প্রশ্ন: ১। কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে-
ক) সাক্ষীর ব্যক্তিত্বের ধরণ পরীক্ষা
খ) ভিন্ন দাবী প্রতিষ্ঠা
গ) সাক্ষীর মর্যাদা পরীক্ষা
ঘ) তর্কিত বিষয়ে সত্য উদঘাটন
উত্তর: তর্কিত বিষয়ে সত্য উদঘাটন
প্রশ্ন: ২। ডিক্রি জারিতে নিলাম বিক্রয় বাতিলের জন্য দরখাস্ত দাখিল করতে হবে-
ক) ৬০ দিনের মধ্যে
খ) ১ বছরের মধ্যে
গ) ৩০ দিনের মধ্যে
ঘ) ৯০ দিনের মধ্যে
উত্তর: ৩০ দিনের মধ্যে
প্রশ্ন: ৩। নিম্নে সাক্ষ্য গ্রহণের কোন ক্রমটি সঠিক?
ক) জেরা,পুনঃজবানবন্দি,জবানবন্দিজবানবন্দি
খ) জেরা, জবানবন্দি, পুনঃজনাববন্দি
গ) জবানবন্দি, পুনঃজবানবন্দি, জেরা
ঘ) জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি,জেরা
উত্তর: জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি,জেরা
প্রশ্ন: ৪। C.R. Case এর পূর্নাঙ্গ রুপ কি?
ক) Criminal Registered Cade
খ) Complaint Record Case
গ) Complaint Registerd Case
ঘ) Criminal Record Case
উত্তর: Complaint Registerd Case
প্রশ্ন: ৫। কোন আদালত কিশোর অপরাধের বিচার করবে?
ক) বিশেষ ক্ষমতাপ্রাপ্ত যে কোন ম্যাজিস্ট্রেট
খ) সবগুলি
গ) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
ঘ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
উত্তর: সবগুলি
প্রশ্ন: ৬। গ্রেফতারের পর আসামীকে আদালতে হাজির করার কথা বলা আছে?
ক) ৮০ ধারায়
খ) ৮৩ ধারায়
গ) ৮১ ধারায়
ঘ) ৮৪ ধারায়
উত্তর: ৮১ ধারায়
প্রশ্ন: ৭। এডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানী মামলার আরজিতে কার দরখাস্ত প্রয়োজন হবে?
ক) এডভোকেট ও বাদী বা তার প্রতিনিধির
খ) সবগুলি
গ) বাদীর প্রতিনিধির
ঘ) এডভোকেটের
উত্তর: এডভোকেট ও বাদী বা তার প্রতিনিধির
প্রশ্ন: ৮। দন্ডবিধির ৩০২ ধারার মামলার আসামী দাবি করে যে, আসামির কার্য সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। উক্ত দাবি প্রমাণের দায়িত্ব আসামির। এটা সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?
ক) ৯৬ ধারার
খ) ১০২ ধারার
গ) ১০৩ ধারার
ঘ) ১০৫ ধারার
উত্তর: ১০৫ ধারার
প্রশ্ন: ৯। দায়রা জজ কোন ধারার ক্ষমতা বলে Cognizable গ্রহন করেন?
ক) ১৯৫
খ) ১৯৬
গ) ১৯০
ঘ) ১৯৩
উত্তর: ১৯৩
প্রশ্ন: ১০। রফিক’ আকস্মিক উত্তেজনা বসত ‘শফিক’ এর প্রতি গুলি ছোড়ে কিন্তু ‘শফিক’ বেচে যায়। এক্ষেত্রে ‘রফিক’ কোন ধরনের অপরাধ করেছে?
ক) কোন অপরাধ করেনি
খ) ইচ্ছাকৃত ঘুরুতর আঘাত
গ) খুনের উদ্যোগ
ঘ) অপরাধ মূলক নরহত্যার উদ্যোগ
উত্তর: অপরাধ মূলক নরহত্যার উদ্যোগ
প্রশ্ন: ১১। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারেন?
