প্রশ্ন: ১। দেওয়ানী কার্যবিধির কত ধারায় রিভিউ সম্পর্কে বলা আছে?
ক) ৫৪ ধারায়
খ) ১১৫ ধারায়
গ) ১১৪ ধারায়
ঘ) ১১৩ ধারায়
উত্তর: ১১৪ ধারায়
প্রশ্ন: ২। X, Y এর মুখমন্ডল বিকৃত করার উদ্দেশ্যে তাকে স্বজোরে ঘুষি মারে এতে Y এর মুখমন্ডল বিকৃত না হলেও উক্ত আঘাত ১ মাস যাবৎ ব্যাথা দেয়, X এর এই আঘাত দন্ডবিধিরর কত ধারায়?
ক) ৩২৪ ধারায়
খ) ৩২৬ ধারায়
গ) ৩২০ ধারায়
ঘ) ৩২৬ ক ধারায়
উত্তর: ৩২০ ধারায়
প্রশ্ন: ৩। চুক্তি প্রত্যাহার করার মামলা দায়েরের জন্য তামাদির মেয়াদ কত বছর?
ক) ৬ বছর
খ) ২ বছর
গ) ১ বছর
ঘ) ৫ বছর
উত্তর: ১ বছর
প্রশ্ন: ৪। পেনাল কোডের ৩৪ ধারার অধীন সাধারণ উদ্দেশ্যে অপরাধ সংঘটনের জন্য নূন্যতম আসামী হতে হবে?
ক) ২ জন
খ) ৭ জন
গ) ৫ জন
ঘ) ৩ জন
উত্তর: ২ জন
প্রশ্ন: ৫। ধর্ষণ অপরাধ সংঘটনের উপাদান কয়টি?
ক) ৫টি
খ) ২টি
গ) ৮টি
ঘ) ৭টি
উত্তর: ৫টি
প্রশ্ন: ৬। ফৌজদারী কার্যবিধির কত ধারা অনুসারে কোন অপরাধ আপোষ নিষ্পত্তি করা যায়?
ক) ৩৪৫ ধারা
খ) ৩৪২ ধারা
গ) ৩৪৩ ধারা
ঘ) ৩৪১ ধারা
উত্তর: ৩৪৫ ধারা
প্রশ্ন: ৭। ডিক্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপীল দায়েরের সময়সীমা কত?
ক) ৬০ দিন
খ) ১৮০ দিন
গ) ৯০ দিন
ঘ) ৩০ দিন
উত্তর: ৩০ দিন
প্রশ্ন: ৮। একজন মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপ করতে পারে?
ক) ৫০০০ টাকা
খ) ১০,০০০ টাকা
গ) ২০০০ টাকা
ঘ) ৩০০০ টাকা
উত্তর: ১০,০০০ টাকা
প্রশ্ন: ৯। বাদী যদি ঘোষণামূলক মোকদ্দমায় আনুসঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে তাহলে আদালত নিম্নের কোন আদেশটি দিতে পারে-
ক) ইচ্ছাধীন প্রতিকার দিবে
খ) ঘোষণামূলক ডিক্রি দিবে
গ) কোনটিই নয়
ঘ) *কোন ঘোষণা দিবে না
উত্তর: কোন ঘোষণা দিবে না
প্রশ্ন: ১০। প্রাথমিক সাক্ষ্য বলতে বুঝায় এমন একটি দলিল যাহা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে?
ক) আইনজীবীর নিকট
খ) এটর্নী যেনারেল এর নিকট
গ) তদন্তকারী কর্মকর্তারর নিকট
ঘ) আদালতের নিকট
উত্তর: আদালতের নিকট
প্রশ্ন: ১১। ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারার মামলা নিম্মোক্ত কোন আদালতের আদি এখতিয়ারভুক্ত?
ক) জেলা ম্যাজিস্ট্রেট
খ) দায়রা জজ
গ) মুখ্য মহানগর হাকিম
ঘ) ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
উত্তর: জেলা ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ১২। মালিকের অনুমতি নিয়ে ‘ক’ একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, এ ক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
ক) দাবি ত্যাগ
খ) স্বীকৃতি
গ) মৌন সম্মতি
ঘ) স্ব-কার্যজনিত বাধা(Estoppel)
উত্তর: স্ব-কার্যজনিত বাধা(Estoppel)
প্রশ্ন: ১৩। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার মোকদ্দমায় তামাদী মেয়াদ কত?
