প্রশ্ন: ১। আইন শিক্ষা কমিটিতে সর্বনিম্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষক থাকবে কয়জন?
ক) ৬ জন
খ) ২ জন
গ) ৫ জন
ঘ) ৩ জন

উত্তর: ২ জন

প্রশ্ন: ২। ফৌজদারী মামলায় সময়ের দরখাস্ত করা যায় কত ধারায়?
ক) ৩৪৭ ধারায়
খ) ৩৪৪ ধারায়
গ) ৩৪৫ ধারায়
ঘ) ৩৫৪ ধারায়

উত্তর: ৩৪৪ ধারায়

প্রশ্ন: ৩। আদালত প্লিডিংস সংশোধনের অনুমতি দিলে কত দিনের মধ্যে তাহা আদালতে দাখিল করতে হয়?
ক) ৬০ দিন
খ) ১৫ দিন
গ) ১৪ দিন
ঘ) ৩০ দিন

উত্তর: ১৪ দিন

প্রশ্ন: ৪। প্লিডিংস সংশোধন অত্র আইনের কোন বিধানে-
ক) অর্ডার ৬ রুল ১৪
খ) অর্ডার ৬ রুল ১৭
গ) অর্ডার ৬ রুল ১৫
ঘ) অর্ডার ৬ রুল ১০

উত্তর: অর্ডার ৬ রুল ১৭

প্রশ্ন: ৫। তদন্তের অগ্রগতি সংরক্ষন করতে হয় কত ধারা মতে?
ক) ১৬১ ধারা
খ) ১৬৭ ধারা
গ) ১৭২ ধারা
ঘ) ১৭৩ ধারা

উত্তর: ১৭২ ধারা

প্রশ্ন: ৬। কোন ধরনের সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়?
ক) অবস্থাগত সাক্ষ্য
খ) অন্যের নিকট শোনা ভিক্তিক সাক্ষ্য
গ) দেখার ভিক্তিতে প্রদত্ব সাক্ষ্য
ঘ) গৌণ সাক্ষ্য ও অবস্থাগত সাক্ষ্য

উত্তর: অন্যের নিকট শোনা ভিক্তিক সাক্ষ্য

প্রশ্ন: ৭। রিসিভার নিয়োগ, তার অধিকার এবং কর্তব্য কোন আইনের বিধান অনুযায়ী নিয়ন্ত্রীত হবে?
ক) দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
খ) দন্ডবিধি, ১৮৬০
গ) সুনিদির্ষ্ট প্রতিকার আইন, ১৮৭৭
ঘ) ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮

উত্তর: দেওয়ানী কার্যবিধি, ১৯০৮

প্রশ্ন: ৮। সাক্ষ্য আইনের ধারা-১০৯ অনুসারে অংশীদারগণের মধ্যে যে অংশীদারমূলক সম্পর্ক বিদ্যমান তা প্রমাণ করার দায়িত্ব-
ক) সব অংশীদারগণের
খ) সবকয়টি
গ) যে ব্যক্তি এমন সম্পর্ক অস্বীকার করে
ঘ) যে ব্যক্তি এমন সম্পর্ক দাবি করে

উত্তর: যে ব্যক্তি এমন সম্পর্ক অস্বীকার করে

প্রশ্ন: ৯। দেওয়ানী কার্যবিধি ১৯০৮ সালের কত তারিখে পাশ করা হয়?
ক) ২৬ শে মার্চ
খ) ২৭ শে মার্চ
গ) ১লা জুলাই
ঘ) ২১ শে মার্চ

উত্তর: ২১ শে মার্চ

প্রশ্ন: ১০। ফৌজদারী মামলায় দন্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপীল দায়েরের সময়সীমা কত?
ক) ১২০ দিন
খ) ৩০ দিন
গ) ৯০ দিন
ঘ) ৬০ দিন

উত্তর: ৬০ দিন

প্রশ্ন: ১১। নিবন্ধন কমিটিতে কত জন হাইকোর্টের বিচারক থাকে?
ক) ৩ জন
খ) ৪ জন
গ) ২ জন
ঘ) ৫ জন

উত্তর: ২ জন

প্রশ্ন: ১২। সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোন পক্ষ নিজের সাক্ষীকে জেরা করাতে পারে?
ক) ১৫২ ধারা
খ) ১৫৪ ধারা
গ) ১৫৫ ধারা
ঘ) ১৫৩ ধারা

উত্তর: ১৫৪ ধারা

প্রশ্ন: ১৩। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মোকদ্দমার ডিক্রি কিংবা আদেশের বিরুদ্ধে কি করিতে হয়?
ক) রিভিউ
খ) রীট
গ) আপিল
ঘ) রিভিশন

