প্রশ্ন: ১। সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য হবে-
ক) প্রতক্ষ্য ও পরোক্ষ উভয়
খ) প্রতক্ষ্য
গ) লিখিত
ঘ) দালিলিক

উত্তর: প্রতক্ষ্য

প্রশ্ন: ২। আইন শিক্ষা কমিটি গঠিত হয় কয়জন সদস্য নিয়ে?
ক) ৫ জন
খ) ৭ জন
গ) ৩ জন
ঘ) ৯ জন

উত্তর: ৯ জন

প্রশ্ন: ৩। ফৌজদারী কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগনকে প্রধানত কত প্রকারে ভাগ করা হয়েছে?
ক) ৩ প্রকার
খ) ৪ প্রকার
গ) ২ প্রকার
ঘ) ৬ প্রকার

উত্তর: ২ প্রকার

প্রশ্ন: ৪। কোনটি গৌণ সাক্ষ্য নহে?
ক) দলিল দেখেছেন এমন ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত বিক্রয় দলিলের অবিকল নকল
খ) মুল দলিলের প্রতিলিপি ও মূল দলিলের সার্টিফাইড কপি
গ) সাব রেজিষ্টার কর্তৃক স্বাক্ষরিত বিক্রয় দলিলের অবিকল নকল
ঘ) মূল দলিলের সার্টিফাইড কপি

উত্তর: সাব রেজিষ্টার কর্তৃক স্বাক্ষরিত বিক্রয় দলিলের অবিকল নকল

প্রশ্ন: ৫। আরজি খারিজের বিরুদ্ধে জেলা জজের নিকট করা আপিল, খারিজের বিরুদ্ধে প্রতিকার কি?
ক) কোনটিই নয়
খ) হাইকোর্ট বিভাগে রিভিউ
গ) হাইকোর্ট বিভাগে আপিল
ঘ) হাইকোর্ট বিভাগে রিভিশন

উত্তর: হাইকোর্ট বিভাগে রিভিশন

প্রশ্ন: ৬। ফৌজদারী কার্যবিধি অনুসারে কোন ব্যক্তি সদাচরণের মুচলেকা দেওয়ার আদেশ দিতে পারেন?
ক) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
খ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
গ) জেলা ম্যাজিস্ট্রেট
ঘ) ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট

উত্তর: জেলা ম্যাজিস্ট্রেট

প্রশ্ন: ৭। ‘ক’ এর বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারী আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক?
ক) ‘ক’ অন্য একটি যৌতুক মামলায় খালাস পেয়েছে
খ) ‘ক’ অন্য একটি চুরি মামলায় খালাস পেয়েছে
গ) ‘ক’ অন্য একটি চুরি মামলায় দন্ডিত হয়েছে
ঘ) ‘ক’ অন্য একটি যৌতুক মামলায় দন্ডিত হয়েছে

উত্তর: ‘ক’ অন্য একটি চুরি মামলায় দন্ডিত হয়েছে

প্রশ্ন: ৮। মূল এখতিয়ার প্রয়োগকালে হাইকোর্ট বিভাগের রায় পুনর্বিবেচনার তামাদি মেয়াদ –
ক) ১৫ দিন
খ) ৯০ দিন
গ) ২০ দিন
ঘ) ৩০ দিন

উত্তর: ২০ দিন

প্রশ্ন: ৯। Mediation আদেশ হওয়ার পরে সর্বোচ্চ কত দিনের মধ্যে উক্তরূপ Mediation কাজ শেষ করতে হবে?
ক) ৬০ দিন
খ) ৯০ দিন
গ) ১২০ দিন
ঘ) ৩০ দিন

উত্তর: ৯০ দিন

প্রশ্ন: ১০। দেওয়ানী কার্যবিধির কোন বিধানে আরজি বা জবাব কর্তনের কথা বলা হয়েছে?
ক) অর্ডার ৭ রুল ১২
খ) অর্ডার ৭ রুল ১৬
গ) অর্ডার ৬ রুল ১৬
ঘ) অর্ডার ৬ রুল ১৫

উত্তর: অর্ডার ৬ রুল ১৬

প্রশ্ন: ১১। আরজি সংশোধনের আবেদন আদালত না মুন্জুর করলে কি করিবেন?
ক) আপীল
খ) রিভিও ও আপিল
গ) রিভিও
ঘ) রিভিশন

উত্তর: রিভিশন

প্রশ্ন: ১২। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কয়টি স্তরের বিচারক থাকতে পারে?
ক) ২টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৪টি