ক) ৬ বছর
খ) ৬ মাস
গ) ১ বছর
ঘ) ৩ বছর
উত্তর: ৬ বছর
প্রশ্ন: ১৪। জরিমানা অনাদায়ে প্রদত্ব কারাদন্ড হচ্ছে-
ক) শ্রমমূলক
খ) যে কোন একটি
গ) সশ্রম
ঘ) বিনাশ্রম
উত্তর: বিনাশ্রম
প্রশ্ন: ১৫। ক’ এর বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারী আদালত প্রদত্ব নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক?
ক) ক’ অন্য একটি যৌতুক মামলায় দন্ডিত হয়েছে
খ) ক’ অন্য একটি চুরি মামলায় খালাস পেয়েছে
গ) ক’ অন্য একটি যৌতুক মামলায় খালাস পেয়েছে
ঘ) ‘ক’ অন্য একটি চুরি মামলায় দন্ডিত হয়েছে
উত্তর: ‘ক’ অন্য একটি চুরি মামলায় দন্ডিত হয়েছে
প্রশ্ন: ১৬। সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রতক্ষ্য সাক্ষ্য?
ক) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে দেখেনি
খ) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা অন্যের মতামত
গ) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে
ঘ) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা শোনেনি
উত্তর: সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে
প্রশ্ন: ১৭। পেনাল কোডের অধীনে কোনটি অনুমোদিত সাজা নয়?
ক) জরিমানা
খ) সম্পত্তি বাজেয়াপ্তকরণ
গ) বেত্রাঘাত
ঘ) কারাদন্ড
উত্তর: বেত্রাঘাত
প্রশ্ন: ১৮। Mediation এর মাধ্যমে মামলা নিষ্পত্তির আদেশ আদালত কখন প্রদান করবে?
ক) কোনটিই নয়
খ) লিখিত জবাব দাখিলের পর
গ) আপিলের সময়ে
ঘ) মামলার যে কোন পর্যায়ে
উত্তর: লিখিত জবাব দাখিলের পর
প্রশ্ন: ১৯। কোন পক্ষ কর্তৃক set off দাবি করতে পারে?
ক) সাক্ষী
খ) বিবাদী
গ) সবগুলি
ঘ) বাদী
উত্তর: বিবাদী
প্রশ্ন: ২০। ফৌজদারী কার্যবিধিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান কোন সনে অন্তর্ভুক্ত হইয়াছে-
ক) ২০০৭ সালে
খ) ১৯৯৯ সালে
গ) ১৮৯৮ সালে
ঘ) ২০০৮ সালে
উত্তর: ২০০৭ সালে
প্রশ্ন: ২১। দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে বাদীর আর্জিতে সুনির্দিষ্টভাবে প্রতিকার দাবি করবে?
ক) বিধি ৬ আদেশ ৭
খ) বিধি ৪ আদেশ ৭
গ) বিধি ৩ আদেশ ৭
ঘ) বিধি ৭ আদেশ ৭
উত্তর: বিধি ৭ আদেশ ৭
প্রশ্ন: ২২। একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে-
ক) গৌণ সাক্ষ্য দ্বারা
খ) যে কোন একটির দ্বারা
গ) স্বয়ং দলিলটি দ্বারা
ঘ) প্রাথমিক সাক্ষ্য দ্বারা
উত্তর: যে কোন একটির দ্বারা
প্রশ্ন: ২৩। আরজিতে পর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহ না করার জন্য আরজি নাকচ হয়ে যায় এই ক্ষেত্রে বাদীর প্রতিকার কি?
ক) রেফারেন্স
খ) আপিল
গ) রিভিশন
ঘ) রিভিউ
উত্তর: আপিল
প্রশ্ন: ২৪। Y এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে সে পথে X বিঘ্ন সৃষ্টি করে এতে Y এর চলাচল বাধাগ্রস্ত হয়। X এর কৃত অপরাধ হলো- [B.C.Exam-2013]
ক) অন্যায় অর্পণ
খ) অন্যায় আটক
গ) অন্যায়ভাবে বাধা
ঘ) অন্যায় নিয়ন্ত্রণ
উত্তর: অন্যায়ভাবে বাধা
প্রশ্ন: ২৫। কোন ধরনের তথ্য সাক্ষ্য হিসাবে প্রকাশ করতে বাধ্য নয়?
ক) বিবাহ বলবৎ থাকাকালীন স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ
খ) এডভোকেট এবং মক্কেলের মধ্যে পেশাগত তথ্য
গ) রাষ্ট্রীয় ব্যাপার সম্পর্কে সাক্ষ্য
ঘ) সবগুলো
উত্তর: সবগুলো