প্রশ্ন: ১। দলিল উদঘাটনের জন্য আদালত কোন ব্যক্তির প্রতি সমন জারি করলে, উক্ত ব্যক্তি যদি হাজির না হয়, তাহলে আদালত কত টাকা অনধিক জরিমানা করতে পারে?
ক) ৭০০ টাকা
খ) ৫০০ টাকা
গ) ১০০০ টাকা
ঘ) ২০০০ টাকা

উত্তর: ৫০০ টাকা

প্রশ্ন: ২। স্থাবর সম্পত্তি কিভাবে ক্রোক করতে হয়?
ক) সবগুলি
খ) দখল নিয়ে
গ) রিসিভার নিয়োগ করে
ঘ) খাজনা প্রদান নিষিদ্ধ করে

উত্তর: সবগুলি

প্রশ্ন: ৩। যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে কারাদন্ড হবে-
ক) নির্জন
খ) সশ্রম
গ) কোনটিই নয়
ঘ) বিনাশ্রম

উত্তর: বিনাশ্রম

প্রশ্ন: ৪। বাংলাদেশ বার কাউন্সিলের কতজন সদস্য নির্বাচিত হয়?
ক) ১৩ জন
খ) ১২ জন
গ) ১৫ জন
ঘ) ১৪ জন

উত্তর: ১৪ জন

প্রশ্ন: ৫। নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন (Leading Question) করা যায়?
ক) যে কোন বিষয়
খ) স্বীকৃত বিষয়
গ) তর্কিত বিষয়
ঘ) বিশেষজ্ঞ মতামত বিষয়

উত্তর: স্বীকৃত বিষয়

প্রশ্ন: ৬। ইলেকশন ট্রাইব্যুনালে কয়জন সদস্য থাকে?
ক) ৪ জন
খ) ৭ জন
গ) ৫ জন
ঘ) ৩ জন

উত্তর: ৩ জন

প্রশ্ন: ৭। আরজি খারিজ বলতে আমরা কি বুঝি?
ক) আরজি সংশোধন করা
খ) আরজি প্রত্যাখান করা
গ) আরজি ফেরত দেওয়া
ঘ) সবগুলি

উত্তর: আরজি প্রত্যাখান করা

প্রশ্ন: ৮। সাধারণত বার কাউন্সিলের নির্বাচন হবে বার কাউন্সিলের মেয়াদ শেষ হবার বছরের –
ক) মার্চ মাসের ৩১ তারিখে বা তার আগে
খ) মে মাসের ৩১ তারিখে বা তার আগে
গ) মে মাসের ৩০ তারিখে বা তার আগে
ঘ) মার্চ মাসের ৩০ তারিখে বা তার আগে

উত্তর: মে মাসের ৩১ তারিখে বা তার আগে

প্রশ্ন: ৯। আরজি ফেরত বিষয়ে দেওয়ানী কার্যবিধির কোন বিধানে উল্লোখ করা হয়েছে?
ক) অর্ডার ৭ রুল ৭
খ) অর্ডার ৭ রুল ১০
গ) অর্ডার ৭ রুল ১১
ঘ) অর্ডার ৭ রুল ১৩

উত্তর: অর্ডার ৭ রুল ১০

প্রশ্ন: ১০। স্থায়ী নিষেধাজ্ঞার মামলার বাদী শুনানীর সময় কোন ধরনের পদক্ষেপ না নিলে মামলা খারিজ হইবে?
ক) কোনটিই নয়
খ) ঘোষণামূলক ডিক্রির আবেদন
গ) বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন
ঘ) অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন

উত্তর: অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন

প্রশ্ন: ১১। আরজি ফেরতের প্রতিকার কি?
ক) বাদী রিভিও দায়ের করবে
খ) বাদী রিভিশন দায়ের করবে
গ) বাদী আপীল দায়ের করবে
ঘ) সবগুলো

উত্তর: বাদী আপীল দায়ের করবে

প্রশ্ন: ১২। Kidnapping বা মানুষ্যহরণ সংজ্ঞা দন্ডবিধির কত ধারায়?
ক) ৩৬০ ধারায়
খ) ৩৫৮ ধারায়
গ) ৩৬১ ধারায়
ঘ) ৩৫৯ ধারায়

উত্তর: ৩৫৯ ধারায়

প্রশ্ন: ১৩। কোন কোন কারণে আরজি খারিজ হয়?
ক) আরজিতে দাবীকৃত প্রতিকারের মুল্য কম উল্লেখ করা হলে
খ) অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আরজি লিখলে
গ) আরজিতে মোকদ্দমার কারণ উল্লেখ না করলে
ঘ) সবগুলির কারনে

উত্তর: সবগুলির কারনে

প্রশ্ন: ১৪। যখন অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হয় তখন সেসব ঘটনা প্রাসঙ্গিক বিধানটি সাক্ষ্য আইনের কোন ধারায়?
ক) ১৩ ধারায়
খ) ৮ ধারায়
গ) ১০ ধারায়
ঘ) ১২ ধারায়

