প্রশ্ন: ১। তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার পরিণতি কি?
ক) মামলা গ্রহণ করে বিচার শুরু করবে
খ) শর্তসাপেক্ষে মামলা বিচারে নিবে
গ) মামলা খারিজ করবে
ঘ) কোনটিই নয়

উত্তর: মামলা খারিজ করবে

প্রশ্ন: ২। ৪০০ ধারা অনুযায়ী দন্ড কার্যকরী করার পর পরোয়ানাটি কোথায় ফেরত পাঠাতে হবে?
ক) কোনটিই না
খ) হাইকোট বিভাগে
গ) ইস্যুকারী আদালতে
ঘ) দায়রা আদালতে

উত্তর: ইস্যুকারী আদালতে

প্রশ্ন: ৩। আদালত অর্থদন্ড অনাদায়ে কারাদন্ড দিলে, তা ১/৪ অংশের বেশি হবে না- [B.C.Exam-2015]
ক) অপরাধের সর্বনিম্ন শাস্তির
খ) অপরাধের সর্বোচ্চ শাস্তির
গ) আদালত প্রদত্ত শাস্তির
ঘ) আদালত কর্তৃক কার্যকর শাস্তির

উত্তর: অপরাধের সর্বোচ্চ শাস্তির

প্রশ্ন: ৪। কখন একটি মামলা দায়ের বা দাখিল করা হয়েছে বলে গণ্য হবে-
ক) আরজিটি আদালতে নথিভুক্তু করা হলে
খ) আরজিটি উপযুক্ত কর্মকর্তার নিকট দাখিল করা হলে
গ) আদালতে আরজিটি জমা দিলে
ঘ) কোনটিই নয়

উত্তর: আরজিটি উপযুক্ত কর্মকর্তার নিকট দাখিল করা হলে

প্রশ্ন: ৫। যদি কোন আসামী চার্জ গঠনকালে স্বীকার করে যে, সে অভিযুক্ত অপরাধটি সংঘটন করেছে, তাহলে ম্যাজিস্ট্রট আদেশ দিতে পারেন আসামীর –
ক) অব্যাহতির
খ) মুক্তির
গ) সাজার
ঘ) খালাসের

উত্তর: সাজার

প্রশ্ন: ৬। কোন দন্ডাদেশ প্রাপ্ত ব্যক্তিগনকে রায় ঘোষনার সময় অব্যশই আপিলের সময়সীমা জানিয়ে দিতে হবে?
ক) ১০ বছরের অধিক কারাদন্ড প্রাপ্তগন
খ) যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তগন
গ) মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত ব্যক্তিগন
ঘ) ৭ বছরের অধিক কারাদন্ড প্রাপ্তগন

উত্তর: মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত ব্যক্তিগন

প্রশ্ন: ৭। ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার অধীন প্রদত্ত আদেশ সাধারনত সর্বোচ্চ কত দিন বলবৎ থাকে?
ক) ১ বছর
খ) ২ মাস
গ) ৬ মাস
ঘ) ৩০ বছর

উত্তর: ২ মাস

প্রশ্ন: ৮। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৫ ধারায় কয়টি নিষেধাত্মক সুনিদির্ষ্ট প্রতিকার প্রদান করার কথা বলা হইয়াছে? [B.C.Exam-2017]
ক) ৩টি
খ) ২টি
গ) ৫টি
ঘ) ১টি

উত্তর: ১টি

প্রশ্ন: ৯। পেনাল কোড-এ কত প্রকার শাস্তির বিধান আছে?
ক) ৪ প্রকার
খ) ৬ প্রকার
গ) ৭ প্রকার
ঘ) ৫ প্রকার

উত্তর: ৫ প্রকার

প্রশ্ন: ১০। রায় ঘোষনার পদ্ধতি কোনটি?
ক) সবকটি
খ) আসামীর উপস্থিতিতে
গ) প্রকাশ্যে আদালতের বিচার সমাপ্ত হবার পর
ঘ) আদালতের ভাষায়

উত্তর: সবকটি

প্রশ্ন: ১১। ফৌজদারী কার্যবিধির ৯৯(ক) অনুসারে কোন বই, সংবাদপত্র ইত্যাদি বাজেয়াপ্ত করা হলে কোন আদালতে উক্ত বাজেয়াপ্ত বাতিলের জন্য আবেদন করা যাবে?
ক) যুগ্ম দায়রা জজের আদালতে
খ) হাইকোর্ট বিভাগে
গ) বিশেষ ট্রাইবুনাল
ঘ) দায়রা আদালতে

উত্তর: হাইকোর্ট বিভাগে

প্রশ্ন: ১২। কত নম্বর তফসিলে নির্ধারিত তামাদি মেয়াদের পর দায়েরকৃত মামলা খারিজ হবে-
ক) ১ম তফসিল
খ) ২য় তফসিল
গ) ৩য় তফসিল
ঘ) ৪র্থ তফসিল

