প্রশ্ন: ১। আরজি ফেরতের বিধান কোনটি?
ক) বিধি ১০ আদেশ ৭
খ) বিধি ৭ আদেশ ৭
গ) বিধি ১১ আদেশ ৭
ঘ) বিধি ১২ আদেশ ৭

উত্তর: বিধি ১০ আদেশ ৭

প্রশ্ন: ২। এডভোকেট হওয়ার সব যোগ্যতা থাকার পরও একজন ব্যক্তি এডভোকেট হতে পারবে না, যদি সে-
ক) নৈতিক অবক্ষয়ের কারণে কোন অপরাধে দন্ডিত হয়
খ) সরকারি চাকুরী হতে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হয়
গ) বিদেশ থেকে আইনের ডিক্রি লাভ করে
ঘ) ক+খ

উত্তর: ক+খ

প্রশ্ন: ৩। তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোন বিধান না থাকলে তখন মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
ক) ৩ বছর
খ) ২ বছর
গ) ৬ বছর
ঘ) ১২ বছর

উত্তর: ৬ বছর

প্রশ্ন: ৪। আমলযোগ্য অপরাধ সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে?
ক) ১৫৪ ধারায়
খ) ১৫৬ ধারায়
গ) ১৫৫ ধারায়
ঘ) ১৫৭ ধারায়

উত্তর: ১৫৪ ধারায়

প্রশ্ন: ৫। সাক্ষ্য আইনের স্বকার্যনীত নীতি কোন ধরনের মামলায় ব্যবহার করা যায়?
ক) কোনটিই নয়
খ) দেওয়ানী মামলায়
গ) ফৌজদারী মামলায়
ঘ) ফৌজদারী বা দেওয়ানী মামলায়

উত্তর: দেওয়ানী মামলায়

প্রশ্ন: ৬। নিম্নের কোনটি আইন অনুযায়ী বলবৎযোগ্য?
ক) A, B এর সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে
খ) A, B কে ব্যক্তির গত সেবা দেবার চুক্তি করে
গ) লেখক A প্রকাশক B এর সাথে একটি উপন্যাস রচনা চুক্তি করে
ঘ) A, B কে বিবাহ করার চুক্তি করে

উত্তর: A, B এর সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে

প্রশ্ন:৭। কোন আঘাত কত দিন পর্যন্ত বেদনা দিলে মারত্মক জখম বলে গণ্য হবে?
ক) ২০ দিন
খ) ১৪ দিন
গ) ২১ দিন
ঘ) ১৫ দিন

উত্তর: ২০ দিন

প্রশ্ন: ৮। রফিক, শফিক এর মুখে ঘুষি মারলে শফিক এর একটি দাঁত পড়ে যায়। রফিক এর কৃত অপরাধ হলো-
ক) ইচ্ছাকৃত জখম
খ) সাধারণ জখম
গ) মারাত্মক জখম
ঘ) হত্যার চেষ্টা

উত্তর: মারাত্মক জখম

প্রশ্ন: ৯। ডাকাতির সাথে খুনের অপরাধের সর্বোচ্চ সাজা কি?
ক) মৃত্যুদন্ড
খ) যাবজ্জীবন কারাদন্ড
গ) ১০ বছর কারাদন্ড ও অর্থদন্ডঅর্থদন্ড
ঘ) ১০ বছর কারাদন্ড

উত্তর: মৃত্যুদন্ড

প্রশ্ন: ১০। দাায়রা আদালতে কয়টি স্তরের বিচারক থাকিতে পারে?
ক) ৫টি
খ) ২টি
গ) ৪টি
ঘ) ৩টি

উত্তর: ৩টি

প্রশ্ন: ১১। মামলা মধ্যস্থতাকারির জন্য প্যানেল কে প্রস্তুত করে?
ক) সবগুলো
খ) অতিরিক্ত জেলা জজ
গ) জেলা জজ
ঘ) হাইকোর্ট বিভাগ

উত্তর: জেলা জজ

প্রশ্ন: ১২। বসত ঘরে চুরির অপরাধের সর্বোচ্চ সাজা কি?
ক) ৭ বছরের বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা
খ) ৩ বছরের কারাদন্ড ও জরিমানা
গ) ৫ বছরের কারাদন্ড ও জরিমানা
ঘ) ৭ বছরের সশ্রম কারাদন্ড ও জরিমানা

উত্তর: ৭ বছরের সশ্রম কারাদন্ড ও জরিমানা

প্রশ্ন: ১৩। প্লিডিংস সংশোধন করা যায়-
ক) সবক্ষেত্রে
খ) অনুসন্ধানের যে কোন পর্যায়ে
গ) তদন্তের যে কোন পর্যায়ে
ঘ) প্রসিডিংস এর যে কোন পর্যায়ে