উত্তর: ১৩ ধারায়

প্রশ্ন: ১৫। যাবজ্জীবন কারাদন্ডের আদেশের বিরুদ্ধে আপীল করতে হয় ৬০ দিনের মধ্যে ইহা তামাদি আইনের তফসিলে কত অনুচ্ছেদে বলা হইয়াছে?
ক) ১৫৫ অনুচ্ছেদে
খ) ১৪৮ অনুচ্ছেদে
গ) ১৪৫ অনুচ্ছেদে
ঘ) ১৫০ অনুচ্ছেদে

উত্তর: ১৫৫ অনুচ্ছেদে

প্রশ্ন: ১৬। যে সাক্ষীকে হাজির করে তার বিরোধী প্রশ্ন করলে তাকে কি বলে?
ক) জেরা
খ) পুন:জবানবন্দি
গ) জবানবন্দি
ঘ) জবানবন্দি ও জেরা

উত্তর: জেরা

প্রশ্ন: ১৭। বন্ধকী সম্পত্তি পুণরুদ্ধারের মামলার মেয়াদ ৬০ বৎসর তাহা তামাদী আইনের কত অনুচ্ছেদে বলা হইয়াছে?
ক) ১৪৮ অনুচ্ছেদে
খ) ১৪৪ অনুচ্ছেদে
গ) ১৪২ অনুচ্ছেদে
ঘ) ১৪৫ অনুচ্ছেদে

উত্তর: ১৪৮ অনুচ্ছেদে

প্রশ্ন: ১৮। দেওয়ানী মামলায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক হয়, তাহা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
ক) ২০ ধারা
খ) ২৩ ধারা
গ) ২৫ ধারা
ঘ) ২১ ধারা

উত্তর: ২৩ ধারা

প্রশ্ন: ১৯। প্রতারণার সর্বোচ্চ শাস্তি কী?
ক) অর্থদন্ডসহ ১ বছরের বিনাশ্রম কারাদন্ড
খ) অর্থদন্ডসহ ১ বছরের সশ্রম কারাদন্ড
গ) অর্থদন্ডসহ ৩ বছরের সশ্রম কারাদন্ড
ঘ) অর্থদন্ডসহ ৩ বছরের বিনাশ্রম কারাদন্ড

উত্তর: অর্থদন্ডসহ ১ বছরের সশ্রম কারাদন্ড

প্রশ্ন: ২০। বিবাদী বাদীর সম্পত্তি ব্যবহার বা উপভোগের অধিকারের হস্থক্ষেপ করে বা হস্থক্ষেপ করার হুমকি দিলে আদালত নিম্নের কোন শর্তে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে?
ক) যেখানে বিবাদী বাদীর সম্পত্তির জিম্মাদার
খ) যেখানে হস্থক্ষেপ এমন যে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হবে না
গ) সবগুলি
ঘ) আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নেই

উত্তর: সবগুলি

প্রশ্ন: ২১। দেওয়ানী আদালত তাহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করিতে পারে না-
ক) দলিল সংশোধনের ক্ষেত্রে
খ) দলিল বাতিলের ক্ষেত্রে
গ) দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে
ঘ) বর্ণিত সকল ক্ষেত্রে

উত্তর: দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে

প্রশ্ন: ২২। তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে, আপনি কি করবেন?
ক) বন্ধের দিনই মামলা বা আপীল করবেন
খ) আদালত পুনরায় খোলার দিন উক্ত মামলায় আপীল বা দরখাস্ত দায়ের করবেন
গ) সবকয়টি
ঘ) পুনরায় খোলার দিন মামলা দায়ের করবেন

উত্তর: আদালত পুনরায় খোলার দিন উক্ত মামলায় আপীল বা দরখাস্ত দায়ের করবেন

প্রশ্ন: ২৩। অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে একজন আসামী জামিন দাবী করতে পারে যদি তার বয়স হয়-
ক) ১৫ বছরের কম
খ) ১৮ বছরের কম
গ) ১৬ বছরের কম
ঘ) ১৪ বছরের কম

উত্তর: ১৬ বছরের কম

প্রশ্ন: ২৪। রফিক’ এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে সে পথে শফিক বিঘ্ন সৃষ্টি করে। এতে ‘রফিক’ এর চলাচল বাধাগ্রস্থ হয়। ‘শফিক’ এর কৃত অপরাধ হলো?
ক) অন্যায় অর্পণ
খ) অন্যায় আটক
গ) অন্যায় নিয়ন্ত্রণ
ঘ) অন্যায়ভাবে বাধা

উত্তর: অন্যায়ভাবে বাধা

প্রশ্ন: ২৫। যদি কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে তিন বা ততোধিক দিবসের জন্য অবৈধ আটক রাখে এর জন্য শাস্তি হবে-
ক) ৫ বছর কারাদন্ড
খ) ২ বছর কারাদন্ড
গ) ৩ বছর কারাদন্ড
ঘ) ৬ মাস কারাদন্ড

উত্তর: ২ বছর কারাদন্ড

নিউজঃ