প্রশ্ন: ১। চোরদের দলভুক্ত হবার শাস্তি কত ধারায়?
ক) ৪০০ ধারায়
খ) ৪০১ ধারায়
গ) ৪০২ ধারায়
ঘ) ৪০৫ ধারায়
উত্তর: ৪০১ ধারায়
প্রশ্ন: ২। নিবার্চনী প্রস্তাব যাচাই এবং নির্বাচনের অনুষ্ঠানের তারিখের মধ্যে বিরতি থাকবে?
ক) ১৪ দিন
খ) ১৫ দিন
গ) ২০ দিন
ঘ) ৪৫ দিন
উত্তর: ১৪ দিন
প্রশ্ন: ৩। আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার সরবরাহ করতে ব্যর্থ হলে, আদালতে আদেশ দিবেন-
ক) সবগুলো
খ) আরজি প্রেরণের
গ) আরজি ফেরতের
ঘ) আরজি নাকচ
উত্তর: আরজি নাকচ
প্রশ্ন: ৪। নিম্নের কোনটি প্রতক্ষ্য সাক্ষ্য (Direct Evidenc) হিসেবে গণ্য করা যায়?
ক) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা দেখেন নাই বা শুনেন নাই
খ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা দেখেন নাই
গ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা অন্যের অভিমতের ভিত্তিতে প্রাপ্ত
ঘ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন
উত্তর: যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন
প্রশ্ন: ৫। ১ জুলাই, ২০০৪ তারিখে একটি রেজিষ্ট্রিকৃত চুক্তির অনুবলে সুনিদির্ষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আরজির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল-
ক) অবশিষ্ট চুক্তিমূল্য
খ) চুক্তির অবশিষ্ট মূল্যের ৫০%
গ) কোনো চুক্তিমূল্য দাখিল অপ্রয়োজনীয়
ঘ) চুক্তির অবশিষ্ট মূল্যের ২৫%
উত্তর: কোনো চুক্তিমূল্য দাখিল অপ্রয়োজনীয়
প্রশ্ন: ৬। কোন ধারায় দন্ড প্রাপ্ত আসামির জেল হাজতে আটক থাকার সময়কে কারাদন্ডের সময় হতে বাদ দেবার বিধান রাখা হয়েছে?
ক) ১৫০
খ) ৩৫(খ)
গ) ৩৫(ক)
ঘ) ১৪০
উত্তর: ৩৫(ক)
প্রশ্ন: ৭। আরজীতে মামলার কারণ উল্লেখ না থাকলে কি হবে?
ক) আরজি ফেরত
খ) আরজি নাকচ
গ) সবগুলো
ঘ) মামলা খারিজ
উত্তর: আরজি নাকচ
প্রশ্ন: ৮। তামাদী নির্ধারিত মেয়াদের মধ্যে মোকদ্দমা দায়ের না করলে আদালত কি সিদ্ধান্ত নিবেন?
ক) আরজি খারিজ করবে
খ) আরজি ফেরত দিবে
গ) মামলা খারিজ করবে
ঘ) সবগুলো
উত্তর: মামলা খারিজ করবে
প্রশ্ন: ৯। দেওয়ানি আদালতের সাধারণ এখতিয়ার কোন ধারায় বর্ণনা করা হয়েছে?
ক) ৯ ধারায়
খ) ৭ ধারায়
গ) ৬ ধারায়
ঘ) ৮ ধারায়
উত্তর: ৯ ধারায়
প্রশ্ন: ১০। আইনে যদি কোন দলিল প্রত্যায়ন করার বিধান থাকে, তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী করতে হবে?
ক) ৭০ ধারা
খ) ৬৮ ধারা
গ) ৬৯ ধারা
ঘ) ৬৫ ধারা
উত্তর: ৬৮ ধারা
প্রশ্ন: ১১। ফৌজদারী মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখের প্রয়োজন নাই?
ক) শাস্তি
খ) স্থান
গ) সময়
ঘ) আইন
উত্তর: শাস্তি
প্রশ্ন: ১২। চুরি করতে গিয়ে আসামী যদি স্বেচ্ছাক্রমে আঘাত দেয়, তবে অপরাধটি হবে –
ক) দস্যুতা
খ) বলপূর্বক আদায়
গ) ডাকাতি
ঘ) চুরি
উত্তর: দস্যুতা
প্রশ্ন: ১৩। অর্থদন্ড কত বছরের মধ্যে যে কোন সময় আদায় করা যায়-
ক) ৩ বছর
খ) ১ বছর
গ) ৬ বছর
ঘ) ২ বছর
উত্তর: ৬ বছর
প্রশ্ন: ১৪। খারিজ আপীল পুনরায় চালু করার জন্য আবেদন করার মেয়াদ কত?
