প্রশ্ন: ১। যুগ্ন জেলা জজ আদালত এর থেকে আপিল বা মামলা কে প্রত্যাহার করতে পারে-
ক) অতিরিক্ত জেলা জজ
খ) জেলা জজ
গ) সবগুলো
ঘ) আপিল বিভাগ
উত্তর: জেলা জজ
প্রশ্ন: ২। ট্রাইব্যুনাল অভিযোগ প্রাপ্তির কতদিনের পর শুনানীর দিন নির্ধারণ করবে?
ক) ৩০ দিন
খ) ২০ দিন
গ) ৬০ দিন
ঘ) ২১ দিন
উত্তর: ২১ দিন
প্রশ্ন: ৩। যুগ্ন দায়রা জজ ৭ বছরের কারাদন্ড আরোপ করিলে উক্ত দন্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপীল করিতে হবে?
ক) হাইকোর্ট বিভাগে
খ) স্পেশাল জজ
গ) স্পেশাল ট্রাইব্যুনাল
ঘ) দায়রা জজ
উত্তর: হাইকোর্ট বিভাগে
প্রশ্ন: ৪। যখন সম্পত্তির মালিককে পাওয়া না যায় তখন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে সমন জারি করতে হবে-
ক) দখলদার বরাবর
খ) সম্পত্তির বরাবর এবং দখলদার বরাবর
গ) মামলার দায়িত্বে থাকা প্রতিনিধির বরাবর
ঘ) সম্পত্তির মালিকের বরাবর
উত্তর: মামলার দায়িত্বে থাকা প্রতিনিধির বরাবর
প্রশ্ন: ৫। যে পক্ষ সাক্ষীকে হাজির করে সেই পক্ষ সাক্ষীকে প্রশ্ন করলে তাকে কি বলে?
ক) জবানবন্দি
খ) জেরা
গ) জবানবন্দি ও পুন জবানবন্দি
ঘ) পুন জবানবন্দি
উত্তর: জবানবন্দি ও পুন জবানবন্দি
প্রশ্ন: ৬। যুক্তরাজ্যে বসবাসকারী ‘X’ একজন বাংলাদেশী নাগরিক। সে উগান্ডায় এক ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশে যোগ্যতাসম্পন্ন কোন আদালত ‘X’ এর বিচার করতে পারে, যদি তাকে পাওয়া যায়-
ক) উগান্ডায়
খ) যুক্তরাজ্যে
গ) যে কোন দেশে
ঘ) বাংলাদেশে
উত্তর: বাংলাদেশে
প্রশ্ন: ৭। সরকার কত ধারা অনুুযায়ী কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার দিতে পারে?
ক) ১৯২ ধারা
খ) ১৯০ ধারা
গ) ১৯৪ ধারা
ঘ) ১৯৩ ধারা
উত্তর: ১৯০ ধারা
প্রশ্ন: ৮। তামাদি আইনের ৫ ধারায় তামাদি মওকূফের জন্য আবেদন মঞ্জুর করা আদালতের জন্য-
ক) নির্দেশনামূলক
খ) স্বেচ্ছাধীন ক্ষমতা
গ) বাধ্যতামূলক
ঘ) আদেশসূচক
উত্তর: স্বেচ্ছাধীন ক্ষমতা
প্রশ্ন: ৯। আদালত মামলার একটি পক্ষ্য নিজের সাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করতে পারে?
ক) যে কোন বিষয়ে
খ) স্বীকৃত বিষয়ে
গ) বিশেষজ্ঞের মতামত বিষয়ে
ঘ) তর্কিত বিষয়ে
উত্তর: স্বীকৃত বিষয়ে
প্রশ্ন: ১০। নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করতে পারে না?
ক) বিশেষজ্ঞ মতামত বিষয়ে
খ) স্বীকৃত বিষয়ে
গ) ভূমিকামূলক বিষয়ে
ঘ) যে বিষয়টি প্রমাণিত হয়েছে
উত্তর: বিশেষজ্ঞ মতামত বিষয়ে
প্রশ্ন: ১১। ১৪৫ ধারায় প্রদত্ব আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
ক) রিভিশন
খ) রেফারেন্স
গ) রিভিউ
ঘ) আপিল
উত্তর: রিভিশন
প্রশ্ন: ১২। ১৭২ ধারা অনুুযায়ী পুলিশ ডায়েরী কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
ক) তদন্ত করার জন্য
খ) সবগুলো
গ) সাক্ষ্য হিসেবে
ঘ) বিচারকার্যে সহায়ক হিসেবে
উত্তর: বিচারকার্যে সহায়ক হিসেবে
প্রশ্ন: ১৩। কোন ব্যক্তি, অন্য ব্যক্তিকে দশ বা ততোধিক দিবসের জন্য অবৈধ আটক রাখে তবে এর জন্য শাস্তি কত হবে?
