প্রশ্ন: ১। ১৮৭২ সালের সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে যে সে সকল ঘটনা একই কাজের অংশ সেই গুলো প্রাঙ্গিক?
ক) ৬ ধারা
খ) ১২ ধারা
গ) ৯ ধারা
ঘ) ১০ ধারা

উত্তর: ৬ ধারা

প্রশ্ন: ২। কোন সম্পত্তির দখল গ্রহণ ও তাহা দাবিদারকে অর্পণের মাধ্যমে কি ধরনের প্রতিকার প্রদান করা হয়?
ক) দখল পুনরুদ্ধার
খ) প্রতিরোধমূলক প্রতিকার
গ) বিকল্প প্রতিকার
ঘ) সুনিদির্ষ্ট প্রতিকার

উত্তর: সুনিদির্ষ্ট প্রতিকার

প্রশ্ন: ৩। অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ৪৯৭ ধারা বলে আসামীর কোন অবস্থানটি বিবেচনায় আদালত জামিন দিতে পারে?
ক) আর্থিকভাবে
খ) নিকটাত্মীয়
গ) শিক্ষাগত যোগ্যতার জন্য
ঘ) শারীরিক অক্ষমতা

উত্তর: শারীরিক অক্ষমতা

প্রশ্ন: ৪। নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দীর ফৌজদারী কার্যবিধির কোন ধারায় রেকর্ড করেন?
ক) ২০০ ধারা
খ) ১৯০ ধারা
গ) ২০২ ধারা
ঘ) ২০১ ধারা

উত্তর: ২০০ ধারা

প্রশ্ন: ৫। আইনানুগ অভিভাবকের নিকট হতে কত বছরের কম বয়সা নাবালক অপহরণ করলে তা হবে আইনানুগ অভিভাবক থেকে মনুষ্য হরণ-
ক) ১৮ বছরের কম
খ) ১৬ বছরের কম
গ) ১২ বছরের কম
ঘ) ১৪ বছরের কম

উত্তর: ১৪ বছরের কম

প্রশ্ন: ৬। আরজি নাকচ করলে কি কি প্রতিকার আছে?
ক) রিভিও করা যাবে
খ) আপিল অথবা নতুন করেও আরজি দাখিল করা যাবে
গ) আপিল করা যাবে
ঘ) নতুন করেও আরজি দাখিল করা যাবে

উত্তর: আপিল অথবা নতুন করেও আরজি দাখিল করা যাবে

প্রশ্ন: ৭। প্রতিনিধিত্ব মামলার বিধান আছে?
ক) বিধি ৫, আদেশ-১
খ) বিধি ৮, আদেশ-১
গ) বিধি-১০, আদেশ-১
ঘ) বিধি-৭, আদেশ-১

উত্তর: বিধি ৮, আদেশ-১

প্রশ্ন: ৮। দেওয়ানি কার্যবিধির ৩০ ধারা মোতাবেক প্রদত্ত সমন অমান্য করলে আদালত সাজা প্রদান করতে পারে কত ধারা অনুযায়ী?
ক) ২৮ ধারা
খ) ৩৮ ধারা
গ) ৩২ ধারা
ঘ) ৩১ ধারা

উত্তর: ৩২ ধারা

প্রশ্ন: ৯। কোন আদালত দেওয়ানি মামলা স্থান্তর করতে পারেন?
ক) আপিল বিভাগ
খ) হাইকোর্ট বিভাগ
গ) হাইকোর্ট বিভাগ এবং জেলা জজ
ঘ) জেলা জজ

উত্তর: হাইকোর্ট বিভাগ এবং জেলা জজ

প্রশ্ন: ১০। আক্রমন (Assault) এর সংজ্ঞা কত ধারায়?
ক) ৩৫০ ধারায়
খ) ৩৫১ ধারায়
গ) ৩৫৪ ধারায়
ঘ) ৩৫২ ধারায়

উত্তর: ৩৫১ ধারায়

প্রশ্ন: ১১। কোন ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না?
ক) ফৌজদারী বিষয়ে কার্যধারা বন্ধ করতে
খ) আইনপ্রণনকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা থেকে বিরত রাখতে
গ) বিচারিক কার্যধারা বন্ধ করতে
ঘ) সবগুলোের ক্ষেত্রে

উত্তর: সবগুলোের ক্ষেত্রে

প্রশ্ন: ১২। পেনাল কোড- এর যে ধারায় ‘ডাকাতি’ সংজ্ঞায়িত হয়েছে তা হলো-
ক) ৩৭৮
খ) ৩৯০
গ) ৩৯১
ঘ) ৩৯২

