হস্তলিপির সহিত পরিচিত লোকের অভিমত
প্রশ্ন: ২। রফিক’ গুরুতর আকস্মিক উত্তেজনা বসত ‘শফিক’ এর দিকে গুলি ছোড়ে শফিক আঘাতপ্রাপ্ত হয় ফলে আহত হয়, ‘রফিক’ এর সর্বোচ্চ শাস্তি কত হইবে?
ক) ৭ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
খ) ৩ বছর কারাদন্ড
গ) ১০ বছর কারাদন্ড
ঘ) ৫ বছর কারাদন্ড
উত্তর: ৭ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
প্রশ্ন: ৩। G.R মামলায় খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপীলের তামাদি মেয়াদ কত?
ক) ৯০ দিন
খ) ৬০ দিন
গ) ১২০ দিন
ঘ) ৬ মাস
উত্তর: ৬ মাস
প্রশ্ন: ৪। আরজি ফেরতের আদেশ কখন দিতে হয়?
ক) লিখিত বিবৃতি দাখিলের পর
খ) মামলার শুরুতে
গ) মামলার যে কোন পর্যায়ে
ঘ) কোনটিই না
উত্তর: মামলার যে কোন পর্যায়ে
প্রশ্ন: ৫। স্বীকৃত বিষয় প্রমাণের আবশ্যকতা নেই এ বিধান সাক্ষ্য আইনের কোথায় আছে?
ক) ৫২ ধারায়
খ) ৫৮ ধারায়
গ) ৫৬ ধারায়
ঘ) ৫৪ ধারায়
উত্তর: ৫৮ ধারায়
প্রশ্ন: ৬। কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারণে পুনঃ পরীক্ষা করতে পারে?
ক) কোন কিছু মিথ্যা প্রমাণের জন্য
খ) পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ
গ) সবগুলো
ঘ) পূর্বের বক্তব্য ভুল শোধরানো জন্য
উত্তর: পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ
প্রশ্ন: ৭। আপীল খারিজ হলে তা পুনরায় চালু করার জন্য আবেদন বা দরখাস্ত করতে হবে-
ক) ৩০ দিনের মধ্যে
খ) ৬০ দিনের মধ্যে
গ) ২০ দিনের মধ্যে
ঘ) ১৫ দিনের মধ্যে
উত্তর: ৩০ দিনের মধ্যে
প্রশ্ন: ৮। রফিক’ হত্যার উদ্দেশ্য ‘শফিক’ এর প্রতি গুলি ছোড়ে গুলি লক্ষ ভ্রষ্ট হয়। এই ক্ষেত্রে রফিক এর সর্বোচ্চ শাস্তি কত হইবে?
ক) ১০ বছর কারাদন্ড
খ) ১৪ বছর কারাদন্ড
গ) ৫ বছর কারাদন্ড
ঘ) যাবজ্জীবন কারাদন্ড
উত্তর: ১০ বছর কারাদন্ড
প্রশ্ন: ৯। ৩৮৬ ধারায় জরিমানা আদায়ের জন্য প্রধানত কয়টি ব্যবস্থা নির্দেশিত হয়েছে?
ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) দুইটি
উত্তর: দুইটি
প্রশ্ন: ১০। রফিক’ হত্যার উদ্দেশ্যে ‘শফিক’ এর প্রতি গুলি ছোড়ে এবং গুলিটি ‘শফিক’ এর পায়ে লাগে শফিক ভাগ্য ক্রমে বেঁচে যায় রফিক এর সর্বোচ্চ শাস্তি হইবে কত?
ক) যাবজ্জীবন কারাদন্ড
খ) ৭ বছর কারাদন্ড ও অর্থদন্ড
গ) ১৪ বছর কারাদন্ড
ঘ) মৃত্যুদন্ড
উত্তর: যাবজ্জীবন কারাদন্ড
প্রশ্ন: ১১। কোন বিষয়টি প্রমাণের প্রয়োজন নেই-
ক) আইন সভার কার্যসমূহ
খ) বাংলাদেশের আইনসমূহ
গ) সবকয়টি
ঘ) আদালত সমূহের সীল মোহর
উত্তর: সবকয়টি
প্রশ্ন: ১২। কুরিয়ার সার্ভিস কত দিনের মধ্যে বিবাদীর নিকট সমন প্রেরণ করবে?
ক) ২১ দিন
খ) ৯০ দিন
গ) ৩০ দিন
ঘ) ৬০ দিন
উত্তর: ৩০ দিন
প্রশ্ন: ১৩। “বিশেষ আইনের ক্ষেত্রে তামাদির সময়সীমা বৃদ্ধির কোন বিধান নাই” এই ব্যতিক্রমটি তামাদি আইনের কোন ধারায় আছে?
