প্রশ্ন: ১। দেওয়ানী মামলার আরজি ভুল আদালতে দাখিল করার পরিণাম কি?
ক) সবগুলো
খ) আরজি খারিজ
গ) আরজি ফেরত
ঘ) মামলা ডিসমিস
উত্তর: আরজি ফেরত
প্রশ্ন: ২। অপ্রমাণিত বলা হবে যখন বিষয়টি –
ক) অপ্রমাণিত
খ) কোনটিই নয়
গ) প্রমাণিত
ঘ) প্রমাণিত এবং অপ্রমাণিত উভয়
উত্তর: অপ্রমাণিত
প্রশ্ন: ৩। কোন ব্যক্তিকে ধর্মীয় প্রতিষ্ঠানের পদ থেকে যুক্তিসঙ্গত কারণ ছাড়া পদচ্যুত করা হলে, উক্ত ব্যক্তি কি মামলা দায়ের করবেন?
ক) ধর্মীয় মামলা
খ) দেওয়ানী ও ধর্মীয় মামলা
গ) ফৌজদারী মামলা
ঘ) দেওয়ানি মামলা
উত্তর: দেওয়ানি মামলা
প্রশ্ন: ৪। নালিশী মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না থাকলে আদালত কি আদেশ দিতে পারেন?
ক) আসামী ডিসচার্জ
খ) আসামী খালাস
গ) ওয়ারেন্ট জারী
ঘ) মামলা খারিজ
উত্তর: আসামী খালাস
প্রশ্ন: ৫। নিম্নবর্ণিত কোন বক্তব্যটি সঠিক?
ক) যাবজ্জীবন কারাদন্ড সর্বদাই বিনাশ্রম
খ) যাবজ্জীবন কারাদন্ড সর্বদাই সশ্রম
গ) যাবজ্জীবন কারাদন্ড বিনাশ্রম হতে পারে
ঘ) যাবজ্জীবন কারাদন্ড সশ্রম হতে পারে
উত্তর: যাবজ্জীবন কারাদন্ড সর্বদাই সশ্রম
প্রশ্ন: ৬। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারায় স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হয়েছে?
ক) ৫২ ধারা
খ) ৫৪ ধারা
গ) ৫৩ ধারা
ঘ) ৫৫ ধারা
উত্তর: ৫৩ ধারা
প্রশ্ন: ৭। বাদীর গরহাজিরার কারণে আদালত কর্তৃক প্রদত্ত মামলা খারিজের সিদ্ধান্ত একটি-
ক) আদেশ
খ) রায়
গ) ডিক্রি
ঘ) সবগুলো
উত্তর: আদেশ
প্রশ্ন: ৮। নিম্নের কোনটি পাবলিক দলিল?
ক) উইল
খ) রায়
গ) কবলা
ঘ) কোনটিই নয়
উত্তর: রায়
প্রশ্ন: ৯। বাংলাদেশ বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটিতে সদস্য হিসাবে সর্বনিম্ন কত জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবেন?
ক) ৬ জন
খ) ৪ জন
গ) ৫ জন
ঘ) ২ জন
উত্তর: ২ জন
প্রশ্ন: ১০। FIR এর পূর্নাঙ্গ শব্দরুপ কোনটি?
ক) Find Investigation Report
খ) First Information Report
গ) Find Inquest Report
ঘ) Frist Inspection Report
উত্তর: First Information Report
প্রশ্ন: ১১। জবানবন্দির সময় বা পুন:জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে, যদি-
ক) বিরোধী পক্ষ
খ) আসামী পক্ষ বিরোধীতা না করলে
গ) আদালত অনুমতি দেয়
ঘ) বিরোধী পক্ষ ও আদালত অনুমতি দেয় উভয়
উত্তর: বিরোধী পক্ষ ও আদালত অনুমতি দেয় উভয়
প্রশ্ন: ১২। সিভিল প্রসিডিউর কোডের ৪৮ ধারায় ডিক্রি জারির সময় উল্লেখ না থাকলে ডিক্রি জারির আবেদন করতে হইবে কত সময়ের মধ্যে?
ক) ৩ বছর
খ) ১ বছর
গ) ৬ বছর
ঘ) ২ বছর
উত্তর: ৩ বছর
প্রশ্ন: ১৩। ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় দেওয়া আছে?
ক) ১৪১ ধারা
খ) ১৫০ ধারা
গ) ১৪২ ধারা
ঘ) ১৪০ ধারা
উত্তর: ১৪১ ধারা
প্রশ্ন: ১৪। দন্ডবিধির ৩২৬ক ধারায় সর্বোচ্চ শাস্তি কি?