উত্তর: রিভিশন

প্রশ্ন: ১৪। কোন এডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপর্যুপরি-
ক) ৪ বারের বেশি
খ) ৫ বারের বেশি
গ) ৩ বারের বেশি
ঘ) ২ বারের বেশি

উত্তর: ২ বারের বেশি

প্রশ্ন: ১৫। পেনাল কোডের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় উল্লেখ আছে?
ক) ৩য় তফসিল, ৮ কলাম
খ) ২য় তফসিল, ৮ কলাম
গ) ১ম তফসিল, ৮ কলাম
ঘ) ৪র্থ তফসিল, ৮ কলাম

উত্তর: ২য় তফসিল, ৮ কলাম

প্রশ্ন: ১৬। একজন পুলিশ অফিসার কখন একটি আমল অযোগ্য অপরাধ তদন্ত করতে পারেন?
ক) ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
খ) সুনির্দিষ্ট অভিযোগের ভিক্তিতে
গ) যে কোন তথ্যের ভিক্ততে
ঘ) প্রথম ও দ্বিতীয় শ্রোণির ম্যাজিস্ট্রেটেরর আদেশের ভিক্তিতে

উত্তর: প্রথম ও দ্বিতীয় শ্রোণির ম্যাজিস্ট্রেটেরর আদেশের ভিক্তিতে

প্রশ্ন: ১৭। সেট অফের মামলায় লিখিত জবাব কখন পেশ করতে হয়?
ক) মামলার প্রথম শুনানির সময় এবং শুনানির পূর্বে
খ) মামলার প্রথম শুনানির পূর্বে
গ) প্রসিডিংসের এর যে কোন পর্যায়ে
ঘ) মামলার প্রথম শুনানির সময়

উত্তর: মামলার প্রথম শুনানির সময়

প্রশ্ন: ১৮। ঘোষণামূলক মোকদ্দমায় ঘোষণা দেওয়া আদালতের একটি-
ক) আদেশমূলক ক্ষমতা
খ) স্বেচ্ছাধীন ক্ষমতা
গ) নির্দেশনামূলক ক্ষমতা
ঘ) নিরোধমূলক ক্ষমতা

উত্তর: স্বেচ্ছাধীন ক্ষমতা

প্রশ্ন: ১৯। চুরির অপরাধ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত?
ক) জমির সাথে
খ) দন্ডায়মান গাছের সাথে
গ) দালানের সাথে
ঘ) স্বর্ণালংকার সাথে

উত্তর: স্বর্ণালংকার সাথে

প্রশ্ন: ২০। স্বেচ্ছাকৃতভাবে মারত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাতের শাস্তি কত?
ক) অর্থদন্ড
খ) যাবজ্জীবন কারাদন্ড
গ) দশ বছর কারাদন্ড
ঘ) সবগুলি

উত্তর: সবগুলি

প্রশ্ন: ২১। নারীকে দিয়ে নারীর দেহ তল্লাশি করতে হবে বিধানটি বর্ণিত আছে কোন ধারায়?
ক) ৫৫ ধারায়
খ) ৫২ ধারায়
গ) ৫৩ ধারায়
ঘ) ৫৭ ধারায়

উত্তর: ৫২ ধারায়

প্রশ্ন: ২২। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তি প্রবলের কথা বলা আছে?
ক) ২৪ ধারা
খ) ১২ ধারা
গ) ১৫ ধারা
ঘ) ৩২ ধারা

উত্তর: ১২ ধারা

প্রশ্ন: ২৩। কোন মামলা প্রমাণের জন্য কত জনসাক্ষীর সাক্ষ্যের প্রয়োজন?
ক) অনুন্য ৩ জন
খ) অনুন্য ৪ জন
গ) অনুন্য ২ জন
ঘ) কোন নিদির্ষ্ট সংখ্যক নয়

উত্তর: কোন নিদির্ষ্ট সংখ্যক নয়

প্রশ্ন: ২৪। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় অবলবৎযোগ্য চুক্তির কথা বলা হইয়াছে?
ক) ২৫ ধারা
খ) ৩০ ধারা
গ) ২১ ধারা
ঘ) ৪০ ধারা

উত্তর: ২১ ধারা

প্রশ্ন: ২৫। পেনাল কোডে কত প্রকারের আঘাতকে ‘মারাত্মক ‘ হিসেবে চিহ্নিত করা হয়েছে?
ক) ৬ প্রকারের
খ) ১০ প্রকারের
গ) ৮ প্রকারের
ঘ) ৯ প্রকারের

উত্তর: ৮ প্রকারের

নিউজঃ