প্রশ্ন: ১। গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা যায়?
ক) ২৪ ঘন্টা
খ) ৪৮ ঘন্টা
গ) ৩০ ঘন্টা
ঘ) ৭২ ঘন্টা

উত্তর: ২৪ ঘন্টা

প্রশ্ন: ২। অবৈধ বাধার সংজ্ঞা দন্ডবিধির কোন ধারায়?
ক) ৩৪২ ধরায়
খ) ৩৪৩ ধারায়
গ) ৩৩৯ ধরায়
ঘ) ৩৪১ ধারায়

উত্তর: ৩৩৯ ধরায়

প্রশ্ন: ৩। কোনটি প্রাইভেট ডকুমেন্ট?
ক) মুল বিক্রয় দলিল ও খতিয়ান
খ) কোন পক্ষ্য কর্তৃক আরজি
গ) খতিয়ান
ঘ) মুল বিক্রয় দলিল

উত্তর: মুল বিক্রয় দলিল

প্রশ্ন: ৪। সুনিদির্ষ্ট প্রতিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞার উল্লেখ আছে?
ক) ৪ প্রকার
খ) ৫ প্রকার
গ) ৩ প্রকার
ঘ) ২ প্রকার

উত্তর: ৩ প্রকার

প্রশ্ন: ৫। দন্ডাদেশের বিরুদ্ধে আপীল করতে হবে কত দিনের মধ্যে –
ক) ৬০ দিনের মধ্যে
খ) ৭ দিনের মধ্যে
গ) ১৫ দিনের মধ্যে
ঘ) ৯০ দিনের মধ্যে

উত্তর: ৬০ দিনের মধ্যে

প্রশ্ন: ৬। নিম্নের কোন আঘাতের শাস্তি মৃত্যুদন্ড হবে-
ক) সবগুলো
খ) স্বেচ্ছাকৃতভাবে দুইটি চোখ উপড়াইয়া এসিড জাতীয় পদার্ধ দ্বারা দুইটি চোখের দৃষ্টি নষ্ট করলে
গ) মুখমন্ডলের স্থায়ী বিকৃতী করলে
ঘ) স্থায়ীভাবে চোখের দৃষ্টিশক্তি রহিত করলে

উত্তর: স্বেচ্ছাকৃতভাবে দুইটি চোখ উপড়াইয়া এসিড জাতীয় পদার্ধ দ্বারা দুইটি চোখের দৃষ্টি নষ্ট করলে

প্রশ্ন: ৭। খুন নহে এমন অপরাধমূলক নরহত্যার সর্বোচ্চ শাস্তি কী?
ক) ১০ বছরের কারাদন্ড ও জরিমানা
খ) যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানা
গ) যাবজ্জীবন কারাদন্ড
ঘ) ৭ বছরের কারাদন্ড ও জরিমানা

উত্তর: যাবজ্জীবন কারাদন্ড

প্রশ্ন: ৮। স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক আঘাত বা গুরুতর আঘাতের সংজ্ঞা কত ধারায়?
ক) ৩২৬ ধারায়
খ) ৩২০ ধারায়
গ) ৩২৩ ধারায়
ঘ) ৩১৯ ধারায়

উত্তর: ৩২০ ধারায়

প্রশ্ন: ৯। স্বেচ্ছাকৃতভাবে কাহারও ২টি চোখ উপড়িয়ে বা এসিড জাতীয় পদার্ধ দ্বারা দৃষ্টি শক্তি নষ্ট করলে দন্ড বিধির কোন ধারায় অপরাধ?
ক) ৩২৬ক ধারায়
খ) ৩২৫ ধারায়
গ) ৩২৬ ধারায়
ঘ) ৩২৩ ধারায়

উত্তর: ৩২৬ক ধারায়

প্রশ্ন: ১০। নিম্নের কোন আদেশটি ডিক্রি হিসাবে গণ্য হবে?
ক) আরজি ফেরত আদেশ
খ) আরজি প্রত্যাখান আদেশ
গ) কোনটিই নয়
ঘ) আরজি সংশোধন আদেশ

উত্তর: আরজি প্রত্যাখান আদেশ

প্রশ্ন: ১১। কোন মামলা বা আপীল খারিজের আদেশ রদ করার দরখাস্ত করতে হবে কত দিনের মধ্যে?
ক) ৩০ দিন
খ) ৬০ দিন
গ) ৯০ দিন
ঘ) ১৫ দিন

উত্তর: ৩০ দিন

প্রশ্ন: ১২। রায় ঘোষনার পর কিসের ভিক্ততে আদালত আসামীকে রায়ের নকল প্রদান করবে?
ক) কোনটিই না
খ) আসামীর আবেদনের ভিক্ততে
গ) স্বতঃপ্রণোদিত হয়ে
ঘ) রাষ্টের আবেদনের ভিক্তিতে