উত্তর: ৪টি

প্রশ্ন: ১৩। X, Z এর মুখে ঘুষি মারিলে তাহার একটি দাঁত পড়িয়া যায় X এর কৃত অপরাধ হলো-
ক) সাধারণ জখম
খ) মারাত্মক জখম
গ) ইচ্ছাকৃত জখম
ঘ) হত্যার প্রচেষ্টা

উত্তর: মারাত্মক জখম

প্রশ্ন: ১৪। আরজী সংশোধন করা যাবে-
ক) যুক্তিতর্কের পূর্বে
খ) বিচার্য বিষয় গঠনের আগে
গ) মোকদ্দমার যে কোন পর্যায়ে
ঘ) চুড়ান্ত শুনানীর আগে

উত্তর: মোকদ্দমার যে কোন পর্যায়ে

প্রশ্ন: ১৫। পেনাল কোড হলো একটি –
ক) Procedural law
খ) Substantive law
গ) Preventive law
ঘ) Adjective law

উত্তর: Substantive law

প্রশ্ন: ১৬। নিঃস্ব হিসাবে আপীলের অনুমতির দরখাস্ত দাখিলের তামাদি মেয়াদ কত-
ক) ১২০ দিন
খ) ৩ মাস
গ) ৬০ দিন
ঘ) ৩০ দিন

উত্তর: ৩০ দিন

প্রশ্ন: ১৭। আদালত প্লিডিংস কর্তনের আদেশ প্রদান করিবেন কোন ক্ষেত্রে?
ক) মোকদ্দমার বিষয়বস্তু সুষ্ঠবিচারে বাধা হলে
খ) সবগুলো ক্ষেত্রে
গ) কুৎসাজনক হলে
ঘ) মোকদ্দমার বিষয়বস্তু অপ্রয়োজনীয় হলে

উত্তর: সবগুলো ক্ষেত্রে

প্রশ্ন: ১৮। দেওয়ানী মোকদ্দমা পুনর্বহালের আবেদনের তামাদি মেয়াদ কত?
ক) ১২০ দিন
খ) ২০ দিন
গ) ৩০ দিন
ঘ) ৬০ দিন

উত্তর: ৩০ দিন

প্রশ্ন: ১৯। রিভিশন কত ধারায়?
ক) ১১৫ ধারায়
খ) ১২০ ধারায়
গ) ১১২ ধারায়
ঘ) ১১৩ ধারায়

উত্তর: ১১৫ ধারায়

প্রশ্ন: ২০। ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের আবেদন বা দরখাস্ত দাখিলের তামাদি মেয়াদ কত?
ক) ৬০ দিন
খ) ৬ মাস
গ) ৩ মাস
ঘ) ৩০ দিন

উত্তর: ৬ মাস

প্রশ্ন: ২১। ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে কোনটি বাধা?
ক) আদালতের বিবেচনা মূলক ক্ষমতা
খ) আনুষাঙ্গিক প্রতিকার না চাওয়া
গ) আনুষঙ্গিক প্রতিকার চাওয়া
ঘ) সবগুলো

উত্তর: আনুষাঙ্গিক প্রতিকার না চাওয়া

প্রশ্ন: ২২। প্লিডিংস সংশোধন মন্জুর বা না-মন্জুর এর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
ক) আপীল
খ) রিভিশন
গ) রিভিও
ঘ) কোনটিই নয়

উত্তর: রিভিশন

প্রশ্ন: ২৩। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ২৯ ধারা অনুযায়ী চুক্তির সুনিদির্ষ্ট প্রতিপালনের মামলা খারিজ হইলে বাদী অবশ্যই বারিত হইবে-
ক) ঘোষণামূলক মামলা করিতে
খ) আদেশমূলক নিষেধাজ্ঞার মামলা করিতে
গ) চিরস্থায়ী নিষেধাজ্ঞারর মামলা করিতে
ঘ) ক্ষতিপূরণের মামলা করিতে

উত্তর: ক্ষতিপূরণের মামলা করিতে

প্রশ্ন: ২৪। ফৌজদারী মামলায় প্রসিকিউসন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিউর কোড এর ৩৪২ ধারা অনুসারে-
ক) আসামিদের আইনজীবিকে পরীক্ষা করবে
খ) পুণরায় তদন্ত কর্মকর্তাকে পরীক্ষা করবে
গ) পুণরায় স্বাক্ষীদের পরীক্ষা পরীক্ষা করবে
ঘ) আসামীদের পরীক্ষা করবে

উত্তর: আসামীদের পরীক্ষা করবে

প্রশ্ন: ২৫। ধর্ষণ অপরাধ সংঘটনের উপাদান হলো-
ক) ৩টি
খ) ৮টি
গ) ৫টি
ঘ) ৭টি

উত্তর: ৫টি

নিউজঃ