উত্তর: ৩৯১

প্রশ্ন: ১৩। ঘোষনামূলক মোকদ্দমার তামাদীকাল ৬ বছর তাহা বলা হইয়াছে –
ক) ১২০ অনুচ্ছেদে
খ) ১৪৮ অনুচ্ছেদে
গ) ১৪৪ অনুচ্ছেদে
ঘ) ১৪২ অনুচ্ছেদে

উত্তর: ১২০ অনুচ্ছেদে

প্রশ্ন: ১৪। শক্তি প্রয়োগ করে সম্পত্তি ছিনাইয়া নেওয়া বা অন্য কোন অবৈধ কাজ করিতে বাধ্য করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত করিলে তা কোন ধারায় অপরাধ?
ক) ৩২৬ ধারায়
খ) ৩২৫ ধারায়
গ) ৩২৭ ধারায়
ঘ) ৩২৪ ধারায়

উত্তর: ৩২৭ ধারায়

প্রশ্ন: ১৫। এস. আর এ্যাক্টের ৫৩ ধারা অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়?
ক) চুড়ান্ত জারির পর
খ) মোকদ্দমার যেকোন পর্যায়ে
গ) কোনটিই নয়
ঘ) চুড়ান্ত শুনানীর পর

উত্তর: মোকদ্দমার যেকোন পর্যায়ে

প্রশ্ন: ১৬। দেওয়ানী কার্যবিধির কত ধারায় বিবাদীর প্রতি সমন জারী করার কথা উল্লেখ আছে?
ক) ২৭ ধারায়
খ) ২২ ধারায়
গ) ২৬ ধারায়
ঘ) ৩১ ধারায়

উত্তর: ২৭ ধারায়

প্রশ্ন: ১৭। কোন ধারা অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে?
ক) ১৪০ ধারা
খ) ১২৭ ধারা
গ) ১২৬ ধারা
ঘ) ১২৫ ধারা

উত্তর: ১২৭ ধারা

প্রশ্ন: ১৮। পেনাল কোড- এ বর্ণিত ‘দীপান্তর – এর শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারের কারাদন্ড দিয়ে তা হলো- [B.C.Exam-2015]
ক) ২০ বছর
খ) যাবজ্জীবন
গ) ১৪ বছর
ঘ) ৩০ বছর

উত্তর: যাবজ্জীবন

প্রশ্ন: ১৯। যে ক্ষেত্রে যাবজ্জীবন কারাদন্ডকে যে মেয়াদের সশ্রম কারাদন্ড হিসেবে গণনা করা হয় তা হলো-
ক) ৩০ বছর
খ) ২০ বছর
গ) ২৫ বছর
ঘ) ১৪ বছর

উত্তর: ৩০ বছর

প্রশ্ন: ২০। ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়?
ক) তাদের সকলকে
খ) পুরুষ আসামী
গ) স্বামী
ঘ) মহিলা আসামী

উত্তর: পুরুষ আসামী

প্রশ্ন: ২১। ডাকাত দলভুক্ত হবার শাস্তি কত ধারায়?
ক) ৪০১ ধারায়
খ) ৪০৪ ধারায়
গ) ৪০২ ধারায়
ঘ) ৪০০ ধারায়

উত্তর: ৪০০ ধারায়

প্রশ্ন: ২২। পক্ষসমূহের অপসংযোগ কি?
ক) প্রয়োজনীয় ব্যক্তিদের পক্ষভুক্তকরণ
খ) অপ্রয়োজনীয় সাক্ষী গ্রহণ
গ) সবগুলি
ঘ) অপ্রয়োজনীয় ব্যক্তিদের পক্ষভুক্তকরণ

উত্তর: অপ্রয়োজনীয় ব্যক্তিদের পক্ষভুক্তকরণ

প্রশ্ন: ২৩। সরকার প্রকাশনা বাজেয়াপ্ত করার ঘোষনা দিতে পারে কত ধারায়?
ক) ৯৯(ক) ধারায়
খ) ১০১ ধারায়
গ) ৯৯ ধারায়
ঘ) ৯৮ ধারায়

উত্তর: ৯৯(ক) ধারায়

প্রশ্ন: ২৪। ফৌজদারী আদালত পুলিশী ডায়েরী তলব করতে পারে-
ক) তদন্তের জন্য
খ) বিচারের সহায়তার জন্য
গ) সাক্ষ্য প্রমানের জন্য
ঘ) সুরতহালের জন্য

উত্তর: বিচারের সহায়তার জন্য

প্রশ্ন: ২৫। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৫৩ ধারা অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকতে পারে?
ক) আদালত কর্তৃক ধার্যকৃত সময় পর্যন্ত
খ) নিদিষ্ট সময় পর্যন্ত
গ) কোনটিই নয়
ঘ) আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত

উত্তর: আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত

নিউজঃ