উত্তর: আসামীর আবেদনের ভিক্ততে

প্রশ্ন: ১৩। দেওয়ানী মামলার আরজি বাতিল হবে কোন ক্ষেত্রে?
ক) পর্যাপ্ত কোর্ট ফি প্রদত্ত না হলে
খ) কোনটিই নয়
গ) তামাদি বারিত হলে
ঘ) এখতিয়ারবিহীন আদালতে মামলা করা হলে

উত্তর: তামাদি বারিত হলে

প্রশ্ন: ১৪। কার দ্বারা একটি সমন জারি করা হয়?
ক) সবগুলো
খ) পুলিশ অফিসার
গ) কোন সরকারী কর্মচারী কর্তৃক
ঘ) সমন প্রদানকারী আদালতের কোন অফিসার কর্তৃক

উত্তর: সবগুলো

প্রশ্ন: ১৫। ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading question) বলতে নিম্নের কোনটিকে বুঝাবে?
ক) যে প্রশ্নের পরে উত্তর বলা থাকে
খ) যে প্রশ্নের হ্যাঁ বা না সূচক উত্তর করে থাকে
গ) যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে
ঘ) যে প্রশ্নের পূর্বে উত্তর বলা থাকে

উত্তর: যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে

প্রশ্ন: ১৬। সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী একজন এ্যাডভোকেট নিজের সাক্ষীকে প্রশ্ন করতে পারে?
ক) ১৫৭ ধারা
খ) ১৫৬ ধারা
গ) ১৫৪ ধারা
ঘ) ১৫৮ ধারা

উত্তর: ১৫৪ ধারা

প্রশ্ন: ১৭। আদালতের এখতিয়ার বিষয়ে আপত্তি কখন করতে হয়?
ক) সম্ভাব্য প্রথম সুযোগে
খ) বিচার্য বিষয় নির্ধারনের সময় বা পূর্বে
গ) মামলার যে কোন পর্যায়ে
ঘ) সম্ভাব্য প্রথম সুযোগে এবং বিচার্য বিষয় নির্ধারনের সময় বা পূর্বে

উত্তর: সম্ভাব্য প্রথম সুযোগে এবং বিচার্য বিষয় নির্ধারনের সময় বা পূর্বে

প্রশ্ন: ১৮। ফৌজদারী মামলায় চার্জগঠনের দায়িত্ব কার?
ক) সরকারী উকিলের
খ) পুলিশের
গ) কোর্টের
ঘ) বাদির

উত্তর: কোর্টের

প্রশ্ন: ১৯। একাধিক মামলার বিচার্য বিষয় ও পক্ষসমূহ একই হলে মামলা বিচারে বাধা দেয়-
ক) রেস জুডিকাটা
খ) রেস সাবজুডিস
গ) রেস সাবজুডিস এবং জুডিকাটা
ঘ) আদালত

উত্তর: রেস সাবজুডিস

প্রশ্ন: ২০। বার কাউন্সিল ট্রাইব্যুনাল যদি মনে করেন এডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা, সে ক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারেন?
ক) ১০০ টাকা
খ) ৩০০ টাকা
গ) ৫০০ টাকা
ঘ) ১০০০ টাকা

উত্তর: ৫০০ টাকা

প্রশ্ন: ২১। দেওয়ানি কার্যবিধির কত ধারায় ডিক্রির সংজ্ঞা দেয়া হয়েছে?
ক) ২(৪) ধারায়
খ) ২(২) ধারায়
গ) ২(৬) ধারায়
ঘ) ২(৫) ধারায়

উত্তর: ২(২) ধারায়

প্রশ্ন: ২২। ১৯৭২ সালের রাষ্ট্রপতির কত নং আদেশ দ্বারা বার কাউন্সিল গঠিত হয়?
ক) ৫৬ নং আদেশ
খ) ৩৬ নং আদেশ
গ) ৪৬ নং আদেশ
ঘ) ২৬ নং আদেশ

উত্তর: ৪৬ নং আদেশ

প্রশ্ন: ২৩। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় নীতিগতভাবে বা নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বলা হইয়াছে?
ক) ৫৭ ধারা
খ) ৫৪ ধারা
গ) ৪২ ধারা
ঘ) ৫৬ ধারা

উত্তর: ৫৭ ধারা

প্রশ্ন: ২৪। ফৌজদারী কার্যবিধি অনুসারে কোনটি গ্রেফতারেরর জন্য আবশ্যক?
ক) বেধে ফেলা
খ) হাত কড়া পরানো
গ) জেলখানায় আটক রাখা
ঘ) স্পর্শ বা আবদ্ধ করা

উত্তর: স্পর্শ বা আবদ্ধ করা

প্রশ্ন: ২৫। দেওয়ানী আদালত তাহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে-
ক) দলিল বাতিলের ক্ষেত্রে
খ) নিষেধাজ্ঞার ক্ষেত্রে
গ) সুনিদির্ষ্ট কার্যসম্পাদনের ক্ষেত্রে
ঘ) বর্ণিত সকল ক্ষেত্রে

উত্তর: বর্ণিত সকল ক্ষেত্রে

নিউজঃ