ক) ৬০ দিন
খ) ৩০ দিন
গ) ৯০ দিন
ঘ) ১২০ দিন
উত্তর: ৩০ দিন
প্রশ্ন: ১৫। দন্ডবিধির ৩২৬ ধারার সর্বোচ্চ শাস্তি কত?
ক) যাবজ্জীবন কারাদন্ড
খ) ১০ বছর কারাদন্ড
গ) ৫ বছর কারাদন্ড
ঘ) ৭ বছর কারাদন্ড
উত্তর: যাবজ্জীবন কারাদন্ড
প্রশ্ন: ১৬। অস্থায়ী বা অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করা যায়-
ক) রায় ঘোষণার পূর্বে মামলার যে কোন অবস্থায়
খ) মামলার সাক্ষীর সময়
গ) কোনটিই নয়
ঘ) চুড়ান্ত শুনানীর সময়
উত্তর: রায় ঘোষণার পূর্বে মামলার যে কোন অবস্থায়
প্রশ্ন: ১৭। অপরাধীর সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধের উপাদনসমূহ অভিন্ন?
ক) বলপূর্বক আদায় ও ডাকাতি
খ) ডাকাতি ও দস্যুতা
গ) চুরি ও বলপূর্বক আদায়
ঘ) বলপূর্বক আদায় ও দস্যুতা
উত্তর: ডাকাতি ও দস্যুতা
প্রশ্ন: ১৮। নিম্নবর্নিত কোন বিষয়টি নির্ধারনের জন্য আরজিতে দেওয়ানী মামলার মূল্যমান দেখানো হয়?
ক) প্রদেয় আয়কর
খ) সবগুলো
গ) আদালতের এখতিয়ার
ঘ) প্রসেস ফি
উত্তর: আদালতের এখতিয়ার
প্রশ্ন: ১৯। দন্ডবিধির ৩২৫ ধারায় সর্বোচ্চ শাস্তি কত ?
ক) যাবজ্জীবন কারাদন্ড
খ) ৫ বছর কারাদন্ড
গ) ৩ বছর কারাদন্ড
ঘ) ৭ বছর কারাদন্ড
উত্তর: ৭ বছর কারাদন্ড
প্রশ্ন: ২০। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধানমতে দলিল সংশোধন করা যায়? [B.C.Exam-2017]
ক) ৩৫ ধারা
খ) ৩১ ধারা
গ) ২০ ধারা
ঘ) ১৩ ধারা
উত্তর: ৩১ ধারা
প্রশ্ন: ২১। কোন আইনের মাধ্যমে দ্যা এ্যভিডেন্স এ্যাক্ট, ১৮৭২ কে চট্রগ্রামের পার্বত্য জেলাসমূহে বলবৎ করা হয়েছে?
ক) পার্বত্য জেলা সমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯
খ) চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন, ১৯০০
গ) উক্ত স্বীকারোক্তি প্রমাণে অন্য সাক্ষীর সমর্থন প্রয়োজন
ঘ) পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৮৯৮
উত্তর: চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন, ১৯০০
প্রশ্ন: ২২। সাক্ষ্য আইনের কোন ধারায় (Res Judicata) নীতির প্রতপফলন ঘটেছে?
ক) ৪৭ ধারা
খ) ৩৯ ধারা
গ) ৪০ ধারা
ঘ) ৪৬ ধারা
উত্তর: ৪০ ধারা
প্রশ্ন: ২৩। ফৌজদারী কার্যবিধির কোন ধারার বিধান বলে পুলিশ গ্রেফতারী পরোয়ানা ছাড়া কোন ব্যক্তিকে গ্রেফতার করিতে পারে?
ক) ১৬০ ধারা
খ) ৫৪ ধারা
গ) ১৬৭ ধারা
ঘ) ১৫৪ ধারা
উত্তর: ৫৪ ধারা
প্রশ্ন: ২৪। একটি মামলার মূল্যমান সংশোধনের সর্বাধিক সময়কাল হবে-
ক) ৬০ দিন
খ) ২১ দিন
গ) ৩০ দিন
ঘ) ১৪ দিন
উত্তর: ২১ দিন
প্রশ্ন: ২৫। দেওয়ানী মামলায় আরজিতে উত্থাপিত দাবী সমর্পনকারী দলিলাদি বাদীর দখলে না থাকলে সেগুলির বিষয় তার করনীয় কি?
ক) দলিলের তালিকাসহ দখলকারের নাম দাখিল
খ) দলিলের নকল দাখিল করতে হবে
গ) দলিলের তালিকা দাখিল করতে হবে
ঘ) সবগুলো
উত্তর: দলিলের তালিকাসহ দখলকারের নাম দাখিল