ক) মৃত্যুদন্ড এবং অর্থদন্ড
খ) মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড এবং অর্থদন্ড
গ) যাবজ্জীবন কারাদন্ড এবং অর্থদন্ড
ঘ) ৭ বছর কারাদন্ড ও অর্থদন্ড
উত্তর: মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড এবং অর্থদন্ড
প্রশ্ন: ১৫। কোন ধারায় ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা দেওয়া হয়েছে?
ক) ১২৭ ধারায়
খ) ১২৬ ধারায়
গ) ১২৫ ধারায়
ঘ) ১৩০ ধারায়
উত্তর: ১২৭ ধারায়
প্রশ্ন: ১৬। কোন দলিলটি পাবলিক দলিল?
ক) মামলার আরজি
খ) কোনটিই নয়
গ) প্রকাশিত পত্র
ঘ) উইল
উত্তর: মামলার আরজি
প্রশ্ন: ১৭। দেওয়ানী কার্যবিধি অনুযায়ী আরজি নাকচের সিদ্ধান্ত হচ্ছে একটি-
ক) চুড়ান্ত সিদ্ধান্ত
খ) ডিক্রি
গ) প্রাথমিক সিদ্ধান্ত
ঘ) আদেশ
উত্তর: ডিক্রি
প্রশ্ন: ১৮। নিম্নের কোনটি অপরাধ হিসেবে গণ্য হবে না?
ক) অপরাধমূলক ষড়যন্ত্র করা
খ) অপরাধ সংঘটনের পরিকল্পনা করা
গ) আত্মরক্ষার অধিকার প্রয়োগে কৃতকর্ম
ঘ) অবৈধ সমাবেশ গঠনে কৃতকর্ম
উত্তর: আত্মরক্ষার অধিকার প্রয়োগে কৃতকর্ম
প্রশ্ন: ১৯। নির্বাচনী প্রস্তাব ও যাচাই বাচাই এর মধ্যে বিরতি থাকবে?
ক) ১৪ দিন
খ) ৭ দিন
গ) ৩০ দিন
ঘ) ৮ দিন
উত্তর: ৭ দিন
প্রশ্ন: ২০। অবৈধ অবরোধের সংজ্ঞা কত ধারায়?
ক) ৩৪৩ ধারায়
খ) ৩৪০ ধারায়
গ) ৩৩৯ ধারায়
ঘ) ৩৪১ ধারায়
উত্তর: ৩৪০ ধারায়
প্রশ্ন: ২১। গ্রেফতারি পরোয়ানা কয় ধরনের হতে পারে?
ক) ৫ ধরনের
খ) ১ ধরনের
গ) ৪ ধরনের
ঘ) ২ ধরনের
উত্তর: ২ ধরনের
প্রশ্ন: ২২। একজন মক্কেল তার নিযুক্তীয় আইনজীবীর পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে সে একটি দলিল জাল করেছে। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
ক) উক্ত আইনজীবী সাক্ষ্য দিয়ে স্বীকারোক্তিটি প্রমাণ করতে পারে
খ) উক্ত স্বীকারোক্তি প্রমাণে অন্য সাক্ষীর সমর্থন প্রয়োজন
গ) উক্ত স্বীকারোক্তি সাক্ষ্যে গ্রহণযোগ্য
ঘ) উক্ত স্বীকারোক্তি আইনতঃ অগ্রহণযোগ্য
উত্তর: উক্ত আইনজীবী সাক্ষ্য দিয়ে স্বীকারোক্তিটি প্রমাণ করতে পারে
প্রশ্ন: ২৩। ডিক্রি জারীতে বিক্রয় রদ করার জন্য আবেদন করার মেয়াদ কত?
ক) ৩০ দিন
খ) ১২০ দিন
গ) ১৫ দিন
ঘ) ৬০ দিন
উত্তর: ৩০ দিন
প্রশ্ন: ২৪। ফৌজদারী মামলায় আসামী কোন পর্যায়ে ডিসচার্জের আবেদন করিতে পারে?
ক) চার্জগঠনের পরে
খ) চার্জগঠনের সময়
গ) অপরাধ আমলে নেওয়ার তারিখে
ঘ) সাক্ষ্যগ্রহনের সময়
উত্তর: চার্জগঠনের সময়
প্রশ্ন: ২৫। রফিক স্বেচ্ছাকৃতভাবে শফিক কে গুরুতর আঘাত প্রদান করে। রফিক এর শাস্তি দন্ডবিধির কত ধারায়?
ক) ৩২৬ ধারায়
খ) ৩২৪ ধারায়
গ) ৩২৬ক ধারায়
ঘ) ৩২৫ ধারায়
উত্তর: ৩২৫ ধারায়