উত্তর: ১ম তফসিল

প্রশ্ন: ১৩। কোনটি মূল দালিলিক সাক্ষ্য?
ক) কোন বস্তুর ফটোগ্রাফ
খ) ফটোস্ট্যাট কপি
গ) দৈনিক পত্রিকা ও সত্যায়িত কপি
ঘ) সত্যায়িত কপি

উত্তর: কোন বস্তুর ফটোগ্রাফ

প্রশ্ন: ১৪। কপিরাইট সম্পর্কিত মামলা আমলে নিয়ে বিচার করার ক্ষমতা কোন আদালতের আছে?
ক) অতিরিক্ত জেলা জজ আদালত
খ) যুগ্নজেলা জজ আদালত
গ) জেলা জজ আদালত
ঘ) জেলা জজ এবং যুগ্ন জেলা জজ আদালত

উত্তর: জেলা জজ আদালত

প্রশ্ন: ১৫। নিম্মোক্ত কোন পরিস্থিতি থেকে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকিলে ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার ক্ষমতা প্রয়োগ করা যাবে ?
ক) গন উৎপাত
খ) শ্রমিক অসন্তোষ
গ) জামির দখল জনিত বিরোধ
ঘ) পরীক্ষা কেন্দ্রে অসদুপায়

উত্তর: জামির দখল জনিত বিরোধ

প্রশ্ন: ১৬। Pleader এর সংজ্ঞা প্রদান করা হয়েছে?
ক) ২(৩) ধারা
খ) ২(২) ধারা
গ) ২(১২) ধারা
ঘ) ২(১৫) ধারা

উত্তর: ২(১৫) ধারা

প্রশ্ন: ১৭। বার কাউন্সিল নির্বাচনের জন্য সমস্ত আঞ্চলিক বার এসোসিয়েনকে কয়টি অঞ্চলে বিভক্ত করে-
ক) ৮টি
খ) ৭টি
গ) ৫টি
ঘ) ৬টি

উত্তর: ৭টি

প্রশ্ন: ১৮। A অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়। মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই A তা বিক্রি করে। A যে অপরাধে দোষী হবে, তা –
ক) অসাধুভাবে আত্মসাৎ
খ) দস্যুতা
গ) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
ঘ) চুরি

উত্তর: অসাধুভাবে আত্মসাৎ

প্রশ্ন: ১৯। দেওয়ানী আদালতের ধারাসমূহ পরিবর্তন বা সংশোধন বা সংযোজন করতে পারে কে?
ক) জাতীয় সংসদ
খ) প্রধান বিচারপতি
গ) রাষ্ট্রপতি
ঘ) এ্যটর্নী জেনারেল

উত্তর: জাতীয় সংসদ

প্রশ্ন: ২০। তামাদি আইনের ৬ ধারায় মোট কতটি বৈধ বা আইনগত অপরাগতার কথা বলা হয়েছে?
ক) ৫টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ২টি

উত্তর: ৩টি

প্রশ্ন: ২১। প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে-
ক) নিলাম বিক্রয় আদেশ দ্বারা
খ) ঘোষনণামূলক আদেশ দ্বারা
গ) নিষেধাজ্ঞার দ্বারা
ঘ) সবগুলো

উত্তর: নিষেধাজ্ঞার দ্বারা

প্রশ্ন: ২২। পুলিশী তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে দাখিলকৃত রিপোর্টের প্রচলিত নাম-
ক) চার্জশীট
খ) ফাইনাল রিপোর্ট
গ) রিলিজ রিপোর্ট
ঘ) ডিসচার্জ রিপোর্ট

উত্তর: ফাইনাল রিপোর্ট

প্রশ্ন: ২৩। নিবারনমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যায়-
ক) স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে
খ) স্থায়ী ও অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে
গ) ঘোষনামূলক ডিক্রি দ্বারা
ঘ) অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে

উত্তর: স্থায়ী ও অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে

প্রশ্ন: ২৪। দেওয়ানী কার্যবিধি কোন বিশেষ আইন (Special Law) বা বিশেষ এখতিয়ার বা বিশেষ ক্ষমতাকে সীমাবদ্ধ করে না, এটা বর্ণিত আছে কত ধারায়-
ক) ৬ ধারায়
খ) ৩ ধারায়
গ) ৮ ধারায়
ঘ) ৪ ধারায়

উত্তর: ৪ ধারায়

প্রশ্ন: ২৫। নিম্নের কোন ক্ষেত্রে বৈধ বা আইনগত অপরাগতার বিধান প্রয়োগযোগ্য হবে না?
ক) কোনটিই না
খ) অর্থ মামলায়
গ) স্বত্ব ঘোষণার মামলায়
ঘ) অগ্রক্রয়ের মামলায়

উত্তর: অগ্রক্রয়ের মামলায়

নিউজঃ