ক) ১ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড
খ) ৫ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড
গ) ২ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড
ঘ) ৩ বছরের কারাদন্ড এবং তদপরি অর্থদন্ড
উত্তর: ৩ বছরের কারাদন্ড এবং তদপরি অর্থদন্ড
প্রশ্ন: ১৪। পেনাল কোড- এর কোন ধারায় ইভ-টিজিং এর শাস্তির বিধান আছে?
ক) ৫০৯
খ) ৫০৭
গ) ৫০৬
ঘ) ৫০৮
উত্তর: ৫০৯
প্রশ্ন: ১৫। একটি জেলায় এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হইতে অন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা স্থানান্তর করতে পারেন?
ক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
খ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
গ) জেলা ম্যাজিস্ট্রেট
ঘ) প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
উত্তর: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ১৬। নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগ জবানবন্দী ফৌজদারী কার্যবিধির কোন ধারায় রেকর্ড করেন?
ক) ২০২ ধারায়
খ) ২০০ ধারায়
গ) ২০১ ধারায়
ঘ) ১৯০ ধারায়
উত্তর: ২০০ ধারায়
প্রশ্ন: ১৭। দেওয়ানী কার্যবিধির অর্ডার ৭ রুল ১৫ এর বক্তব্য কি?
ক) কোনটিই নয়
খ) আরজি সংশোধন সংক্রান্ত
গ) আরজি ফেরত সংক্রান্ত
ঘ) দলিল আয়েত্তে বা হাতে না থাকলে তার বিবৃতি
উত্তর: দলিল আয়েত্তে বা হাতে না থাকলে তার বিবৃতি
প্রশ্ন: ১৮। ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে নিম্নের কোনটিকে বুঝাবে?
ক) যে প্রশ্নের পূর্বে উত্তর বলা থাকে
খ) যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে
গ) যে প্রশ্নের হ্যাঁ বা না সূচক প্রশ্ন করে থাকে
ঘ) যে প্রশ্নের পরে উত্তর বলা থাকে
উত্তর: যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে
প্রশ্ন: ১৯। আরজি খারিজ বা প্রত্যাখান দেওয়ানী কার্যবিধির কোন বিধানে?
ক) অর্ডার ৭ রুল ১১
খ) অর্ডার ৭ রুল ১৪
গ) অর্ডার ৭ রুল ১৩
ঘ) অর্ডার ৭ রুল ৯
উত্তর: অর্ডার ৭ রুল ১১
প্রশ্ন: ২০। সাক্ষ্য আইনের কোন ধারায় বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে বলা হয়েছে?
ক) ৪৫ ধারায়
খ) ৩০ ধারায়
গ) ৬০ ধারায়
ঘ) ২৫ ধারায়
উত্তর: ৪৫ ধারায়
প্রশ্ন: ২১। ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দন্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের করিতে হইবে কোন আদালতে?
ক) অতিরিক্ত দায়রা জজ
খ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
গ) দায়রা জজ
ঘ) হাইকোর্ট বিভাগে
উত্তর: দায়রা জজ
প্রশ্ন: ২২। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় দায়রা জজ অপরাধ আমলে নিতে পারেন?
ক) ১৯০ ধারায়
খ) ১৯৩ ধারায়
গ) ১৯৪ ধারায়
ঘ) ১৯৭ ধারায়
উত্তর: ১৯৩ ধারায়
প্রশ্ন: ২৩। ১৬৪ ধারায় আসামীর দোষস্বীকার ফৌজদারী কার্যবিধির কোন ধারাকে অনুসরণে ম্যাজিস্ট্রেট সম্পাদন করবেন?
ক) ২০০ ধারা
খ) ৩৬৪ ধারা
গ) ১৬৪ ধারা
ঘ) ১৬০ ধারা
উত্তর: ৩৬৪ ধারা
প্রশ্ন: ২৪। কোন নারীর শীলতাহানীর শাস্তি দন্ডবিধির কত ধারায়?
ক) ৩৫৪ ধারায়
খ) ৩৫৩ ধারায়
গ) ৩৫৫ ধারায়
ঘ) ৩৫৬ ধারায়
উত্তর: ৩৫৪ ধারায়
প্রশ্ন: ২৫। তামাদি আইনের ৬ ধারায় মোট কয়টি আইনগত অপারগতার উল্লেখ আছে?
ক) ৩টি
খ) ৬টি
গ) ২টি
ঘ) ৪টি
উত্তর: ৩টি