উত্তর: প্রসিডিংস এর যে কোন পর্যায়ে

প্রশ্ন: ১৪। নিম্নোক্ত কয়টি উপায়ে অপরাধ সম্পর্কে পুলিশ প্রাথমিক তথ্যের ভিক্ততে তদন্ত করা হয়?
ক) ২টি
খ) ৪টি
গ) ৩টি
ঘ) ৫টি

উত্তর: ৪টি

প্রশ্ন: ১৫। সাক্ষ্য আইনে সাক্ষীদের কত ধরনের পরীক্ষা উল্লেখ আছে?
ক) ২ ধরনের
খ) ৬ ধরনের
গ) ৩ ধরনের
ঘ) ৫ ধরনের

উত্তর: ৩ ধরনের

প্রশ্ন: ১৬। আগাম জামিন (anticipatory bail) বলতে নিম্নের কোনটিকে বুঝাবে?
ক) যুক্তি তর্ক শুনানী পূর্ব জামিনজামিন
খ) চার্জ গঠন পূর্ব জামিন
গ) গ্রেফতার পূর্ব জামিন
ঘ) বিচার পূর্ব জামিন

উত্তর: গ্রেফতার পূর্ব জামিন

প্রশ্ন: ১৭। A, Z এর দখলে থাকা একটি সম্পত্তি তার নিজের মনে করে সরল বিশ্বাস নিয়ে যায়। A এর কৃত অপরাধ হলো-
ক) চুরি
খ) কোন অপরাধ হয় নাই
গ) অর্থ আত্মসাৎ
ঘ) জোর পূর্বক সম্পত্তি আদায়

উত্তর: কোন অপরাধ হয় নাই

প্রশ্ন: ১৮। দায়রা জজ প্রদত্ত মৃত্যুদন্ডাদেশ কার্যকর করিবার পূর্বে অনুমোদন প্রয়োজন হয়-
ক) রাষ্টপতির
খ) প্রধানমন্ত্রীর
গ) আপীল বিভাগের
ঘ) হাইকোর্ট বিভাগের

উত্তর: হাইকোর্ট বিভাগের

প্রশ্ন: ১৯। দন্ডবিধি অনুসারে কোনটি গুরুতর আঘাত?
ক) পিঠে আঘাত
খ) পায়ে আঘাত
গ) সবগুলো
ঘ) দাঁত ভেঙ্গে ফেলা

উত্তর: দাঁত ভেঙ্গে ফেলা

প্রশ্ন: ২০। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারায় রিসিভার নিয়োগের আবেদন করা যায়?
ক) ৪৫ ধারায়
খ) ৪৩ ধারায়
গ) ৪২ ধারায়
ঘ) ৪৪ ধারায়

উত্তর: ৪৪ ধারায়

প্রশ্ন: ২১। দন্ডবিধিতে কত প্রকারের আঘাতকে মারাত্মক হিসেবে চিহ্নিত করা হয়েছে?
ক) ৯ প্রকারের
খ) ৫ প্রকারের
গ) ৩ প্রকারের
ঘ) ৮ প্রকারের

উত্তর: ৮ প্রকারের

প্রশ্ন: ২২। খুন বলিয়া গণ্য নহে নিন্দানীয় নরহত্যার সর্বোচ্চ শাস্তি কত?
ক) যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড
খ) যাবজ্জীবন কারাদন্ড
গ) মৃত্যুদন্ড
ঘ) ১০ বছর কারাদন্ড ও অর্থদন্ড

উত্তর: যাবজ্জীবন কারাদন্ড

প্রশ্ন: ২৩। যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ব্যক্তি খুন করলে তাহার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড ইহা দন্ডবিধির কোন ধারায়-
ক) ৩০২ ধারায়
খ) ৩০০ ধারায়
গ) ৩০৩ ধারায়
ঘ) ২৯৯ ধারায়

উত্তর: ৩০৩ ধারায়

প্রশ্ন: ২৪। বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত এডভোকেট হবার সকল আবেদন পত্র যে কমিটিতে উপস্থাপন করতে হয় তা হলো-
ক) Enrolment Committee
খ) Enforcement Committee
গ) Admission Committee
ঘ) Executive Committee

উত্তর: Enrolment Committee

প্রশ্ন: ২৫। প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপীলের তামাদি মেয়াদ কত দিন?
ক) ৬০ দিন
খ) ক) ৩০ দিন
গ) ১২০ দিন
ঘ) ৯০ দিন

উত্তর: ৬০ দিন

নিউজঃ