ক) ১৫,০০০ টাকা
খ) ১০,০০০ টাকা
গ) ৫,০০০ টাকা
ঘ) ৩০০০ টাকা
উত্তর: ১০,০০০ টাকা
প্রশ্ন: ১২। কোন ব্যক্তি স্থাবর সম্পত্তি সংক্রান্ত একটি ঘোষনণামূলক মোকদ্দমা করতে পারে যদি সম্পত্তিতে তার-
ক) সবগুলো
খ) একচ্ছত্র দখল থাকে
গ) আংশিক দখল থাকে
ঘ) প্রতীকী দখল থাকে
উত্তর: একচ্ছত্র দখল থাকে
প্রশ্ন: ১৩। একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র-
ক) পক্ষ্যগণ দ্বারা
খ) আদালত দ্বারা
গ) সম্পাদনকারীগণ দ্বারা
ঘ) সত্যায়নকারী সাক্ষী দ্বারা
উত্তর: আদালত দ্বারা
প্রশ্ন: ১৪। কোন মামলায় কোন বিষয় প্রমানের জন্য কত জন সাক্ষীর প্রয়োজন?
ক) কোন নিদিষ্ট সংখ্যা নেই
খ) ২ জন
গ) ৩ জন
ঘ) ৫ জন
উত্তর: কোন নিদিষ্ট সংখ্যা নেই
প্রশ্ন: ১৫। বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা-
ক) নির্দেশনামূলক
খ) বাধ্যতামূলক
গ) স্বেচ্ছাধীন
ঘ) অবশ্য করণীয়
উত্তর: স্বেচ্ছাধীন
প্রশ্ন: ১৬। একজন বিচারাধীন আসামী কোন ধারার বিধান অনুযায়ী তার Defence এর সমর্থনে সাক্ষ্য হিসেবে সাক্ষ্য দিতে পারেন?
ক) ৩৪০
খ) ৩৩৮
গ) ৩৩৭
ঘ) ৩৪২
উত্তর: ৩৪০
প্রশ্ন: ১৭। নির্বাহী কমিটি গঠিত হয় কয় জন সদস্য নিয়ে?
ক) ৩ জন
খ) ৫ জন
গ) ৭ জন
ঘ) ২ জন
উত্তর: ৫ জন
প্রশ্ন: ১৮। আরজি খারিজের দরখাস্ত না মঞ্জুর হলে কি করবেন?
ক) রিভিশন
খ) রিভিউ
গ) আপিল
ঘ) বিবিধ আপিল
উত্তর: রিভিশন
প্রশ্ন: ১৯। আরজি নাকোচের আদেশের বিরুদ্ধে আপিলের দরখাস্ত খারিজ হলে প্রতিকার কি?
ক) আপিল
খ) রিভিউ
গ) বিবিধ আপিল
ঘ) রিভিশন
উত্তর: রিভিশন
প্রশ্ন: ২০। আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি-
ক) চুক্তি রদের ক্ষেত্রে
খ) সম্পত্তির স্বত্ব ঘোষণার ক্ষেত্রে
গ) লিখিত দলিল সম্পাদনের ক্ষেত্রে
ঘ) লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে
উত্তর: লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে
প্রশ্ন: ২১। ২৬০ ধারা মতে কে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
ক) মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট
খ) ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট
গ) ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট
ঘ) ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট
উত্তর: ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ২২। দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদন্ড হইতে পারে?
ক) ৩ বছর
খ) ৫ বছর
গ) ৬ মাস
ঘ) ১ বছর
উত্তর: ৫ বছর
প্রশ্ন: ২৩। সরকারি চাকরি হতে নৈতিক স্খলনের দায়ে বরখাস্তকৃত একজন ব্যক্তি আইনজীবী হবার জন্য অযোগ্য হবে, যদি না সে অতিবাহিত করে-
ক) ৪ বছর
খ) ৩ বছর
গ) ২ বছর
ঘ) ১ বছর
উত্তর: ২ বছর
প্রশ্ন: ২৪। X নিজেকে Y হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে। X এর কৃত অপরাধ হলো –
ক) প্রবঞ্চনা
খ) ছদ্ধবেশে প্রবঞ্চনা
গ) প্রতারণা
ঘ) ক্ষতি
উত্তর: ছদ্ধবেশে প্রবঞ্চনা
প্রশ্ন: ২৫। ‘আব্দুর রহিম’ একটি জমির বৈধ দখলে আছে। প্রতিবেশী গ্রামবাসী উক্ত সম্পত্তির উপর দিয়ে চলাচলের অধিকার দাবী করে। ‘আব্দুর রহিম’ কি ধরনের মামলা করতে পারবে?
ক) অগ্রক্রয়ের
খ) বন্টনের
গ) ক্ষতিপূরণের
ঘ) ঘোষণার
উত্তর: ঘোষণার