ক) ১৭(১) ধারায়
খ) ১৭(২) ধারায়
গ) ২৯(২) ধারায়
ঘ) ২৯(১) ধারায়
উত্তর: ২৯(২) ধারায়
প্রশ্ন: ১৪। রফিক’ হত্যার উদ্দেশ্য ‘শফিক’ এর প্রতি গুলি ছোড়ে গুলি লক্ষ ভ্রষ্ট হয়। এই ক্ষেত্রে রফিক এর অপরাধ কি হইবে?
ক) খুনের উদ্যোগ
খ) স্বেচ্ছাকৃত আঘাতের উদ্যোগ
গ) মারত্মক অস্ত্র দিয়ে গুরুতর আঘাতের উদ্যোগ
ঘ) অপরাধজনক নরহত্যার উদ্যোগ
উত্তর: খুনের উদ্যোগ
প্রশ্ন: ১৫। ফৌজদারী মামলায় আত্মরক্ষমূলক পরিস্থিতির দাবি উঠলে তা প্রমানের দায়িত্ব?
ক) ক্ষতিগ্রস্ত ব্যক্তির
খ) উক্ত দাবি উত্থাপনকারীর
গ) অভিযোগকারীর
ঘ) পুলিশ
উত্তর: উক্ত দাবি উত্থাপনকারীর
প্রশ্ন: ১৬। ‘ক’ থানায় অভিযোগ করে যে, তাহার ভাই ‘খ’ একটি সাদা কাগজে তাহাদের পিতার সই নকল করিয়াছে। দন্ডবিধি অনুসারে এটা কোন অপরাধ?
ক) কোনটিই নয়
খ) জালিয়াতি
গ) প্রতারণা
ঘ) অপরাধজনক বিশ্বাস ভঙ্গ
উত্তর: জালিয়াতি
প্রশ্ন: ১৭। আদালত বিচারিক সিদ্ধান্ত এবং আইন কে সঠিক বলে মনে করবে যদি সিদ্ধন্তটি-
ক) সিদ্ধান্তটি কোন লেখক তার বই উল্লেখ করলে
খ) কোন প্রকাশক কর্তৃক প্রকাশিত হয়
গ) সবকয়টি
ঘ) সরকারী তত্বাবধানে সিদ্ধান্তটি প্রকাশিত হলে
উত্তর: সরকারী তত্বাবধানে সিদ্ধান্তটি প্রকাশিত হলে
প্রশ্ন: ১৮। মহানগর এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে কি নামে ডাকা হয়?
ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
খ) সিনিয়র ম্যাজিস্ট্রেট
গ) ম্যাজিস্ট্রেট
ঘ) মূখ্য হাকিম
উত্তর: মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ১৯। আর্থিক কমিটি গঠিত হয় কত জন সদস্য নিয়ে?
ক) ৭ জন
খ) ৩ জন
গ) ৫ জন
ঘ) ১৪ জন
উত্তর: ৫ জন
প্রশ্ন: ২০। Code of Criminal Procedure এর কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন?
ক) ১৫৮
খ) ১৫৬
গ) ১৫৭
ঘ) ১৫৯
উত্তর: ১৫৬
প্রশ্ন: ২১। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয়-
ক) প্রধান বিচারপ্রতি কর্তৃক
খ) চেয়ারম্যান কর্তৃক
গ) সরকার কর্তৃক
ঘ) প্রেসিডেন্ট কর্তৃক
উত্তর: সরকার কর্তৃক
প্রশ্ন: ২২। বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্নের বছরে বার কাউন্সিল নির্বাচন যে তারিখে বা তারিখের পূর্বে সম্পন্ন করতে হবে তা হলো-
ক) ৩১ জানুয়ারী
খ) ৩১ ডিসেম্বর
গ) ৩১ জুলাই
ঘ) ৩১ মে
উত্তর: ৩১ মে
প্রশ্ন: ২৩। X অন্যায় ভাবে Y এর ক্ষতিসাধনের উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক Y এর একটা আংটি নদীতে নিক্ষেপ করে। X এর কৃত অপরাধ হলে- [B.C.Exam-2013]
ক) জোর পূর্বক সম্পত্তি আদায়
খ) অর্থ আত্মসাৎ
গ) ক্ষতি
ঘ) চুরি
উত্তর: ক্ষতি
প্রশ্ন: ২৪। আত্মহত্যার জন্য প্ররোচনা শাস্তি কত ধারায়?
ক) ৩০৮ ধারায়
খ) ৩০৭ ধারায়
গ) ৩০৫ ধারায়
ঘ) ৩০৬ ধারায়
উত্তর: ৩০৬ ধারায়
প্রশ্ন: ২৫। এডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানী মামলার জবাবে সত্যাখান অংশে কার দস্তখস্ত থাকবে-
ক) জবাবের বিষয়ে ওয়াকেফহাল ব্যক্তি
খ) সবগুলি
গ) এডভোকেটের মোহরীর
ঘ) এডভোকেটের
উত্তর: জবাবের বিষয়ে ওয়াকেফহাল ব্যক্তি